![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কিছু সময় হবে?
আমার এখন অনেক সময়,
তোমার কিছু সময় হবে?
সকালবেলা ঘাসের উপর
ছড়িয়ে থাকা শিশির গুলি,
হঠাৎ করে থামিয়ে দিয়ে
বলে আমায় কেমন আছি?
আমি তখন মুচকি হেসে
মনের ক্ষত গোপন করে,
হৃদয়ে সেই শিশির মাখি
আমি আবার কেমন থাকি;
দুপুরবেলা দমকা হাওয়া
তখন দুচোখ তন্দ্রাহারা,
চুম দিয়ে যায় ক্লান্ত চোখে
আমায় বলে ভাবছো মিছে;
চোখের জলের নোনতা ব্যথা
সেই হাওয়াতে শুকিয়ে নিয়ে,
বলেই বসি-বেশতো আছি
যখন আমি যেমন থাকি !
সূর্য ডোবার শেষ প্রহরে
পাখিরা সব নীড়ে ফেরে,
আমি একা একলা পাখি
বৃথাই যেন তোমায় ডাকি,
হঠাৎ কখন সন্ধ্যা নামে
আমার সারা ভুবন জুড়ে !
তবুও সকল বিষাদ ব্যথা
নদীর জলে ভাসিয়ে দিয়ে,
বুঝতে পারি অবশেষে
তুমি এখন ব্যস্ত কতো;
জীবন প্রদীপ শতশত
তোমার পথের চতুর্দিকে;
তোমার কি আর সময় হবে !
তোমার কি আর সময় হবে !
আমার এখন অনেক সময়,
তোমার কি আর সময় হবে !
(তোমার কিছু সময় হবে?, ডি মুন, ০৪/০৫/১৩, সন্ধ্যা ৬;১০ )
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:১১
বটের ফল বলেছেন: ২য় ভালোলাগা ।
অসম্ভব ভালো লাগলো। আশা করি আরও পাবো এমন আপনার কাছ থেকে।
ভালো থাকবেন।
০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন
আপনার জন্য শুভকামনা
৩| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৪৯
অন্তহীন বালক বলেছেন: ভালো লেগেছে।।
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
ডি মুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৩৭
রোজেল০০৭ বলেছেন: ১ম ভালো লাগা।