নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

ফুসফুসে গাঢ় অন্ধকার ... জমাট বেধেছে আজ;

০২ রা জুন, ২০১৩ রাত ১২:১৭





চেয়ে দেখি

দোয়েল বুলবুলি টিয়া নয়

আমার আকাশে আজ উড়ে যায়

কালো কদর্য কর্কশ কাক,

অসহ্য অন্ধকার বয়ে নিয়ে

ঘুরে ঘুরে বারবার ফিরে আসে

হৃদয়কে অন্ধকারে ঢেকে দিতে

তার কর্কশ চিৎকারে;



চেয়ে দেখি

হাসনাহেনা, রজনীগন্ধা, শিউলি নয়

আমার বাগানে ফুটে আছে অজস্র ধুতুরা,

বিষাক্ততায় ভরে গেছে আমার নিঃশ্বাস

ফুসফুসে গাঢ় অন্ধকার

জমাট বেধেছে আজ;



চেয়ে দেখি

পুর্নিমা-চাঁদ নেই রাতের আকাশে

জোসনার অবগাহন নেই,

অমাবস্যার কালোতে

ছেয়ে গেছে হৃদয়ের অলিগলি

আমার হৃদয় আর জাগে না

আমার মন আর জাগে না !

আজ নির্জীব নিস্তব্ধ সমস্ত রাত;



অন্য কোন পাখি নেই আকাশে

অন্য কোন ফুল নেই বাগানে

কোন চাঁদ নেই মাথার উপরে,

আমি যা কোনদিন চাই নি

আমি যা কোনদিনও চাই না

সেই অন্ধকারে ডুবে গেছে মন

এ কেমন জীবন !







(কালো অন্ধকার, ডি মুন, ২৬/০৫/২০১৩, ২২;০৩)

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অন্য কোন পাখি নেই আকাশে
অন্য কোন ফুল নেই বাগানে
কোন চাঁদ নেই মাথার উপরে,
আমি যা কোনদিন চাই নি
আমি যা কোনদিনও চাই না
সেই অন্ধকারে ডুবে গেছে মন
এ কেমন জীবন !


সত্যিত এ কেমন জীবন।

০২ রা জুন, ২০১৩ রাত ১:০৬

ডি মুন বলেছেন: আসলেই

২| ০২ রা জুন, ২০১৩ ভোর ৪:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আহারে :(

০২ রা জুন, ২০১৩ সকাল ৭:৪৭

ডি মুন বলেছেন: :( :(

৩| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভাল লাগা । কবি ধুতুরা ফুল উপকারী ওষুধি ফুল।তারে এত বদনাম কেন? কবিতা ভাল হয়েছে++++

০২ রা জুন, ২০১৩ রাত ১১:২০

ডি মুন বলেছেন: আইচ্ছা ধুতুরা ফুল নিয়ে তাইলে একটা ঔষধি কবিতা লিখবোনে ... :) :) :) :)

কবিতা পড়ার জন্য ধন্যবাদ

৪| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:২০

চাঁদ ~ মামা বলেছেন: কুবিতা ভালু হুয়েছে :-B

০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪২

জ্যোস্নার ফুল বলেছেন: সুন্দর লিখা।

জানালা খুলে চাঁদ আসুক বুক পকেটে, মন হৃদয় রাত সব জেগে উঠুক হাসনাহেনার নতুন ঘ্রানে।

ভালো উপকরন নিয়ে ভালো থাকুন সবসময়ের জন্য।
শুভ কামনা।

০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩১

ডি মুন বলেছেন: জানালা খুলে চাঁদ আসুক বুক পকেটে, মন হৃদয় রাত সব জেগে উঠুক হাসনাহেনার নতুন ঘ্রানে


অনেক ধন্যবাদ :)

৬| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৭

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪০

ডি মুন বলেছেন: শুভ কামনা রইল

৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর কবিতা

ভাল লাগা রইল

০২ রা জুন, ২০১৩ রাত ১১:১৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

এরিস বলেছেন: অন্য কোন পাখি নেই আকাশে
অন্য কোন ফুল নেই বাগানে
কোন চাঁদ নেই মাথার উপরে,
আমি যা কোনদিন চাই নি
আমি যা কোনদিনও চাই না
সেই অন্ধকারে ডুবে গেছে মন
এ কেমন জীবন !
যেটা ছিলোনা, ছিলোনা, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। :) সুন্দর কবিতা। নামটা বেশী ভালো লেগেছে । "ফুসফুসে গাঁঢ় অন্ধকার.। জমাট বেঁধেছে আজ"। ফুসফুসের গাঢ়ত্ব নাকি ফুসফুসের রক্তের?? জানতে ইচ্ছে করছে খুব।

০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৩

ডি মুন বলেছেন: কিছু নাহয় অজানাই থাক :) A little mystery is a good thing


অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য , শুভকামনা রইল

৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:১৭

বৃষ্টিধারা বলেছেন: ভালো ই লাগলো ।

০৬ ই জুন, ২০১৩ রাত ৩:২০

ডি মুন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.