![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই এখনই ভাবলাম তোমাকে আমি
অন্ধকার বেলকনিতে হেলান দিয়ে একা একা;
যদিও ওপাশে গল্পে মত্তো যুবকের দল
তবু আমি শুধু তোমাকে নিয়ে
অন্ধকার বেলকনিতে কি ভীষণ একা;
আমার ছায়ায় আর কখনোই বসবেনা তুমি
এই চোখে আর কখনোই রাখবেনা তোমার চোখ
আমার হাত তোমার স্পর্শ পেয়ে ধন্য হবেনা আর কোনদিনই ;
যদিও পৃথিবীতে মানুষ ভালোবেসেই যাবে,
প্রেমিকের চোখ খুঁজে ফিরবে তার প্রেমিকাকে
তাদের যুগল হাতের স্পর্শে তৈরি হবে নতুন ইতিহাস
নিত্য নতূন প্রেমে-পূর্নতায় ভরে উঠবে পৃথিবীর চারপাশ;
জানি, পৃথিবীতে আজোও ভালোবাসাই সর্বোত্তম ঔষধি
তবুও আমি কি আর আরোগ্য হবো না কখনোই !
তোমার পৃথিবীতে আমি আগন্তক হবো জেনেও
তোমাকেই আমার পৃথিবীর সর্বস্বত্ব দিয়েছিলাম;
তাই যদিও ওপাশে গল্পে মত্তো যুবকের দল
তবু আমি শুধু তোমাকে নিয়েই
অন্ধকার বেলকনিতে কি ভীষণ একা;
...... ( অন্ধকার বেলকনি, ডি মুন, ০১/০৬/২০১৩, রাত০৯;৩৬)
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২৫
ডি মুন বলেছেন: হা হা হা , সেতো জানিই
আমারে তো আর কেউ সুন্দর কইবেন না ,
আমার কবিতার ভাগ্যে তো তাও কিছু প্রশংসা জুটলো , আপাতত তাই নিয়েই খুশি থাকি
২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৩
জানতে চায় বলেছেন: শেষের প্যারা টা অনেক সুন্দর .......
০৩ রা জুন, ২০১৩ রাত ২:০০
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৭
এরিস বলেছেন: তোমার পৃথিবীতে আমি আগন্তক হবো জেনেও
তোমাকেই আমার পৃথিবীর সর্বস্বত্ব দিয়েছিলাম;
তাই যদিও ওপাশে গল্পে মত্তো যুবকের দল
তবু আমি শুধু তোমাকে নিয়েই
অন্ধকার বেলকনিতে কি ভীষণ একা!! এতো একাকীত্ব কিসের? একা মানুষেরা সুন্দর হয়না। শূন্যতা কাটিয়ে সুন্দর থাকুন, সবসময়।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৪
ডি মুন বলেছেন: একা মানুষেরা সুন্দর হয় না কিন্তু একাকীত্বের চেয়ে বড়ো কোন সংগী নেই যে ।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর ডি মুন ভাই ,
আপনি না, কবিতার কথা বল্লাম