![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে আর পরিচয়-সংকটে ডুবিয়োনা তো
আমি নাহয় অপরিচিতই থাকি
আমি নাহয় সাধারণই হই অসাধারণদের ভীড়ে;
একটু অলসতা থাকুক আমার
খানিকটা অবসর
আমার একটা সকাল থাকুক
জানালা দিয়ে সকালের রোদ এসে
চুপি চুপি ভালোবাসুক আমাকে;
আমার একটা অলস দুপুর থাকুক
সূর্যের তীব্র আঘাতে শরীরে একটু ঘাম
আর তার লবনাক্ত স্বাদ;
যা আমি শুকিয়ে নেবো বিকেলের শ্রান্ত বাতাসে
আর গোধুলীতে আমার হাতে থাকবে তোমার হাত
চোখে থাকবে তোমার চোখ;
রাতের আকাশটা নক্ষত্রশোভিত হোক
নাকে এসে লাগুক তোমার চুলের মিষ্টি গন্ধ
নাহয় একটা ভাঙ্গা কুঁড়েঘরে থাকি আমরা
চালের ফাঁক দিয়ে উকি দিয়ে দেখা দিক চাঁদ;
আমাকে আর পরিচয়-সংকটে ভুগিয়োনা তো
আমার মনকে আর বিক্রি করোনা সভ্যতার বাজারে
এই যান্ত্রিকতায় আমাকে বিচার করো না অর্থমূল্যে;
যদি অসাধারণ কিছু খোঁজো
তবে ভালোবেসে আমাকে আবিষ্কার করো
নতুবা মুছে যাও স্মৃতি হয়ে;
(পরিচয়-সংকট,ডি মুন, ০৩/০৬/২০১৩, দুপুর১২;০৩ )
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৫
ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
ডি মুন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা
২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আমাকে আর পরিচয়-সংকটে ভুগিয়োনা তো
আমার মনকে আর বিক্রি করোনা সভ্যতার বাজারে
এই যান্ত্রিকতায় আমাকে বিচার করো না অর্থমূল্যে;
যদি অসাধারণ কিছু খোঁজো
তবে ভালোবেসে আমাকে আবিষ্কার করো
নতুবা মুছে যাও স্মৃতি হয়ে;
এই অংশটুকু বেশি ভাল লাগলো ।
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:১০
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১
ডি মুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
লেখোয়াড় বলেছেন:
"যদি অসাধারণ কিছু খোঁজো / তবে ভালোবেসে আমাকে আবিষ্কার করো / নতুবা মুছে যাও স্মৃতি হয়ে;"
............... অনেক বড় শিরোনাম, শেষের কয়টি লাইন দিয়ে, সুন্দর এবং অসাধারণ।
প্রথম লাইন শেষে নারী শব্দটি ব্যবহার না করলেই পারতেন.........."আমাকে আর পরিচয়-সংকটে ডুবিয়োনা তো নারী".............. নারী বলে দিয়েই কোন কিছুর সীমারেখা ঠিক করে দিলেন।
কবিতা কোন সীমারেখা বা বেঁড়াজাল মানে কি??
শেষে এসে আসলেই ভাল লাগল।
বের করুন ভেতর থেকে এমন আরো কিছু অতুলনীয়া শব্দ সম্ভার।
ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।