![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরুপে এসেছি গো আবার মাটির ঘরে”
অদ্ভুদ পৃথিবী আর তার চেয়ে অদ্ভুত তোমার মন! এক জনমে তাই তোমার মন ভরেনা কবি। তুমি তাই ভাবতে চাও হয়তো বহুপুর্বে তোমার সাথে দেখা হয়েছিলো তোমার প্রিয়তমার। দেখা হয়েছিল কোন এক নদীর চরে। তাই সেই অনাদিকাল থেকেই তোমার ভালোবাসায় এত গভীরতা, অতঃপর যখন বিচ্ছেদ এলো; তুমি গাইলে –
“সে নাই বলে বেশী করে
শুধু তার কথাই মনে পড়ে
হেরি তার ছবি ভুবন ভরে
তারে ভুলিতে মিছে বলা
সে চলে গেছে বলে কি তার
স্মৃতি ও হায় যায় ভোলা”
এই গানটিতে যে কতটা আবেগ, কতটা ভালোবাসা মাখানো তা বলে শেষ করার নয়। শুদ্ধতম অনুভুতির এমন সাবলীল প্রকাশ আমাদেরকে বিমোহিত করে। আর তারপর, কবি যখন এভাবেই স্মৃতিকাতরতা অনুভব করছেন কোন এক শ্রাবনের রাতে একাকী। তখন তার বেদনা ভাষা পাচ্ছে বিমুর্ত হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে। আর মুখে তিনি উচ্চারণ করছেন-
“শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে”
না, আমরা জানি ভালোবাসার বোধগুলো বোধকরি আর এমন নেই এখন। তবুও নজরুলের এইসব গানগুলি আমাদেরকে ভাবায়। কবির বিদ্রোহী স্বত্তার সাথেই যে কি মহান প্রেমিক হৃদয়ের সহাবস্থান ছিলো-তা ভাববার বিষয় বৈকি। এমন কতো অজস্র গান আছে নজরুলের যা আমাদেরকে ছুয়ে যায়-
"আধো আধো বোল
লাজে বাধো বাধো বোল
ব'লো কানে কানে
যে কথাটি আধো রাতে মনে জাগায় দোল
ব'লো কানে কানে"
" মোর ঘুমঘোরে এলে মনোহর.
নমো নম, নমো নম, নমো নম।
শ্রাবণ মেঘে নাচে নটবর,.
রমোঝম রমোঝম রমোঝম"
"ভুলি কেমনে আজো যে মনে
বেদনা-সনে রহিল আঁকা
আজো সজনী দিন রজনী
সে বিনে গণি তেমনি ফাঁকা"
"আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো , আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিয়ো"
" আলগা করো গো খোপার বাধন
দিল ওহি মেরা ফাস গেয়ি"
"আরো কতোদিন বাকী
তোমারে দেখার আগে বুঝি হায়
নিভে যায় , নিভে যায় মোর আখি "
“মোর প্রিয়া হবে এসো রাণী
দেবো খোপায় তারার ফুল”
কবিদের তো সাধ্য থাকে না, তাদের থাকে সাধ। তাই কবি আকাশের তারাকে প্রিয়ার খোপায় বসিয়ে দিতে চান। এইসব গানগুলোর কোনটা দুর্বোধ্য , কোনটা কঠিন?
কবির এই অকার্পন্য উপমার প্রয়োগ কি আমাদের মনকে চমকিত করে না ? আর চিরবিচ্ছেদ জেনেও যখন কবি বলেন-
“আমি চিরতরে চলে যাবো তবু
আমারে দেবো না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইবো কেশ
বেণী যাবে যবে খুলিতে
তবু আমারে দেবো না ভুলিতে”
কবি আমরা তোমাকে ভুলিনি। যারা এমন গভীর মানবিক অনুভুতিগুলোকে ভাষাময় করে তুলতে পারেন তাদেরকে কি ভোলা যায়? … যায় না। আমরা অনেকেই নজরুল সংগীত বলতেই নাক সিটকায়। অনেক বন্ধুর মুখে শুনি তারা নাকি নজরুল সংগীত বোঝে না, কেমন নাকি কঠিন কথা(!) অথচ ভারী ভারী ইংরেজি রক গান ঠিকই বোঝে। আশ্চর্য !
শুধু বিদ্রোহ নয় প্রতিবাদ নয় বরং জীবনের মৌলিক ও নান্দনিক অনুভুতিগুলোর সংমিশ্রনে নজরুল যে কতটা অনিবার্য তা তার এইসব হৃদয়স্পর্শী গানগুলো শুনলে কিছুটা হলেও বোঝা যায়। আমাদের শ্রবনেন্দ্রীয়ে নজরুলের একটা আলাদা স্থান থাকুক, আমরা যতোই ব্যস্ত অথবা আধুনিক হইনা কেন !
ধন্যবাদ।
০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫২
ডি মুন বলেছেন: হ্যা , ঠিক বলেছেন , এটা মন দিয়ে অনুভবের বিষয়
ধন্যবাদ
২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৪
রেজোওয়ানা বলেছেন: নজরুল দূর্বোধ্য এমন কথা কারা বলে জানি না!
তবে মন না লাগিয়ে পড়লে কিংবা শুনলে অনেক কিছুই দূর্ভোদ্য লাগতে পারে...
সুন্দর একটা পোস্ট।
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩১
হাসান রাজু বলেছেন: আমার ও এমন ই মনে হতো । কারন কখনো মন দিয়ে শুনিনি । ভাল ও লাগতো না । একদিন এফ এম রেডিও তে কয়েক লাইন মন দিয়ে শুনি " আলগা করো গো খোঁপার বাঁধন ...." । লিরিক টা ই সেইরাম লেগেছে । আমি জীবনে ও এমন বাংলা-হিন্দি মিক্সড গান শুনিনি। মনে হয়েছে এই লিরিকে এই সুর টার চাইতে ভাল সুর হত না।
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৫
ডি মুন বলেছেন: " আলগা করো গো খোঁপার বাঁধন ...." । লিরিক টা ই সেইরাম লেগেছে । আমি জীবনে ও এমন বাংলা-হিন্দি মিক্সড গান শুনিনি। মনে হয়েছে এই লিরিকে এই সুর টার চাইতে ভাল সুর হত না।
ধন্যবাদ
৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: নজরুল সংহীত সে ভাবে শোনা হয়নি।তবে সরল সহজ জিনিসই বেস্টএতে কোন সন্দেহ নাই।
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৫
ডি মুন বলেছেন: নজরুল সংগীত সহজ সরল আন্তরিক
ধন্যবাদ
৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৬
আপেল বেচুম বলেছেন: কোন এক অদ্ভুত কারনে বাংলাদেশীদের মধ্যে রবীন্দ্রনাথের চর্চা নজরুলের চেয়ে বেশী । নজরুলের মার্কেট ভ্যালু কম বোধ হয় !!!
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
ডি মুন বলেছেন: ঠিকই বলেছেন
৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২০
সুপান্থ সুরাহী বলেছেন:
নজরুল সঙ্গীত কখনই আমার কাছে কঠিন কিছু মনে হয়নি।
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
ডি মুন বলেছেন: আমার কাছেও না
ধন্যবাদ
৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
শাহেদ খান বলেছেন: সময়ের প্রয়োজনে নজরুল'কে বিদ্রোহী হয়ে উঠতে হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয় নজরুলের রোমান্টিক সেন্সটাই ছিল সবচেয়ে প্রবল আর অসাধারণ সুন্দর !
আর তার গানগুলো'র সুর - এক কথায় ইউনিক ! এতটা ঝংকারময় সুর শুধুমাত্র নজরুল সঙ্গীতেই সম্ভব মনে হয় !
পোস্টে ভাল লাগা জানবেন।
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
ডি মুন বলেছেন: নজরুলের রোমান্টিক সেন্সটাই ছিল সবচেয়ে প্রবল আর অসাধারণ সুন্দর
আমারো তাই মনে হয় । অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল
৮| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫
জাতির নানি বলেছেন: মন দিয়ে শুনতে হয়
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৮
ডি মুন বলেছেন: হ্যা ঠিকই বলেছেন
ধন্যবাদ
৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
শিপু ভাই বলেছেন:
আমার কাছেও আগে দুর্বোধ্য মনে হত। বিশেষ করে বিটিভিতে দেখার সময়।
এখন যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি।
আমি বিগত ৫ দিন ধরে ক্রমাগত "হারানো হিয়ার" গানটা শুনছি।
আমি গানটার প্রেমে পইড়া গেছি!!!
+++++++++++++++
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯
ডি মুন বলেছেন: হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি ।
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলীণ ফুলদ্বয়
বৃথাই সেথা হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী ।
এলে অবেলায় পথিক বেভুল
বিদিছে কাটা নাহি পাবে ফুল
কি দিয়ে বরণ করি ও চর
নিভিছে জীবন জীবনস্বামী ।
১০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩
জ্যোস্নার ফুল বলেছেন: দূর্বধ্যতো নয়ই, বরং দূর্বধ্য অনূভুতি গুলোর অপেক্ষাকৃত সরল প্রকাশ কবি আমাদের জন্য রেখে গেছেন।
" মোর ঘুমঘোরে এলে মনোহর.
নমো নম, নমো নম, নমো নম।
শ্রাবণ মেঘে নাচে নটবর,.
রমোঝম রমোঝম রমোঝম"
এই গানটা শুনলে আমি শনপাপড়ির মত নরম হয়ে যাই, মনে হয় একটু বাতাস আসলেই উড়ে যাব।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪
ডি মুন বলেছেন: " মোর ঘুমঘোরে এলে মনোহর.
নমো নম, নমো নম, নমো নম।
শ্রাবণ মেঘে নাচে নটবর,.
রমোঝম রমোঝম রমোঝম"
আমারো খুবই প্রিয় একটা গান এইটা
ধন্যবাদ
১১| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮
~মাইনাচ~ বলেছেন: দূর্বধ্য মনে হয় আমারও। কয়েকবার শুনলেই বুঝতে পারি।
তবে নজরুল রবীন্দ্র আমার বেশ লাগে শুনতে।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪
ডি মুন বলেছেন: ধন্যবাদ , শুভকামনা রইল
১২| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শ্রাবণ জল বলেছেন: নজরুল সঙ্গীত দুর্বোধ্য মনে হয়নি কখনো, তবে রবীন্দ্রের চেয়ে নজরুল গাওয়া কষ্টের।
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০০
ডি মুন বলেছেন: হ্যা, তা ঠিকই বলেছেন
ধন্যবাদ
১৩| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর পোস্ট। নজরুল এর লিরিক সব সময়ই টানে । আগে খুব পরিচিত গান গুলো বেশি শুনতাম ।ইদানিং কম পরিচিত অন্য গান গুলো ও শুনছি ।
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল
অনেক ছোট বেলায় রেডিওতে শুনেছিলাম । তারপর থেকেই নজরুল এর গান শুনি ।দুর্বোধ্য মনে হয়নি কখনো ।
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০১
ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ
১৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭
হাসান মুহিব বলেছেন: আমার খুব ভাল লাগে গান গুলসুন্তে...আমার পছন্দের অনেক গান আছে এইখানে.।.।.।.।
প্রিয়তে তুলে রাখলাম
০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২০
ডি মুন বলেছেন: ধন্যবাদ ,
নজরুল সংগীত আমারো ভীষণ প্রিয়
১৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩১
অ্যামাটার বলেছেন: নজরুল সংগীতের চেয়ে আধুনিক কিছু হতে পারে না।
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০১
ডি মুন বলেছেন: খুব সুন্দর বলেছেন
ধন্যবাদ
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
শাহরিয়ার রিদম বলেছেন: নজরুল সংগীতের সুরে যে ভ্যারাইটি আছে, তা রবীন্দ্র সঙ্গীতের কাছে নস্যি।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪
ডি মুন বলেছেন:
হ্যাঁ খুবই সত্যি কথা বলেছেন।
নজরুল সঙ্গীত অসাধারণ।
আমাকে ভীষণ টানে।
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০
বোকামানুষ বলেছেন: আমি চিরতরে চলে যাবো তবু
আমারে দেবো না ভুলিতে
আর কোন গানের কথা বাদ দিলাম শুধু এই ২টা লাইনের জন্য উনি আমার অনেক প্রিয় কারণ আমরা সবাই এটাই চাই যে যত দুরেই যাই আমাদের প্রিয়জন আমাদের মনে রাখুক
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৬
ডি মুন বলেছেন: হুম, একদম ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: নজরুল সংগীত দুর্বোধ্য হবে কেন! এতো মন দিয়ে অনুভবের বিষয়