নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

চারুলতা

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০০

চারু, তুমি কি জানো

তোমার নরম হাতের ছোয়ায় কতটা উষ্ণতা

তোমার নিশ্চুপ নীরবতায় কতটা মৌনতা!



প্রকৃতি তার শেষ সঞ্চয় বুঝি তুলে দিয়েছে তোমার আবয়বে

তোমার নিটল চোখে, তোমার কেশবিন্যাসে

সৌন্দর্য পিপাসু এ পোড়া চোখ তাই ভিড়েছে তোমার বন্দরে

তোমার অভিমানে তোমার হাসিতে তোমার বচনে

পেয়েছি আমার শেষ আশ্রয়।



চারু, তুমি কি জানো

তোমার নিশ্বাসের শব্দটাও আমার কতোটা প্রিয়;

মাঝরাতে তোমার দিকে চেয়ে থেকে কতবার শুনেছি তা

তোমার অলক্ষ্যে, তোমার অজান্তে;

আমি হারিয়েছি নিজেকে তোমার গভীরে

চেয়ে চেয়ে দেখেছি তোমার সৌন্দর্য অনিমেষ দৃষ্টিতে



তোমার হাসিতে মুগ্ধ হয়েছে এই মন

তোমার স্পর্শে আজন্ম অশান্ত আমি ভীষন তৃপ্ত এখন

বেদনার যদি কিছু থেকে থাকে তোমার হৃদয়ে

নাহয় তা ভিড়িয়ে দাও আমার বন্দরে

তোমার করস্পর্শে মনে আজ আসুক প্লাবন

ভালোবাসায় ভেসে যাক মৌনতার শিথিল বাঁধন



চারু, তোমার হাতের উষ্ণতাটুকু আমাকে দাও

চলো নক্ষত্রমন্ডলীর নিচে এই জোসনায় দুজনে করি অবগাহন।



(চারুলতা, ডি মুন, ০২/০৭/২০১৩, রাতঃ ১১;২০)





উৎসর্গঃ রিদওয়ান এইচ ইমন

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভাললাগা।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

২| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৩৬

মাক্স বলেছেন: সুন্দর। অনেক অনেক ভালো লাগা!

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ মাক্স

৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫

বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ বটের ফল ,
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো :)

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! রোমান্টিক কবিতা !

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬

ডি মুন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.