নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন নিগূঢ় প্রলাপ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯



অর্থহীন নিগূঢ় প্রলাপ



সিমাস হিনি(Seamus Heaney) স্মরণে





শক্তিমান কবিদের মৃত্যু হয়ে যাচ্ছে একে একে আর

যাদের মৃত্যু হওয়া দরকার তারা শুধু বেঁচে থাকে

নির্লজ্জের মতো।

আমি পাথরকে কিভাবে দেখবো ফুল?

কিভাবে দেখবো আমি শরতের আকাশ?

আমার চোখের জ্যোতি ঘুমিয়ে যাচ্ছে,

কবির শরীরে সদ্য গ্রথিত ঘাসের মতো নুয়ে

পড়ছে আমার দেহ ।



নিশেঃষিত দিন শেষে পুর্বাকাশের আভা

অবলুপ্ত ফসিলের গায়; কিভাবে চিনবো আমি?

আমি পাথরকে পাথর হিসেবে দেখতে রাজি নই ।

শক্ত পাথরের চামড়ায় ক্ষুদ্র কীটের আনন্দময় জীবন আমাকে কে দেখাবে ?

আমার নিরাভরন চোখ কোন পুষ্পিত শোলোকে হয়ে উঠবে জ্যোতির্ময়?

আমি যখন মরে যেতে চাইবো অসহ্য যন্ত্রনায়, তখন

কে আমাকে বলবে-‘অন্ত্যত আর একটা দিন বাঁচো?

তোমার বেদনা নিয়ে আমি একটা কবিতা লিখি’।



সৃষ্টির সলতে এখনো তো অনেকদূর পুড়তে বাকি

এখনো তো বিচ্ছুরিত আলোকে অনেক পথ হাটা বাকি কিন্তু

কবিকে কেন এতো তাড়াতাড়ি চলে যেতে হয় মাটির আদিমতম সংস্করণে?

উফ্, বেদনায় আমার আত্মা কুঁকড়ে যাচ্ছে,

আমার চোখের কোনে জলের বদলে জমাট রক্ত।

যাদের মৃত্যু হওয়া দরকার তারা শুধু বেঁচে থাকে

নির্লজ্জের মতো ।

শক্তিমান কবিদের শুধু চলে যেতে হয়

পৃথিবী কাব্যের ‘অর্থহীন নিগূঢ় প্রলাপ’ বুঝবার আগেই







(অর্থহীন নিগূঢ় প্রলাপ, ডি মুন, ০৬/০৯/২০১৩, দুপুরঃ ১টা ১০)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: যাদের মৃত্যু হওয়া দরকার তারা শুধু বেঁচে থাকে
নির্লজ্জের মতো ।
শক্তিমান কবিদের শুধু চলে যেতে হয়।।
সত্যর মুক্তি চায় তারা তাই বাধা
সুন্দর কবিতা +

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু :)

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার লাগল। +++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার কবিতা , মুগ্ধপাঠ !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৭

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ , অভি ভাই

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১

শ্যামল জাহির বলেছেন: সমীক্ষায় দেখাগেছে..কবিরা মৃত্যুর পরেই সম্মানিত হয়।
ভাল লাগলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

ডি মুন বলেছেন: লেখক বলেছেন: হ্যা , আপনি ঠিকই বলেছেন। জীবিত অবস্থায় তাদের কেউ খুব একটা সহ্য করতে পারে না আর মৃত্যুর পর মাথায় করে রাখে । আজব পৃথিবী , আজব মানুষ ।


কমেন্টে কৃতজ্ঞতা

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৪

মাগুর বলেছেন: অসাধারণ কবিতা! চমৎকার লাগলো :)

অ. ট. ভাই, সিমাস হিনি'টা কে? :||

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৬

ডি মুন বলেছেন: সিমাস হিনি হলেন একজন আইরিশ কবি, নাট্যকার ও অনুবাদক ।
তিনি সাহিত্যে নোবেল পান ১৯৯৫ সালে।এছাড়াও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন । গত মাসের ৩১ তারিখ এই সর্বজন শ্রদ্ধেয় কবি মৃত্যুবরণ করেন।
তার শেষ কাব্যগ্রন্থের নাম ' হিউম্যান চেইন ' বিস্তারিত জানতে নিচের লিংকে যেটে পারেন....

http://en.wikipedia.org/wiki/Seamus_Heaney

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: শক্তিমান কবিদের মৃত্যু হয়ে যাচ্ছে একে একে আর
যাদের মৃত্যু হওয়া দরকার তারা শুধু বেঁচে থাকে ।সব মরে গেলেন। নাম করা সবাই।

বেচে থাকলাম আমি । বাকিটা বুঝে নেন :)

এমনি বললাম। নিজেকে কবির কও ভাবিনা।এটাই সত্যি ।


আপনার চমৎকার কবিতায় ভাললাগা কবি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ডি মুন বলেছেন: আপনার ভাবার দরকার নাই , আমরা ভাবতেছি এতেই হবে :)

অনেক ধন্যবাদ সেলিম ভাই :)

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

ঢাকাবাসী বলেছেন: তবু যেতে দিতে হয়! ভাল লাগা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

ডি মুন বলেছেন: '' চলিতেছে এমনি অনাদিকাল হতে''

তবু যেতে দিতে ইচ্ছা নাহি :(

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! সুন্দর কবিতা।

এই লাইনটা দারুন !

আমি পাথরকে পাথর হিসেবে দেখতে রাজি নই ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

ডি মুন বলেছেন: শক্ত পাথরের চামড়ায় ক্ষুদ্র কীটের আনন্দময় জীবন আমাকে কে দেখাবে ?
আমার নিরাভরন চোখ কোন পুষ্পিত শোলোকে হয়ে উঠবে জ্যোতির্ময়?
আমি যখন মরে যেতে চাইবো অসহ্য যন্ত্রনায়, তখন
কে আমাকে বলবে-‘অন্ত্যত আর একটা দিন বাঁচো?
তোমার বেদনা নিয়ে আমি একটা কবিতা লিখি’।



ধন্যবাদ :)

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

সুপান্থ সুরাহী বলেছেন:

কবিতা ভাল লাগলো......

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুপান্থ সুরাহী :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.