নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

কবিতার চলে যাওয়া

১৬ ই জুন, ২০১৪ ভোর ৫:৫৪





কবিতার কাছে হৃদয় সঁপেছি আমি

ধীরে ধীরে নিজেকে করেছি শূন্য;

আমার রক্ত-কণ্ঠ-প্রাণ নিয়ে

কবিতা অপরূপ সাঁজে নিজেকে সাজিয়েছে;

কপাল রাঙিয়েছে রক্ত চন্দনে

আর কানে হীরের দুল।



আমি কবিতার কাছে নিঃশেষ হয়েছি

আমার বিষণ্ণ হৃদয়ের সবটুকু প্রেম

ঢেলে দিয়েছি কবিতার ঠোঁটে;

আমার ব্যস্ততা, অবসর কিংবা আনমনা দিনগুলোতেও

পরিশ্রমী-সতর্ক-সুনিপুণ হাতে

ভীষণ যত্নে ধীরে ধীরে তৈরি করেছি তাকে।

রিক্ত হয়েছি আমি কবিতার কাছে

গ্রীষ্ম বর্ষা কিংবা শীতে।



আমাকে ছিঁড়ে খুঁড়ে নিজেকে ভরিয়ে তুলেছে সে

তবু বসন্তের রাতে যেই না বলেছি – কবিতা, চিরদিন থাকবে আমার কাছে?

শূন্য পুরুষ ভেবে কবিতা তখনই আমাকে ছেড়ে গেল;

একবারও আর পিছু ফিরে তাকালো না।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ ভোর ৬:৪৫

জাফরুল মবীন বলেছেন:
“আমাকে ছিঁড়ে খুঁড়ে নিজেকে ভরিয়ে তুলেছে সে
তবু বসন্তের রাতে যেই না বলেছি – কবিতা, চিরদিন থাকবে আমার কাছে?
শূন্য পুরুষ ভেবে কবিতা তখনই আমাকে ছেড়ে গেল;
একবারও আর পিছু ফিরে তাকালো না”
-কঠিন এক বাস্তবতা কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছেন।অনেক ভালোলাগা জানিয়ে গেলাম হে কবি।

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬

ডি মুন বলেছেন: শুভকামনা জানবেন প্রিয় পাঠক।

২| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৮:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিষন্ন সুন্দর ৷

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬

ডি মুন বলেছেন: মন্তব্যে ভালোলাগা
ভালো থাকুন নিরন্তর।

৩| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৯:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি কবিতা ------শুভকামনা কবিকে

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ লায়লা আপু
ভালো থাকুন সবসময়।

৪| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শূন্য পুরুষ ভেবে কবিতা তখনই আমাকে ছেড়ে গেল;
একবারও আর পিছু ফিরে তাকালো না।


বেশ ভালো লাগলো মুন ! ++

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য।
শুভকামনা জানবেন।

৫| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২০

বৃতি বলেছেন: অনেক ভালো লাগা কবিতায় :)

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৬| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

মামুন রশিদ বলেছেন: ভালোলাগা+

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
শুভেচ্ছা জানবেন।

৮| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:০৫

শাবা বলেছেন: সুন্দর এক কবিতা। ছন্দের মাত্রাও ভাল হয়েছে।

সম্ভত টাইপিং মিসটেক- গ্রীষ্ম বর্ষা কিংবা শীতে; এখানে যতি চিহ্ন '।' হবে হয়তো। অর্থাৎ গ্রীষ্ম বর্ষা কিংবা শীতে।

শূন্য পুরুষ ভেবে কবিতা তখনই আমাকে ছেড়ে গেল;
একবারও আর পিছু ফিরে তাকালো না।


এখানে শূন্য পুরুষ কথাটা ঠিক আছে। বিশেষ করে, কবিতার কাছে হৃদয় সঁপেছি আমি
ধীরে ধীরে নিজেকে করেছি শূন্য; এর উত্তর হতে পারে।

কিন্তু শব্দটা অন্য পুরুষ হলে বক্তব্যের মাত্রা অন্যরকম হতো কি না, কবি একটু ভেবে দেখতে পারেন।

আমার ভাষা কেন্দ্রিক ব্লগগুলো পড়ার আমন্ত্রণ করছি।

১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:১৩

ডি মুন বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই আলাদা। নিজেকে শুধরে নেবার বা কিছু জিনিস নিয়ে নতুন করে ভাবার সুযোগ থাকে।

যতিচিহ্নের ব্যাপারটা ঠিক করে নিচ্ছি। আর আপনার পরামর্শ অবশ্যই ভেবে দেখবো।

আপনার ব্লগে সেদিন একবার ঢু মেরেছিলাম। পরিভাষার ব্যাপারটা পড়লাম। বাংলা ভাষার প্রতি আপনার মমতা আমাকে মুগ্ধ করে। আপনার সবগুলো লেখাই একে একে পড়ার ও বোঝার ইচ্ছা রাখি।

ভালো থাকুন নিরন্তর।

৯| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:০৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

১০| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১

দুঃখ বিলাস বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন নিরন্তর

১১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি কবিতার কাছে নিঃশেষ হয়েছি
আমার বিষণ্ণ হৃদয়ের সবটুকু প্রেম
ঢেলে দিয়েছি কবিতার ঠোঁটে;


এভাবেই নিঃশেষ হতে হতে একদিন নব জীবন প্রাপ্তি ঘটবে বলেই বিশ্বাস করি। শুভকামনা রইল।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৭

ডি মুন বলেছেন: মন্তব্যে ভালোলাগা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.