![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরুন্ধতী,
শুনছো তুমি?
প্রেমের দাবী আর করি না তোমার কাছে,
প্রেমের গায়ে কষ্ট ভীষণ;
একটুখানি সুখের আশায় মনের মধ্যে তীব্র ক্ষরণ;
ওসব জানি।
প্রেমের ঘরে ঘৃণাই এখন অনেক দামী
তাওতো মানি।
অরুন্ধতী, লক্ষীটি প্লিজ, কথা শোনো
চাই না গোলাপ তোমার হাতে,
শুধু পাথরচোখে জমলে শিশির
দু'হাত দিয়ে মুছিয়ে দিও;
শুধু রাত্রি হলে -
আমার বুকের আঁধারটুকু
অধর দিয়েই শুষে নিও।
আর কিছু নয় অরুন্ধতী
চাই না কিছুই
আমায় তুমি দুঃখ দিও;
ওতেই আমার অনেক হবে
জানোই তো সব-
দুঃখ আমার কেমন প্রিয়।
১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
২| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৩
স্বপ্নছোঁয়া বলেছেন: শুধু পাথরচোখে জমলে শিশির
দু'হাত দিয়ে মুছিয়ে দিও।।
সুন্দর!!
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩১
ডি মুন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৩| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৯
মিনুল বলেছেন: ভালো লাগল। ++++
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩২
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৫
বোধহীন স্বপ্ন বলেছেন:
আমার বুকের আঁধারটুকু
অধর দিয়েই শুষে নিও।
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩২
ডি মুন বলেছেন: আর কিছু নয় অরুন্ধতী
চাই না কিছুই
আমায় তুমি দুঃখ দিও;
ওতেই আমার অনেক হবে
জানোই তো সব-
দুঃখ আমার কেমন প্রিয়।
৫| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার! স্নিগ্ধ ভালোলাগা!
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
৬| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: আর কিছু নয় অরুন্ধতী
চাই না কিছুই
আমায় তুমি দুঃখ দিও;
ওতেই আমার অনেক হবে
জানোই তো সব-
দুঃখ আমার কেমন প্রিয়।
সুন্দর +
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
শুভকামনা জানবেন।
৭| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো ++++++
১৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৮| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শুধু রাত্রি হলে -
আমার বুকের আঁধারটুকু
অধর দিয়েই শুষে নিও।
ভালো লাগলো।
২০ শে জুন, ২০১৪ রাত ৮:০৫
ডি মুন বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই
৯| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:২২
মোঃ ইসহাক খান বলেছেন: আবেগঘন লেখা।
শুভেচ্ছা রেখে গেলাম।
২১ শে জুন, ২০১৪ দুপুর ১:১৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই
ভালো থাকুন সবসময়।
১০| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা । প্রিয় কবি হেলাল হাফিজের প্রস্থানের ফ্লেভার পেয়েছি (পজিটিভলি), অসাধারণ !
২১ শে জুন, ২০১৪ দুপুর ১:২১
ডি মুন বলেছেন: প্রস্থান আমারো খুব প্রিয় কবিতা।
মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ভাই।
১১| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার ছন্দকবিতা।
২১ শে জুন, ২০১৪ রাত ৯:০৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
১২| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ ! বেশ ছন্দ নিয়ে লেখা কবিতা+++
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৭
ডি মুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৩| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২
অরুদ্ধ সকাল বলেছেন:
কথায় কথায় সুন্দর কথা কাব্য
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৪| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০১
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর কবিতা +++++++++++ ।শুভ কামনা রইল ।
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৫| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০৫
বাকপ্রবাস বলেছেন: দারুণ লেগেছে +++++++++++++++++
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২
ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন সর্বদা
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:০০
তন্ময় সর বলেছেন: খুব ভালো লাগলো......... হৃদয় ছুঁয়ে গেল ৷