নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

কবিতা - আমাকে ভালোবাসো তো?

১২ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩৬









‘আমাকে ভালোবাসো তো?’-

উত্তরের অপেক্ষায় তোমার দিকে তাকালাম।

তুমি তখন অন্যমনা,

আসন্ন সুখের উত্তেজনায় আর

ভবিষ্যতের সুখ-ভাবনায় বিহ্বল।

বললে- ‘আমরা কিন্তু বিয়ের পর পরই বাইরে যাবো’



আমি মাথা নাড়লাম

আমাদের বিয়ে হলো,

আমরা বাইরে গেলাম;

‘হানিমুন’ যাকে বলে।



গোধূলির স্নিগ্ধ আলো এসে পড়েছে তোমার মুখে

তোমার শরীর আমার বাহুতে বন্দী,

আকাশে একঝাক পাখি ডাক দিয়ে

উড়ে গেল দিগন্তের দিকে।

আমাদের নগ্ন পায়ের নিচে অজস্র

হলুদ ফুল পড়ে আছে_

এই সৌন্দর্যে তোমাকে পাশে পেয়ে

আমি পূর্ণ হলাম।



তোমার চোখের দিকে তাকিয়ে বললাম-

‘আমাকে তুমি ভালোবাসো তো?’

কি যেন ভাবলে তুমি,

হঠাৎ বললে- ‘আমাদের একটা বেগুনি রঙের গাড়ি হোক’



আমাদের বেগুনি রঙের একটা গাড়ি হলো

যদিও আমার প্রিয় রঙ সাদা,

আর গাড়িতে আমার যেন কেমন দম বন্ধ লাগে;

তবু তোমার হাসিতে আমি আরোগ্য হলাম।



একদিন আমাদের জানালায় বৃষ্টি নেমে এলো

তোমার মুখে বৃষ্টির ছাঁট এসে লাগছে

একগুচ্ছ কদমফুল হাতে নিয়ে বললাম-

‘আমাকে তুমি ভালোবাসো তো?’

একটু নীরবতা, তারপর বললে –

‘আমাদের এর চেয়ে বড় একটা বাড়ি হোক’



অনেকদিন হলো

আমি পড়ে থাকা অজস্র হলুদ ফুলের ভীড়ে হেঁটে যাই না,

তোমার মুখেও আর বৃষ্টির ছাঁট এসে লাগে না ।

আকাশে উড়ন্ত পাখিদের কোলাহলের মুগ্ধতা

কত আগেই শেষ হয়ে গেছে,

কাঠবাদামের মায়াবী ছায়াটার সাথে

কবেই বিচ্ছেদ হয়ে গেছে আমাদের।



আমাদের প্রকাণ্ড বাড়িটার বারান্দায় বহুমূল্য অর্কিডের ছড়াছড়ি

বেগুনি রঙের একটা গাড়ি হয়েছে আমাদের, আর

আমরা হানিমুনে বাইরেও গিয়েছিলাম ।

কিন্তু বিশ্বাস করো- এসবের কিছুই আমি চাই নি,

আমি শুধু তোমাকে ভালোবাসার মতো একটু অবসর চেয়েছিলাম।

আমার নগ্ন পা শিশিরে ভিজিয়ে শুধু জানতে চেয়েছিলাম

তুমিও আমাকে ভালোবাসো কিনা?









মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: কাব্যে বাস্তবতা। অসাধারণ।

১২ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: কথোপকথনের ঢঙে কাহিনি এগিয়ে নিয়ে যাওয়া, চমৎকার একটি স্টাইল। খুব ভালো লাগলো। সুখপাঠ্য।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২

আরজু পনি বলেছেন:

বিষাদময় কবিতায় বাস্তবতার ছোঁয়া। যেখানে ভালোবাসা নয় পার্থিব সুখই প্রাধান্য পেয়েছে প্রিয়তামার কাছে।

সুন্দর কবিতা।
শুভেচ্ছা রইল, মুন।।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৮

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

মামুন রশিদ বলেছেন: সৌন্দর্যের অনুপম বর্ণনা !

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৯

ডি মুন বলেছেন: শুভকামনা রইলো প্রিয় মামুন ভাই

৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৬

মোঃ ইসহাক খান বলেছেন: বিষাদময় ভাবনা।

শুভেচ্ছা রেখে গেলাম।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:১০

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা প্রিয় গল্পকার

৬| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭

হামিদ আহসান বলেছেন: চমৎকার হয়েছে। শব্দের উপর আপনার ভাল দখল । সব মিলিয়ে ভাল লাগল।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৩

ডি মুন বলেছেন: আপনার অনুবাদও কিন্তু দারুণ হচ্ছে।

শুভকামনা রইলো হামিদ ভাই

৭| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কিন্তু বিশ্বাস করো- এসবের কিছুই আমি চাই নি,
আমি শুধু তোমাকে ভালোবাসার মতো একটু অবসর চেয়েছিলাম।
আমার নগ্ন পা শিশিরে ভিজিয়ে শুধু জানতে চেয়েছিলাম
তুমিও আমাকে ভালোবাসো কিনা?

এই কয়টা লাইন বেশি ভাল লাগলো ।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিন্তু বিশ্বাস করো- এসবের কিছুই আমি চাই নি,
আমি শুধু তোমাকে ভালোবাসার মতো একটু অবসর চেয়েছিলাম।
আমার নগ্ন পা শিশিরে ভিজিয়ে শুধু জানতে চেয়েছিলাম
তুমিও আমাকে ভালোবাসো কিনা?


মন ছুঁয়ে গেল আপনার কবিতা !
অনেক অনেক ভালোলাগা ! ++

সময় হলে আমার ব্লগে আসবেন ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪০

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ। আর অবশ্যই যাব আপনার ব্লগে।

ভালো থাকুন সবসময়।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

আলম দীপ্র বলেছেন: চমৎকার! কবিতা লেখা আসলেই একটা শিল্প ।

একটা কথা ভাই ।
সামুর সবচেয়ে কমবয়সী ব্লগার কে মনে হয় ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ডি মুন বলেছেন: সেটা তো বলা মুশকিল। কারণ অনলাইনে সবার আসল পরিচয় জানা তো সবসময় সম্ভব হয় না। :(

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

আলম দীপ্র বলেছেন: সেটাই ভাবছিলাম । আমি দেখি সবাই আমার চেয়ে বয়সে বড় । তাই খুঁজছিলাম ছোট কাউকে ।
ধন্যবাদ ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ডি মুন বলেছেন: :) :)

হা হা হা ভালই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.