নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেদেবী (কবিতা)

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪





ইচ্ছেদেবী এসেছিলেন কাল রাতে

যেচেপড়ে তিনটি বর দিতে চাইলেন;

বললেন, ‘কি চাই তোমার?’

আমার কি আর কিছু অভাব আছে-

ঘরভর্তি চাঁদের আলোয় ঘুমুতে যাই,

সকালে পাখির ডাকে ঘুম ভাঙে;

আর টুকটাক শব্দ বুনে কেটে যাচ্ছে আমার সাদাকালো দিনগুলো।

তবে ইদানিং কবিতা আসছে না কলমে।

বললাম, ‘কবিতা ফিরিয়ে দিন’



দেবী প্রসন্ন হাসি হাসলেন। বললেন, ‘কি চাই তোমার?’

আমি আবার কী চাইবো!

কার জন্যে চাইবো? আমার কি কেউ আছে!

এক তুমি ছিলে ...

তবে হয়েছে কি! আজকাল কবিতা আসছে না কলমে

বললাম, ‘কবিতা ফিরিয়ে দিন’

দেবী মাথা নাড়লেন।

কিন্তু করলেন আবারো সেই একই প্রশ্ন

বললেন, ‘কি চাই তোমার?’



আমি আর কি চাইবো বলো!

একবার ইচ্ছে হলো তোমাকে চাই।

আবার সংকোচ হলো;

তুমি কি আর আমাকে এখনো... যাকগে,

ইদানিং হয়েছে কি জানো; একটা কবিতাও আসছে না কলমে।

বললাম, ‘কবিতা ফিরিয়ে দিন।’



ইচ্ছেদেবী কিছু না বলেই আচমকা চলে গেলেন।

আর কি আশ্চর্য দ্যাখো, এই সাতসকালে দরজা খুলতেই তুমি।

কেমন আছো কবিতা?

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মুন ভাই !! আপনার কবিতা পড়ে আমার মনের কষ্টগুলো দূর হয়ে গেল। চমৎকার করে লিখেছেন -- মন কাড়া কবিতা !!
অসাধারণ ---

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

ডি মুন বলেছেন: যাক, কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

সুখে কি দুঃখে- ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো আপনার প্রতি।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৩

লেখোয়াড় বলেছেন:
সুন্দর তো কাহিনীটা!

সকালে উঠেই কি এই কবিতাটি লিখেছেন?
তবে কবিতা লিখতে ভুলে গেলে আমার ভীষণ খারাপ লাগে।

ভাল লাগল।

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

ডি মুন বলেছেন: সকালে ঠিক না। শেষরাতের দিকে লেখা। বেশ অনেকদিন আগে।

আসলেই কবিতা অন্যরকম ভালোলাগার একটা জিনিস। আর আমার কেন যেন মনে হয় কবিতা ঠিক লেখা যায় না। কবিতা আসে। কিংবা বলা ভালো কবিতা নাযিল হয়।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। ভালো থাকুন সর্বদা।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

জেরিফ বলেছেন: বাহ ! ! B:-/ B:-/ ইচ্ছাদেবী লাগবে আমার :#> :#>

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

ডি মুন বলেছেন: ইচ্ছেদেবীর সাথে আবার দেখা হলে বলে দেব যেন আপনার কাছ থেকে তিনি একবার ঘুরে আসেন। :)


শুভেচ্ছা সবসময়।

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬

কয়েস সামী বলেছেন: সহজ ভাষায় চমৎকার কবিতা।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি

৬| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষের প্যারা খুব ভালো লেগেছে, আর পুরো কবিতাটাও মনের মতো।

তবে, কথোপকথনের অংশ আরও এডিট করা যেতে পারে।


শুভেচ্ছা ডি মুন।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫

ডি মুন বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ

ভেবে দেখব , ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই।

ভালো থাকুন সর্বদা।

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

মফিজ বলেছেন: একটু অসঙ্গতি চোখে পড়ল।২বার কবিতা ফিরিয়ে দিতে বললেন,৩য় বার ভাবলেন বলবেন,তোমাকে চাই..,কবিতা ফিরিয়ে দিতে বললেন।দরজা খুলে দেখলেন 'তুমি' মানে কবিতা!!!

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

ডি মুন বলেছেন: আসলে এখানে ইচ্ছেদেবী তিনটি বর দিতে চেয়েছিলেন।

তো তিনবারই চাওয়া হলো কবিতা লেখার ক্ষমতাটা যাতে ফিরে আসে।

শেষে একবার অবশ্যা লোকটা তার প্রেমিকাকে ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশ করতে চেয়েছিলো। কিন্তু তা সম্ভব নয় ভেবে শেষমেষ আবারো সে ইচ্ছেদেবীর কাছে কবিতা লেখার সক্ষমতাকেই ফেরত চাইলো।

কিন্তু দেখা গেল। কবিতার বদলে সকালে তার প্রেমিকা (যার নামও কবিতা) সে তার দরজায় এসে হাজির।

অর্থাৎ, না চাইতেই সবচেয়ে আকাঙ্ক্ষিত চাওয়াটা ইচ্ছেদেবী পূর্ণ করে দিলেন।

(আমি আসলে ব্যাখ্যা করতে গিয়ে বিষয়টা আরো জটিল করে ফেললাম কি না জানিনা। সেরকমটি হয়ে থাকলে বিনীত ক্ষমাপ্রার্থী)

শুভেচ্ছা নিরন্তর।

৮| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪

মামুন রশিদ বলেছেন: হিরন্ময় ইচ্ছেরা এভাবেই পূর্ণতা পাক ।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন রশিদ ভাই

ভালো থাকুন সবসময়।

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক

ভালো থাকা হোক সবসময়

১০| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

স্বপ্নছোঁয়া বলেছেন: কবিতা ফিরে পেয়েছেন আর কি চাই বলুন?
ভালো থাকুন ,ভালো লাগা জানুন :#)

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

ডি মুন বলেছেন: গল্পে আর কবিতায় এমন ফিরে পাওয়া সম্ভব।

কিন্তু বাস্তবে যে যায় সে আর ফিরে আসে না।

শুভেচ্ছা নিরন্তর।

১১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

পার্থ তালুকদার বলেছেন: দারুন কনিতা। এই ইচ্ছাদেবীকে আমারও পাইতে খুব ইচ্ছা করছে !!

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

ডি মুন বলেছেন: আমারও

১২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০১

পার্থ তালুকদার বলেছেন: কবিতা :D

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

ডি মুন বলেছেন: শুভকামনা সবসময়।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় ভালো লাগা রইল।



ইচ্ছেদেবীর ফোন নাম্বার অথবা ফেবু লিংকটা যদি একটু দিতেন অনেক উপকার হতো।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

ডি মুন বলেছেন: ইচ্ছেদেবী স্বপ্নে এসে আমারে বোকা বানিয়ে চলে গেছে।

এইবার পাইলে আর ছাড়বো না।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

আরজু মুন জারিন বলেছেন: ইচ্ছেদেবী এসেছিলেন কাল রাতে
যেচেপড়ে তিনটি বর দিতে চাইলেন;
বললেন, ‘কি চাই তোমার?’
আমার কি আর কিছু অভাব আছে+++++++++্

আগে ইচ্ছে গুলো পড়ে নেই ।পরে মন্তব্য।এমনিতে কবিতাটি পড়তে চমৎকার।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

আরজু মুন জারিন বলেছেন: ইচ্ছেদেবী কিছু না বলেই আচমকা চলে গেলেন।
আর কি আশ্চর্য দ্যাখো, এই সাতসকালে দরজা খুলতেই তুমি।
কেমন আছো কবিতা?

বাহ চমৎকার।তাহলে কবিতাকে চাওয়া হল।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪

ডি মুন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ভালো থাকুন। ভালো লিখুন নিরন্তর।

১৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৪

প্রবাসী পাঠক বলেছেন: সকাল বেলা পরীক্ষা আর আপনি এখনো ব্লগে কি করেন? ঘুমাতে যান। আগে পরীক্ষা শেষ হোক তারপর আবার রাত জেগে আড্ডা আর ব্লগিং হবে। X(

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

ডি মুন বলেছেন: পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি।

তাই রেস্ট নিতে ব্লগে আসলাম।

:)

১৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা ----

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:০০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর কবিতা মুন....
ভালোলাগা রইলো ....

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ

ভালো থাকুন সর্বদা

১৯| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো কবিতা।

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২০| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২

ডি মুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

২১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আহা !!! দেবী !!! দেবী কথা শুনলেই সব কিছু আউলা ঝাউলা হয়ে যায় রে মুন।

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৬

ডি মুন বলেছেন: হা হা হা

দাঁড়াও তোমার আউলা ঝাউলা ছাড়াইতে ভাবীরে খবর দিতেছি।

বুইড়া বয়সে ভীমরতি :)

২২| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন:
কবিতা ফিরিয়ে দিন!
কবিতা ফিরিয়ে দিন!

এ আজ শুধু প্রার্থনা নয়, অধিকার!

ভালো লাগা রইলো ডি মুন ভাই!

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ

ভালো থাকুন নিরন্তর।

২৩| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: আপনার কাছ থেকে মনে হয় ভিন্ন ধরনের কবিতা পেলাম।

অন্য রকম ভাল লাগল।

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭

ডি মুন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

ভালো থাকুন প্রিয় সুমন কর।

২৪| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

অপ্‌সরা বলেছেন: এত্ত সুন্দর কবিতা ভাইয়া!!!!!!!!!

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ডি মুন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

শুভেচ্ছা রইলো।

২৫| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

হাসান মাহবুব বলেছেন: প্রেমিকার নামও কবিতা? চমৎকার!

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৮

ডি মুন বলেছেন: হ্যাঁ।

এজন্যই তো ইচ্ছেদেবী তার মনের অনুক্ত চাওয়াটাকে পূরণ করে দিয়েছেন।

ধন্যবাদ হাসান ভাই

২৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন কবিতা।


এর পরেরবার ইচ্ছেদেবীকে এদিকে পাঠিয়ে দিবেন ;)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

ডি মুন বলেছেন: আচ্ছা ঠিক আছে :)

২৭| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

আলম দীপ্র বলেছেন: কবি ভাই ভালো আছেন ? আমি মুগ্ধ আছি :)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২৮| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

দৃষ্টিসীমানা বলেছেন: এত চমৎকার কবিতাটা আমি এত দেরিতে কেন দেখলাম তা বুঝতে পারছি না । ছবিটাও দারুন হয়েছে ,পারফেক্ট ।ভাল থাকুন এবং আরো
কবিতা উপহার দিন ।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

ডি মুন বলেছেন: আপনিও ভালো থাকুন।
শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.