নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

যুগল ভ্রমণ (কবিতা)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৭





কোথায় যাবে একলা মেয়ে?

লাজুক পাহাড়

ছবির মতো মেঘগুলো যার বুকের পরে।

আজকে বরং ওইখানে যাই হৃদয় নিয়ে?



কোথায় যাবে শূন্য মেয়ে?

ওই যে দেখ নীলের ভেতর জলের খেলা

রূপোর মতো মাছগুলো সব আবিষ্কারে।

আজকে বরং পা টা ভেজাই অথৈ জলে?



কোথায় যাবে লক্ষী মেয়ে?

যাই না কেন পথ হারিয়ে বিপথ ধরে।

সকল সঠিক মুছে দিয়ে;

আজকে না হয় পাগলাটে হই দুজন মিলে?



মিষ্টি মেয়ে,

এই যে আমার সবটুকু নাও তোমার হাতে।

তুমি এবার লক্ষীটি হও,

এবার চলুক যুগল ছায়া জীবন-রথে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

ডি মুন বলেছেন: :) ধন্যবাদ

২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: পুরো কবিতাটি কোট করার মতো। কবিতায় যে সুর ঢেলে দিয়েছেন তা হৃদয়ে দারুন একটা ছন্দের সৃষ্টি করে।

একলা মেয়ে, শুন্য মেয়ে, লক্ষী মেয়ে, মিষ্টি মেয়ের সাথে আপনার যুগল ভ্রমন শুভ হোক :) :)



১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

ডি মুন বলেছেন: পাঠে ও মন্তব্যে ভালো লাগা রইলো

অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সর্বদা।

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

মাহবু১৫৪ বলেছেন: ++++++

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

পার্থ তালুকদার বলেছেন: অনেক ভাললাগা।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

ডি মুন বলেছেন: শুভেচ্ছা রইলো

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মনে হয় সুর দিতে পারলে, সুন্দর একটা গান হতে পারে !! :)

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

ডি মুন বলেছেন: সুর দিয়ে গান বানিয়ে ফেলেন :)

শুভেচ্ছা রইলো কা_ভা ভাই

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

মামুন রশিদ বলেছেন: এবার চলুক যুগল ছায়া জীবন-রথে।

খুব সুন্দর ।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: মিষ্টি মেয়ে,
এই যে আমার সবটুকু নাও তোমার হাতে।
তুমি এবার লক্ষীটি হও,
এবার চলুক যুগল ছায়া জীবন-রথে।
সুন্দর <>

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৫

বাংলার পাই বলেছেন: মিষ্টি মেয়ে,
এই যে আমার সবটুকু নাও তোমার হাতে।
তুমি এবার লক্ষীটি হও,
এবার চলুক যুগল ছায়া জীবন-রথে।
-----------চমৎকার কবিতা। পুরো কবিতাটাই অনেক অনেক সুন্দর।
একলা মেয়ে, শুন্য মেয়ে, লক্ষী মেয়ে, মিষ্টি মেয়ে ---প্রতিটি মেয়েই আপনার যুগল ছায়া জীবন রথের পথ কে আরো সুন্দর করুক।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

বাস্তব শূন্যতা কল্পনার আশ্রয়ে কবিতায় মূর্ত হয়ে ওঠে। আবার কখনো অবাস্তব অনেক কিছু কল্পনায় এসে বাস্তবের রূপ লাভ করে। কল্পনার এক অদ্ভূত আনন্দ আছে।

মঙ্গল হোক।

৯| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

ডি মুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১০| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্নিগ্ধ মিষ্টি একটা লিরিক পড়লাম যেন!

ভালো লাগা রইলো!

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১১| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: খুব সুন্দর......

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: মিষ্টি !

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

ডি মুন বলেছেন: শুভেচ্ছা

১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মিষ্টি কবিতা।

ধন্যবাদ, ডি মুন।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮

জাফরুল মবীন বলেছেন: ভালবাসার ছন্দায়িত প্রকাশ!বেশ ভাল লাগল ডি মুন।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন সবসময়।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ও মিষ্টি মেয়ে .... খুঁজেছি তোমাকে।

ভালো লাগলো।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: মিষ্টি মেয়ে,
এই যে আমার সবটুকু নাও তোমার হাতে।
তুমি এবার লক্ষীটি হও,
এবার চলুক যুগল ছায়া জীবন-রথে।


২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

ডি মুন বলেছেন: :)
ধন্যবাদ

ভালো থাকা হোক।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দরের ছড়াছড়ি কবিতায় !! এত ভাল লাগলো যে কেমন করে বলি !! অসাধারণ

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি

১৮| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪০

সুমন কর বলেছেন: ফেসবুকে কি দেখেছিলাম?

সুন্দর হয়েছে।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

ডি মুন বলেছেন: হ্যাঁ, ফেসবুকেই প্রথমে পোস্ট করেছিলাম।

ধন্যবাদ প্রিয় সুমন ভাই

১৯| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন সবসময়।

২০| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: মিষ্টি কবিতা।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

শুভেচ্ছা রইলো।

২১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালো লাগা

২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৩

আলম দীপ্র বলেছেন: প্রথম ভালোলাগা +++++++++++++++

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২৩| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,



যুগলবন্দি হাতের ছবির মতোই কবিতাটিও ছন্দের হাত ধরে স্বর্ণালী আলোয় পা ভিজিয়েছে যেন ।

এবার মিষ্টি মেয়ে আসবে তো ?

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

ডি মুন বলেছেন: এবার মিষ্টি মেয়ে আসবে তো ?

আসার সম্ভাবনা নেই। চিরতরে হারিয়ে গেছে :(

২৪| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: মিষ্টি মেয়ে,
এই যে আমার সবটুকু নাও তোমার হাতে।
তুমি এবার লক্ষীটি হও,
এবার চলুক যুগল ছায়া জীবন-রথে।




#######################

বহুদিন গিয়াছে, তোমার প্রতীক্ষাতে-মুগ্ধ ছেলে
কোথায় ছিলে এতদিন, একা ফেলে।এই নষ্ট পৃথিবীতে
তোমার-আমার-আমাদের জন্য অপেক্ষায় সবকটা স্বর্গ
চলো যুগল জীবন গড়ি, গড়ি নতুন কোন নিসর্গ ;)

##########################

মিষ্টি মেয়ের হয়ে বলে দিলাম :P :P :P


যদিও কবিতার সাথে আমার শত্রুতা :)

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২০

ডি মুন বলেছেন: বহুদিন গিয়াছে, তোমার প্রতীক্ষাতে-মুগ্ধ ছেলে
কোথায় ছিলে এতদিন, একা ফেলে।এই নষ্ট পৃথিবীতে
তোমার-আমার-আমাদের জন্য অপেক্ষায় সবকটা স্বর্গ
চলো যুগল জীবন গড়ি, গড়ি নতুন কোন নিসর্গ



বাহ, দারুণ । কবিতার সাথে শত্রুতা থাকাই ভালো। তাহলে জীবনের সাথে বন্ধুতা হয়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.