নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য (কবিতা)

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭





'সোনালি কাবিন' আমি লিখতে পারব না

অতোটা ইতিহাস জানা নেই,

বিদ্রোহও আসেনা আমার যে

বিদ্রোহী হবো নজরুলের মতো।

ইনিয়ে-বিনিয়ে রবীন্দ্রনাথ যদিও আবৃত্তি করতে পারি

কিন্তু তোমাকে মুগ্ধ করা যাবে-

এ বিশ্বাস আমার নেই।



তোমায় নিয়ে অক্ষয় কিছু শব্দ বুনে মুগ্ধতা ছড়াবো

কিন্তু জানোই তো তুমি-

আমার শব্দের ভাঁড়ারেও কেমন থমথমে শূন্যতা।

আমার আড়ষ্ট কলমে অতোটা শ্রম নেই যে

হুট করে লিখে দেবো একটা গোটা

প্রেমের কবিতা।



অতো কাব্য করতে পারবো না তোমায় নিয়ে

শুধু মাঝরাতে পাশ ফিরে শুলে

রাঙা ঠোঁটে ঢেলে দেবো অজস্র চুম্বন।



মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২২

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

ভালো থাকা হোক সর্বদা

২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

শরৎ চৌধুরী বলেছেন: আপনার হতে হবেনা কারো মতই। ঐ যে নীল চোখের কালো অন্ধকার তার জন্যও নয়। আপনি হয়ে উঠবেন আয়না অথবা নিজের কবিতা।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯

ডি মুন বলেছেন: আপনি হয়ে উঠবেন আয়না অথবা নিজের কবিতা।

দারুণ বলেছেন।

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

আবু শাকিল বলেছেন: খুব সুন্দর কবিতা।
পরের বার যখন কবিতা র পোস্ট দিবেন।কবিতা লেখা + কবিতা আবৃতি সহ দিবেন =p~ =p~

ভিডিও আপলো্ডে আপত্তি থাকলে অডিও দিয়েন।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

বিষয়টা অবশ্যই ভেবে দেখব। সুন্দর একটি পরামর্শ দিয়েছেন।

ভালো থাকুন সবসময়।

৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

পার্থ তালুকদার বলেছেন: দারুন ।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১০

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৯

মামুন রশিদ বলেছেন: হাহাহ, সুন্দর ।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১০

ডি মুন বলেছেন: শুভেচ্ছা

৮| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১১

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪

মৃদুল শ্রাবন বলেছেন: একমাত্র নিজস্বতা দিয়েই তো প্রিয়জনকে জয় করা যায়। কাজেই আপনি জয়ী :)

কবিতায় প্লাস।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২১

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি
শুভেচ্ছা জানবেন

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



খাইছে বলিস কি ???

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২১

ডি মুন বলেছেন: =p~ =p~ =p~

১১| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার লেখা মুন ...

মুগ্ধপাঠ্য কবিতায় ৪র্থ ভালোলাগা (+) রইলো ...

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২২

ডি মুন বলেছেন: ধন্যবাদ।

১২| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অতো কাব্য করতে পারবো না তোমায় নিয়ে
শুধু মাঝরাতে পাশ ফিরে শুলে
রাঙা ঠোঁটে ঢেলে দেবো অজস্র চুম্বন
- বেস্ট পার্ট!! ;)

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ সহজ সরল কবিতায় ভালোলাগা প্রকাশের জন্য।

সুস্থ ও সুন্দর থাকুন সর্বদা।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

একজন ঘূণপোকা বলেছেন: অতো কাব্য করতে পারবো না তোমায় নিয়ে
শুধু মাঝরাতে পাশ ফিরে শুলে
রাঙা ঠোঁটে ঢেলে দেবো অজস্র চুম্বন।
;) ;) ;) ;)



কবিও দেখি আমার মত আইলস্যা। ফাও ফাওই সব পেতে চায় :P :P :P


কবিতা ভালা পাইলাম

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

ডি মুন বলেছেন: একদম সত্যি কথা।

তবে কবিরা একটু আইলস্যাই হয়।

:)

১৪| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর অনুকবিতা

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

আলম দীপ্র বলেছেন: অতো কাব্য করতে পারবো না তোমায় নিয়ে
শুধু মাঝরাতে পাশ ফিরে শুলে
রাঙা ঠোঁটে ঢেলে দেবো অজস্র চুম্বন।


আপনার পোস্টে চুম্বন !

ভালো থাকুন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ
আপনিও সুস্থ ও সুন্দর থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.