![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলেবেলে লিখতে ইচ্ছে করে।
লিখি।
শৈশবের আঁচড় টানি ভেজা মাটির গায়
আর তারপর ...
ভেজা মাটিতে তোমার প্রতিমা ভেসে ওঠে।
এলেবেলে লিখতে ইচ্ছে করলে এখন তাই
কলমটাকে ডুবিয়ে রাখি রক্তে।
মন থেকে মুছে ফেলি প্রতিমার ছাপ।
ছবিঃ Alfonso Ossorio (1916-1990)
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
ডি মুন বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন, দুটি স্তবকে দুটি ভিন্ন রূপ প্রকাশ পেয়েছে।
মন্তব্যে মুগ্ধতা।
ভালো থাকা হোক।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২
নুর ইসলাম রফিক বলেছেন: Click This Link
Khub olpote bishal prokash
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
ডি মুন বলেছেন: ধন্যবাদ। দেখছি।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
*কুনোব্যাঙ* বলেছেন: বিমূর্ত চিত্রের সাথে বিমুর্ত কবিতা। ভালো লাগলো দুটোই। অসসোরিওর বিমূর্ত চিত্র সবসময়ই ভালো লাগে। যদিও ছবির মানে অর্থ বুঝিনা তবুও উনার চিত্রকর্ম গুলোতে আলাদা একটা কিজানি আকর্ষণ রয়েছে।
২য় ভালোলাগা ছবি এবং কবিতা দুটোতেই
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
ডি মুন বলেছেন: বিমূর্ত চিত্র আমারো ভীষণ প্রিয়। যদিও অর্থ বুঝিনা আমিও তবু দেখতেই ভালো লাগে। নিজের মতো করে কিছু একটা ভেবে নেয়া যায়।
মন্তব্যে ভালোলাগা। ভালো থাকা হোক সর্বদা।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর , ছোট্ট , গভীর , সুস্পষ্ট !
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
ডি মুন বলেছেন: নিয়মিত পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত।
সুস্থ ও সুন্দর থাকুন সবসময়।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: অন্র্তগত গতিতে গদ্যের একটা খটকা থাকার কারণে কেবল বক্তব্যটা গুরুত্ব পেল। তবে বক্তব্যটা নিজের কাব্যময়।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
ডি মুন বলেছেন: গদ্যের খটকা দিয়ে একেবারে সাধারণ ভাষায় ও অলঙ্কারহীনভাবে লেখার ইচ্ছে ছিল। বক্তব্য গুরুত্ব পেয়েছে জেনে ভালো লাগছে।
শুভেচ্ছা সতত।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫
আহসানের ব্লগ বলেছেন: আপনার এলেবেলের জন্য শুভ কামনা
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১
ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
ভালো থাকুন।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
আবু শাকিল বলেছেন: এলেবেলে লিখতে থাকেন।সব সময় ভাল লাগা জানিয়ে যাব
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১
ডি মুন বলেছেন: শুধু ভালোলাগা নয় বরং - মন্দলাগা এবং কোনো পরামর্শ থাকলে তাও জানাবেন।
ভালো থাকুন সবসময়।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ছোট্ট অনুভূতির ভালো লাগা রইল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।
শুভেচ্ছা জানবেন।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা জানবেন মুন ভাই ।
অনেক অনেক শুভকামনা ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
ডি মুন বলেছেন: শুভকামনা আপনার জন্যেও।
সুস্থ ও সুন্দর থাকা হোক প্রতিটিদিন।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বেশ লিখেছেন ৷
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮
হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
ডি মুন বলেছেন: শুভেচ্ছা
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অল্প কিছু কোথায় মনে হল অনেকটা আবেগ, অনেক কথা প্রকাশ পেয়েছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকা হোক
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০
পার্থ তালুকদার বলেছেন: ভাল লিখেছেন ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৪
ডি মুন বলেছেন: ধন্যবাদ
সুস্থ ও সুন্দর থাকুন
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
মামুন ইসলাম বলেছেন: ভালো হয়েছে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২
মামুন রশিদ বলেছেন: গভীর বোধের উৎসরণ!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
ডি মুন বলেছেন: মন্তব্যমুগ্ধ।
ভালো থাকা হোক সর্বদা।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪
হাসান মাহবুব বলেছেন: অল্প কথায় বিশাল দ্বন্দ্ব এবং দণ্ড। খুবই ভালো লাগলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০
ডি মুন বলেছেন: সেরা মন্তব্য।
অল্প কথায় বিশাল দ্বন্দ্ব এবং দণ্ড।
শুভকামনা হাসান ভাই
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
নীল কষ্ট বলেছেন: কত এলোমেলো ঘটনা ঘটে জীবনে
কি জানি কত কিছু করতে ইচ্ছে করে
এলেবেলে এই মন
ডি মুন আছেন কেমন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১২
ডি মুন বলেছেন: কতো কিছু করতে ইচ্ছে করে এলেবেলে এই মন নিয়ে।
কাব্যিক মন্তব্যে মুগ্ধতা।
জীবন চলছে জীবনের নিয়মে। ভালো - মন্দে। আপনি ভালো আছেন তো?
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবি ওমর আলীর ৫-৬ লাইনের একটা কবিতা পড়েছিলাম। সারাংশ মনে আছে।
তিনি একজন চিত্রকর। অনেক যত্নে ক্যানভাসে এক সুন্দরী রমণীর ছবি আঁকেন, তারপর ক্যানভাসটি আগুনে পোড়েন। এই রমণী তাঁকে ভালোবেসে ছিলেন, কিন্তু একদিন শিল্পীকে ফেলে চলে যান।
ওমর আলীর কবিতার বক্তব্যের সাথে আপনার কবিতাটির ভাবগত কোনো মিল নেই, কিন্তু কিছুটা সাদৃশ্য খুঁজে পাই, যার ফলে কবির বেদনাহত মন আমাদের সামনে উন্মোচিত হয়।
এলেবেলে কিছু লিখলেই তাতে কবির বিগত-প্রেমিকার প্রতিমা ফুটে ওঠে। অভিমান-বিক্ষুব্ধ কবি এ থেকে পরিত্রাণ পেতে কলম গুটিয়ে ফেলেন। তিনি আর চলে-যাওয়া অবিশ্বস্ত প্রেমিকার মুখ দেখতে চান না।
কবিতাটি খুব ছোটো। ভাববিন্যাস ও নির্মাণে অত্যন্ত প্রাঞ্জল ও সাবলীল। আপনার সূক্ষ্ম নিপুণতার স্বাক্সর এই কবিতাটি। অভিনন্দন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪
ডি মুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই , এমন যত্ন করে কবিতাটি পাঠের জন্য।
আসলেই অনেক ছোট ছোট জিনিস কখনো কখনো অনেক বেশি কিছু প্রকাশ করে ফেলে। এই কবিতাটি আমি আর বাড়াতে পারি নি। কিংবা আমি চাইনি। কেন যেন আর কিছু লিখবার ছিলো না এ কবিতাটিতে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনার মন্তব্য সবসময়ই একটা বড়ো পাওয়া। অনেক কিছু জানা ও শেখা যায়।
শুভেচ্ছা ও শ্রদ্ধা জানবেন সবসময়।
১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো।।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২১
ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি।
২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
সুমন কর বলেছেন: ছোট কিন্তু অর্থময়। ভাল লাগল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,
এলেবেলে কবিতা আর এলেবেলে ছবিতে এলেবেলে ভালোলাগার কথা জানাতে ইচ্ছে করলো ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
ডি মুন বলেছেন: ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ।
অনেক অনেক ভালো কাটুক আপনার সময়।
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
আলম দীপ্র বলেছেন: ছোট কথা বড় অর্থ ! আর ভাই ছবিটা খুব সুন্দর।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫
ডি মুন বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪
মৃদুল শ্রাবন বলেছেন: দুটি স্তবকে দুটি ভিন্ন রূপ প্রকাশ পেয়েছে। তবে চমৎকার মিশ্রণ।
ভালো লাগলো।