নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

আগস্ট মাসের ৫টি মনোমুগ্ধকর গল্প

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৮







গল্প নম্বরঃ ১





ধূপকাঠি বেচতে বেচতে কতোদূর যেতে পারে একাকী মানুষ?

তাকে তো পেরোতে হবে বহু বন, বহু অগ্নি খাণ্ডব দাহন।

কিছু বন চিনি আমি, পেঁচারা যেখানে বসে কেবলি ধ্বংসের কথা বলে

মগডালে পা ঝুলিয়ে মড়কের হাসি হাসে উলঙ্গ বাদুড়।

দ্বাদশী চাঁদের চেয়ে কয়েকটা চিতাবাঘ পেলে তারা বড়ো খুশী হয়।

কিছু গাছ চিনি আমি, যাদের মজ্জায় রক্তে বয়ে গেছে আদিম সকাল।

বাইসনের মুণ্ডু ছাড়া আর কোনো উৎসবের নাচ যারা দেখেনি কখনো

কিছু গাছ চিনি, যারা এখনো শোনেনি কিংবা শুনে ভুলে গেছে

পৃথিবীতে প্রেম নামে একটা শব্দের চাবি কত দরজা খোলে

অহংকার শব্দটিকে ঘিরে কত বাউণ্ডুলে নক্ষত্রেরা আগুন পোয়ায়

বিষাদ শব্দের মধ্যে বয়ে যায় কি রকম আত্মঘাতী সাদা ঝর্নাজল।




(ধূপকাঠি বেচতে বেচতে / পূর্ণেন্দু পত্রী)





প্রথম গল্পটি এমনই আত্মঘাতী সাদা ঝর্নাজলের গল্প। মনে রেশ রয়ে যায়। ভালোলাগা বিষাদে ভারী হয়ে ওঠে অন্তকরণ। বিয়োগান্তিক সমাপ্তিতে বছর বছর ধরে কেবলি ফুসফুসে জমে যায় অহেতুক প্রশ্নমালা। এবং উত্তর যথারীতি অধরা।



বলছিলাম, ব্লগার মামুন রশিদের ‘বিয়োগান্তিক’ গল্পটির কথা। মুখরিত আড্ডার সমাপ্তি লগ্নে একটি বিয়োগান্তিক বিষাদের গল্পে পাঠকের হৃদয় হয়ে উঠবে আর্দ্র্য । তবে তাঁর আগে পাঠক ঢাকা পড়ে যাবেন ‘পঞ্চাশ ছুঁই ছুঁই চারজন মানুষের প্রাণখোলা উচ্ছাসে'। চলতে থাকবে অদ্ভুত সব গল্প। এবং শেষমেষ পাঠক পরিচিত হবেন ধূপকাঠি বেচতে বেচতে বহুদূর চলে যাওয়া একজন অন্তরে-একাকী মানুষের সাথে।





গল্পের লিংকঃ বিয়োগান্তিক







গল্প নম্বরঃ ২



অঘোর ঘুমের মধ্যে ছুঁয়ে গেছে মনসার কাল

লোহার বাসরে সতী কোন ফাঁকে ঢুকেছে নাগিনী,

আর কোনদিন বলো, দেখব কি নতুন সকাল?

উষ্ণতার অধীশ্বর যে গোলক ওঠে প্রতিদিনই।

বিষের আতপে নীল প্রাণাধার করে থরো থরো

আমারে উঠিয়ে নাও হে বেহুলা, শরীরে তোমার,

প্রবল বাহুতে বেঁধে এ-গতর ধরো, সতী ধরো,

তোমার ভাসানে শোবে দেবদ্রোহী ভাটির কুমার।

কুটিল কালের বিষে প্রাণ যদি শেষ হয়ে আসে,

মৃত্যুর পিঞ্জর ভেঙ্গে প্রাণপাখি ফিরুক তরাসে

জীবনের স্পর্ধা দেখে নত হোক প্রাণাহারী যম,

বসন বিদার করে নেচে ওঠো মরণের পাশে

নিটোল তোমার মুদ্রা পাল্টে দিক বাঁচার নিয়ম।




(সোনালি কাবিন -৮ / আল মাহমুদ)







দ্বিতীয় গল্পটিতে আছে একজন মানুষের পাল্টে যাওয়ার কথা। আছে হাসি- আনন্দ-খুনসুটি। আছে মুগ্ধতা। চমৎকার প্রকাশভঙ্গি, অনবদ্য শব্দচয়ন ও হাস্যরসে ভীষণ উপভোগ্য গল্প হয়ে উঠেছে এটি। পাঠ সমাপ্তিতে একটি আনন্দময় সুখ-সমাপ্তির ইঙ্গিত পাঠকের অন্তরকে তৃপ্ত করবে, এ কথা নির্দ্বিধায় বলা যায়।



লিখেছেন ব্লগার আফনান আব্দুল্লাহ্। গল্পের নাম – বদলে যাওয়ার গল্প। গল্পটি শুরু হয়েছে এভাবে,



আমার বাবা প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় দেখেন আমি ঘুমাচ্ছি, ফিরে এসেও দেখেন একই ভাবে ঘুমাচ্ছি। তাই উনার ধারনা আমি সারা দিনই ঘুমাই। মাঝখানে যে আমি ইউনিভার্সিটিতে ক্লাস, টিউশানি, আড্ডা সব দিয়ে এসে সান্ধ্য ঘুম দিচ্ছি এটা উনাকে দেখানো যায় না। আামার উদ্দেশ্যে তাই উনার একটাই বাক্য ব্যায় হয়- ‘হু! নবাব আলীবর্দি খাঁ, ঘুমায়।’ অথচ আমি জানি নবাব বাদশাহরা রাজ্য দখলের ভয়ে ঘুমাতো কম, প্রাসাদের মধ্যে কিলাকিলি করতো বেশি। আর আমি স্বান্ধ ঘুম সেরে রাতে আবার যখন উঠি বাবা ততক্ষণে ঘুমিয়ে পড়েন। তাই সাপ্তাহীক ছুটির দিন ছাড়া পিতৃদেবের সাথে আমার খুব একটা দেখা হয়না।





গল্পের লিংকঃ বদলে যাওয়ার গল্প







গল্প নম্বরঃ ৩





অমলকান্তি আমার বন্ধু,

ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।

রোজ দেরি করে ক্লাসে আসতো,

পড়া পারত না,

শব্দরূপ জিজ্ঞেস করলে

এমন অবাক হয়ে জানলার

দিকে তাকিয়ে থাকতো যে,

দেখে ভারী কষ্ট হত আমাদের।



আমরা কেউ মাষ্টার

হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার,

কেউ উকিল।

অমলকান্তি সে-সব কিছু

হতে চায়নি।

সে রোদ্দুর হতে চেয়েছিল! ক্ষান্তবর্ষণ কাক-

ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,

জাম আর জামরুলের পাতায়

যা নাকি অল্প-একটু হাসির মতন

লেগে থাকে।





(অমলকান্তি / নীরেন্দ্রনাথ চক্রবর্তী)






আনিসের সাথে যোগাযোগ হয় না অনেকদিন। সে কম করে হলেও বছর পঁচিশেক তো হবেই। সেই যে কলেজ লাইফে গ্রামে বেড়াতে গিয়ে একবার দেখা হয়েছিল তারপর আর দেখা হয় নি। দারিদ্রতার কারনে আনিসের লেখাপড়া স্কুল লাইফেই শেষ হয়ে যায়। সেদিন যখন দেখা হল দেখলাম কাদা মাখা শরীর নিয়ে ক্ষেতবাড়ি থেকে ফিরছে। আমাকে দেখেই হাসি হাসি মুখ করে ইশারায় কিছু একটা জানতে চাইলো। কিছুক্ষন পরে বুঝলাম,সে আমার কাছে কাগজ আছে কিনা তা জিজ্ঞেস করছে। আমি আমার ব্যাগ থেকে একটা সাদা কাগজ আর কলম বের করে দিতেই সে তাঁর কাদা মাখা কাপড়ের মধ্যেই শুকনো জায়গাতে হাত মুছে নিয়ে সেগুলো নিল। তারপর কলম দিয়ে খসখস করে কাগজে কিছু লিখলো। তারপর সেটা আমার দিকে ছুড়ে দিল। আমি সেটা কুড়িয়ে নিয়ে দেখলাম তাতে লেখা,আশফাক কেমন আছিস?অনেক শুকিয়ে গেছিস রে।



বলছিলাম ব্লগার রাঙ্গা রিয়েল... এর গল্প কাগজালাপ এর কিছু অংশ। বলছিলাম, স্কুলঘরে চোখ রেখে শৈশব-দুষ্টুমির সাতসতের। আর বলতে চাইছিলাম, রুঢ় বাস্তবের আঘাতে বাকশক্তি তিরোহিত এক বন্ধুর বর্তমানের কথা। পড়ুন একটি চমৎকার গল্প কাগজালাপ





গল্পের লিঙ্কঃ কাগজালাপ







গল্প নম্বরঃ ৪





তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে।



আমি মানুষের ব্যাকরণ

জীবনের পুষ্পিত বিজ্ঞান

আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান,

আমাকে চিনতেই হবে

তাকালেই চিনবে আমাকে।





(নাম ভূমিকায় / হেলাল হাফিজ)








চতুর্থ গল্পটি একটি দূর্দান্ত রসাত্মক কল্প-গল্প। পড়তে পড়তে আপনি গল্পের চরিত্রের সাথে একাত্ম হয়ে যাবেন। ঘুরে আসবেন অন্য ঘোরলাগা এক জগত থেকে। অভিনব এক্সপেরিমেন্টে অংশ নেবেন। আর পুলকিত হবেন নতুন অভিজ্ঞতায়। গল্পের কিছু অংশ এমন -



শ্রোতার দিকে মোটেও ভ্রুক্ষেপ নেই ক্যাপ্টেন সাহেবের, সে তার যৌবনের বীরত্বের গল্প বলে যেতে পারলেই খুশি।

বাগের সামনে পড়লে বেশি ভাগ মানুষই হাইগা মুইতা প্যান্ট ভাসায় ফালায়, তারপর মারে খিঁচ্ছা দৌড়। এখানেই হইলো সবচেয়ে বড় ভুল। আরে বেক্কল! তুই কি মোহাম্মদ আলী না কী যে বাগের লগে দৌড় লাগাবি? আগেই তো কইছি বিপদের সময় আমার মাতা ডীপফ্রীজ হয়া যায়; আমি করলাম কি, চোখ পাক দিয়া বাগের চোখের দিকে তাকায়া থাকলাম। দেখি বাগও আমার দিকে বড়বড় কইরা চায়া আছে, এক নজরে তাকায়া আছি তো আছিই; কতক্ষণ তাকায়া আছি মনে নাই হঠাৎ দেখি বাগ অজ্ঞান হয়া পইড়া গেল। শালার বাগ আমারে চিনে নাই, তুই যদি চিতা হস আমি হলাম মিতা, তুই যদি বাগ হস আমি হলাম মাগ।




একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না এমনই গল্প এটি। তবে শুধু গল্প মাত্র নয়। গল্পের আদলে একটি বার্তা পৌছে দেয়া হয়েছে পাঠকের মনে, যা সচেতন পাঠ দাবী করে। যাহোক পড়ুন এই চমৎকার গল্পটি। গল্পের নাম - খাস্তগীরের টি-টকার ও টি-টকশো । লিখেছেন ব্লগার শান্তির দেবদূত





গল্পের লিঙ্কঃ (কল্প-গল্প) --- খাস্তগীরের টি-টকার ও টি-টকশো







গল্প নম্বরঃ ৫





আমি কিংবদন্তীর কথা বলছি

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।

তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।



তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন

অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন

পতিত জমি আবাদের কথা বলতেন

তিনি কবি এবং কবিতার কথা বলতেন।



জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,

কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।



যে কবিতা শুনতে জানে না

সে ঝড়ের আর্তনাদ শুনবে।

যে কবিতা শুনতে জানে না

সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।



(আমি কিংবদন্তীর কথা বলছি / আবু জাফর ওবায়দুল্লাহ)








এটি কোনো গল্প নয়। একটি স্মৃতিচারণ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের একজন সহব্লগারের লেখা তারই একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা। এ সম্পর্কে তিনি লিখেছেন-



( সম্পূর্ণ সত্য ঘটনা ভিত্তিক এই স্মৃতিচারণামূলক লেখাটি ১৯৭১ সালের সেই ভয়াবহ দিন গুলোর কথা স্মরণ করার এক ক্ষুদ্র প্রয়াস। নতুন প্রজন্ম জানুক, কেমন ছিল সেই দিনগুলি। ১৯৭১ সালে আমি ছিলাম ১৬ বছরের কিশোর। পরম করুণাময় আল্লাহর ইচ্ছায় ঐ দিনের পর থেকে আজ পর্যন্ত আরও ৪৩ বছর আমি বেঁচে আছি। কিন্তু সেই ভয়াবহ ঘটনায় আমার বেঁচে থাকার কথা ছিল না। )



সত্যিই তো আমরা কি কোনোদিনও উপলব্ধি করতে পারব সে সময়কার মানসিক উদ্বেগ, ভীতি, ও অচলাবস্থার আদ্যোপান্ত? পারব না। তাই তো কিছু কথা জেনে রাখা ভালো।



আসুন আমরা জেনে নেই আমাদের শ্রদ্ধেয় সহব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা।





লিঙ্কঃ স্মৃতিচারণঃ বেঁচে আছি আজও









(আমার নিজস্ব পছন্দের পাঁচটি গল্প নিয়ে সাজানো হয়েছে পোস্টটি। অনেকেই অনেক চমৎকার গল্প লিখছেন। তাদেরকে অভিনন্দন। আরো ভালো লিখে চলুন নিরন্তর। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মাহমুদ ভাইপ্রবাসী পাঠক ভাইকে যারা বিভিন্ন সময় নানারকম তথ্য দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন।)



'আগস্ট মাসে' আপনার ভালোলাগা গল্পগুলো সম্পর্কে মন্তব্য / আলোচনা করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলাপে, সংলাপে, আলোচনা, সমালোচনায় মুখরিত হয়ে উঠুক পোস্টটি।





সবাইকে শুভেচ্ছা।





জুলাই মাসের লিঙ্কঃ জুলাই মাসের ৫ টি মনোমুগ্ধকর গল্প

জুন মাসের লিঙ্কঃ জুন মাসের ৬ টি মনোমুগ্ধকর গল্প



ছবিঃ গুগল







এই পোস্টটি উৎসর্গ করা হলো গুণী ব্লগার কান্ডারি অথর্বকে যিনি কবিতা পড়তে ভালোবাসেন।







মন্তব্য ৬৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: এমন অসাধারণ একটি পোস্টে প্রথম কমেন্ট করার লোভ সামলাতে পারলাম না। আপনার চমৎকার উপস্থাপনা দেখে রীতিমত মুগ্ধ মুন ভাই। নিজের কাজ ফেলে রেখেই এই পোস্টে কমেন্ট করতে আসলাম। পোস্টে উল্লেখিত গল্প নিয়ে কাল আলোচনায় ফিরব।

পোস্টে প্রথম ভালো লাগা এবং প্রিয়তে। অনেক অনেক শুভ কামনা রইল মুন ভাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই।

আপনার পোস্ট পড়ার অপেক্ষায় আছি। তাড়াতাড়ি অপেক্ষার অবসান ঘটান।

ভালো থাকা হোক সর্বদা।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩২

মৃদুল শ্রাবন বলেছেন: সেরা পাঁচ পড়ার জন্য প্রতি মাসে আপনার পোষ্টের অপেক্ষায় থাকি। অপেক্ষার প্রহর শেষ হল।

ধন্যবাদ ও শুভকামনা নিবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য

তবে এখানে একান্তই আগস্ট মাসে আমার ভালোলাগা তালিকা থেকে ৫টি গল্পকে স্থান দিয়েছি। এছাড়াও অনেকেই চমৎকার গল্প লিখেছেন। যেমন গতমাসে অপর্ণা মম্ময়, পার্থ তালুকদার, নাভিদ কায়সার রায়ান, হাসান মাহবুব সহ আরো অনেকে দূর্দান্ত কিছু গল্প লিখেছেন।

ভালো থাকা হোক মৃদুল শ্রাবন ভাই

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার উপস্থাপন আর সেরা ৫টি গল্প উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

ডি মুন বলেছেন: পোস্টে কবিতা সংযুক্ত করার সময় মনে দ্বিধা ছিলো।
আপনাদের খারাপ লাগে নি বলে আমার ভালো লাগছে।

অনেক ধন্যবাদ

ভালো থাকুন সবসময়।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই ডি মুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই

আরো সুন্দর সুন্দর গল্প ও স্মৃতিকথা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন।

শুভেচ্ছা সতত।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার কাজ! প্রিয়তে ...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

ডি মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

গল্প পড়ুন ও গল্প লিখুন।

শুভকামনা।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৫টার মধ্যে ৩ বা ৪টা পড়া হয়েছে তখনই। বাকিটা হয়তো পড়া হবে না, তবে এখান থেকেই গল্পটা জেনে নিলাম।

সুন্দর পোস্ট।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

ডি মুন বলেছেন: আপনাকে সবসময় পাশে পেয়ে আমি আনন্দিত।

ভালো থাকুন প্রিয় সোনাবীজ ভাই।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার পরিশ্রমী ও ধারাবাহিক প্রচেষ্টা সাফল্যমণ্ডিত ও অনুস্মরণীয় হোক আশাবাদ রইল ৷

শুভকামনায় ৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

ডি মুন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আগস্ট মাসে আপনার ভালোলাগা ও মন্দলাগা গল্পগুলো নিয়ে আলোচনায় সম্পৃক্ত হবেন ও আমাদেরকে সমৃদ্ধ করবেন - এমনটাই প্রত্যাশা।

ভালো থাকা হোক সর্বদা।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আগের পর্বগুলো পড়েছি কিনা মনে নেই। গল্পের আলোচনা নিয়ে সুন্দর আরেকটি লেখা হয়ে গেলো! স্টাইলটি ভালো লেগেছে। বাকিগুলো পড়ে নেবো...


ধন্যবাদ, ডি মুন
এবং শুভেচ্ছা :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই।

আর সময় পেলে গতমাসে আপনার পড়া কয়েকটি ভালো গল্পের নাম আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে ঋদ্ধ করবেন বলে আশাকরি।

শুভেচ্ছা সবসময়।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: বাহ মুন ভাই ! গল্পের অর্থের সাথে মিলিয়ে কবিতা । এর চেয়ে
ভাল আর কি হতে পারে । আমি মুগ্ধ । প্রচ্ছদে ত তাক লাগিয়ে দিয়েছেন । অনেক সুন্দর । আর বরাবরের মত রিভিউ এমন
যে পড়লেই গল্পটা পড়ার আগ্রহ হয় ।

রথ দেখা কলা বেচা দুটাই হল :P

ভাল থাকবেন প্রিয় মুন ভাই ।



০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

ডি মুন বলেছেন: আরে এই প্রচ্ছদ কিন্তু গুগলের কাছ থেকে ডাকাতি করা।

আর ফটোশপে আমার যা দক্ষতা তাতে করে নিজে যদি প্রচ্ছদ করা শুরু করি তাহলে দেশের আপামর প্রচ্ছদশিল্পীর অনাহারে দিন কাটাতে হবে, এ কথা হলফ করে বলা যায়।


শুভকামনা মাহমুদ ভাই :)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

বৃতি বলেছেন: আপনার এই প্রচেষ্টা লেখক, পাঠক- দুজনের জন্যই বেশ উপকারী; একটা ভালো লেখা লাইম লাইটে আসে, পাঠকরাও খুশি হন। একটা বিশাল ধন্যবাদ আপনাকে। দুটো গল্প পড়া হয়েছে, অন্যগুলো পড়তে হবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ বৃতি আপু।

অন্য গল্পগুলোও পড়ে নিন। তারপর ভালোলাগা মন্দলাগা জানান।


আর একটা কথা, আপনার গল্প পাচ্ছি না অনেক দিন থেকে :( আরো কতদিন অপেক্ষা করাবেন? সময় করে লিখুন আর আমাদেরকে সমৃদ্ধ করুন।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২

নুর ইসলাম রফিক বলেছেন:
খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করছেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ

গল্প গুলো পড়ে ফেলুন। আশাকরি ভালো লাগবে।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

জেন রসি বলেছেন: চমৎকার পোষ্ট।
শুভেচ্ছা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

আমি ইহতিব বলেছেন: আজকের টার্গেট এই চারটা গল্প পড়ে শেষ করা। জানিনা দিন শেষে সফল হব কিনা, দোয়া রাইখেন ;)

আর ধন্যবাদ আপনাকে (আমার মত ফাঁকিবাজদের উপকারে প্রতি মাসে এমন পোস্ট দেয়ার জন্য) ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

ডি মুন বলেছেন: অবশ্যই সফল হবেন।

গল্পগুলো খুব সুন্দর। 'শান্তির দেবদূত' ভাইয়ের গল্পটা যদিও এখানে সবচেয়ে দীর্ঘ গল্প। তবে একবার পড়া শুরু করলে আর উঠতে পারবেন না - এতোটাই মজার গল্প।

শুভকামনা রইলো।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ পোষ্ট । আপনার লেখার প্রসংশা নতুন করে আর কী করার আছে ।
একটি গল্প পড়েছি বাকি গুলো পড়তে হবে।
ভাল থাকবেন মুন ভাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

ডি মুন বলেছেন: বাকী গল্পগুলোও পড়ে ফেলুন। আর ভালোলাগা বা মন্দলাগা জানান।

শুভেচ্ছা সবসময়।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: দুইজন নতুনকে চিনলাম। +++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

নাভিদ কায়সার রায়ান বলেছেন: মামুন ভাই এর লেখাটা পড়েছি। অসাধারণ একটা গল্প। মামুন ভাই এর সংকলন গুলো মিস করি খুব। মামুন ভাই কোই হারায় গেল? কোন খবরই নাই!
আফনান ভাইএর গল্পটা আগে পড়ি নাই। অদ্ভুত সুন্দর আর সাবলিল গল্প। সংকলনে না আসলে এত চমৎকার একটা গল্প মিস হয়ে যেতো।
আবু হেনা ভাইএর লেখা সব সময়ই পড়া হয়।
মুন ভাই কে অসং্খ্য ধন্যবাদ কষ্ট সাধ্য এই কাজের জন্য। কেমনে পারেন এইসব করতে আল্লাহ ই জানেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯

ডি মুন বলেছেন: আগেই আপনাকে একটা বড়োসড়ো ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার মন্তব্যের জন্য।

এমন মন্তব্যই আশা করি, যাতে বুঝতে পারি যে গল্পগুলো পড়া হচ্ছে। পাঠকদের ভালো/খারাপ লাগছে। তারা উপকৃত হচ্ছেন।

আফনান ভাইয়ের গল্পটা আসলেই চমৎকার। খুবই উপভোগ্য। আরো মজা পাবেন যদি একটু সময় করে শান্তির দেবদূত ভাইয়ের গল্পটা পড়েন। দারুণ একটা গল্প।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকা হোক সর্বদা।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত উপস্থাপনা বলতেই পারি , অলস পাঠক বলে গল্প কম পড়া হয় ! আপনার পোষ্ট অনেক আগ্রহ নিয়েই পড়ি !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

ডি মুন বলেছেন: এতটা মূল্যায়ন করার অনেক অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই

সুস্থ ও সুন্দর কাটুক আপনার প্রতিটি দিন।

শুভকামনা।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ব্যতিক্রমধর্মী ধারাবাহিক পোষ্ট । অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমসমৃদ্ধ লেখা । এইসকল পোষ্টে শুধু পড়েই কৃতজ্ঞতা জানানোটা পরিপূর্ন কৃতজ্ঞতা হয় না । লেখকের নিঃস্বার্থের মূল্যায়নটা এগিয়ে রাখতে হবে ।

অসংখ্য ধন্যবাদ নিঃস্বার্থভাবে এই সুন্দর এবং পরিশ্রমী পোষ্ট শেয়ার করার জন্য । :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

গল্পগুলো পাঠকদের কাছে আদর পেলেই পরিশ্রম সার্থক হবে মনে করি।

আপনাদেরকে পাশে পাওয়া সবসময়ই আনন্দের। সুন্দর গল্পচ্ছটায় উদ্ভাসিত হোক প্রতিটিক্ষণ।

ভালো থাকুন সর্বদা।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৭

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

আমিনুর রহমান বলেছেন:




টু নি অনেষ্ট একটা গল্পও পড়ি নাই :P
আসলে লাস্ট ৬ মাসে আমি ব্লগে সময় দিতে পারিনি একদম, তাই যতটুকু সময় পেয়েছি সমসাময়িক ঘটনা, বিজ্ঞান বিষয়ক, কবিতাই বেশি পড়া হয়েছে।


এবার পড়ে নিবো :) পোষ্টটা প্রিয়তে রাখলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

ডি মুন বলেছেন: এই গল্পগুলো পড়ে ফেলুন সময় করে।

সবগুলোই সুন্দর। ভালো লাগবে।

শুভকামনা রইলো ভাইয়া।

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

মামুন রশিদ বলেছেন: ব্লগ সাহিত্যচর্চায় এক নতুন মাত্রা শুরু হলো আপনাদের এই গল্পালোচনা পোস্ট দিয়ে । আরো নতুন নতুন ব্লগার লেখক উৎসাহিত হবে এই অনবদ্য কাজে ।

গল্পের মুল থিম কবিতার মাধ্যমে নিয়ে আসার ধারনাটা অভিনব লেগেছে । হয়ত নিজে কবি বলেই এটা করতে পেরেছেন । অসাধারণ !

গত কয়েক মাসে পাঠক হিসাবে পিছিয়ে পড়েছি, খুটিয়ে ব্লগ পড়া হয়ে উঠেনা আর । তবু চেষ্টা থাকবে সব ব্যস্ততা কাটিয়ে নিয়মিত পাঠক হিসাবে ফিরে আসার ।

শুভকামনা ডি মুন । পোস্ট শোকেসে নিয়ে গেলাম :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই।


আপনাদের মতো গুণী বড়োভাইদের অনুপ্রেরণা ও দোয়া আছে বলেই এ ধরনের পোস্ট দিতে উৎসাহী হই। এর মাধ্যমে কেউ গল্প লিখতে বা পড়তে আগ্রহী হলে , সেটাই হবে সবচেয়ে বড়ো পাওয়া।

অনেক অনেক ভালো থাকুন। আর সুন্দর সুন্দর গল্প লিখে চলুন নিরন্তর।

শুভকামনা সবসময়।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

জুন বলেছেন: সত্যি মনমুগ্ধকর গল্প ডিমুন।
আপনার ব্যাতিক্রমী সংকলন ভালোলাগলো
+

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ জুন আপু সবসময় পাশে থাকার জন্য।

শুভকামনা রইলো :)

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

যাযাবর বেদুঈন বলেছেন: কবিতা দিয়ে গল্পকে উপস্থাপন করার এই কৌশলটা বুদ্ধিদীপ্ত কাজ। একজন মনযোগী পাঠকের পরিচয় পাওয়া গেল আপনার এই পোস্টের মাধ্যমে।

শুভেচ্ছা সকালের সজীবতার।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন সর্বদা।

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল...সময় করে গল্পগুলো পড়তে হবে...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ডি মুন বলেছেন: ধন্যবাদ আপু
গল্প গুলো পড়ে জানাবেন কেমন লাগলো।
ভালো থাকা হোক সর্বদা।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় মামুন রশিদের গল্প আড্ডার মেজাজে বিষণ্ণতার দিকটা ফুটিয়ে তুলেছে চমৎকার। কাগজালাপ গল্পটা এই লিস্টের সেরা ছোট গল্প বলে মনে হয়েছে আমার। 'বদলে যাওয়ার গল্প' পরিচয় করিয়ে দিয়েছে সাবলীল এক লেখকের সাথে, যিনি রোমান্স আর হিউমারের মিশ্রণ ঘটাতে পারেন দক্ষহাতে। আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম অসাধারণ এক অভিজ্ঞতার কথা লিখেছেন। তবে একে গল্প ক্যাটাগরিতে না ফেলে বিশেষভাবেও উল্লেখ করা যেত। ফলে আমরা আরও একটা গল্পের বিশ্লেষণ পেতাম। আর শান্তির দেবদূত বরাবরের মতই লেখায় স্বচ্ছন্দ, দারুণ একটা কমিকাল থ্রিলার উপহার দিয়েছেন আমাদের।

ভাল লেগেছে লিস্ট। গতমাসে গল্প পড়া হয়নি খুব একটা, পড়ে জানাব ভাল লাগল কোনটা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১

ডি মুন বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম অসাধারণ এক অভিজ্ঞতার কথা লিখেছেন। তবে একে গল্প ক্যাটাগরিতে না ফেলে বিশেষভাবেও উল্লেখ করা যেত। ফলে আমরা আরও একটা গল্পের বিশ্লেষণ পেতাম।

খুব সুন্দর পরামর্শ। এরপর থেকে এ ধরণের স্মৃতিকথা অবশ্যই আলাদাভাবে রাখব।

আর আপনি যে আপনার ভালোলাগার দিকটি মন্তব্যের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন সেটাই আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি। খুব ভালো লাগছে। এমন মন্তব্যই সবসময় প্রত্যাশা করি।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় গল্পকার।
ভালো থাকা হোক।

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ চমৎকার লিখে , সুন্দর তার বহিঃপ্রকাশ ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

ডি মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

এহসান সাবির বলেছেন: সিরিজ টি চলতে থাকুক। পোস্ট পড়ে না পড়া গল্পগুলি পড়বার লোভ জাগছে

চমৎকার উপস্থাপন।

ভালো লাগা,

শুভ কামনা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই

না পড়া গল্পগুলো পড়ে ফেলুন।

শুভকামনা রইলো।

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: সময় করে গল্পগুলো পড়ে নিবো। বেশ ভাল একটি পোষ্ট। ধন্যবাদ আপনাকে। পড়ার সুবিধার জন্য প্রিয়তে রাখলাম।
ভাল থাকবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ।

গল্পগুলো খুব সুন্দর। সময় করে পড়ে নিন।

ভালো থাকা হোক সর্বদা।

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

আমি ইহতিব বলেছেন: মোট তিনটা পড়ে শেষ করলাম। বাকী দুটো কাল পড়বো।

দুটোতে আপনাকে আলাদা করে ধন্যবাদ দিয়েছি। এখানে আবার দিলাম। :)

ভবিষ্যতেও এমন উপকারি পোস্ট পাবো এই আশায় থাকলাম। ভালো থাকবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

ডি মুন বলেছেন: ভীষণ ভালো লাগছে আপনার ফিডব্যাক পেয়ে।

গল্পগুলো পড়ার জন্য অভিনন্দন। আশাকরি বাকী দুটোও পড়ে শেষ করবেন। চেষ্টা থাকবে নিয়মিত এমন পোস্ট দেয়ার।

অনেক অনেক ভালো থাকুন। শুভকামনা।

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




একটি অন্যরকম সংকলন । পাঠককে কোনও ভালো কিছু লেখার সাথে পুনঃপরিচয় করিয়ে দেয়ার অনন্য ষ্টাইল । সাথে সমৃদ্ধ কিছু কবিতার দেখা পুরোনো প্রেম মনে পড়ে যাওয়ার মতো নষ্টালজিক ।

শুভেচ্ছান্তে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

ডি মুন বলেছেন: " পুরোনো প্রেম মনে পড়ে যাওয়ার মতো নষ্টালজিক "


বাহ, দারুন বলেছেন তো।

শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকা হোক।

৩১| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০

ইমরান নিলয় বলেছেন: পড়ে ফেলব। ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০২

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


উৎসর্গ দেখে প্রীত হইলাম কিন্তু এইটাতো গল্প পোস্ট। কবিতা পোস্ট কোথায় ?

০১ লা নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৬

ডি মুন বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.