নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

মায়া নদী কেমনে যাবি বাইয়া... (গান)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০







মায়া নদী কেমনে যাবি বাইয়া

রঙ্গিলা দেশের নাইয়া।।



ও নাইয়া রে, অষ্ট ইঞ্চি নদীর দিক

খাউজ কাটা মাপের ঠিক

চার আঙ্গুল যায়গা পাড়ি দাওনা।।




কিছু কি বোঝা যায়? ‘মায়া নদী’ কী আর ‘রঙ্গিলা দেশের নাইয়াই’- বা কে? লালন এই গানে কী বলছেন বা বলতে চাইছেন?



শুনছিলাম বাসুদেব বাউলের গলায় লালন ফকিরের এই অসামান্য গানটি। একবার নয়, দুইবার নয়, বহুবার। একটানা। নিরবিচ্ছন্ন নীরবতায়। দোতরার টুং টাং শব্দ আর গানের মধুময় বাণী। কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না; শুধু ছাপ রেখে যায় হৃদয়ে।



ধরা যাক, রঙ্গিলা দেশের নাইয়া আমি নিজে। আর মায়া নদী মানে জীবন নদী। কিন্তু তারপরই তো খটকা লাগে। ‘অষ্ট ইঞ্চি নদীর দিক’, ‘খাউজ কাটা মাপের ঠিক’ কিংবা ‘চার আঙ্গুল যায়গা’ – কী এগুলো?



এর পরই লালন বলছেন-



ও নাইয়া রে, সেই না নদীর হুমার চোটে

পাড় ভাঙ্গিয়া পানি ছোটে

কত শত সাধের বাগান গেল রে ভাসিয়া;

ও কতো সাধুজনা ভেসে ফিরে রে...

ফিরে সে মায়া নদী দিয়া



তুমি বেহুইশারী পাড়ি দিলে রে

মালামাল সব যাবে হারাইয়া।।

রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া।




বুঝলাম এ নদী বড়ো ভয়াবহ নদী। পারাপারে অসতর্ক হলে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়াটাই নিয়তি। কেননা – ‘সেই না নদীর হুমার চোটে / পাড় ভাঙ্গিয়া পানি ছোটে / কত শত সাধের বাগান গেল রে ভাসিয়া’। তার মানে আমিই প্রথম নই, আমার মতো আছে অনেকেই, যারা ভুল করে অসাবধানতাবশত নদী-নীরে খুইয়েছে নিজেদের। আর তাই ‘বেহুইশারী’ অর্থাৎ হুশিয়ার না হয়ে _ অজ্ঞানে অসাবধানে এ নদী পাড়ি দিলে সব ‘মালামাল’ খোয়া যাবে। কারণ,



...এই না নদীর আঁকেবাঁকে

কত কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে

বাগে পেলে ফেলিবে যে খাইয়া

তুমি বিবেক হলুদ গায়ে মেখে গো

কেন যাও মায়া নদী দিয়া।।




বিবেক হলুদ! তার মানে কি বিচারবুদ্ধি? যে একটিমাত্র কারণেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে। তার মানে 'মায়া নদী' কি রিপুর নদী? মায়া নদী কি ইন্দ্রিয়-নদী? এই ভাবনাতাড়িত ও দ্বিধাগ্রস্থ অবস্থা থেকে কিছুটা আলোর রেখা পাওয়া যায় পরের চরণগুলো শুনে -



ও নাইয়া রে, এই না নদীর পিছল ঘাট

ছয় রমণী ধইরাছে ঠাট

তাদের রূপ দেখিয়া যাইও না ভুলিয়া

রূপ দেখিয়া ভুইলা গেলে রে

মরবি তুই হাবুডুবু খাইয়া।।




‘ছয় রমণী’ কি ছয়টি রিপু?



১. কাম - যৌন সঙ্গকামনা, রিরংসা, যৌনক্ষুধা। (Sexual urge)

২. ক্রোধ - রাগ, উত্তেজনার বশীভূত হওয়া। (Anger)

৩. লোভ - লালসা । (Cupidity)

৪. মোহ - মায়া, বিভ্রম । (Illusion)

৫. মদ - অহংকার, গর্ব, আত্মগৌরব। (Arrogance)

৬. মাৎসর্য - পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা। (Envy)



এবার আবছা আবছা কিছু বোঝা যাচ্ছে যেন। যেন মনে হচ্ছে, মায়া নদী আসলে এই মানব দেহ। একটু অসাবধান হলেই যা 'বিবেক' নামক বিবেচনাবোধ পরিত্যাগ করে রিপুর তাড়নায় ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হবে এবং মরবে 'হাবুডুবু খাইয়া'।



সুতরাং 'মায়া নদী' পার হতে গেলে 'বিবেক হলুদ' গায়ে মেখে 'ছয় রমণীর' তথা ষড় রিপুর আহ্বান উপেক্ষা করে চলতে হবে - এমনই কি বলতে চাইছেন লালন?



জানিনা। হয়তো এর আরো গভীর কোনো অর্থ আছে। তা থাক। আপাতত শুনতেই ভালো লাগছে। একবার নয়, দুইবার নয়, বহুবার। একটানা। নিরবিচ্ছন্ন নীরবতায়। আর বাসুদেব বাউলের দোতারার টুং টাং তার দরদী কণ্ঠের সাথে মিশে ছাপ রেখে যাচ্ছে হৃদয়ে।





গানের লিঙ্কঃ মায়া নদী



মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

আলম দীপ্র বলেছেন: মুন ভাই লালন ফকিরের জীবনটাই একটা রহস্য যার সমাধান নেই । পোস্টে প্রথম ভালোলাগা । ভালো থাকবেন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ,

রহস্য না হয় রহস্যই থাক। গান শুনুন আর অনাবিল আনন্দ উপভোগ করুন।

ভালো থাকুন সবসময়।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন: গভীর! অসাধারণ গান, চমৎকার বিশ্লেষণ!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০

ডি মুন বলেছেন: গানটা যতোবারই শুনি ততবারই নতুন মনে হয়। চুপচাপ রাতে একটানা শুনে যাই। দারুণ গান।

দোতারার টুংটাং একেবারে বুকে এসে লাগে। আর ভাবি -- মায়া নদী কেমনে যাব বাইয়া !!!!!


ভালো থাকুন সবসময় মামুন ভাই

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
@ আলম, মুন ভাই লালন ফকিরের জীবনটাই একটা রহস্য !!

আসলেই তাই লালন এক আধ্যাত্মিকতার আকর
যা আমাদের হাসায় ভাবায় আর বিমুগ্ধ করে !
পোস্টে অনেক ভালোলাগা ++

আমার শেষ কবিতাটা পড়বেন এবং একটা বিশ্লেষণ দেবার
চেষ্টা করবেন । ভালো থাকুন সব সময় ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

ডি মুন বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন , লালন এক আধ্যাত্মিকতার আকর
যা আমাদের হাসায় ভাবায় আর বিমুগ্ধ করে !


লালনের গান মানুষের হৃদয়কে স্পর্শ করার ক্ষমতা রাখে। তাই তো লালন ভালো লাগে।

আপনার কবিতা অবশ্যই পড়ব। তবে বিশ্লেষণ দেয়ার মতো জ্ঞান আমার সত্যিই নাই।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

আলম 1 বলেছেন: লালনকে নিয়ে গবেষনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১

ডি মুন বলেছেন: গানটি শুনুন এবং আনন্দ লাভ করুন।

শুভেচ্ছা সতত।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

পার্থ তালুকদার বলেছেন: যেখানে সাই'র বারাম খানা ........ এই গানটিও শুনতে পারেন মুন ভাই ।
আমার প্রিয় একটা গান ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

ডি মুন বলেছেন: হ্যাঁ এই গানটিও সুন্দর।

লালন মানেই মুগ্ধতা।

শুভেচ্ছা জানবেন পার্থ তালুকদার ভাই

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

জাফরুল মবীন বলেছেন: লালনের গানের কথার অর্থ খোঁজার আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।অামি নিজেও কিছু শব্দের বা বাক্যের অর্থ বুঝতে পারি না।ব্লগে একজন লালন গবেষককে পেয়েছিলাম(এ মুহূর্তে নামটা মনে পড়ছে না) তাকে নানা প্রশ্ন করে জ্বালাতন করতাম।উনাকে অবশ্য অনেকদিন ব্লগে দেখছি না।

শুভকামনা রইলো আপনার জন্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

ডি মুন বলেছেন: লালনের গান ভীষণ ভালো লাগে।

অর্থ বুঝলে তো লাগেই , না বুঝলেও ভালো লাগে। সুরের মধ্যে কেমন মাদকতা আছে। ছুঁয়ে যায়।

শুভকামনা আপনাকেও :)

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৫

কলমের কালি শেষ বলেছেন: চার আঙ্গুল জায়গা বলতে মনে হয় কপালরে বুজাইছে । যাওগ্যা এত উচ্চ মূর্গীয় ভাবনায় ডুব দিয়ে মাথায় আগুন ধরানোর কোন কাজ নাই ।

আপনার বিশ্লেষন থেকে একটু আঁচ করবার পারছি এ এই যথেষ্ট । গান শুনে মজা লুটবার কাম । মজা লুটতে পারলেই হইল । ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৯

ডি মুন বলেছেন: বাহ, চমৎকার। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নাই।

চার আঙ্গুল জায়গা বলতে যাই বোঝানো হয়ে থাকুক না কেন। আপনার মতো আমারো এখন মনে হচ্ছে এটা দ্বারা কপাল বোঝানো হচ্ছে।

আর থুতনি থেকে কপাল পর্যন্ত তো অষ্ট আঙ্গুল। সুতরাং খাউজকাটা বিষয়টাও মিলে যাচ্ছে।

খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আর আপনি ঠিকই বলেছেন গান শুনে মজা লুটবার কাম। মজা লুটতে পারলেই হইল :) । তবে ব্যাপারগুলো একটু পরিস্কার হলে আরো বেশি মজা পাওয়া যায়।

অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: আগামী কাল স্থির ভাবে আপনার পোষ্টটি পড়বো। আজ দেখে দেলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

আবু শাকিল বলেছেন: ডি মুন ভাই অনুবাদ থেকে সোজা লালনে ঢুকে গেলেন।
আপনি পারেন বটে। আমি শিখতেছি...

নিজেকে আধুনিকায়নে আনুশেহ র কণ্ঠে লালনের গান শুনি ঠিকই কিন্তু মগজ বোঝে কম ।
বোঝার সুবিধার্থে সুন্দর সহজলভ্য করে বিশ্লেষণ করেছেন।
ধন্যবাদ জানবেন। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৯

ডি মুন বলেছেন: একালের মানুষ হলেও আমি বেশি ডুবে থাকি রবীন্দ্র-নজরুল-লালন-রজনীকান্ত সেন - এঁদের ভুবনে। খুব ভালো লাগে।

গান শুনুন এবং আনন্দে থাকুন :)





১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেন: গভীর! অসাধারণ গান, চমৎকার বিশ্লেষণ!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০০

ডি মুন বলেছেন: ধন্যবাদ অভি ভাই

শুভেচ্ছা সতত।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২১

দুখাই রাজ বলেছেন: অসাধারণ লাগলো পোস্টটি । শুভ সকাল ভাই ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

ডি মুন বলেছেন: শুভ সকাল :)

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

প্রবাসী পাঠক বলেছেন: লালন এর প্রতিটি গানেরই ভাবার্থ অনেক গভীর। আমার সহজ মস্তিস্ক এহেন কঠিন কাজ করতে পারবে না।


শুভ কামনা রইল মুন ভাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

ডি মুন বলেছেন: গানের সুরে হারাইয়া যান। ভাবার্থ না হয় ভাবের মধ্যেই থাক। ;)

১ম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা প্রবাসী ভাই :)

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২

সুমন কর বলেছেন: লালন গানের সুরে মাদকতা এত বেশী যে, অর্থ না বুঝলেও শুনতে বেশ লাগে।

যদিও অনেক শব্দের অর্থ জানি না। বারবার শুনে নিজের মতো করে একটা দাঁড় করে নেই।

আপনার বিশ্লেষণ চমৎকার হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

ডি মুন বলেছেন: আমিও বুঝি না বুঝি লালন শুনি। ভালো লাগে। সুরে মাদকতা আছে।

ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার প্রতি।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

বাংলার পাই বলেছেন: চমৎকার বিশ্লেষণ।++
+
+++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন সর্বদা।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ বিশ্লেষণ ভালো লাগছে ভ্রাতা , প্রিয়তে রাখলাম :)

ভালো থাকবেন সবসময় :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ডি মুন বলেছেন: প্রিয়তে স্থান দেয়ার জন্য ধন্যবাদ।

আপনিও ভালো থাকুন সবসময়।

শুভেচ্ছা নিরন্তর :)

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৪র্থ লাইকটা আমি দিলাম -------- শিক্ষণীয় অনেক বিষয় এই পোস্টে আছে --------

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ,

ভালো থাকা হোক।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: চমৎকার বিশ্লেষন করেছেন। আপনার সাহসের তারিফ করতেই হয়।
এগিয়ে যান --
লালনের প্রতি ও তার গানের প্রতি শ্রদ্ধা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৮

ডি মুন বলেছেন: মনে করে আবার পড়ে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্যে সম্মানিত বোধ করছি।

শুভেচ্ছা সতত।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার লেখাটি আমার মগজে আটকে ছিল । আর গতকাল ব্যস্ত ছিলাম একটু। আর এসব মৌলিক লেখাগুলো তাড়াহুড়া করে পড়া যায়না। আর লেখা না পড়ে আন্দাজে একটা কমেন্ট করবো সেটা আমার পক্ষে অসম্ভব। আর লেখাটি বেশ ভাল --আপনার লেখাই আমাকে টেনে এনেছে বার বার। আপনার সৃষ্টি এভাবেই দিন দিন প্রসারিত হোক সে প্রত্যাশা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে গুণী পাঠক ও কবি

আপনিও ডুবে থাকুন সৃষ্টিশীলতায়।

ভালো লিখুন, ভালো থাকুন।

শুভেচ্ছা।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫০

সুলতানা সাদিয়া বলেছেন: সুন্দর বিশ্লেষনে শতত ভাললাগা...ভাল থাকুন, শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

ভালো কাটুক সকল সময়।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দেহতত্ত্বের গান নিয়া ব্যস্ত হইলেন দেখি। এইটা বিশ্লেষণ তো সঙ্গে সঙ্গেই। সাধন সঙ্গী-সঙ্গিনীর ক্রিয়াকাণ্ড ছাড়া সাধন হয় না। সাধন না করতে পারলে ভজনে কোনো ফল নাই। লালনকে নিয়া কলকাতায় একটা সিনেমা হইছে, নাম মনে নাই, সেখানে বেশ কিছু সমাধান আছে।

ভাবুক অথচ অনুসন্ধানী এমন মানুষ আমার পছন্দ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৭

ডি মুন বলেছেন: জুলিয়ান ভাই আপনি কি 'মনের মানুষ' সিনেমাটার কথা বলছেন?

বাসুদেব বাউলের দোতারার টুং টাং এর সাথে গানটা বারবার শুনছিলাম তখন কথাগুলো একটু খেয়াল করতেই যা মনে হলো, তা নিয়েই এই পোস্ট।

দেহতত্ত্বের ব্যাপার-স্যাপার বুঝতে আমি নিতান্তই আনাড়ী লোক। অনেক অভিজ্ঞতা আর বয়স হলে হয়তো তখন কিছু বুঝবো। বাউল-গান শুনতেই আনন্দ পাই। কেমন যেন আপন আপন মনে হয়। কিছু কথা যখন একটু ভাবনা এনে দেয় তখন সেটা নিয়ে এক দু লাইন লিখে রাখার চেষ্টা করি আর কি!

আপনার মন্তব্যে নতুন প্রাপ্তিযোগ হলো।
সুস্থ ও নিরাপদ থাকুন সবসময় - এমনটাই প্রত্যাশা।


২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

তূর্য্য বলেছেন: ভালো লিখেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

মুহিব জিহাদ বলেছেন: গানটা যেমন স্পর্শময়ী বিশ্লেষনটা ও ঠিক তেমনি হয়েছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ডি মুন বলেছেন: পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকা হোক।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

মাঝিবাড়ি বলেছেন: দাদা, আমি এই গানের ভীষণ ভক্ত! আমার যত সংশয় আপনি ক্লিয়ার করেছেন! ধন্যবাদ আপনাকে

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১০

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.