নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

মেঘপ্রেমে নিষ্ক্রান্ত জীবন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪





মেঘকে নিয়ে আমার অনেক কিছু লিখবার ছিলো, কিন্তু মৃত্যুর আগে সেসব আর হলো না। মেঘ, আমায় তুমি ক্ষমা করো। অক্ষম দিন শেষে আমার চোখে কেবলি মাকড়শাজট জমে যায়, জড়ানো জালের বিস্তার এড়িয়ে তোমার কাছে পৌঁছুনো হয় না আমার।



উত্তরের জানালায় রাত্রির কালো এসে গ্রাস করে দিগন্তকে। আমি ভূতের গল্প শোনা আতঙ্ক-বালকের মতো দুহাতে চোখ ঢাকি, আর আঙ্গুলের ফাঁক দিয়ে মিটমিট চোখে তোমার হারিয়ে যাওয়া দেখি। শিস দেয়া বাতাস আমার হাড় জিরজিরে দেয়ালে বাড়ি খেয়ে থেমে গেলে, আমি তড়িৎ গতিতে জানালা ভেজিয়ে দিয়ে ঘর অন্ধকার করে বসি। অন্ধকারে অন্ধকার এড়িয়ে চোখ বুজি। স্মৃতি হাতড়াই; মেঘের স্মৃতি। প্রবল ঝড়ে যে মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে অদ্ভুত অনিচ্ছায়, তার রক্তে আমি নিজেকে খুঁজে বেড়াই। অতীতের ছোট্ট ফুটো দিয়ে গলে যাই অনিমিখে।



হে মেঘ-মহীয়সী, তোমাকে নিয়ে অনেক কথা বলা যেত। কিন্তু উপযুক্ত শব্দক্ষমতা হারিয়ে এখন আমি শূন্য কলস। আমার ভেতরে জমেছে জন্মান্ধতার কালো অসুখ, প্রবল অন্ধকারের বিস্তার এড়িয়ে তোমার আলোতে আজ গা ভেজানো হবে না আমার। ধুলো জমে মলিন আনকোরা বইয়ের মতো তুমি আজ অপঠিতই থেকে যাবে।



কেবিনের দেয়ালে যুগল টিকটিকি টিক টিক করে জানিয়ে দিচ্ছে, সময় নেই। অভ্যস্ত বেঁচে থাকা এড়িয়ে আমি এখনি পৌঁছে যাব আগন্তক মৃত্যুদ্বারে; সমাপ্ত হবে ‘মনুষ্য যাত্রার কাল’। শুধু আক্ষেপ এই যে তোমাকে জানানো হলো না, গোধূলি-রঙ তোমাকে আমি বড্ডো ভালোবেসেছিলাম। আমার মুগ্ধ নয়ন সমর্পণে কোনদিনও তুমি তা টের পেয়েছ কিনা, সে সমাচার আজো অজানাই রয়ে গেল!



আমাদের শুভদৃষ্টি হয়েছিলো মরিচাপ নদীর পাড়ঘেষা পথের ওপর দাঁড়িয়ে, যেখানে জিউলীর ডালে নবজাতক পাতায় বিকেলের শেষ রোদটুকু লেগেছিলো; যেখানে কামিনী ঝোপের ফাঁকে টুনটুনি ছিলো অস্থিরচিত্ত অধরা। বালিহাঁস বিলুপ্ত হয়ে ফসিলে পরিণত হবার আগেই আমাদের চোখাচোখি হয়েছিলো, তবে সেদিন কথা হয়েছিলো কিনা - মনে নেই। হয়তো নদীর ঢেউয়ে চোখ রেখে তোমার প্রতিবিম্ব দর্শনে কাটিয়ে দিয়েছিলেম সে গোধূলি-সন্ধ্যার সন্ধিক্ষণ; যেমন করে অচেনা নগর দ্যাখে অভিভূত আগন্তক। মাথার উপরে ডানা ঝাপটানো গো-শালিখ কিংবা বকের সারি আমার মনোযোগ সরিয়ে নিতে পারে নি সেদিন। বাতাসের চিৎকারে বিক্ষিপ্ত হয় নি দু’চোখের নিবিড় একাগ্রতা। তোমার সোনালি মেঘরঙে বিম্বিত প্রথম সে ভালোলাগার মধুক্ষণ আজো অমলিন। সেদিন সরাসরি চক্ষুমিলনে আড়ষ্টতা ছিলো, স্বীকার করতে দ্বিধা নেই। ভয় পেয়েছিলাম, তোমার লাজুক শরীরে চোখ ফেলতেই যদি তুমি বসতি গড়ো ভিন্ন আকাশে!



আজ অন্তিম সমর্পণে তোমাকে ঘিরে কতো কথাই তো মনে আসে। একরাতে পালছেঁড়া নৌকায় পা দুলিয়ে তোমার চাঁদরঙা মুখে আমার জীবনছায়া দেখেছিলাম আমি। চাঁদের আলো পাশ কাটিয়ে তুমি সরে যাচ্ছিলে ভীষণ লজ্জায়। আমি অস্ফুটে বলেছিলাম, ভালোবাসি। তুমি শুধু একফোঁটা জল দিয়েছিলে প্রতিদানে। সেদিন সে পূর্ণিমাতে কতো জলছাপ তরুণীরা বসে ছিলো যৌবনের পসরা সাজিয়ে। আমাকে দিকভ্রান্ত করবার কলাকৌশলের ত্রুটি ছিলো না তাদের। আমি তবু নির্নিমেষে তোমার বিভূষণ রূপে মুগ্ধ ছিলাম। পৃথিবীতে শরীর রেখে তোমার ওপরে বিছিয়েছিলাম মন।



হে নিরাভরনা, তুমি বলেছিলে, মেঘপ্রেমে বর্ষণ আছে। কাকভেজা অস্বস্তি আছে। আছে পাথরে হোঁচট খেয়ে ভুপাতিত হবার মাহেন্দ্রক্ষণ(!)। নিষেধ আছে। উপেক্ষা আছে। আছে বিচ্ছিন্ন হওয়ার জটিল যন্ত্রণা। কিন্তু আমি তো জানি, এতোসব ছাপিয়ে মানবপ্রেমের চেয়ে তবু মেঘপ্রেমে অনেক বেশি ‘স্থিরতা শান্তি’ আছে। উত্তপ্ত রোদ্দুরে প্রেমময় ছায়া আছে। ঘিনঘিনে ঘামের অস্বস্তিতে আছে শ্রাবণের প্রবাহমান শীতল বারিধারা।



আজ এই জাগতিক বন্ধন সংক্রান্তিতে হে মেঘপ্রেমিকা, তোমার শিমুলতুলো শরীরে নিবেদন করছি আমার একাকীত্বের পাণ্ডুলিপি। দ্বিধাগ্রস্থ নাগরিক জনপদের সবটুকু ক্লান্তি দু’হাতে নিঙড়ে; আমাকে তুলে নাও তোমার ধূপছায়া সরস সঘন প্রেমে। আজ আমি মুক্তি নিচ্ছি। হাসপাতালের এই অন্ধকার অস্থিরতা থেকে ছুটি হচ্ছে আমার। আমি তোমার কাছে ফিরতে চাইছি হে আকাঙ্ক্ষিত জলদ।



গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরবার পথেই শিল্পবিপ্লবের ইঞ্জিন পিষে দিয়ে গেল আমাকে। আমার অপরাধ, তোমার চোখে চোখ রেখে ভুলেছিলাম পৃথিবী। আজ আর বাড়ি ফিরবার কোনো দায় নেই। হাসপাতালের এই ‘দার্শনিক বোধ’ জাগানো কক্ষে চিরঘুমে নিদ্রিত হবার আগে তুমিই আমার একমাত্র প্রার্থনা।



গ্রীষ্মের ছুটিতে তালা দেয়া স্কুলঘরের মতো আমার চোখের দরজায় থমকে দাঁড়িয়েছে জীবনঘড়ি। আমার চোখের মাকড়শাজট ক্রমশ কেটে যেতে শুরু করেছে, শেষ নিঃশ্বাস পড়বার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যাব ঠিক। তোমাকে নিয়ে কিছু লিখবার নেই আজ, সিদূরে কপাল নিয়ে তুমি জ্বলজ্বল করছো স্মৃতিতে।







মন্তব্য ১০৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

মৃদুল শ্রাবন বলেছেন: অসাধারণ লেখায় প্রথম হইলাম :)


"প্রবল ঝড়ে যে মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে অদ্ভুত অনিচ্ছায়, তার রক্তে আমি নিজেকে খুঁজে বেড়াই। অতীতের ছোট্ট ফুটো দিয়ে গলে যাই অনিমিখে।"

বাস্তবিক জীবনে আমিও এটি করি। অনেক মধুর স্মৃতি রোমহন্থনের জন্য এই ক্ষণটি উপযুক্ত আমার কাছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

ডি মুন বলেছেন: এই মুহূর্তে আমার একজন প্রিয় ব্লগার 'আকাশ অম্বর' এর একটি কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন,

' অতীত ভালোবাসা দুঃসহ হলেও ঝেড়ে ফেলা দায়। '


কিছুটা অপ্রাসঙ্গিক হলো বোধ হয়। তবুও কেন যেন কথাটা মনে পড়লো তাই লিখে দিলাম। :)

ভালো থাকা হোক।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

আলম দীপ্র বলেছেন: মুন ভাই , অসাধারণ !
সত্যি সাধারণ না,
কিন্তু অসাধারণ কম হয়ে যায় ,
অনন্য ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

ডি মুন বলেছেন: হাহাহা ... অনেক বেশি বলে ফেললেন আলম দীপ্র।
আমার এলোমেলো কথার জাল ভালো লেগেছে জেনে খুশি হলাম।

শুভেচ্ছা সবসময়।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

ডরোথী সুমী বলেছেন: ভাল লেগেছে। একটু অন্যরকম ভাললাগা। ছেঁড়া মেঘের মতই ভাবনাগুলো। ভাল থাকুন আপনার লেখনির ভাণ্ডার নিয়ে। শুভ কামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনিও ভালো থাকুন। শুভকামনা।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

আমিনুর রহমান বলেছেন:



পোলাপাইন এতো ভালো লিখে কেমনে :/

এত্তগুলো ভালো হইছে :)

আমি ৩য় লাইক দিছি :#) :#) :#)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

ডি মুন বলেছেন: হা হা হা হা ... ভেতরে বয়স হয়ে গেছে, বাইরে দিয়ে খালি বোঝা যায় না।

তবে চিন্তা নাই, মাথার চুল যেভাবে ইহলোক ত্যাগ করা শুরু করতেছে তাতে করে দুএক বছরের মধ্যে বয়স কম করে হলেও ২০ বছর বাইড়া যাবে। :)

ভালো থাকা হোক ভাইয়া।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ছুঁয়ে গেলো মেঘপ্রেম ।কিন্তু 'অন্তিম সময়' এমন কথাটি কেমন জানি মনটা মলিন করে দিল।

শব্দের গাঁথুনিতে বেশ শক্তশালী একটি লিখা।
ধন্যবাদ জানবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ নিয়মিত পাঠক

মেঘলা শুভেচ্ছা রইলো।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

নুরএমডিচৌধূরী বলেছেন: অপূর্ব লিখা
সত্যি প্রশংসনীয়
ভাল থাকবে

ধন্যবাদ জানবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

ডি মুন বলেছেন: আপনার ভালোলাগায় ধন্য হলাম।

মেঘময় শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

খাটাস বলেছেন: ডি মুন সত্যি কথা বলতে গভীর ভাবের লেখা আমার ভাল লাগে না। যে টুকুই পড়েছি আপনার মনের গভীর কল্পনা শক্তির প্রমাণ আপনার মেধার ই পরিচায়ক।

দেখা হইতেছে আশা করা যায় :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

ডি মুন বলেছেন: বাইরে যতোই দুষ্টামি ফাইজলামি করি, ভেতরে ভেতরে আমি যে একদম বুইড়া মানুষ সেটা লিখতে বসলেই টের পাই। :(


যাহোক, আমিও সেই আশাতেই আছি। দেখা হবে ইনশাআল্লাহ :)

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

এম এম করিম বলেছেন: অসাধারণ গদ্য।

+++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লেগেছে খুব-ই
আবারও পড়লাম
অসাধারন একটা লিখা
অনেক শুভেচ্ছা
X( :| :P :-< =p~ :#> :!> :(( :( B-))

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ডি মুন বলেছেন: আবারো শুভেচ্ছা।

ভালো থাকা হোক :)

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অসাধারণ। বেশ সুন্দর সুন্দর শব্দ ব্যাবহার করলেন। লেখার স্টাইল ভাল লাগসে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ,

শুভ হোক সকল সময়।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

কলমের কালি শেষ বলেছেন: লিখে যাওয়া লেখার লেখনী চমৎকার ।

বাস্তবিক রসাতলে পিষ্ঠ হয়ে চিরঘুমে ঘুমানোর অপেক্ষার মুহূর্তক্ষনে মেঘপ্রেমে স্মৃতি খুঁজে বেড়ানো । ব্যতিক্রমী সুন্দর গভীর চিন্তার ভাবনা ।

পড়ে ভাললাগলো । :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮

ডি মুন বলেছেন: বাস্তবিক রসাতলে পিষ্ঠ হয়ে চিরঘুমে ঘুমানোর অপেক্ষার মুহূর্তক্ষনে মেঘপ্রেমে স্মৃতি খুঁজে বেড়ানো ।

---- বাহ খুব সুন্দর বলেছেন তো।

মন্তব্যমুগ্ধ এ অকৃতি অধম।

শুভেচ্ছা

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

মামুন রশিদ বলেছেন: শিরোনামে 'মেঘপ্রেমে নিষ্ক্রান্ত জীবন' দেখে ভাবলাম 'অতিক্রান্ত' সময় হবে বোধহয়! কিন্তু পড়ার পর বুঝলাম মেঘ প্রেম সাথে নিয়ে জীবন থেকেই নিষ্ক্রান্ত হয়ে গেছে কবি!

ভাব-ভাষা মিলে অসাধারণ পংক্তিমালা । ++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন ভাই,

আপনার মন্তব্য অনেক বড়ো পাওয়া।

সুস্থ ও সুন্দর কাটুক আপনার সকল সময়।

শুভেচ্ছা।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

বাংলার পাই বলেছেন: চমৎকার লিখেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:

শব্দের মায়াজাল বা স্নিগ্ধতায় জলের আবাহনে সময় নিয়ে পাঠককে ভালই আচ্ছন্ন রেখেছেন ঘোরলাগা কিছুক্ষণ ৷

পরিশেষে বিয়োগান্তে পরিণতি হৃদয় স্পর্শ করে নিশ্চিত ৷ তবে গল্প হিসেবে কতটুকু সমার্থক পাঠক নিজ জ্ঞান ও দক্ষতায় বোঝতে সক্ষম হবে আশা করি ৷

নিরীক্ষায় জড়িয়ে থাকুন প্রতিক্ষণ সফলতায় ৷ ভাল থাকবেন ৷

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

ডি মুন বলেছেন: গল্প পুরোপুরি বলে দিতে আমার ইচ্ছে করে না কখনো কিংবা বলে রাখা ভালো, আমি পারি না।

শুধু ইঙ্গিত দিয়ে যাওয়াতেই আমার আনন্দ। গল্প; পাঠক মনে মনে তৈরি করে নিক মনের মাধুরী দিয়ে।


আপনার মন্তব্যে আনন্দিত হলাম জাহাঙ্গীর ভাই।
শুভেচ্ছা সবসময়।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

নাজিম সিরাজী বলেছেন: লেখাটি ভাল লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

ডি মুন বলেছেন: ধন্যবাদ, ভালোলাগা প্রকাশের জন্য।

সুস্থ ও সুন্দর থাকুন।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাইজান এত্ত কঠিন কঠিন লাগে ক্যানোরে? ;)

অক্ষম দিন শেষে আমার চোখে কেবলি মাকড়শা জমে যায়, জড়ানো জালের বিস্তার এড়িয়ে তোমার কাছে পৌঁছুনো হয় না আমার। লাইনটা'র মধ্যে নতুনত্ব'র স্বাদ পেলাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

ডি মুন বলেছেন: হা হা হা .... একটু কঠিনই। তবে ধীরে ধীরে পড়লে এতো কঠিন লাগবে না।

ধন্যবাদ বোকা মানুষ ভাই। আপনি কিন্তু রন্তু সিরিজ অবশ্যই চালু রাখবেন। :)

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

আবু শাকিল বলেছেন: চমৎকার ।

আমিনুর ভাইয়ের মত বলতে ইচ্ছা করে -

পোলাপাইন এতো ভালো লিখে কেমনে :/

পড়ে মুগ্ধ হইলাম ডি মুন ভাই। শব্দের নানা পদের ব্যাবহার দেখলাম।
আমাদের কিছু দেন =p~ =p~



১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩১

ডি মুন বলেছেন: আপনার মুগ্ধতায় অনুপ্রাণিত হলাম। আর আপনাদের কিছু দেব এমন ধৃষ্টতা নেই। :)


শুভকামনা ও শুভেচ্ছা জানবেন আবু শাকিল ভাই

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০

এহসান সাবির বলেছেন: মুগ্ধ পাঠ।



শুভ কামনা রইল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৫

ডি মুন বলেছেন: সাবির ভাই ভালো আছেন তো???

আপনার নতুন পোস্ট কবে দেখার সৌভাগ্য হবে আমার??? :)

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪

দুখাই রাজ বলেছেন: গদ্য কাব্য ভালো লাগলো ভাই । শুভ সকাল ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

ডি মুন বলেছেন: শুভ সকাল।

ভালো কাটুক সারাদিন :)

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

অতঃপর জাহিদ বলেছেন: মেঘ গুলো বৃষ্টি হইয়ে তোমার মনে ঝড়ে পড়ুক!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

ডি মুন বলেছেন: ঝরে পড়ুক!

কেমন আছেন জাহিদ ভাই। অনেকদিন পর দেখলাম।

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

বৃতি বলেছেন: সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ আপুমনি

ভালো থাকা হোক :)

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

সেভেন্থ সেন্স বলেছেন: শিস দেয়া বাতাস আমার হাড় জিরজিরে দেয়ালে বাড়ি খেয়ে থেমে গেলে, আমি তড়িৎ গতিতে জানালা ভিজিয়ে দিয়ে ঘর অন্ধকার করে বসি

ছোটবেলার কথা মনে পরে গেল....। আপনার লেখার হাত অনেক উচ্চ পর্যায়ের

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

ডি মুন বলেছেন: মন্তব্যমুগ্ধ

ভালো থাকবেন গুণী পাঠক।

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

ইমিনা বলেছেন: গ্রীষ্মের ছুটিতে তালা দেয়া স্কুলঘরের মতো আমার চোখের দরজায় থমকে দাঁড়িয়েছে জীবনঘড়ি। আমার চোখের মাকড়শাজট ক্রমশ কেটে যেতে শুরু করেছে, শেষ নিঃশ্বাস পড়বার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যাব ঠিক। তোমাকে নিয়ে কিছু লিখবার নেই আজ, সিদূরে কপাল নিয়ে তুমি জ্বলজ্বল করছো স্মৃতিতে।
.............................................
এতো অসাধারন ভাবনা কোথায় পান? আর এতো সুন্দর করে কিভাবেই লিখেন?
মুগ্ধ, মুগ্ধ :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ সচেতন পাঠের জন্য।

অলস মস্তিষ্কের খেয়াল আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

শুভকামনা :)

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে বৃষ্টিবন্দনা। তবে কিছু কিছু জায়গায় শব্দের প্রয়োগ ততটা মধুর হয়ে উঠতে পারেনি আমার এমন মনে হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

ডি মুন বলেছেন: আপনার সাথে দ্বিমত করার সুযোগ নেই।
উপযুক্ত শব্দক্ষমতা না থাকাই এ দৈন্যের কারণ।

মন্তব্যে আনন্দিত ও সমৃদ্ধ হলাম।

শুভকামনা।

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: "আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল"

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ডি মুন বলেছেন: বলো আমাকে, রহস্যময় মানুষ, কাকে তুমি সবচেয়ে ভালোবাসো :
তোমার পিতা, মাতা, ভ্রাতা, অথবা ভগ্নীকে ?
পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী -- কিছুই নেই আমার।
তোমার বন্ধুরা ?
ঐ শব্দের অর্থ আমি কখনো জানিনি ।
তোমার দেশ ?
জানি না কোন দ্রাঘিমায় তার অবস্থান ।
সৌন্দর্য ?
পারতাম বটে তাকে ভালোবাসতে -- দেবী তিনি, অমরা ।
কাঞ্চন ?
ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ভগবানকে।
বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাসো তুমি ?
আমি ভালোবাসি মেঘ. . .চলিষ্ণু মেঘ. . . ঐ উ'চুতে. . . ঐ উ'চুতে. . .
আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল !


অচেনা মানুষ
মূলঃ শার্ল বোদলেয়ার
অনুবাদক : বুদ্ধদেব বসু


আরেকটা চমৎকার অনুবাদ পড়েছিলাম একসময়, কার যেন ঠিক মনে করতে পারছি না :(

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বার বার শুধুই পড়তে ইচ্ছে করে --- অসম্ভব সুন্দর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি

ভালো থাকুন সর্বদা।

২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

পার্থ তালুকদার বলেছেন: খুব ভাল লাগল ।

আরো লিখুন নতুন করে , নতুন ভাবনায় ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

ভালো আছেন তো ?

২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রচন্ডভাবে মুগ্ধপাঠ্য !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ নিয়মিত এ অধমের লেখা পাঠ করবার জন্য।

সুস্থ ও সুন্দর থাকুন অভি ভাই

শুভেচ্ছা

২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০

প্রবাসী পাঠক বলেছেন: মুন ভাই আপনার লেখাগুলো মুগ্ধতার আবেশে আটকে রাখে। লেখা বরাবরের মতোই অসাধারণ হয়েছে।

আপনার লেখা সম্পর্কে আমিনুর ভাই খুব চমৎকার একটা কমেন্ট করেছেন। আমি একটা ইমো দিতে চাচ্ছিলাম। আচ্ছা, হিংসায় জ্বলে যাবার ইমো কোনটা!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

ডি মুন বলেছেন: একডজন মাইনাস দিলাম আপনারে ( ১ - - - - - - - -... ১২ )


নিজ দায়িত্বে বুঝে নেন। :) :)

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৭

প্রবাসী পাঠক বলেছেন: আপনি শুধু আমাকে মাইনাস দেন। X(( X(( কিন্তু এবার ভুল করে ফেলছেন। মাইনাসে মাইনাসে প্লাস এর সুত্র অনুযায়ী ১২ টা মাইনাসে ৬ টা প্লাস হয়ে গেছে। !:#P !:#P !:#P !:#P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪১

ডি মুন বলেছেন: ওহ!!!! বিরাট ভুল হয়ে গেছে তো দেখতেছি। এখন থেকে বেজোড় সংখ্যক মাইনাস দিতে হবে :-B :-B :-B

এই নেন তিনটা মাইনাস - - - =p~ =p~ =p~

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: গ্রীষ্মের ছুটিতে তালা দেয়া স্কুলঘরের মতো আমার চোখের দরজায় থমকে দাঁড়িয়েছে জীবনঘড়ি।

খুব ভাল হয়েছে। যদিও আমার কাছে প্রথমদিকে বেশ কঠিন কঠিন লাগছিল। পরে আবার মেঘপ্রেমে আসক্ত হয়ে গেছি।

৮ম লাইক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

লেখাটা একটু কঠিনই বোধ হয় হয়ে গেছে। :(

তবু মেঘপ্রেমে আসক্ত হতে পেরেছেন জেনে শেষমেশ আনন্দলাভ করছি।

ভালো থাকুন সবসময়।

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

জসীম অসীম বলেছেন: আপনার লেখা পড়েছি । ভালো লাগলো । লেখার ভিতরের বিষয়ে অন্য সময় মতামত প্রকাশ করবো। আমি এখন ব্লগে লিখলে লেখা লেখা প্রথম পাতায় প্রকাশ হয়না। এ বিষয়ে আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারেন ? ভীষণ দুশ্চিন্তায় আছি। উপযুপরি অনিয়ম আমি কিভাবে করেছি, আমি জানি না। আমার লেখা কতদিন প্রথম পাতায় প্রকাশ হবে না। মডারেটর উপস্থিত উপস্থিত থাকলে তার তার বিবেচনা সাপেক্ষে আমার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ? ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা কোথায় জানতে পারবো ? আমাকে এ বিষয়ে সমাধান দিতে পারবেন কি? আমার উপর নজর রাখা বন্ধ হওয়ার জন্য আমি কি করতে পারি ? প্লিজ, সম্ভব হলে আমাকে সহযোগিতা করুন। আমি ব্লগিংয়ের সকল নিয়ম মেনেই লিখতে চাই। ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ,

লেখা 'প্রথম পাতায়' আসার ব্যাপারে একটা পরামর্শ দেয়া যেতে পারে তা হলো,
আপনি একদিনে একটার বেশি পোস্ট না দেয়ার চেষ্টা করবেন। একই দিনে অধিকসংখ্যক পোস্ট দেয়ার কারণে আপনার পোস্ট প্রথম পাতায় নেয়া হচ্ছে না বলে আমার ধারণা। তাই- একদিনে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হলে একটাই পোস্ট দিন; পাঠককে সেটা গ্রহণ করার সময় দিন।

আর যেহেতু সামু একটা কমিউনিটি ব্লগ সেহেতু ব্লগে ইন্টারেকশান বাড়ান। অন্য লেখকের লেখা পড়ুন। ভালোলাগা মন্দলাগা জানান। গঠনমূলক সমালোচনা করুন। তাহলে আপনার ব্লগেও তারা অনুরূপ কাজটিই করবেন। ফলে একটা দারুণ সম্পর্ক তৈরি হবে। আপনিও ব্লগিং করে আনন্দ পাবেন।

সুস্থ ও সুন্দর থাকুন। শুভকামনা।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

জুন বলেছেন: সিদূরে কপাল নিয়ে তুমি জ্বলজ্বল করছো স্মৃতিতে। :( :(
দুঃখ দুঃখ ভালোলাগা ডিমুন :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ আপু

শুভেচ্ছা ও শুভকামনা রইলো :)

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ওহে ললনে, সাঁঝবাতি শাঁখের পরে, তুলসী ত'লে প্রদীপ আগে।

সেই পুরাণের ধাঁচে নিবেদন ভালো লাগল।
তবে চোখে যদি মাকড়শা জমে, তাইলে ক্যাম্নে কী। আমি তো দেখতেই পাবো না। আমার অস্থিরতার ফলে মাকড়শারা জাল বিস্তারের সুযোগ কি পাবে?
আর জানালা যদি 'ভিজিয়ে' দেই তো আলো-অন্ধকারের সঙ্গে তার কী সম্পর্ক? যদি 'ভেজাই' বা ভেজিয়ে দেই তাইলে বোধ করি বাইরের আলো বাধাপ্রাপ্ত হইতে পারে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ডি মুন বলেছেন: বাহ, দারুণ। শ্রেষ্ঠ মন্তব্য। :)

আমি ভুল দুটো শুধরে নেয়ার চেষ্টা করছি। ভিজিয়ে বলতে আমি 'ভেজাই' বুঝিয়েছি। সুতরাং আপনার বলা 'ভেজিয়ে' শব্দটাই এক্ষেত্রে সঠিক।ঐ অর্থেই আমি ব্যবহার করেছি। তবে ভুল করে 'ভিজিয়ে' লিখে ফেলেছি।

অনেক ধন্যবাদ প্রিয় জুলিয়ান ভাই এমন করে আমাকে শুধরে দেবার জন্য।

সুস্থ ও সুন্দর কাটুক আপনার সকল সময়।

৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:
পড়তে খুব ভালো লাগছিল।

"জিউলীর" মানে কী?

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।

'জিউলী' একটা গাছের নাম।

৩৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

মাহমুদ০০৭ বলেছেন: পোলাপাইন এতো ভালো লিখে কেমনে ;)

মারহাবা মুন ভাই , অনেকেই অনেক কথা বলে গেছেন ,
তাই আর নতুন কিছু বলার নাই ।

মুগ্ধতা জানিয়ে গেলাম ।
ভাল থাকবেন প্রিয় মুন ভাই ।
শুভেচ্ছা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই

আপনার মতো বিচক্ষণ মানুষকে মুগ্ধ করতে পারা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়।

শুভকামনা।

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: কোন লাইন রেখে কোন লাইন কোট করব ভ্রাতা , প্রত্যেকটা লাইনই মায়াবী সুন্দর ।
৯ম ভালোলাগা +++++++++++++++

ভালো থাকবেন সবসময় :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

ডি মুন বলেছেন: আপনার ভালোলাগায় ধন্য হলাম ভ্রাতা।

অনেক অনেক শুভেচ্ছা
ভালো থাকবেন আপনিও :)

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




জানলেনা হে গোধূলির রঙ, তোমাকে আমি বড্ডো ভালোবেসেছিলাম ! আমাকে দিকভ্রান্ত করবার কলাকৌশলের ত্রুটি ছিলো না তোমার এতোটুকু । তাই তো থমকে দাঁড়িয়ে গেছে আমার জীবনঘড়ি। উত্তরের জানালার ঐধারে রাত্রির কালো আঁধার কেটে সে জীবনঘড়ির দম যে ফুরিয়ে যাবার অপেক্ষায় !
এ তো তোমার প্রেমেরই নিষ্ঠুর প্রতিদান.......


আপনার অদ্ভুত মেঘের বর্ণমালা দিয়েই সাজিয়ে দিলুম শেষযাত্রার পথখানি ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০০

ডি মুন বলেছেন:
খুব সুন্দর বলেছেন। এমন সচেতন পাঠের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

ভালো থাকবেন সবসময়।

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তাই কই, এটা তো ডি মুন। লেখকের নামই দেখি নি B-) ;)
সুন্দর হয়েচে দাদা ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০২

ডি মুন বলেছেন: :) :)

ধন্যবাদ মইনুল ভাই
সুন্দর কাটুক আপনার সকল সময়।
শুভকামনা

৪০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো! শুরুর দিকে সাবলীলভাবে এগুচ্ছিল, কিন্তু মাঝেখানে সাবলীলিয়তায় কিছুটা ভাটা পড়েছে আবার শেষের দিকে আবার ঠিক আছে!

আচ্ছা মরিচাপ নদীটা কোথায়?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

ডি মুন বলেছেন: শৈশবের স্মৃতিতে। এখন বিলুপ্ত হয়ে গেছে প্রায়।

ধন্যবাদ আপনাকে।

৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী ভাললাগা +

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই পরামর্শের জন্য। আপনার সকল পরামর্শ আমার জন্য পাথেয় হয়ে রইলো। ভালো থাকবেন। অনেক অনেক অনেক ভালো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৪

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

ভালো থাকবেন জসীম অসীম ভাই

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

টুম্পা মনি বলেছেন: অনেক চমৎকার লেখেন আপনি।

শুভকামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার লেখায় ভালোলাগা.....

মুগ্ধপাঠ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা

৪৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০

অপ্রতীয়মান বলেছেন: পড়তে পড়তে মেঘের প্রেমে ডুবে যাচ্ছিলাম। কিন্তু আপনার শব্দ দিয়ে ভাব গুলিকে উপস্থাপন অন্যরকম ভালো লেগেছে। উপমা দেবার সময় যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছের তার মধ্যে সেটা অনন্য।

শুভ কামনা থাকলো :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

ডি মুন বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।

সুস্থ ও সুন্দর থাকুন সবসময়।

বর্ষাস্নাত সকালের শুভেচ্ছা :)

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার লেখা পড়ে বুঝলাম লেখা নিয়ে শব্দ নিয়ে এক দারুন খেলা চলছে আপনার মাঝে।

অসাধারণ। শুভকামনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

লেখা নিয়ে শব্দ নিয়ে খেলা করতে বেশ লাগে। :)

সুস্থ ও সুন্দর থাকুন।

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ লেখায় অকৃত্রিম অভিনন্দন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

ডি মুন বলেছেন: অভিনন্দন সাদরে গৃহীত হলো।

সুস্থ ও সুন্দর থাকুন সর্বদা :)

৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর বচন সমাহারে আর মনোজ্ঞ উপস্থাপনায় ভালোলাগা রইলো...
শুভকামনা রইলো লেখকের প্রতিও..
ভালো আছেন নিশ্চয়ই প্রিয় মুন...??

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭

ডি মুন বলেছেন: হ্যাঁ, আছি বেশ। ভালো মন্দে।

আপনি কেমন আছেন? বেশ অনিয়মিত হয়ে গেছেন ব্লগে, খুব ব্যস্ততায় দিন কাটছে নাকি?

৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ব্যক্তিগত নানা ব্যস্ততার রেশ কাটিয়ে ব্লগে নিয়মিত হবার মতো সময় মিলছেনা, তবু আসছি যখন যতোটুকু পারছি...

একটু ফুসরত পেলেই নিয়মিত হয়ে যাবো প্রিয় বাংলা ব্লগে... বাংলায় বাংলায় একাট্টা হয়ে...

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ডি মুন বলেছেন: অবশ্যই।
আপনার উপস্থিতি সবসময়ই আনন্দদায়ক।

বাংলায় বাংলায় একাকার হয়ে যাবেন আর আমাদেরকে সমৃদ্ধ করবেন - এমনটাই প্রত্যাশা।

আপনার পরবর্তী লেখার অপেক্ষায় থাকলাম
শুভেচ্ছা রইলো প্রিয় মুনতাসির ভাই :)

৫০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

ঢাকাবাসী বলেছেন: উঁচুদরের ভাষায় সুন্দর লেখা। চমৎকার লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৫১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

শাবা বলেছেন: কাব্যিক ঢঙে দারুণ এক গদ্য পড়লাম। বিশেষণগুলোও চমৎকার হয়েছে। যেমন : শব্দক্ষমতা, জলছাপ তরুণীরা,
নির্নিমেষে তোমার বিভূষণ রূপে মুগ্ধ, সোনালি মেঘরঙে বিম্বিত, ধূপছায়া সরস সঘন প্রেম ইত্যাদি বিশেষিত শব্দগুচ্ছ গদ্যের বর্ণনাকে ভিন্ন মাত্রা দিয়েছে।

এবার কিঞ্চিত সমালোচনা!

আপনি মেঘকে সম্বোধন করে লিখেছেন, তাই না? তাহলে হে মেঘ-মহীয়সী, হে মেঘপ্রেমিকা বলে কাকে সম্বোধন করেছেন?
নি যেহেতু নাই শব্দের চলতিরূপ, তাই সব সময় আলাদা হবে, কিন্তু আপনি এখানে একত্রে লিখেছেন, যেমন : পারেনি, হয়নি। আবার লেগে ছিলো, বসে ছিলো শব্দগুলো এক হবে।

ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

ডি মুন বলেছেন: বাহ, চমৎকার।

আপনার মন্তব্য পাওয়ার এই এক সুবিধা। ভুলগুলো শুধরে নেয়া যায়।

মেঘ-মহীয়সী, মেঘপ্রেমিকা বলেও আসলে মেঘকেই সম্বোধন করেছি, কিন্তু এভাবে বিশেষায়িত করে (মেঘকে মহীয়সী/প্রেমিকা বলে)সম্বোধন করাটা রীতিসিদ্ধ কি না সে ব্যাপারে আমি অজ্ঞ - স্বীকার করছি।

আর দ্বিতীয় ভুলটি অসচেতনতার কারণে হয়েছে। এ ব্যাপারে আপনার একটি পোস্টও পড়েছিলাম। তবুও ভুল হয়েছে। শুধরে নিচ্ছি।


সুন্দর মন্তব্য করে আমাকে ত্রুটিমুক্ত হতে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় শাবা ভাই।

আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন।

৫২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

শাবা বলেছেন: কেন ভাই মেঘকে প্রেমিকা বলা যাবে না? কিন্তু আমার কাছে মেঘপ্রেমিকা বলতে মেঘের প্রেমিকা, মেঘ-মহীয়সীকে মেঘের মহীয়সী বলে মনে হয়েছে। শব্দ গঠন প্রক্রিয়ায় এটি মনে হয় শব্দের সঠিক অর্থ হবে। যদি মেঘকে প্রেমিকা বা মহীয়সী বলতে চাইতেন তাহলে প্রেমিকা মেঘ বা মহীয়সী মেঘ বলতে পারতেন। এটা আমার ধারণামাত্র, ভুলও হতে পারে।
ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫১

ডি মুন বলেছেন: আপনার কথা যুক্তিযুক্ত।

ধন্যবাদ শাবা ভাই। :)

৫৩| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৫৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ১০ম প্লাস। বর্ননা অসাধারন। ছবিটাও সেই রকম হৈসে।

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.