নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

আরশোলা ও স্বপ্ন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪২





প্রতিরাতে প্রায় অর্ধকোটি পোকামাকড়ে গিজগিজ করে আমার ঘর।

আমি নিজেকে কাফকার আরশোলা কিংবা ওরকম কিছু একটা ভেবে নেই।

তারপর তাদের সাথে মিছিলে নামি।

হাসি, গান গাই, আনন্দ করি এবং একসময়

এক ছটাক ঘুম এসে আমাকে ক্লান্ত করে দিলে,

ঘুমের কাছে বিক্রি হই।





স্বপ্নে; আমি আবার আরশোলা হই;

কাফকার আরশোলা কিংবা

ওরকম কিছু একটা।

বেশ লাগে;

রাতটুকু কেটে যায়।



সকালে ঘুম ভাঙতেই যখন মানুষ হয়ে উঠি এবং দেখি

ঘরটা পোকামাকড়হীন; শূন্য।

তখন আমারো নিজেকে ভীষণ শূন্য মনে হয়।



আমার কল্পনায় তখন অর্ধকোটি পোকামাকড় কেবলি হাতছানি দেয়।

আর আমি তাদের মধ্যে মিশে যাই

কাফকার আরশোলা কিংবা আরশোলার চোখে কাফকার মতো।











ফটোঃ গুগোল

মন্তব্য ৬০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় প্রথম ভালো লাগা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৭

ডি মুন বলেছেন: মাইনাস [- - - - ]দেব কিনা বুঝতেছি না !!!! :(

:-B :-B :-B

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০১

প্রবাসী পাঠক বলেছেন: নু ফব্লেম দিয়ে দেন মুন ভাই। সব মাইনাসের জের টানবো ঈদের পোস্টে। সো সাবধাননননন ( ইকো হইবে ) ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৫

ডি মুন বলেছেন: ইয়ে মানে... হ্যাঁ ... মানে বলছিলাম কি যে, আমরা আমরাই তো।

তাহলে কী দরকার নিজেদের মধ্যে এসব হুমকি ধামকি দেবার। আসেন একটা চ্যাপা শুটকি থুক্কু একটা প্লাস+ নেন।

আর ঈদের পোস্টে কোনো আজেবাজে কথা লিখেন না কেমন। হি হি হি

:-B :-B :-B

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৬

আমিনুর রহমান বলেছেন:



২য় ভালুবাসা :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৭

ডি মুন বলেছেন:
ভালুবাসা সাদরে গৃহীত হলো। :-B

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫৬

ঢাকাবাসী বলেছেন: সকালের ভাল লাগা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

ভিটামিন সি বলেছেন: কিতা কন মেবাই। এইডা দেহি তেলচুরা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

ডি মুন বলেছেন: :)

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৫

সুলতানা সাদিয়া বলেছেন: ভাল লাগলো। ভাল থাকুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

ডি মুন বলেছেন: শুভেচ্ছা

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৮

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল , জীবন থেকে নেয়া কিন্তু কাফকার শব্দের অর্থ অভিধান
খুঁজে ও পেলাম না । শুভ সকাল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

ডি মুন বলেছেন: অভিধানে পাওয়ার কথাও নয়।

নিচের লিংকটি দেখতে পারেন,

কাফকা

ধন্যবাদ

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৯

আলম দীপ্র বলেছেন: অর্ধকোটি পোকা ! পোকারা আপনার প্রেমে পরসে নাকি !!!!!!!!!!! B-)) B-)) B-))

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ডি মুন বলেছেন: :)

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: কাফকার আরশোলা.. অসাধারণ মেটাফোর!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় মামুন ভাই

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:




আপনি তো দারুন লিখেন ;) আপনাকে অনুসারিততে নিলাম যদিও আমি অনুসারিত ব্লগে খুব একটা যাই না :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ডি মুন বলেছেন:
অনুসারিততে খুব একটা যান না বলেই অনুসারিততে নিলেন B:-) :-B

ইয়ে মানে..... এসবের আবার কী দরকার ছিলো !!!

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার কবিতা !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ অভি ভাই

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা পাঠে ভালো লাগা।

আগাম ঈদ মোবারক ডি মুন ভাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

ডি মুন বলেছেন: আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




আরশোলা জীবন , শুধু মৃত্যু ভয় নিয়ে চলা , পায়ের নীচে পিষে গিয়ে ঠাঁয় মরে যাওয়ার নিয়তি ।

এই তো জীবন ।

তাই কেউ কঠিন যাতনা মিশিয়ে বলেছেন , আবার আসিব ফিরে ......আর মানুষ নয় ....... শঙ্খচিলের বেশে ........

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

ডি মুন বলেছেন: মন্তব্যমুগ্ধ

তবুও বেঁচে থাকা।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

একলা ফড়িং বলেছেন: প্রতিরাতে প্রায় অর্ধকোটি পোকামাকড়ে গিজগিজ করে আমার ঘর।
আমি নিজেকে কাফকার আরশোলা কিংবা ওরকম কিছু একটা ভেবে নেই।
তারপর তাদের সাথে মিছিলে নামি।


৩য় ভালোলাগা! :) :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকা হোক সর্বদা।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

জুন বলেছেন: ভালোলাগলো পোকামাকড়ের ঘর বসতের কাহিনি কবিতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

ডি মুন বলেছেন: পোকামাকড়ের ঘরবসতি জীবন জুড়ে ।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আচ্ছা মরটিন কি কাফকার আরশোলা'র উপর কার্যকর? চিন্তিত আছি হে...... :||

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

ডি মুন বলেছেন: না, একেবারেই কার্যকর না। কেননা, মৃতের মৃত্যু নেই।

ভালো থাকা হোক।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

নুরএমডিচৌধূরী বলেছেন: ভালোলাগলো কবিতা X( X( X( X( X( X( X( X( X(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

ডি মুন বলেছেন: X( X(

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

জাহাঙ্গীর.আলম বলেছেন:

শূন্যতার মাঝে অসীমকে খোঁজা ৷রূপান্তর জীয়নে ৷


'ঘরটা পোকামাকড়হীন শূন্য ৷' এখানে হীন দিয়ে আবার শূণ্য দিলেন তাই খানিক দ্বিধান্বিত ৷ কোথাও কি বিরাম চিহ্নের অবকাশ ছিল ৷

'তখন আমার সত্যিই ভীষণ শূন্য মনে হয় ৷' পরের লাইনে শূন্য দিয়ে দ্যোতনা তৈরী হল কি ৷ পাঠকের মনের খটকা বলে ধরবেন আশা করি ৷

ভাল থাকবেন ৷

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

ডি মুন বলেছেন: শ্রেষ্ঠ মন্তব্য।


হ্যাঁ, আপনার দুটো খটকাই সঠিক। শুধরে নিলাম। অনেক অনেক ধন্যবাদ এমন সচেতন পাঠের জন্য।


ভালো থাকুন সর্বদা।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

কলমের কালি শেষ বলেছেন: পোকামাকড় মামলা ভালই ঠেকলো । পোষ্টোতে পিলাচ কোরিয়ার করলাম । তয় পোকামাকড়রা যদি আপনার এই কবিতা পড়তো তাইলে আপনারে চুম্মা দিয়া কোলে তুইলা নাচতো । ;) ;) =p~ =p~ :P :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

জাফরুল মবীন বলেছেন: চমৎকার প্রচ্ছদসহ গভীর ভাবের কবিতা।

সামুতে আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ কবিতা।

কবিতাটা পড়ার সময় স্বপ্নবাজ অভির কথা মনে হচ্ছিল।

অভিনন্দন কবি ডি মুন কে :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ মবীন ভাই

ভালো থাকা হোক সবসময়।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা ভ্রাতা +++++++++++


কল্পনা ও স্বপ্নে । বাস্তবেও কি আমরা কাফকার আরশোলা কিংবা আরশোলার চোখে কাফকার মতো মিশে যাই না ভ্রাতা !

ভালো থাকবেন সবসময় :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

ডি মুন বলেছেন: কল্পনা ও স্বপ্নে । বাস্তবেও কি আমরা কাফকার আরশোলা কিংবা আরশোলার চোখে কাফকার মতো মিশে যাই না ভ্রাতা !


হায় জীবন !

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০

টুম্পা মনি বলেছেন: হুম তেলাপোকার কবিতা। ওদেরকে আমি প্রচণ্ড ঘেন্না করলেও আপনার কবিতাকে ভালুবাসলাম। শুভকামনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

ডি মুন বলেছেন:
আপনার যেমন তেলাপোকা, আমারো তেমনি টিকটিকি দেখলে ভালো লাগে না।

তবুও মাঝে মাঝে ভাবি, আমার মধ্যে যে তথাকথিত আত্মা আছে, যার জন্য বেঁচে থাকা; আমি যে প্রাণিটিকে ভালোবাসি না - তার মধ্যেও কি একই আত্মা বিরাজমান।

তবু বেঁচে থাকার প্রয়োজনে কতোকিছু হত্যা করতে হয়; ঘৃণা করতে হয়।

হায় জীবন ! তোমার কী মানে ?


শুভেচ্ছা রইলো

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

অতিন্দ্রিলা বলেছেন: বাব্বা ! দাঁতভাঙা কবিতা , কঠিন ! বুঝিনা :|

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

ডি মুন বলেছেন: হা হা হা

আমিও বুঝিনা B:-)

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: বুঝছি আঙ্কেল আন্টিরে খবর খানা দিতে হইবে। ঘরে আপনার এত্ত একলা একলা লাগে /:) !!!

কবিতায় ভালোলাগা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

ডি মুন বলেছেন: খবর দেন ... দেখি তারা এই সমস্যার কোনো সমাধান করতে পারেন কিনা !!! #:-S

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

মুহিব জিহাদ বলেছেন: তেলাপোকা টিকটিকির ভালোবাসায় পূর্ন হৌক কবির জীবন

০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৪:০০

ডি মুন বলেছেন: মানুষের ভালোবাসার আশা তাইলে নাই !!! :)

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

পার্থ তালুকদার বলেছেন: সকালে ঘুম ভাঙতেই যখন মানুষ হয়ে উঠি এবং দেখি

ঘরটা পোকামাকড়হীন; শূন্য।

তখন আমারো নিজেকে ভীষণ শূন্য মনে হয়। +++++++্

০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৪:০১

ডি মুন বলেছেন: ধন্যবাদ

:)

২৮| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: খিচ্চা ভাল লাগা দিলাম ।

০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৪:০১

ডি মুন বলেছেন: খিচ্চা ভাল লাগা নিলাম :)

২৯| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভাল লাগা। +++

কাফকা মানে অামিও বুঝি নাই। পরে অাপনার দেয়া লিংকটায় ঘুরে অাসলাম।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৩০| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮

আবু শাকিল বলেছেন: কবিতায় বিলম্ব ভাল লাগা জানিয়ে গেলাম।

অনেকদিন অনুপস্থিত ডি মুন ভাই। সব কিছু ঠিক আছে ত ??

সালাম জানবেন ।

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ডি মুন বলেছেন: হ্যাঁ, একটু দীর্ঘ বিরতি হয়ে গেল। :( এইত আবার চলে এলাম অনলাইনে। আপনাদেরকে সত্যিই মিস করছিলাম।

অনেক ধন্যবাদ এ অধমকে মনে রাখার জন্যে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.