নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

শেষ রাত্রির আঁধার (কবিতা)

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪







হে শেষ রাত্রির আঁধার,

শান্ত পৃষ্ঠায় লেগে আছে

তোমার ঘুম-নেই বিষণ্ণ ছাপ।



ফেলে রাখা চায়ের কাপে স্তিমিত ধোঁয়া

আর বাইরে তোমার অশরীরী উপস্থিতি;

ঠিক যেন প্রত্যাখ্যাত প্রেমের মতো একা।



এবং তোমার ফুরিয়ে যাওয়ার সময় হয়ে আসছে দ্রুত।

প্রভাতের আলো এসে আমার জানালা থেকে

একটানে মুছে দেবে তোমাকে।





হে শেষ রাত্রির আঁধার,

তোমার মৃত্যু আর পূনর্জীবনের ব্যবধান কতটুকু?

তুমি কি জন্মেছ প্রতিদিন শুধু মুছে যাবে বলে?

তুমি কি কেবলি আমার নিঃসঙ্গতাটুকু শুষে নেবে বলে

জেগে থাকো সারারাত?

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: হে শেষ রাত্রির আধার,
তোমার মৃত্যু আর পূনর্জীবনের ব্যবধান কতটুকু?
তুমি কি জন্মেছ প্রতিদিন শুধু মুছে যাবে বলে?
তুমি কি কেবলি আমার নিঃসঙ্গতাটুকু শুষে নেবে বলে
জেগে থাকো সারারাত?





অনেক কঠিন ভাবে উপস্থাপন করলেন কিছু বাস্তব কথা।

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

বৃতি বলেছেন: সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ বৃতি আপু

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

ডি মুন বলেছেন: নতুন গল্প কবে পাব হাসান ভাই ?
কেমন আছেন?

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো শেষ রাত্রির আধার ঘেরা কাব্য !

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)

৫| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০

কলমের কালি শেষ বলেছেন: হুম । শেষ রাত্রির আঁধার । পড়ে শেষ রাত্র ফিল হচ্ছে । :P :P :P

চমৎকার ভাললাগা । :)

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৫

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
ভালো থাকা হোক।

৬| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২

আমিনুর রহমান বলেছেন:




ছবিটা ভালো হইছে :P

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

ডি মুন বলেছেন: কমেন্টে মাইনাস দিলাম - - - -

:-B :-B :-B

৭| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৭

আলম দীপ্র বলেছেন: B-) B-) আপনার কবিতা এইবার মাথার উপর দিয়া যাইতে দিলাম না ।
সুন্দর কবিতা মুন ভাই ।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র
ভালো থাকুন সবসময় :)

৮| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রাত জাগা কবি'র বিষণ্ণতার কবিতায় ভালোলাগা রইলো।

আরশোলা ও স্বপ্ন'র পরে এবার শেষ রাত্রির আঁধার.... জাফরুল মবীন ভাইয়ের লাস্ট পোস্টতা দ্রুত পড়ুন... ;) :P

রাতগুলো কাটুক নিশ্চিত, নিশ্ছিদ্র সুখনিদ্রায় এই কামনায়....

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০

ডি মুন বলেছেন: জাফরুল মবীন ভাই 'রাতে ঘুম নিয়ে' খুবই গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন।

তবে আমি নিশ্চিত এই পোস্টও তিনি রাত জেগেই লিখেছেন। =p~

আমার এখন নতুন এক ধরনের সমস্যা হচ্ছে, চোখে বিরাট ঘুম নিয়ে ঘুমাইতে গেলেই দেখি ঘুম নাই। শুধু ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমের অভাব।

চোখে সরিষাফুল দর্শন করিতেছি, ভবিষ্যৎ অন্ধকার। :(

৯| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯

মামুন রশিদ বলেছেন: রাত জাগা ভালু না ভাইয়া..

হাহাহ, সুন্দর লিখেছেন ।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬

ডি মুন বলেছেন: মবীন ভাইয়ের পোস্ট পড়ুন
রাতে ঘুমান দিনে খাটুন
উন্নত জীবন গড়ুন। :)


:) :) মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ভাই

১০| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

একলা চলো রে বলেছেন: অনেক সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন সর্বদা।

১১| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

আবু শাকিল বলেছেন: কবিতাটা আমার একান্ত নিজের মনে হচ্ছে।সব গুলো কথাই যেন আমার।
কবিতায় ++
কবিতায় অসম্ভব ভাল লাগা।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

ডি মুন বলেছেন: আপনার ভালোলাগা সাদরে গৃহীত হলো।

অনেকদিন কিছু লিখছেন না। তাড়াতাড়ি পোস্ট দেন। অপেক্ষায় থাকলাম।

১২| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

জাফরুল মবীন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম কবি ডি মুন :)

বেশ মজা পেলাম ‘বোকা মানুষ বলতে চায়’ ভাই ও ‘মামুন রশিদ’ ভাইয়ের মন্তব্যে =p~

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩১

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

এইবার কানে কানে আমারে বলেন আপনি ওই পোস্ট দিনে লিখছেন নাকি রাত জেগে লিখছেন !!! :P


আপনাকেও শুভকামনা জাফরুল মবীন ভাই




১৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগা , শুভেচ্ছা

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩১

ডি মুন বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই খালি কঠিন ভাষায় লিখেন।
এটা কিন্তু প্রশংসা করা...............

অনেক ভাল লাগলো।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩

ডি মুন বলেছেন: প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি কাম্য। নিজের ভুলগুলো নিয়ে ভাবা যায়, শুধরে নেয়া যায়। :)

অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫

এহসান সাবির বলেছেন: কাবিতায় ভালো লাগা....!!

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।
এবার ঢাকায় গিয়ে আপনার সাথে দেখা হলো না :( :(

১৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

সজীব বলেছেন: সুন্দর :) :)

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১৭| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩

এহসান সাবির বলেছেন: বিষয়টা দুঃখজনক ছিল :(

দেখা হবে.......... :)

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২

ডি মুন বলেছেন: দেখা হবে :)

আর আপনি পোস্ট দিচ্ছেন না কেন!!! আপনার ব্লগে গিয়ে আমাকে শুধু হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে :(

১৮| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫

অশ্রুত প্রহর বলেছেন: সুন্দর হয়েছে...:-)

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন সবসময়।

১৯| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: ফেলে রাখা চায়ের কাপে স্তিমিত ধোঁয়া
আর বাইরে তোমার অশরীরী উপস্থিতি;
ঠিক যেন প্রত্যাখ্যাত প্রেমের মতো একা।
++++++++ ৫ম ভালোলাগা ভ্রাতা :)

ভালো থাকবেন অনেক :)

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই।

আপনিও ভালো থাকুন সর্বদা।

২০| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮

এহসান সাবির বলেছেন: দেব রে ভাই..!! যত টুকু সময় পাই তত সময় সবার পোস্ট পড়তে পড়তে চলে যায়।

তারপরও আপনাদের মত প্রিয় ব্লগারদের লেখা পাই কম.......

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

ডি মুন বলেছেন: আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।

ভালো কাটুক সবসময় :)

২১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

প্রবাসী পাঠক বলেছেন: কবিতা খুব একটা বুঝি না। তবে পোস্টের ছবিটা ভালো হইছে।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৬

ডি মুন বলেছেন: মন্তব্যে প্লাস + + +

(আহ, অনেকদিন পর আপনার কাছ থেকে একটা সৎ মন্তব্য পাইলাম )

পাক জনাবেষু,
আপনি আমার শুভেচ্ছা গ্রহণ করুন। :)

২২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আঁধার /আধার এ বোধহয় পার্থক্য আছে ৷

প্রতিক্ষায় সর্বদা আলোকউজ্জ্বল আশা জেগে থাকে ৷

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

ডি মুন বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই,

দ্বিতীয়টি যায়গায় আঁধার বানানে আমি চন্দ্রবিন্দু দিতে ভুল করেছি।

এডিট করতে গিয়ে দেখি স্পেসগুলো সব n n /n/n/ এরকম হয়ে যাচ্ছে। তাই বানানটা ঠিক করা গেল না। সামুর এ সমস্যা ঠিক হলে বানানটা ঠিক করে নেব।

এমন সচেতন পাঠক পাওয়া সত্যিই ভাগ্যের।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: হায় হায়, আমি ভেবেছিলুম মাইনাস পাইবো, একন তো দেখিতেছি প্লাস। থেঙ্কু মুন ভাই।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২

ডি মুন বলেছেন: :) :) :) এইবার আমার নাম্বারে ১০০০ টাকা বিকাশ করে দেন :)

২৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮

মিনুল বলেছেন: দারুণ। কবিতায় +++

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

২৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,





তুমি কি কেবলি আমার নিঃসঙ্গতাটুকু শুষে নেবে বলে
জেগে থাকো সারারাত?
হুমমমমমম .. থাকবেই তো ! আপনি হলেন "... মুন" মানে চাঁদ ।
চাঁদের জন্যে রাত জেগে থাকবেনা তো থাকবে কে ?
আবার জিগায় ... :(

ভালো থাকুন আর একরাশ শুভেচ্ছা একটি চাঁদ আর একটি রাতের জন্যে ।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৭

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা প্রিয় আহমেদ ভাই

২৬| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০১

জুন বলেছেন:
কবিতা পড়ার সময় হলো যে রাতের নির্জনে
মুন আর রাত বসে সারারাত কি কথা বলে দুজনে ।।
+

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫

ডি মুন বলেছেন: বাহ, দুই লাইনের কবিতা হয়ে গেল :)

:) ভালো আছেন তো আপুমনি?

২৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: তুমি কি জন্মেছ প্রতিদিন শুধু মুছে যাবে বলে?
তুমি কি কেবলি আমার নিঃসঙ্গতাটুকু শুষে নেবে বলে
জেগে থাকো সারারাত?


অনেক সুন্দর লাগল।
৬ +।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা :)

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তোমার মৃত্যু আর পূনর্জীবনের ব্যবধান কতটুকু?
তুমি কি জন্মেছ প্রতিদিন শুধু মুছে যাবে বলে?

এই দুই লাইন বলার জন্য কত আয়োজন। এটাই হয়। ভালো লাগলো।

আধার এ একটা চন্দ্রবিন্দু হবে। আঁধার> আন্ধার> অন্ধকার।
শুধু আধার মানে পাত্র যেখানে কিছু রাখা হয়। জানি এটা স্লিপ অব টাইপ।

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

ডি মুন বলেছেন: টাইপো ঠিক করে নিয়েছি।

ঠিকই বলেছেন, অল্পকিছু বলার জন্য অনেকটা আয়োজন।

মন্তব্যের জন্য ধন্যবাদ সজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.