![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দ্যাখো
আমি বলব, আমার প্রাপ্তির খাতায় কেবলই অনর্থ;
তোমাকে দেবার মতো কিছু নেই।
একটু অহংকারে বলি_
কেউ কেউ ভালবাসে, তাই বেঁচে থাকি;
কেউ কেউ বাসে না,
তবুও নির্লজ্জের মতো বেঁচেই থাকি।
লোভী কুকুরের মতো
অশান্ত বাতাসের মতো
একাগ্র সাধকের মতো
নিশাচর কামুকের মতো
কিংবা একান্তই আমার মতো;
প্রতিদিন কেবলই বেঁচে থাকি।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দ্যাখো_
আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই।
অনর্থ আবেগ ছাড়া আমার হিসেবের খাতায়
কেবলই বিশাল শূন্য আকাশ।
তবু নির্লজ্জের মতো বেঁচেই আছি
তোমার অর্থনীতির বইয়ে আবেগী বৃষ্টির অপেক্ষায়।
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন আপনিও।
শুভেচ্ছা।
২| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা +++++++
লগ ইন কইরাই আপনার কবিতা
ভালো থাকবেন অনেক
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
ডি মুন বলেছেন: ভালোলাগা সাদরে গৃহীত হলো।
শুভেচ্ছা সবসময়।
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
নুরএমডিচৌধূরী বলেছেন:
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দ্যাখো
আমি বলব, আমার প্রাপ্তির খাতায় কেবলই অনর্থ;
তোমাকে দেবার মতো কিছু নেই।
একটু অহংকারে বলি_
কেউ কেউ ভালবাসে, তাই বেঁচে থাকি;
কেউ কেউ বাসে না,
তবুও নির্লজ্জের মতো বেঁচেই থাকি।
লোভী কুকুরের মতো
অশান্ত বাতাসের মতো
নির্লোভ সাধকের মতো
কামুকের মতো কিংবা
একান্তই আমার মতো;
প্রতিদিন কেবলই বেঁচে থাকি।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দ্যাখো_
আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই।
অনর্থ আবেগ ছাড়া আমার হিসেবের খাতায়
কেবলই বিশাল শূন্য আকাশ।
তবু নির্লজ্জের মতো বেঁচেই আছি
তোমার অর্থনীতির বইয়ে আবেগী বৃষ্টির অপেক্ষায়
ডিমুন ভাই
পুরো কবিতাই অসাধারন
অসম্ভব ভাললাগা+++++++
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
ডি মুন বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
কলমের কালি শেষ বলেছেন:
শুধু হা হলাম । অনেক অনেক ভাল লাগলো । একদমই সহজসরল ভাষায় চমৎকার গাথুনী এবং গভীর ভাব ফুটে উঠেছে কবিতায় ।
পুরা পিলাচ বাকসোটাই দিলাম । ইচ্ছে মত পিলাচ নিয়ে নিন ।
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
ডি মুন বলেছেন: আপনার 'পিলাচ বাকসো' পুরোটাই আনন্দের সাথে গ্রহণ করলাম।
ভালো থাকবেন, শুভেচ্ছা।
৫| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ভাল লাগলো ++++++++++++++
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৬| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগছে ........................................খুব। শুভেচ্ছা
একটু অহংকারে বলি_
কেউ কেউ ভালবাসে, তাই বেঁচে থাকি;
কেউ কেউ বাসে না,
তবুও নির্লজ্জের মতো বেঁচেই থাকি।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫
ডি মুন বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
এম মামুন কালাম আজাদ বলেছেন: সুন্দর কবিতা++++++++++++++
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৬
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৮| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২
মামুন রশিদ বলেছেন: তবু নির্লজ্জের মতো বেঁচেই আছি
তোমার অর্থনীতির বইয়ে আবেগী বৃষ্টির অপেক্ষায়।
শিলপুতা দিয়া বাড়ি দিলেও এমন অনর্থ ভাবনা আমার মাথায় আসবেনা :-<
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭
ডি মুন বলেছেন: হা হা হা হা
অনেকদিন হলো আপনার গল্প পাচ্ছি না। তাড়াতাড়ি গল্প দেন একটা। আপেক্ষায় আছি।
৯| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩
এমএম মিন্টু বলেছেন: অসাধার লেখা+
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১০| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: লোভী কুকুরের মতো
অশান্ত বাতাসের মতো
নির্লোভ সাধকের মতো
কামুকের মতো কিংবা
একান্তই আমার মতো;
প্রতিদিন কেবলই বেঁচে থাকি।[/sb
যেন আমার কথাই !! ভালোলাগা অসীম !
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫০
ডি মুন বলেছেন: ধন্যবাদ অভি ভাই
আপনার মন্তব্য অনেক বড়ো পাওয়া।
শুভকামনা
১১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যাতিক্রমধর্মী কবিতায় প্রাণখোলা ভালোলাগা রইল কবি।
অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। +++
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকা হোক সবসময়।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫৫
মন ময়ূরী বলেছেন: ভাল লাগল বেশ।
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫১
আমিনুর রহমান বলেছেন:
তারে বুঝি খুব মনে পড়ছে
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২
ডি মুন বলেছেন:
সেই দিন কি আর আছে, দিন বদলাইছে না !
ছেড়ে দিয়ে তাহার প্রেম ভালবাসার ধান্দা
আমি হয়ে গেছি আল্লাহর প্রিয় বান্দা
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২
ডি মুন বলেছেন: এখন শুধু কবিতার জন্য কবিতা।
" আর্টস ফর আর্ট'স সেক "
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৪
তুষার কাব্য বলেছেন: তবু নির্লজ্জের মতো বেঁচেই আছি
তোমার অর্থনীতির বইয়ে আবেগী বৃষ্টির অপেক্ষায়।
বাহ্...!
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৩
ডি মুন বলেছেন: কবিতাপাঠে কৃতজ্ঞতা।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৬
মৃদুল শ্রাবন বলেছেন:
অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে বলছি
কবিতাটা আমার হৃদয়ের কোন উন্নয়ন
করেছে কিনা জানিনা, তবে বেঁচে থাকার
অহংকার কিংবা একগুয়েমি তৈরি করেছে।
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪
ডি মুন বলেছেন: বাহ, দারুণ বলেছেন মৃদুল ভাই।
সুপার লাইক
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩
কয়েস সামী বলেছেন: orthoniti versus abeger kobita valo laglo.
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বেশ লাগলো। তবে
লোভী কুকুরের মতো
হ্যাঁ কুকুরকে লোভী দেখানো যেতেই পারে। তবে কুকুর কিন্তু বিশ্বস্ততার প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়।
অশান্ত বাতাসের মতো
এটাও ঠিক আছে।
নির্লোভ সাধকের মতো
এটা ঠিক নেই। সাধকেরও কিছু লোভ থাকতে পারে। যা আর সাধারণের নেই। কিন্তু এর জন্য ঠিক নেই বলিনি। এটা একটা ধনাত্মক বাক্য কিন্তু এখানে আর সব লাইন গুলো কিন্তু ঋণাত্মক অর্থে এসেছে। এর অর্থে ঠিক নেই। প্রতিটি লাইন এর মধ্যেই সাজুয্য থাকা দরকার।
কামুকের মতো কিংবা
কিন্তু কার মতো কামুক? লোভী কুকুর, অশান্ত বাতাস, নির্লোভ সাধক পেলাম কিন্তু কার মতো কামুক এটাও জানা দরকার অথবা তুলনায় আসা দরকার।
একান্তই আমার মতো;
এখানে কিছু বলার নেই
এই গুলো একটু ভাবুন। আমি যা বলছি তাই হতে হবে তা কিন্তু না। কিন্তু মনে হলে আরো একটু ভাবনাকে ঝালাই করে নিলে আরো কত সুন্দর না হতে পারতো। তুলনায় কিছু নিয়ম আছে এটা বলতে চাই না, কিন্তু তারও একটা ছন্দ দরকার। সেই ছন্দের বিষয়টাই বলতে চাইছিলাম। এখানে সেই ছন্দটার পতন হয়েছে। সেই পতনের যন্ত্রণায় আমি কাতর হয়েই এতো কিছু লিখলাম। যা লিখলাম তা সর্বাংশে ঠিক তাও দাবী করি না। কিন্তু যতটুকু বুঝি তাই জানালাম।
অনেক অনেক ভালো লাগা জানবেন।
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫
ডি মুন বলেছেন: সেরা মন্তব্য
অনেক ধন্যবাদ সজীব ভাই। যায়গাগুলো নিয়ে অবশ্যই ভেবে দেখব। সামুতে এডিট করতে গেলে এখনো কিছু সমস্যা হচ্ছে তাই হয়ত এডিট করে ঠিক করে দিতে সময় লাগবে।
স্বীকার করতে দ্বিধা নেই যে, এ কবিতার ছন্দের 'ছন্দপতন' হয়েছে।
এমন সমালোচনামূলক মন্তব্য সবসময়ই কাম্য, নিজেকে শুধরে নেবার বা নতুন করে ভাবার সুযোগ থাকে।
অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকবেন সবসময়।
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
কবিতায় অনেক অনেক ভালোলাগা রইলো।
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২
অদৃশ্য বলেছেন:
চমৎকার...
শুভকামনা...
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭
ডি মুন বলেছেন: শুভকামনা আপনাকেও
২০| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫
আলম দীপ্র বলেছেন: বাহ ! মুন ভাই বাহ !
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৮
ডি মুন বলেছেন:
২১| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫
সোহানী বলেছেন: অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দ্যাখো
আমি বলব, আমার প্রাপ্তির খাতায় কেবলই অনর্থ;
তোমাকে দেবার মতো কিছু নেই।
আরে অনর্থই তো সকল অর্থের মূল
তাই খাতার ওইসব হিসাব দিয়া কি করবে বেচারি.. তারচেয়ে একটা জম্পেশ পারফিউম দেন !!!
তারপর ও অর্থনৈতিক কবিতায় ভালোলাগা.... কারন এধরনের অর্থনৈতিক কবিতা মনে হয় এ প্রথম শুনেছি !!!!!!
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০
ডি মুন বলেছেন: হা হা হা
দারুন বলেছেন।
তবে অর্থ কিন্তু মোটেই সকল অনর্থের মূল না। অর্থ ছাড়া জগত অন্ধকার
শুভেচ্ছা সতত।
২২| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার !!!
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭
ডি মুন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকা হোক।
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২
পার্থ তালুকদার বলেছেন: অনর্থ আবেগ ছাড়া আমার হিসেবের খাতায়
কেবলই বিশাল শূন্য আকাশ।
ভাই আবেগ নিয়ে এত হিসাব কইরেন না তো .......
ভাল লাগলো।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮
ডি মুন বলেছেন: পার্থ ভাই, আরব্য রমণী পাইতে হইলে কিন্তু আবেগ ছাড়া গতি নাই।
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬
সুমন কর বলেছেন: ১০ম লাইক।
অনেক সুন্দর একটা কবিতা পড়লাম।
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০
ডি মুন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
২৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৮
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগলো কবিতার পংক্তিমালা। +++++
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
২৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৬
জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন।
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ মবীন ভাই
২৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো।
শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
ডি মুন বলেছেন: শুভকামনা আপনাকেও
ভালো থাকা হোক
২৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৪
দৃষ্টিসীমানা বলেছেন: সু ন দ র ।
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭
ডি মুন বলেছেন: ধ ন্য বা দ
৩০| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০
একলা ফড়িং বলেছেন: প্রথম দুই প্যারা বেশি ভালো লেগেছে। দ্বিতীয় প্যারা আরও বেশি!
একটু অহংকারে বলি_
কেউ কেউ ভালবাসে, তাই বেঁচে থাকি;
কেউ কেউ বাসে না,
তবুও নির্লজ্জের মতো বেঁচেই থাকি।
বারোতম প্লাস!
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭
ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকা হোক সর্বদা।
৩১| ২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় +
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭
ডি মুন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আবেগী এক কবিতার ভাল লাগা পংক্তি কপি করলাম
একটু অহংকারে বলি_
কেউ কেউ ভালবাসে, তাই বেঁচে থাকি;
কেউ কেউ বাসে না,
তবুও নির্লজ্জের মতো বেঁচেই থাকি।
ভাল থাকবেন।