নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

বিষাদ চিঠি (কবিতা)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৩





তোমার নামে মনের খামে

পূর্ণ হলো চিঠির বোঝা,

নেই তুমি নেই - তবু কেন

এমনি করে তোমায় খোঁজা ?



আমার গলার শুষ্ক স্বরে

এক দু’ফোটা চোখের জলে,

স্নায়ুকোষের গোপণ কোণে

ঝলসে যাওয়া প্রেমের কণা ।



একলা কাটে ধূসর জীবন

হৃদয়টা যে রৌদ্রে পোড়া,

বইয়ে ভাঁজে শান্তি খুঁজি,

দুঃখে তবু মলাট মোড়া ।



বছর আসে বছর যে যায়

নগর জুড়ে সুখের রেখা,

আমার তবু বিষাদ পাখা,

আমার তবু উড়তে মানা।



তোমায় ভেবে রাত্রি দুপুর

আবোল তাবোল পত্র লেখা।

অনন্তকাল শূন্য চোখে

অসম্ভবে চেয়ে থাকা।



তোমার নামে মনের খামে

পূর্ণ হলো চিঠির বোঝা,

আসবে না আর জানি তবু

হৃদয় জুড়ে তোমার আভা।



মন্তব্য ৮২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭

আলম দীপ্র বলেছেন: বাহ ! পড়তে ভালো লেগেছে । হেলেদুলে এগিয়ে যাওয়া গেছে ।
শুভকামনা এবং শুভেচ্ছা ।
প্রথম ভালো লাগা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ দীপ্র
ভালো থাকুন সবসময়।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আসবে না আর জানি তবু
হৃদয় জুড়ে তোমার আভা।


চমৎকার লেখাটিতে মুগ্ধতা । ++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা
আশাকরি ভালো আছেন কবি।

:)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: দাদরা তালে আবৃতি করে পড়লাম হে!



বেশ বেশ!!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই

:)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১০

এহসান সাবির বলেছেন: তোমায় ভেবে রাত্রি দুপুর
আবোল তাবোল পত্র লেখা।
অনন্তকাল শূন্য চোখে
অসম্ভবে চেয়ে থাকা।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯

ডি মুন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সাবির ভাই

:)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

মৃদুল শ্রাবন বলেছেন:


তোমায় ভেবে রাত্রি দুপুর
আবোল তাবোল পত্র লেখা।
অনন্তকাল শূন্য চোখে
অসম্ভবে চেয়ে থাকা।



কিছুটা নষ্টাজলিক হয়ে গেলাম।

দারুণ সুরের কবিতা মুন ভাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

ডি মুন বলেছেন: ধন্যবাদ

নষ্টালজিকতার গল্প শুনতে মন চায় মৃদুল ভাই

:)

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

আবু শাকিল বলেছেন: ব্লগে আজ দুইটা কবিতা পড়লাম।

প্রথম টা যাহিনপু দ্বিতীয় টা আপনার।

চমৎকার ।


"বছর আসে বছর যে যায়
নগর জুড়ে সুখের রেখা,
আমার তবু বিষাদ পাখা,
আমার তবু উড়তে মানা। "

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫

ডি মুন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম
আবু শাকিল ভাই :)

শুভেচ্ছা নিন

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

হামিদ আহসান বলেছেন: কবিতা পড়ে আমার মনের কোন কোণে যেন কী একটা চাপা পড়া কষ্ট জেগে উঠল.............

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

ডি মুন বলেছেন:
" কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে "


শুভকামনা হামিদ ভাই

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছড়ার মত করে লিখলেন , শুভেচ্ছা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

ডি মুন বলেছেন: হ্যাঁ, ছড়ার ছন্দেই লিখলাম। :)

পড়ার জন্যে কৃতজ্ঞতা রইলো নাজমুল হাসান ভাই

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

কলমের কালি শেষ বলেছেন: সময়টা কিছুটা বিস্বাদ হয়ে গেল ।

আমার গলার শুষ্ক স্বরে
এক দু’ফোটা চোখের জলে,
স্নায়ুকোষের গোপণ কোণে
ঝলসে যাওয়া প্রেমের কণা ।
.. কঠিন সংমিশ্রন !

কবিতায় অসাধারন লাগলো ।+++++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ভাই
আপনার ভালোলাগায় আনন্দিত হলাম :)

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: অাপনার কাছ থেকে এমন ছন্দময় প্রেমের/মিষ্টি কবিতা পাব ভাবিনি। ;)

বেশ লাগল।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

ডি মুন বলেছেন: :) ধন্যবাদ সুমন ভাই কবিতা পাঠের জন্যে।

ভালো থাকুন সর্বদা।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

ঢাকাবাসী বলেছেন: অমিত্রাক্ষর ছড়া-কবিতা, ভাল লাগল।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ
:)

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশ লিখেছেনত
বেশ ছন্দে ছন্দে পড়লাম। আমি কিন্তু ছন্দ বা মাত্রা সম্পর্কে একেবারেই অজ্ঞ। আপনারা লিখছেন দেখে বেশ ভালই লাগছে। আপনাদেরগুলো পড়েই আমি শিখব। ভাল থাকুক

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩২

ডি মুন বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
:) ভালো থাকুন সবসময়।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তোমার নামে মনের খামে
পূর্ণ হলো চিঠির বোঝা,
আসবে না আর জানি তবু
হৃদয় জুড়ে তোমার আভা। +++++++++++

দারুণ ছন্দময় কবিতা। সকাল বেলা আপনার কবিতাটা পড়ে মনটাই ভাল হয়ে গেল।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে
ভালো থাকা হোক।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

নিরব জ্ঞানী বলেছেন: কবিতা দেখলে দূরে থাকি। :P

কিন্তু আপনার কবিতাটা দেখে কাছে আসার সাহস হল। কবিতার প্রতিটি অংশ পড়ার পর দশ্যগুলো গল্পের মতই ভেসে উঠল। খুব ভাল লিখেছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ডি মুন বলেছেন: আমার কবিতা দেখে দূরে সরে যাননি বলে আনন্দবোধ করছি।
অনেক অনেক শুভেচ্ছা।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছন্দের যাদুকর ---
দারুন ছন্দে প্রেম ঝরে পড়ছে কবিতায়
অসাধারণ

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

ইমিনা বলেছেন: তোমায় ভেবে রাত্রি দুপুর
আবোল তাবোল পত্র লেখা।
অনন্তকাল শূন্য চোখে
অসম্ভবে চেয়ে থাকা।
.......
সুন্দর।
ভালোলাগা জানিয়ে গেলাম :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন :)

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

সুফিয়া বলেছেন: খুব সুন্দর। পড়তে পড়তে মনটা ভালো হয়ে গেল।

++++

ধন্যবাদ আপনাকে।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

ডি মুন বলেছেন: মন ভালো হয়েছে জেনে আনন্দ পেলাম।
আপনাকেও ধন্যবাদ।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছন্দে ছন্দে প্রেয়শীকে কাছে পাওয়ার আকুতি মন্দ লাগে নি তাই ছড়ায় ++

তোমায় ভেবে রাত্রি দুপুর
আবোল তাবোল পত্র লেখা।
অনন্তকাল শূন্য চোখে
অসম্ভবে চেয়ে থাকা।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো কাটুক প্রতিটিদিন।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

নুরএমডিচৌধূরী বলেছেন: তোমায় ভেবে রাত্রি দুপুর
আবোল তাবোল পত্র লেখা।
অনন্তকাল শূন্য চোখে
অসম্ভবে চেয়ে থাকা।

=================
অসম্ভব ভাল লেগেছে
++++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ডি মুন বলেছেন: ভালো লাগায় অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: ছন্দে ছন্দে আবৃতি করে পড়লাম ভ্রাতা। খুব সুন্দর লিখেছেন। ৫ম ভালোলাগা +


অনেক শুভকামনা :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভ্রাতা
শুভকামনা আপনাকেও।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

আমি স্বর্নলতা বলেছেন: ছন্দময় কবিতায় অনেক ভালো লাগা রইল।


যে চলে গেছে তাকে নিয়ে না ভেবে নতুন কাউকে নিয়ে ভাবুন। এগিয়ে নিয়ে চলুন জীবনটাকে।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ডি মুন বলেছেন: যে চলে গেছে তাকে নিয়ে না ভেবে নতুন কাউকে নিয়ে ভাবুন। এগিয়ে নিয়ে চলুন জীবনটাকে।

এটা নিছকই কবিতা।
আর জানেনই তো বেদনার কবিতাই সুন্দর।

এগিয়ে যাচ্ছি জীবনের পথে। ধন্যবাদ
ভালো থাকুন।

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

নেক্সাস বলেছেন: তোমার নামে মনের খামে
পূর্ণ হলো চিঠির বোঝা,
আসবে না আর জানি তবু
হৃদয় জুড়ে তোমার আভা।



ভালো লাগলো বেশ

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ডি মুন বলেছেন: ধন্যবাদ নেক্সাস
ভালো কাটুক সময়

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

তাওহীদ৭১তমাল বলেছেন: খুব সুন্দর লিখেছেন। শুভেচ্ছা

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

ডি মুন বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
:)

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

নাভিদ কায়সার রায়ান বলেছেন: কবিতার ছন্দ লাগেনি মন্দ। তবে কথাগুলো একটু ইয়ে হয়ে গেছে।

আপনার কবিতা পড়ে একটা মজার কাহিনী মনে পড়ে গেল।

হাইস্কুলে থাকতে এক বিশিষ্ট কবির সাথে পরিচয় হয়েছিল। তিনি তাঁর ডায়রি জুড়ে প্রায় হাজার খানেক "আমি-তুমি" টাইপ ছন্দ বদ্ধ কবিতা লিখেছিলেন, এবং অফ চান্সে আমাকে পেয়ে দুই একটা শুনিয়েও দিয়েছিলেন।

ভাইরে ভাই, বিশ্বাস করেন, দুই দিন আমি শান্তিতে ঘুমাইতে পারি নাই। ঘুম আসলেই মাথার ভেতর সেই সব ইচিং বিচিং কবিতার লাইন ঘুরত। হা হা হা।


০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

ডি মুন বলেছেন:
হা হা হা
দারুণ মজার ঘটনা তো।

এখন তো গাদাখানিক অমিত্রাক্ষর লিখে নিজেকে মহাকবি দাবী করার দিন।
তবু একটা ইয়ে ইয়ে ছন্দোবন্ধ কবিতা লিখলাম এই আর কী !! নেই কাজ তো খই ভাজ - অবস্থা। :)


ভালো থাকুন প্রিয় নাভিদ ভাই।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




তাকে ভেবে ভেবে রাত্রি দুপুর আবোল তাবোল পত্র লিখেছেন । সে চিঠি আবার ভরেছেন মনের খামে ।

বলি, এমোন সুন্দর বিষাদময় চিঠির খামের রঙ কি বাংলাদেশ পোষ্টালের হলুদ খাম হয় , এ্যা ? খামের রং টা তো হবার কথা ছিলো নীল । নীল খামে বিষাদের নীল চিঠি । উপরে পুরোনো আমলের এই লাইনগুলো লেখা থাকলে আরো বিষাদময় হোত - যাও পাখি বলো তারে / সে যেন ভোলেনা মোরে ....।
উড়তে না হয় মানা ছিলো তাই বলে নীলখাম দিতেও মানা ছিলো ?

শুভেচ্ছান্তে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

ডি মুন বলেছেন:
একদম ঠিক বলেছেন আহমেদ জী এস ভাই,
আমি এক্ষুনি খামের গায়ে নীল রঙের পেইন্টিং কাজ চালাচ্ছি।
আর চোখের জলে লিখে দিচ্ছি, যাও পাখি বলো তারে, সে যেন আর ভুলে যায় মোরে ;)
খামটা একটু মাটিতে ঘষে পুরনোও করে দিচ্ছি :)


শুভেচ্ছা

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

সোহেল আহমেদ পরান বলেছেন: আবুলতাবুল পত্রলেখা
হারিয়েই গেছে আজ
সুন্দর গুছিয়ে লেখা
নিপাট নিটোল্মভাজ।

মনের খামের চিঠিটা আজ
পাঠানো যায় ফেসবুকে
কাগজ-চিঠি নেই বলে হায়
হৃদয় শুধু কেস ঠুকে ।।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮

ডি মুন বলেছেন: বাহ, দারুণ লিখেছেন তো
:)

শুভেচ্ছা

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮

পার্থ তালুকদার বলেছেন: মামুন রশিদ বলেছেন: দাদরা তালে আবৃতি করে পড়লাম হে! :)


আমিও !!!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮

ডি মুন বলেছেন: থেংকু পার্থ দা
:)

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

সকাল রয় বলেছেন:
অসাধারণ!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ সকাল দা
ভালো থাকুন :)

২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০২

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমার তবু উড়তে মানা।


ছন্দে ছন্দে ভালো লাগা!

শুভেচ্ছা!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯

ডি মুন বলেছেন: পাঠে কৃতজ্ঞতা
শুভেচ্ছা আপনাকেও :)

৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২

ওয়্যারউলফ বলেছেন: কেন জানি কবিতাটা বেশ কয়েকবার পড়লাম। ছন্দে ছন্দে পড়লাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

ডি মুন বলেছেন: বেশ কয়েকবার পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
ছন্দে ছন্দে মজা করে লেখা বিষাদ-কবিতা। মন্তব্যে একরাশ ভালোলাগা।

ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

জলমেঘ বলেছেন: বেশ লাগলো

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৬

হাসান মাহবুব বলেছেন: ছন্দকবিতা আমার খুব পছন্দের বিষয়। চমৎকার লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
ছন্দকবিতা আমারো প্রিয়।

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৫

আহমাদ ইবনে আরিফ বলেছেন: দাদরা তে হবেনা। ৩+৩=৬= দাদরা
কাহারবা (৮) তে সুন্দর হয়।
চাইলে আধ্যা অথবা ত্রিতালেও হয়। কিন্তু দাদরা না।
ডি মুন ভাই, এত কথা যখন বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই...বেশ ভাল লেগেছে।

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

ডি মুন বলেছেন: সে আর বলতে !!! :)

ভালো লাগার জন্যে অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইলো ।

৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ইদানিং ছন্দ খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার হয়ে দাড়িয়েছে !
আপনাকে ধন্যবাদ ছন্দে ভাসানোর জন্য !

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

ডি মুন বলেছেন: ঠিকই বলেছেন।

ছন্দে লেখা বেশ কষ্টকর, সে তুলনায় অমিত্রাক্ষর সহজসাধ্য।

ধন্যবাদ ছন্দবদ্ধ কবিতা পড়ার জন্যে অভি ভাই।

:)

৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঈর্ষা করি।

এখন আমারো ইচ্ছা করতাছে এমন কিছু লিখতে। কিন্তু মাথায় ঘুরতাছে গদ্য।

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ডি মুন বলেছেন: গদ্য লিখে তাড়াতাড়ি পোস্ট করেন। বেশ অনেকদিন হয়ে গেল গল্প দিচ্ছেন না :(
নতুন গল্প চাই ।

:)

কবিতা পড়ার জন্যে ধন্যবাদ জুলিয়ান ভাই
ভালো থাকুন সবসময়।

৩৬| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

মাহফুজ তানজিল বলেছেন: ছান্দিক কবিতা ।ভালো লেগেছে +++++

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকা হোক

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

দীপান্বিতা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম......

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৫

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ

৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর এবং সুন্দর।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

তোমার নামে মনের খামে
পূর্ণ হলো চিঠির বোঝা,
নেই তুমি নেই - তবু কেন
এমনি করে তোমায় খোঁজা ?

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ দীপংকর ভাই
ভালো থাকুন
শুভেচ্ছা সতত।

৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

তাহসিনুল ইসলাম বলেছেন: বাহ! সুন্দর ছন্দময় কবিতা । শুভকামনা রইলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দময় কবিতায় বিষন্নতার স্পর্শ।
মুগ্ধতা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২

ডি মুন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র
মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা
ভালো থাকুন :)

৪১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৮

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.