![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুদ্ধ কিছু হয় না বলা আমার এখন
ক্রমাগত ভুল বকে যাই আপন মনে;
আবোল তাবোল এমনিভাবেই জীবন যাপন
দীর্ঘশ্বাসের নীলচে ব্যথা চোখের কোণে।
সঠিক পথে হয়নি চলা কোনদিনও
এখন দেখি সকল পথই বিপথগামী;
কোমল তোমার হাতটা তবু আমায় দিলে
সুখী এবং সঠিক হতাম অনেকখানি।
এখন আমার বিষাদ দুপুর ছন্নছাড়া
একলা মেঘে কেবল কাঁদে গুনগুনিয়ে;
এখন আমার অতৃপ্ত এই হৃদয়হাওয়া
তোমার আশায় একলা কাটায় প্রহর গুণে।
তুমি এবং তোমার স্মৃতি দেয়ালজুড়ে
আমায় শুধু ভাবায় একা অন্ধরাতে;
প্রলাপমাখা কাব্যে তবু তোমায় খুঁজি
সুখী মানুষ এখন তুমি অনেক দূরে।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২
ডি মুন বলেছেন: যদি বলি কনফেশন, তাহলে তো আমার কথা পরবর্তীতে আর বিশ্বাস করবেন না !!!
এইটা আসলে ভুলফেশন । ভুল করে বলে ফেলেছি। প্রপা ভাই
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১
আমি ময়ূরাক্ষী বলেছেন: সুন্দর নস্টালজিক কবিতা।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে
ভালো থাকুন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা +++++++++++
কেমন আছেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
ডি মুন বলেছেন:
এইত আছি খুব ভালো
আপনিও নিশ্চয়ই ভালো আছেন প্রিয় ভ্রাতা।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
নিলু বলেছেন: সুখের দিনগুলি দূরে চলে যায়
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪
ডি মুন বলেছেন:
সুখের দিনগুলি চলে গিয়ে মহাসুখের দিনগুলি সামনে আসুক।
শুভেচ্ছা সতত।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫১
নেক্সাস বলেছেন:
এখন আমার বিষাদ দুপুর ছন্নছাড়া
একলা মেঘে কেবল কাঁদে গুনগুনিয়ে;
এখন আমার অতৃপ্ত এই হৃদয়হাওয়া
তোমার আশায় একলা কাটায় প্রহর গুণে।
বেশ সুন্দর। কাব্যের সত্যিকার স্বাদ আমি আপনার কবিতায় পাই
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২
ডি মুন বলেছেন: আমার এলেবেলে কবিতা আপনার ভালো লাগে জেনে ভীষণ আনন্দিত হলাম।
ভালো থাকুন সর্বদা
শুভকামনা রইলো।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪
আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ ! বেশ হয়েছে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকা হোক
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,
আসলে সকল পথই বিপথগামী ।
আর যে পথ হৃদয়ে হাওয়া দিয়ে যায় তা তো আরো ভয়ঙ্কর । ছন্নছাড়া হৃদয়ে সে হাওয়া কেবল " ভুলফেশন" এর জন্মই দেবে । তখোন প্রলাপমাখা কাব্যই লিখতে হবে ......
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫
ডি মুন বলেছেন: ছন্নছাড়া হৃদয়ে সে হাওয়া কেবল " ভুলফেশন" এর জন্মই দেবে । তখোন প্রলাপমাখা কাব্যই লিখতে হবে ......
হা হা হ .. দারুণ বলেছেন।
তবে ভুলফেশনের জন্ম দিতে চাই না
শুভকামনা আহমেদ ভাই
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন , বিজয়ের শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫
ডি মুন বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা বন্ধু
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৬
ডি মুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
ভালো আছেন নিশ্চয়ই
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমায় শুধু ভাবায় একা অন্ধরাতে
দিনে দিনে বেশ পরিণত হচ্ছে আপনার কবিতারা ! ++
ভালো থাকুন, সুন্দর থাকুন ।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৬
ডি মুন বলেছেন: ধন্যবাদ গ্রানমা
আপনিও সুস্থ থাকুন।
শুভেচ্ছা।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১
উদাস কিশোর বলেছেন: চমত্কার . . . . . .
বেশ ভালো লাগলো
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৭
ডি মুন বলেছেন: কবিতা পড়ার জন্যে কৃতজ্ঞতা
ভালো থাকুন
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
নিলু বলেছেন: আসলে ভালো তবে সম্ভাবনা কম বলেই মনে হয়
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৯
ডি মুন বলেছেন:
না আসাই ভালো।
অন্তত দু'একটা দুঃখ দুঃখ ভাবের কবিতা তো লেখা যাবে।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
এহসান সাবির বলেছেন: এখন আমার বিষাদ দুপুর ছন্নছাড়া
একলা মেঘে কেবল কাঁদে গুনগুনিয়ে;
এখন আমার অতৃপ্ত এই হৃদয়হাওয়া
তোমার আশায় একলা কাটায় প্রহর গুণে।
উপভোগ্য কবিতা।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
সাবির ভাই।
আশাকরি শীঘ্রই দেখা হবে আপনার সাথে
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক ভাই।
তুমি এবং তোমার স্মৃতি দেয়ালজুড়ে
আমায় শুধু ভাবায় একা অন্ধরাতে
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০
ডি মুন বলেছেন: আপনাকেও শুভকামনা অনিঃশেষ।
ভালো কাটুক আপনার সময়।
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২
আবু শাকিল বলেছেন: কবিতায় চমৎকার ছন্দ এনেছেন ডি মুন ভাই
"শুদ্ধ কিছু হয় না বলা আমার এখন
ক্রমাগত ভুল বকে যাই আপন মনে;
আবোল তাবোল এমনিভাবেই জীবন যাপন
দীর্ঘশ্বাসের নীলচে ব্যথা চোখের কোণে। "
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩২
ডি মুন বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই
ছন্দবদ্ধ কবিতা ভালো লাগে, যদিও লেখা একটু খাটুনি।
সেক্ষেত্রে অমিত্রাক্ষর লেখাটা বেশ সহজ আরামদায়ক।
শুভেচ্ছা
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: বিষাদ আর বিরহে ভরপুর কবিতা, কবি !!
মনে কি বিষাদ জমেছে
কেউ কি চলে গেছে দূরে............
চমৎকার কবিতা।
শুভ রাত্রি।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪
ডি মুন বলেছেন:
Once upon a time বিরহ কিছুটা ছিলো। তবে এখন ওসব বিরহ-টিরহ কিছু নেই। একদম ফুরফুরে মেজাজে আছি।
আশাকরি এমনই থাকতে পারব ভবিষ্যতেও
শুভেচ্ছা সুমন ভাই
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
পার্থ তালুকদার বলেছেন: মনে কি বিষাদ জমেছে
কেউ কি চলে গেছে দূরে............ ;
----------- তাই মনে হয় !!!
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৭
ডি মুন বলেছেন: আরে ধুর !!!!! কাছেই আসলো না কেউ, দূরে যাবে কীভাবে !!!!
পার্থ ভাই আপনি তো কিছুই করলেন না আমার জন্যে। কতো করে বললাম প্রবাসী ভাইয়ের কাছে একটু বলে কয়ে দেখেন আমার জন্যে একটা আরব্য রমণী আমদানি করা যায় কিনা কিন্তু আপনি সে কথায় কানই দিলেন না !!!
এখন তাই মনের দুঃখে কবিতা লিখতে হচ্ছে
আপনারে মাইনাস - - - -
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৪
কলমের কালি শেষ বলেছেন: হৃদয়হাওয়া... !!.. নামটা বেশ লাগলো ।
কবিতার চরণে চরণে স্মৃতির আবেগ ছড়িয়েছিটিয়ে আছে । +++
বিজয়ের শুভেচ্ছা....
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১১
ডি মুন বলেছেন: ধন্যবাদ
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
ভালো থাকা হোক।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৭
নাসরিন চৌধুরী বলেছেন: পড়তে বেশ ভাল লেগেছে । আমারে দিয়া জীবনেও ছন্দ --তাল- লয় দিয়া কবিতা লেখা সম্ভবনা। আমি যেটুকু লিখি ব্যকরনের নীতিমালা না জেনেই লিখি।
আপনারা অনেকেই বেশ ভাল লিখছেন। আপনাদেরগুলো পড়েই স্বস্তি পাই।
ভাল থাকুন কবি। শুভ রাত্রি---
হাঁ ভোর হতে আর বাকি নাই--বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
ডি মুন বলেছেন: ব্যাকরণ জানলে অনেকক্ষেত্রেই কবিতা যান্ত্রিক হয়ে পড়ে। সুতরাং ওটা না জেনে লেখাই ভালো।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো
ভালো থাকুন।
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে, বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
ডি মুন বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা আপনাকেও
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
জুন বলেছেন: বিষাদ ময় কবিতায় হৃদয় ভারাক্রান্ত হলো ডি-মুন ।
তবে লেখনী চমৎকার ।
+
১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ জুন আপু পড়ার জন্যে।
বিষাদময়তা অট্টহাসিতে বদলে ফেলুন।
ভালো থাকা হোক
শুভেচ্ছা
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
তুষার কাব্য বলেছেন: চারদিকে বেহাগের করুন সুর বাজছে যেন... :!>
আহারে....এমন করে চলে যেতে পারল ভাই কে একলা ফেলে...
বিষাদের কবিতা ভালো লাগছে...
১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
ডি মুন বলেছেন: সবাই এত্তোগুলা পঁচা, শুধু চলে যায় !!!
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: হৃদয়হাওয়া আরো উতলা হোক, অপেক্ষার প্রহর নিত্য মধুর হয়ে উঠুক ।
৭ম ভালোলাগা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫
ডি মুন বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই
ভালো থাকা হোক
২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার সাথে কথা বলতে এলাম !
কি করলেন আজ সারাদিন মুন,
রাস্তায় খুব বিজয়ের কোলাহল,
মনে রঙ মেখে কুজন কলরব !
বিজয়ের অহংকারে শুদ্ধ হোক সকল পাপ ।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
ডি মুন বলেছেন: তেমন কিছুই করা হয় নি। গতানুগতিক। টুকটাক বই পড়া, গান, মুভি, দু'একজন বন্ধুর সাথে মুঠোফোনে কিছুক্ষণ। এইতো। আর সেই সাথে বিজয়ের গান। বিজয়ের গান অবশ্য প্রায়ই শোনা হয়। তাই বললাম, গতানুগতিক, গৃহের ভেতর গৃহান্তর।
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে—
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
আপনার কি অবস্থা ? সুস্থ আছেন নিশ্চয়ই শারীরিকভাবে? কেমন কাটছে সময়?
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: অসাধারণ। অনেক ভাল লাগলো পড়ে।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
ডি মুন বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ
ভাল থাকা হোক
২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা ছন্দকবিতা। খুব ভালো লাগলো।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতায় ভালোলাগা... একসময় অমিত্রাক্ষর ছন্দের খুব নেশায় ছিলাম.... কোন এক সুদূরে...
++++++
শুভকামনা জানবেন প্রিয় মুন। ভালো থাকুন নিত্যবেলা।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬
ডি মুন বলেছেন: আপনিও ভালো থাকুন বোকা মানুষ ভাই
কবিতা পোস্ট দিন। পড়ি
২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭
ডি মুন বলেছেন: ধন্যবাদ অভি ভাই
২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
তাহসিনুল ইসলাম বলেছেন: তুমিময় কবিতা। দারুণ লাগলো
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৬
ডি মুন বলেছেন: ভালোলাগায় ধন্য হলাম
শুভেচ্ছা
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতায় ছন্দটা খুব ভাল হয়েছে। +++
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
ডি মুন বলেছেন: ধন্যযুক্ত বাদ
৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ ছান্দিক কবিতা।
ভাল্লাগলো।।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪
ডি মুন বলেছেন:
ধন্যবাদ দূর্জয় ভাই
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন বিশেষ শব্দ বা বাক্য নয়
বরং পুরো কবিতাটা জুড়েই ভালো লাগা রইল।
কষ্টের কালো মেঘের আড়ালে ভালোবাসার প্রকটতা।
"প্রলাপমাখা কাব্যে তবু তোমায় খুঁজি"
হারানো 'তুমি' কে খোঁজার মাঝে একধরনের আনন্দ আছে।
তাই নয় কি?
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০
ডি মুন বলেছেন: হ্যাঁ একদম ঠিক বলেছেন।
কষ্টমাখা আনন্দই সবচেয়ে প্রিয় আনন্দ।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০
প্র_পা বলেছেন: শুদ্ধ কিছু হয় না বলা আমার এখন
ক্রমাগত ভুল বকে যাই আপন মনে;
এটা কি কবিতা নাকি কনফেশন।