নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

আনন্দ নেই (কবিতা)

০৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০১



আনন্দ বলেছিল, ও আর থাকবে না;
শহর গ্রাম সব ওলটপালট করে দিয়ে
চলে যাবে।

আমরা শুনে খুব হেসেছিলাম।

তারপর একদিন সত্যি সত্যি
রাজপথ মেঠোপথ ডিঙিয়ে
গণতন্ত্র সমাজতন্ত্রকে ভেঙচি কেটে
অনেক দূরে
কোথায় যেন চলে গেল।

আনন্দ আর ফেরে নি।

ও চলে যাওয়ার পর থেকে
আমরা তাই এখনো কাঁদছি।

মন্তব্য ৯৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা আনন্দের মতো দ্রোহ বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে সমাজের মুখে একমুঠো হাসি ফোটাতে, তাদের সমাজপতিরা বেশী দিন বাঁচতে দেয় না। কবিতার ইঙ্গিতটা যথার্থ হয়েছে। এক সময় আনন্দদের খুঁজে পাওয়া না গেলেও আনন্দরা হারিয়ে যায় না, তারা থেকে যায় সাধারণের মাঝে অসাধারণ হয়ে।
পরিপাটি কবিতাটিতে সাবলীল ভাষায় আনন্দদের পরিণতির কথা আর যাদের দিকে পরোক্ষভাবে আনন্দকে খুঁজে না পাওয়ার জন্য বৃদ্ধাঙ্গুলি উঠিয়েছেন তাদের কথা, সুন্দর করে তুলে ধরেছেন। খুব ভালো লাগলো ডি মুন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

ডি মুন বলেছেন: চমৎকার মন্তব্য।
সহজ কথায় এ ব্যাপারটাই বলতে চেয়েছিলাম।
আপনি নিসংন্দেহে মনোযোগী পাঠক।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৯

নীল আতঙ্ক বলেছেন: আনন্দদের এই ভাবেই হারিয়ে যেতে হয় :(
ভালো লাগলো লেখা টা ভাইয়া :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে।
অনেক অনেক ভালো থাকুন :)

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার আগের মন্তব্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছিলাম। সেটা না বললে আপনার প্রতি এবং আপনার কবিতার প্রতি অবিচার করা হবে। সেটা হল,
'আনন্দ' শব্দটাকে আপনি রূপকার্থে দুই ভাবে ব্যবহার করেছেন। আনন্দ মানে হর্ষ এবং আবার আনন্দ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন যুবক। আপনি সার্থকভাবেই দুটো অর্থে ব্যবহারটা করেছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

ডি মুন বলেছেন:
'আনন্দ' শব্দটাকে আপনি রূপকার্থে দুই ভাবে ব্যবহার করেছেন। আনন্দ মানে হর্ষ এবং আবার আনন্দ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন যুবক।


কবিতাটির অন্তর্নিহিত না-বলা কথাগুলো বুঝতে পেরেছেন জেনে সত্যিই আমার ভীষণ আনন্দ হচ্ছে।

অনেক ধন্যবাদ
মন্তব্যে মুগ্ধ হলাম।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৬

জাফরুল মবীন বলেছেন: কবিতার অন্তর্নিহিত তাৎপর্যে মুগ্ধ হলাম ভাই ডি মুন।

শুভকামনা জানবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

ডি মুন বলেছেন:
শুভকামনা আপনাকেও প্রিয় মবীন ভাই
ভালো থাকুন নিরন্তর :)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭

শাহরীয়ার সুজন বলেছেন: ভাবনার সুন্দর প্রকাশ। আনন্দ আবারও ফিরে আসুক। কবিতা পাঠে সত্যিই মুগ্ধ হলাম প্রিয় 'ডি মুন।'

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

ডি মুন বলেছেন:
আপনার মুগ্ধতা আমার জন্যে অনুপ্রেরণা
অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্যে

ভালো থাকুন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগলো। সহজ
সরল শব্দমালায় অসাধারণভাবে ফুটে উঠেছে মনের কথাগুলোন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

ডি মুন বলেছেন:
ভালোলাগায় আনন্দিত হলাম।
ভালো থাকুন দিশেহারা রাজপুত্র।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

স্বদেশ হাসনাইন বলেছেন: আনন্দ আর ফেরে নি।
-
আনন্দ অভিমানে চলে যায়, কি দিয়ে ফেরত আনা যাবে তাকে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

ডি মুন বলেছেন:
হুম, তাই তো। কি দিয়ে যে তাকে ফিরিয়ে আনা যাবে !!!

কবিতা পড়ার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো থাকুন :)

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

তুষার কাব্য বলেছেন: চমত্কার কবিতা মুন ভাই...খোঁচা টা মনে হয় আমিও ধরতে পারছি..

আনন্দ'রা আবার ফিরে আসুক,আমাদের সবার সেই প্রত্যাশা...।


ভোর ৪ টায় কবিতা পোস্ট ??? সারারাত বুঝি ঘুম হয়নি... ;) :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

ডি মুন বলেছেন: আনন্দ ফিরে আসুক, এটাই প্রত্যাশা।
খোঁচা টা ধরতে পেরেছেন জেনে খুশি হলাম :)

না, কয়েকদিন ধরে ঘুমের ব্যাপক শিডিউল বিপর্যয় হয়েছে। সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ঘুমাচ্ছি আর সারা রাত জেগে মাছি মারতেছি :(


অবস্থা বেগতিক :-B B:-)

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:



অল্প কথায় গভীর বিশ্লেষণ। দারুণ লিখেছিস।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

ডি মুন বলেছেন:
পাইলাম, আমি উহার মন্তব্য অবশেষে পাইলাম :) :)

ধন্যবাদ
আমিন ভাই দ্য কবিতাপ্রেমী বড় ভাই।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

ঢাকাবাসী বলেছেন: সহজ কবিতা, ভাল লাগল।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

ডি মুন বলেছেন:
আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে প্রিয় ঢাকাবাসী ভাই
ভালো কাটুক আপনার সকল সময়।
অনেক অনেক শুভেচ্ছা :)

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

নেক্সাস বলেছেন: কবিতা টি অনেক শক্তিশালী এবং গভীর সমাজ বাস্তবতার প্রতি ইঙ্গিত। খুব ভালো লেগেছে।

শব্দ পরম্পরা ছন্দ সাবলীল।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

ডি মুন বলেছেন: কবির মন্তব্যে অনুপ্রাণিত হলাম। :)

ভালো থাকুন প্রিয় নেক্সাস ভাই
কবিতাময় হোক আপনার সময়।
শুভেচ্ছা

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আনন্দ বলেছিল, ও আর থাকবে না;
শহর গ্রাম সব ওলটপালট করে দিয়ে
চলে যাবে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

ডি মুন বলেছেন: তারপর একদিন সত্যি সত্যি
রাজপথ মেঠোপথ ডিঙিয়ে
গণতন্ত্র সমাজতন্ত্রকে ভেঙচি কেটে
অনেক দূরে
কোথায় যেন চলে গেল।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

রাফা বলেছেন: ভয় নেই চলে যাওয়া মানে প্রস্থান নয়।আনন্দ অতি সন্নিকটে-এরপর আর যাবেনা।শুধু ১টু ধৈর্য প্রয়োজন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

ডি মুন বলেছেন: রাফা বলেছেন: ভয় নেই চলে যাওয়া মানে প্রস্থান নয়।

আনন্দ আবার ফিরে আসুক আমাদের সকলের মাঝে। আমাদের জীবন আনন্দময় হোক, মঙ্গলময় হোক।

শুভেচ্ছা রইলো
:)

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগলো।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

ডি মুন বলেছেন: কবিতা পাঠের জন্যে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা রইলো
ভালো থাকা হোক :)

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বিদ্রোহীর সাথে মন্তব্য বিনিময়টাও বেশ উপভোগ করলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

ডি মুন বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

ভালো থাকুন :)

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: তারপর একদিন সত্যি সত্যি
রাজপথ মেঠোপথ ডিঙিয়ে
গণতন্ত্র সমাজতন্ত্রকে ভেঙচি কেটে
অনেক দূরে
কোথায় যেন চলে গেল।


এখানেই লুকিয়ে অাছে - সবকিছু।

বেশ ভাল লাগল। সুন্দর লিখেছো।

৫+।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

ডি মুন বলেছেন:
একদম ঠিক :)

কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম সুমন ভাই
শুভ হোক প্রতিটিক্ষণ

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: কি অদ্ভূত তাই না ! আমরা হয়তো আনন্দ কে বুঝতেই পারিনা !

ভালোলাগা রাশি রাশি মুন ভাই :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

ডি মুন বলেছেন: অভি ভাই খুব সুন্দর কথা বলেছেন।
আমরা হয়তো আনন্দ কে বুঝতেই পারিনা !

আনন্দময় থাকুন সবসময়
শুভেচ্ছা :)

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

আবু শাকিল বলেছেন: ছোট কবিতায় গভীর ভাবার্থ দেখে মুগ্ধ হইলাম।
চমৎকার লিখেছেন ডি মুন ভাই।

ভাল থাকবেন :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই
আপনিও ভালো থাকবেন :)

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

তন্ময় ফেরদৌস বলেছেন: আনন্দরা সবাইকে কাঁদিয়েই চলে যায় সবসময়, সেই কান্নার অশ্রু থেকে জন্ম হয় নতুন আরো আনন্দের

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

ডি মুন বলেছেন: আনন্দময় হয়ে উঠুক সময়।
শুভেচ্ছা সতত

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: তারপর একদিন সত্যি সত্যি
রাজপথ মেঠোপথ ডিঙিয়ে
গণতন্ত্র সমাজতন্ত্রকে ভেঙচি কেটে
অনেক দূরে
কোথায় যেন চলে গেল।


এই প্যারাটা পড়ার পর যখনই “আনন্দ আর ফেরেনি” লাইনটা পড়লাম, তখনই একটা ধাক্কা লাগল বুকে! চিরতরে কিছু হারিয়ে ফেলবার, আর পাবনা জানবার ধাক্কাটা :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

ডি মুন বলেছেন:
মনযোগী পাঠের জন্যে অনেক ধন্যবাদ

আন্দময় হয়ে উঠুক আগামী
শুভেচ্ছা

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেউ যেন অভিমান করে এভাবে হারিয়ে না যায় !

ভালোলাগা আর শুভেচ্ছা জানবেন ! +++

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

ডি মুন বলেছেন:
আমরাই সাধ করে আনন্দহীন হই।
আনন্দ ফিরে এসে আনন্দময় করে তুলুক আমাদের জীবন।
শুভেচ্ছা

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

কাবিল বলেছেন: অল্প কথায় অনেক কিছু


ভাল লাগল ++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

ডি মুন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম
ধন্যবাদ কাবিল :)

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

আরজু পনি বলেছেন:

অভিমান আসে অতৃপ্ততা থেকে ।

কবিতায় ভালো লাগা রইল, মুন।।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকা হোক :)

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

আমান৮২ বলেছেন: একদম লেগেছে, ঘ্যাচাং করে খুভ গভীরে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

ডি মুন বলেছেন: মনোযোগী পাঠের জন্যে কৃতজ্ঞতা
ভালো থাকা হোক

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

কলমের কালি শেষ বলেছেন: আনন্দ থাকবে কি করে ? আনন্দকে চাওয়ার মত যে কেউ নেই । দীর্ঘদিন অযত্নে অবহেলায় থেকে চুপিসারে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে । আর ধিক্কার দিয়েছে হে, তোমরা আমার যোগ্য নয় !... :(

কবিতায় অসাধারনত্ব বিরাজমান । ++++

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

ডি মুন বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ কালি শেষ ভাই
আনন্দময় হোক জীবন :)

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি সাধারণত কবিতা বুঝি না। এটা বুঝতে পেরে ভাল লাগছে। :)


কিন্তু আনন্দের চলে যাওয়ার এই বিষয়টা সত্যি দুঃখজনক। :(

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০

ডি মুন বলেছেন:
যাক, আপনাকে দিয়ে কবিতা পড়ানো গেল। এটাই আমার কবিতার সাফল্য মনে করছি।

সত্যি বলতে দুর্বোধ্য শব্দচয়নে কবিতা লেখার পক্ষপাতী আমি নই। কবিতা যদি বিন্দুবিসর্গ বোঝা নাই গেল, তবে তা লিখে কি লাভ !!!

শুভেচ্ছা :)

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৮

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা, ভাল লাগল।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকা হোক

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

হামিদ আহসান বলেছেন: কিন্তু আনন্দকে যে আমাদের অনেক দরাকার। তাকে ফিরিয়ে আনতেই হবে কবি........................

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১

ডি মুন বলেছেন: আনন্দ ফিরে আসুক
জীবন আনন্দময় হোক
শুভেচ্ছা

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

পার্থ তালুকদার বলেছেন: আনন্দরা আমাদের মাঝে বেঁচে থাকুক পরম মমতায়, ভালবাসায়।

ভাল লিখেছেন কবি।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ পার্থ দা
:)

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০২

তাশমিন নূর বলেছেন: আমাদের চোখের জল আরও কিছু মহাসমুদ্র গড়ে,
আমাদের অপেক্ষার প্রহর আরও কিছুটা দীর্ঘ হয়,
কিন্তু হায়! আনন্দ ফেরে না।
বিপ্লবের পথে হাঁটতে গিয়ে হারিয়ে যায় আনন্দ।
ওরা জানে না রক্ত প্রতিবাদী হতে শেখায়,
ওরা জানে না লাশ বিস্ফোরন ঘটায়।
সে আসবে...

আমি সবসময়ই তোমার কবিতার ভক্ত। এটাও দারুন হয়েছে। কবিতার গল্পটি আগে মাথায় আসে নি আমার। বিদ্রোহী বাঙ্গালী ভাইয়ের দ্বিতীয় মন্তব্যটি আগে মনে এসেছে। উনার মন্তব্য পড়ে কবিতার পুরো গল্পটি বুঝতে পেরেছি। অনেক সুন্দর রূপক কবিতা।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

ডি মুন বলেছেন:
সুন্দর কাব্যিক মন্তব্যের জন্যে ধন্যবাদ
সবার জীবনে আনন্দ ফিরে আসুক।
আনন্দময় হোক সময়।

:)

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৪

তাশমিন নূর বলেছেন: ভালো থেকো। শুভকামনা।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

ডি মুন বলেছেন: তুমিও ভালো থাকো।
শুভকামনা রইলো :)

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

দীপংকর চন্দ বলেছেন: গণতন্ত্র সমাজতন্ত্রকে ভেঙচি কেটে
অনেক দূরে
কোথায় যেন চলে গেল।


ভালো লাগা দূরে রাখরাম গূঢ়ার্থ থেকে।

শুভকামনা রইলো ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকা হোক

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

সানড্যান্স বলেছেন: সব কিছুই কি ব্যবসা শেষ পর্যন্ত?

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

ডি মুন বলেছেন:
হয়তো !

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
দারুন হয়েছে। ভাল লাগা জানবেন।

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতাপাঠের জন্যে
ভালো থাকুন

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

মৃদুল শ্রাবন বলেছেন:



আনন্দের বাসার সামনে কিছু বালুর ট্রাক রেখে দিলে আর কোত্থাও যেতে পারতো না।
=p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৯

ডি মুন বলেছেন:
হা হা হা হা

ভাই সাথে একটা ইট, রড আর সিমেন্টের ট্রাকও রাইখেন। তাইলে বাড়ি তৈরি করা যাবে :)

৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪২

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ একটি কবিতা মুন।

একজন কবি যখন রাস্তা দিয়ে হেটে যায় তখন অন্যান্য লেখকরা পথ ছেড়ে দাঁড়ায়। কথাগুলো সম্ভবত এই ধরনের কবিতা লেখকদের জন্যই বলা হয়েছে। কবিতাটা নিজের প্রিয় তালিকায় রাখলাম।

আর বিদ্রোহী ভাইকে বিশেষ ধন্যবাদ। ইদানিং ব্লগে উনার কমেন্টগুলো দারুণভাবে উপভোগ করি।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

ডি মুন বলেছেন:
ওয়াও , দারুণ মন্তব্য।

কবিতা প্রিয়তে নিয়েছেন জেনে খুব আনন্দ হচ্ছে প্রবাসী পাঠক ভাই।

অনেক ধন্যবাদ :)
ভালো থাকুন সর্বদা

৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা পড়লাম।

এক গুচ্ছ ভালো লাগা।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

ডি মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাবির ভাই
ভালো থাইকেন সবসময় :)

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

চিরঞ্জীব লৌকিক বলেছেন: চমৎকার ভালো লাগা ছুঁয়ে গেলো

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

ডি মুন বলেছেন:
ধন্যবাদ ভালো লাগা প্রকাশের জন্যে
অনুপ্রাণিত হলাম।

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

দৃষ্টিসীমানা বলেছেন: + + + + + ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,



স্বল্পদৈর্ঘের কবিতায় লম্বা ও জোরালো বক্তব্য ।


বিদ্রোহী বাঙালীর মন্তব্যের পরে আর নতুন কিছু যোগকরা বাহুল্য মনে হলো।

শুভেচ্ছান্তে ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

ডি মুন বলেছেন:
ধন্যবাদ কবিতা পাঠের জন্যে

হ্যাঁ উনি(বিদ্রোহী বাঙালী) খুব সুন্দরভাবে কমেন্টে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন।


শুভেচ্ছা :)

৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

নীল লোহীত বলেছেন: আনন্দদের বড্ড বেশী অভিমান।

এই অভিমানের চক্র অতিক্রম করে আনন্দদের আর ফেরা হয়না।

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

ডি মুন বলেছেন:
আনন্দকে আমরা অবহেলা করি বলেই সে চলে যায়। আর ফেরে না।

তবু জীবন আনন্দময় হোক।
ভালো থাকুন :)

৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: খুব সহজ সাবলীল ভাষায় অনেক গূঢ় কথা প্রকাশ হয়ে গেলো। চমৎকার।





কবিতাটা পড়ার পর আমার এক বন্ধুর প্রতিক্রিয়া তার জবানীতে ভাবছিলামঃ আনন্দ সত্যি সত্যি চইলা গেলো!! একবার কইলোও না?? কি খারাপ ?? B-) B-) B-)


অনেক শুভকামনা রইল কালা মুন ;)

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

ডি মুন বলেছেন:
হা হা হা আনন্দ বহুত খারাপ যহন তহন চইলা যাইতে চায়।
হেতেরে পায়ে বেড়ি পরাইয়া রাখা লাগবে :)


মন্তব্যের জন্যে ধন্যবাদ প্রিয় ইনভিজিবল মহামহোপাধ্যায় ভাই :)

৪৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: ইনভিজিবল ?? হা হা হা দারুণ দারুণ B-) B-)

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

ডি মুন বলেছেন: :) :) আসিতেছে ২০১৫ সালের পর্দা কাঁপানো ছবি দ্য ইনভিজিবল ম্যান মহামহোপাধ্যায় :)

৪৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনের বই বাহির হইতেছে , অটোগ্রাফ দিবেন কবে ?

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

ডি মুন বলেছেন:
বইমেলায় আসলে দেখা হয়ে যাবে নিশ্চয়ই। আর অটোগ্রাফ তো হবেই, সাথে প্রিয় নাজমুল ভাই এর সাথে ফটোগ্রাফ তুলে আনন্দিত আমিও ধন্য হতে চাই :)

৪৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

দর্পণ বলেছেন: দারুন।

২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪২

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

নীল কথন বলেছেন: চমৎকার।
নিরন্তর শুভেচ্ছা।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪২

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৪৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

সায়েম মুন বলেছেন: আনন্দ আর আসেনা দেখি। নিরানন্দে দিন কাটাই আরকি। ভাল লেগেছে কবিতাটা। কবিতার দৈর্ঘ্যের তুলনায় বিশালত্ব বেশী। ভাল থাকবেন। লিখে যাবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১২

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ প্রিয় সায়েম মুন ভাই
অনেক অনেক ভালো থাকুন :)

৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

চিরঞ্জীব লৌকিক বলেছেন: B-))

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

ডি মুন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.