নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

ফাঁদ ও সমতলের গল্প এবং আমরা ক’জন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৯




এলোমেলো কথন...


আমাদের লেখালেখির শুরুটা বেশ আগে থেকে হলেও মূলত বছর দুই ধরে অনলাইনে এসে তা ডানা মেলতে শুরু করেছে। ঘর ছেড়ে উড়ে গেছে দূর দূরান্তের পাঠকের কাছে। আমরা প্রথমে এই ব্লগেই লেখা শুরু করেছিলাম। এখনো এখানেই স্বাচ্ছন্দবোধ করি। এই সামহোয়্যারইন ব্লগ। আমাদের ভালবাসার যায়গা। এখানে এসে আমরা অনেকটা মুক্ত হয়েছি। এ যেন গুটি কেটে রেশম পোকার বেরিয়ে আসা; অসীম আকাশ মুখে নিয়ে।

আর সেই থেকেই আমাদের রাফখাতায় কিংবা ডায়েরিতে লুকিয়ে থাকা লাজুক গল্পগুলো ধীরে ধীরে আড়মোড়া ভেঙে নিজেদের প্রকাশ করতে থাকে একে একে। গুণী পাঠকেরা সেসব পড়েন। মন্তব্য করেন। সমালোচনা করেন। জানান ভালোলাগা মন্দলাগার কথা। আমরা সমৃদ্ধ হই গুণীজন-স্পর্শে। বহু মানুষের চিন্তা-চেতনা ও জীবন দর্শনের সাথে আমাদের ভাবনার সখ্যতা হয়। কখনোবা বৈপরীত্য জাগে। নতুনভাবে পৃথিবীকে দেখার প্রেরণা পাই।

আমাদের গল্পগুলোর হৃদয় বড় হতে থাকে। বন্ধুর উৎসাহে, অপরিচিত প্রশংসায়, কিংবা আগন্তক টেলিফোনে আমরা ঋদ্ধ হই। ভাবনার দেয়ালে পরিপক্কতা জমে। আমাদের গল্পেরা - যারা আমাদের খুব প্রিয় ছিল- ধীরে ধীরে আরো অনেকের কোলঘেষা হয়। চিন্তাশীল পাঠকেরা সেগুলোকে নিজেদের গল্প ভাবতে শুরু করেন, ভালবাসেন। আমাদের সন্তানসম গল্পের কপালে এমন ভালোবাসার রেখা আঁকা হয়ে গেলে আমরা হাসিমুখ হয়ে উঠি। সিদ্ধান্তে আসি, প্রকাশিত-অপ্রকাশিত গল্পগুলোকে এবার মলাটবন্দী করা যাক।


উদাস দিনের ক্লান্তি শেষে...

ব্যক্তিজীবনে প্রবল আলস্য আর উদ্যমহীনতা আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে। আমরা ঘরকুনোর দল বলেই উদ্যমী হতে ভয় পাই। অলসতার চাদরে আপদমস্তক নিজেদের মুড়ে রাখি। তবু সময়ে সময়ে কিছু উদ্যমী মানুষের সংস্পর্শে এসে আমাদের কর্মবিমুখ অলস শরীরেও গতিশীলতা ভর করতে শুরু করে। আমরা উদাস দিনের ক্লান্তি নদীতটে বিসর্জন দিয়ে বুঝে যাই, একলা চলার দিন শেষ হয়েছে। আমরা জড়িয়ে গেছি আরো অনেকের সাথে। ভালোবাসায়, মমতায়, আন্তরিকতায়। টের পাই, আমাদের হৃদয়ে-হৃদয়ে কোথায় যেন সুতো বাধা হয়ে গেছে আমাদেরই অলক্ষে। ভালোবাসার জালে আঁটকা পড়ে হয়ে গেছি আমরা ক’জন। আর তাই দ্বিধার পর্দা ছিঁড়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পাই।

সে এক মাহেন্দ্রক্ষণ...

একদিন এক সন্ধ্যায় মাহমুদ ভাই ফোন দিয়ে বলেন, মুন ভাই বই বের করার ইচ্ছে আছে নাকি?
আমি বলি, ইচ্ছে তো ছিল গতবার। হলো না। এবারও আছে। দেখি শেষমেশ কি হয় !
মাহমুদ ভাই বলেন, চলেন দু’জনে একসাথে করি। মানে আপনি আর আমি। দু’জনের একটা বই।

মাহমুদ ভাই এর সাথে ততদিনে সখ্যতা হয়ে গেছে। উনি অত্যন্ত ভালো লেখেন। আর তার চেয়ে বড়ো কথা উনি ভালো মানুষ। কপটতাহীন সরল হাসি হাসতে জানেন। সহজ কথা সহজে বলতে জানেন। স্বপ্ন দেখতে জানেন। অনুপ্রাণিত করতে জানেন। তাই শ্রদ্ধা ও ভালোবাসার আসনে বসানো যায় এমনই একজন মানুষ তিনি। সেই প্রিয় মানুষটির মুখে একসাথে বই বের করার প্রস্তাব শুনে বিহ্বল হয়েছিলাম। ভীষণ খুশি হয়ে বলেছিলাম, চলেন মাহমুদ ভাই শুরু করি। ‘ফাঁদ ও সমতলের গল্প’ এভাবেই শুরু হয়ে যায়।


যাদের কাছে অশেষ ঋণ...

আমি থেকে আমরা হয়ে উঠতে গেলে ভালবাসার মতো কিছু মানুষের প্রয়োজন হয়। এখানে, এই ব্লগে, ভালবাসার মতো ভালো মনের বহু মানুষের সন্ধান আমরা পেয়েছি। যারা প্রতিনিয়ত সাহস দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, বলেছেন – পাশে আছি, লিখে যাও। আমরা তাদের ‘পাশে আছি’ বাক্য সম্বল করে এগিয়ে যাই। সংকটে পাশ ফিরি। দেখি তারা পাশেই আছেন। আমাদের গল্পগুলিকে ভালবেসেছেন। ভুলগুলো শুধরে দিয়েছেন। ভাইয়ের মত, বন্ধুর মত, অভিভাবকের মত মিশেছেন আমাদের সাথে।

আর এমনই ক’জন হলেন - শ্রদ্ধেয় মামুন রশিদ, আমিনুর রহমান, জুলিয়ান সিদ্দীকী, সোনাবীজ অথবা ধুলোবালিছাই, মইনুদ্দিন মইনুল, ঢাকাবাসী, বোকামানুষ বলতে চায়, হাসান মাহবুব, কাল্পনিক ভালোবাসা, জাফরুল মবীন, মহা মহোপাধ্যায়, অপূর্ণ রায়হান, স্বপ্নবাজ অভি, মোঃ সাইফুল ইসলাম সজীব, হানিফ রাশেদিন, এহসান সাবির, সুমন কর, আদনান শাহরিয়ার, কাণ্ডারি অথর্বসহ আরো অনেকে। তাদের কাছে কৃতজ্ঞতা অন্তহীন। আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্কে আমরা জড়িয়ে আছি তাদের সাথে।


আহা, আমাদের গল্পগুলো ...

একটি গল্পগ্রন্থের ভেতর চোখ রাখলে সাদা কাগজের বুকে কালো-রঙ শব্দের ভুবন নিজেকে মেলে ধরে। সেখানে অনুভবে হারিয়ে যাওয়া যায়। বইয়ের পাতায় হাত ছোঁয়ানো যায়। গন্ধ নেয়া যায়। গল্পগুলো ভালো হলে তা হৃদয়কে আর্দ্র করে। মনে ভালোলাগা অনুভূতি তৈরি হয়। ব্যস্ত নাগরিকমনেও খানিকটা বৈরাগ্য জাগে। পাঠক আপ্লুত হন। নতুন ভাবনায় সমৃদ্ধ হন। বই পড়ে ব্যয় করা সময়টুকু তখন অমূল্য মনে হয়। লেখকের সাথে পাঠকের একটা আনন্দভ্রমণ হয় প্রতিটি পৃষ্ঠায়।

আমরা পাঠকের সেই আনন্দভ্রমণের সঙ্গী হতে চেয়েছি আমাদের সবটুকু সাধ্য দিয়ে। ভাষা দিয়ে, শব্দ-বাক্য-উপমা দিয়ে, চিন্তা দিয়ে, দর্শন দিয়ে। গল্প দিয়ে আমরা চিন্তাশীল পাঠকের মনের সাথে একটা সন্ধি স্থাপন করতে চেয়েছি। ভালবাসায় ভরতে চেয়েছি তাদের ব্যস্ত জীবনের অল্প-অবসর।


ভেসে আসে সুমধুর সুর ...

----------------------------------
বইয়ের নাম: ফাঁদ ও সমতলের গল্প

লেখক:
মাহমুদ রহমান
এস এম মামুনুর রহমান
----------------------------------
বইয়ের ধরন: গল্পগ্রন্থ
প্রচ্ছদ - শামীম জামান ওয়াহিদ
প্রচ্ছদের পেছনের মন্তব্যটি দিয়েছেন- মোঃ আজমল হুদা মিঠু
----------------------------------
‘ফাঁদ ও সমতলের গল্প’ বইটিতে মোট সতেরটি গল্প রয়েছে।
মাহমুদ রহমানের ০৭ টি
এস এম মামুনুর রহমানের ১০ টি
----------------------------------
প্রকাশনী – বাংলাদেশ রাইটার্স গিল্ড
পরিবেশক – জ্যোতিপ্রকাশ
স্টল নং – ১৩ ও ১৪
----------------------------------

----------------------------------
উৎসর্গ
আমাদের মাকে
----------------------------------

‘ফাঁদ ও সমতলের গল্প’ গল্পগ্রন্থটি আমাদের মমতাময়ী মাকে উৎসর্গকৃত। সেই সাথে আমাদের পরিবারের আর সকলের কাছে আমরা কৃতজ্ঞ যারা আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছেন।



প্রিয় এক মানুষের মন্তব্যে ...

পাণ্ডুলিপি হাতে করে আজমল হুদা মিঠু ভাইয়ের কাছে গিয়েছিলাম গল্পগুলো পড়িয়ে একটা মন্তব্য নেব বলে। মিঠু ভাই নাটকের মানুষ। বহুবছর ধরে মঞ্চনাটক লেখেন, নির্দেশনা দেন। অভিনয় করেন। ভীষণ অভিজ্ঞ একজন। কীভাবে হলভর্তি মানুষকে নাট্যকর্মীরা মুহূর্তেই এক স্বপ্নময় জগতে নিয়ে যান তা জানব বলেই, আমি বেশ অনেকদিন যুক্ত ছিলাম মঞ্চনাটকের সঙ্গে। সে সময় মিঠু ভাইকে প্রতিদিন খুব কাছ থেকে দেখেছি। জেনেছি। মুগ্ধ হয়েছি।

আমি পাণ্ডুলিপি নিয়ে গেলে মিঠু ভাই স্বভাবসুলভ আন্তরিকতায় পাণ্ডুলিপি নিয়েছিলেন। তারপর মন্তব্য আনার নির্দিষ্ট দিনে তার সাথে দেখা করতে যাই। তিনি বিশেষভাবে ‘তোমার দ্যাশ কই বাউল?’ এবং ‘বেহুদা এক জীবন বয়ান’ গল্প দুটির খুব প্রশংসা করলেন। আর মন্তব্য লেখা একটা কাগজ এগিয়ে দিলেন।

তারপর বললেন যেন আমি এখনকার সময়ের বিখ্যাত কারো কাছে পাণ্ডুলিপিটি নিয়ে গিয়ে একটা মন্তব্য নেয়ার চেষ্টা করি, যাতে করে বইটি অধিক মানুষের নজরে আসে। সেদিন বলেছিলাম, মিঠু ভাই, আমার একজন জানাশোনা ভালো মানুষের মন্তব্য প্রয়োজন ছিলো, পেয়ে গেছি। বিখ্যাত কারো মন্তব্য না পেলে কোনো ক্ষতি নেই।


কৃতজ্ঞতা যাদের প্রতি...

আমাদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন; যারা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন; এমন আরো ক’জন - যাদের নাম উল্লেখ না করলেই নয় - তারা হলেন; মুহিব জিহাদ, অনিক, তুষার কাব্য, আনিসুল ইসলাম, পার্থ তালুকদার, রিয়াদ, তানভীর রাতুল, ইমন, মাসুম বিল্লাহ, ইমতিয়াজ কামাল ফারুকী, শাহনেওয়াজ রাসেল, মহানন্দ মোহন, মুজিব রাজু, তৌহিদুল ইসলাম, মনিরুল ইসলাম।

যখন বই প্রকাশের আগেই সৌদি আরব থেকে বন্ধু সাইফ আহমেদ জানান তার জন্যে অনেকগুলো বই রাখার কথা, যখন তিনি নিজের ফেসবুক প্রোফাইলের কাভার ফটো চেঞ্জ করে ‘ফাঁদ ও সমতলের গল্পে’র প্রচ্ছদ ঝুলিয়ে দেন, তখন ভীষণ ভালো লাগে। আমেরিকা থেকে জান্নাতুল রহমান বইটি সম্পর্কে তার আগ্রহের কথা জানালে আনন্দ বোধ করি। মনে হয়, এমন আন্তরিকতা এসময়ে অমূল্য। যখন ফার্মগেটে বন্ধুর সাথে দেখা করতে গেলে বইয়ের খোঁজ নেয়। বলে আমি যেন তার জন্যে বেশ অনেকগুলো কপি রেখে দেই। পরিচিত সবাইকে সে উপহার দেবে – তখন ভালোলাগায় সিক্ত হই। তেমনই অপরিচিত ইনবক্স ও শুভেচ্ছা বার্তায় অনাবিল আনন্দে হেসে উঠি। ভাবি, আমাদেরকে ভালবাসার মতো এতো মানুষ যখন আছে তখন আর চিন্তা কী! শুরু হোক পথচলা।


যে আছে হৃদয়ে ...

আরেকজনের কথা বলে তারপর শেষ কথা বলি,
আমাদের এই বইটির পেছনে যার সার্বক্ষণিক সহযোগিতা ছিলো, যিনি প্রবাসে থেকেও আমাদেরকে প্রতিমুহূর্তে সঙ্গ দিয়ে যাচ্ছেন। যিনি আমাদের বন্ধু। যিনি আমাদের ভাই। সেই অদেখা প্রিয়জন ব্লগার প্রবাসী পাঠক। একজন যথার্থ ভদ্রলোক। উনার ঋণ কখনো শোধ করবার নয়। যখন বহুদূর থেকে উনার কণ্ঠ ভেসে আসে মুঠোফোনে তখন মন ভালো হয়ে যায়। না-দেখেও আপন হয়ে একাত্ম হওয়ার এ অনুভূতি বর্ননাতীত। আমরা তাঁর কাছে ভালোবাসার ঋণে ঋণী। ফাঁদ ও সমতলের গল্প যতটা না আমাদের, তার থেকে অনেক অনেক বেশি প্রবাসী পাঠক নামের এই প্রিয়মানুষটির।

মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, সময় কীভাবে বিচ্ছিন্ন মানুষদেরকে একসাথে জুড়ে দেয় ! আমাদের সৌভাগ্য যে এমন একজন মানুষের সাথে আমাদের সখ্যতা হয়েছে। তিনি আমৃত্যু থাকবেন হৃদয়ে।


শেষ কথা ...

তাই বলছিলাম ‘ফাঁদ ও সমতলের গল্প’ কেবলমাত্র মাহমুদ রহমান ও এস এম মামুনুর রহমান নামক দু’জন লেখকের ১৭ টি গল্পের মলাটবন্দী একটি গল্পগ্রন্থ মাত্র নয়; বরং এর চেয়ে বেশী কিছু। কারণ এতে মলাটবন্দী হয়ে আছে অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রম। আমরা প্রত্যাশা করি, ‘ফাঁদ ও সমতলের গল্প’ পাঠকপ্রিয়তা পাবে। চিন্তাশীল গুণী পাঠকেরা বইটিকে আনন্দের সাথেই গ্রহণ করবেন।


[ বইটির ১৭ টি গল্পের একটিও যদি চিন্তাশীল পাঠককে আলোড়িত করে তবে তার কৃতিত্ব এই পোস্টে উল্লিখিত সকল ব্যক্তিবর্গেরও বটে।]



ফেসবুকে ‘ফাঁদ ও সমতলের গল্প’ ...

আপনার যেকোনো মতামত প্রকাশের সুযোগ থাকছে “ফাঁদ ও সমতলের গল্প”-এর ফেসবুক পেইজে।

পেইজের লিংক: ফাঁদ ও সমতলের গল্প

পেজটিতে বই সংক্রান্ত যেকোনো মন্তব্য সরাসরি পোস্ট করা যাবে। যেকোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্সে মেসেজ করা যাবে। আমরা গুণী পাঠকের সাথে লেখকের সম্পর্কটাকে একটু উন্মুক্ত ও আন্তরিক করতে চাই। আমরা মনে করি, লেখক মানে মুখ গম্ভীর করে বসে থাকা ভিনগ্রহের কোনো প্রাণী নয়। লেখকেরা আন্তরিক, তারা পাঠকদেরকে অত্যন্ত সম্মান করেন, ভালবাসেন।

যেভাবে সংগ্রহ করবেন বইটি ...

বলতে দ্বিধা নেই, বইটি লেখকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করাকেই আমরা উৎসাহিত করছি। কারণ এ বইটির পেছনে আমাদের শ্রম, মেধা, অর্থ, সময় সবকিছু জড়িয়ে আছে। তাই আমাদের পরিচিত সকলে বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করলেই আমরা বেশি আনন্দিত হব।

কে না জানে, এদেশে সাহিত্যে প্রফেশনালিজম বলে কিছু নেই। বই ছাপিয়ে লেখকেরা(অল্পকিছু ব্যতিক্রম ছাড়া) বলতে গেলে কিছুই পান না বা তারা এটাতেই অভ্যস্ত হয়ে গেছেন; যা খুবই দুঃখজনক। লেখকরা যে বায়ুভুক নন – একথাটাই সকলে যেন ভুলে বসে আছেন।

বইটির মূল্য...

বইয়ের গায়ের মূল্য - ২০০ টাকা
মূল্য কম রাখার বাপারেও আমরা বহুবার প্রকাশকের সাথে আলাপ করেছিলাম। কিন্তু পারিপার্শ্বিকতার বিচারে সেটা করতে প্রকাশক অপারগতা জানিয়েছিলেন। তাই আমরা সম্পূর্ণ নিজেদের খরচে বই ছাপিয়ে পাঁচ ভাগের চার ভাগ বই প্রকাশকের কাছ থেকে নিজেরাই নিয়ে নিয়েছি পাঠকদেরকে কিছুটা কম মূল্যে সরবরাহ করার জন্যে। পাঠকদেরকে সরাসরি অল্পমূল্যে সরবরাহ করা ও তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক স্থাপন- আমাদের উদ্দেশ্য ছিলো প্রথম থেকেই।

এজন্যে
যারা ঢাকায় আছেন, তারা সরাসরি আমাদের কাছ থেকে মাত্র ১২০ টাকায় ‘ফাঁদ ও সমতলের গল্প’ গল্পগ্রন্থটি অটোগ্রাফসহ সংগ্রহ করতে পারবেন।
যারা ঢাকার বাইরে আছেন, তারা যোগাযোগ করলে কুরিয়ার চার্জসহ মাত্র ১৫০ টাকায় বইটি অতিদ্রুত পৌঁছে দেয়া হবে।

যোগাযোগঃ
01813538549 – মাহমুদ রহমান
01760391845 - এস এম মামুনুর রহমান (ডি মুন)

বিকাশ(পার্সোনাল) : 01813538549

এরই মধ্যে অনেককেই কুরিয়ার করে বই পৌঁছে দেয়া হয়েছে। ‘ফাঁদ ও সমতলের গল্প’ কুরিয়ারের মাধ্যমে এরই মধ্যে পৌঁছে গেছে যশোর, নীলফামারী, বরিশাল, নোয়াপাড়া, ও চট্টগ্রামের আগ্রহী পাঠকদের কাছে।


এছাড়াও, আপনি বইমেলার স্টল থেকে বইটি নিতে ইচ্ছুক হলে বইটি পাবেন,

জ্যোতিপ্রকাশ –এর স্টলে
স্টলে বইয়ের মূল্য - ২৫% ছাড়ে ১৫০ টাকা
স্টল নম্বর – ১৩, ১৪ [স্টল থেকে বই কিনতে 'স্টল নাম্বার' মনে রাখা জরুরী]
সোহরাওয়ার্দী উদ্যান, একুশে বইমেলা।


প্রথম দিনের কয়েক টুকরো স্মৃতি ...


ফাঁদ ও সমতলের গল্প - বইটির প্রথম কপিটি ফকিরাপুল প্রেস থেকে ক্রয় করছেন নাজমুস সাকিব সবুজ ভাই।


বুক টাওয়ার । প্রেস থেকে বাসায় আনার পর।


আমার লক্ষ্মীসোনা ছোটভাই মাহফুজ এর হাতে 'ফাঁদ ও সমতলের গল্প'।


আমার থেকে অনেকগুলো বই কিনেছেন এই ভদ্রলোক। আমার খুব কাছের বন্ধু মহানন্দ মোহন।

আমাদের বইটির দু'জন আগ্রহী পাঠক। খামার বাড়ি, ঢাকা।

বায়ে বন্ধু মহানন্দ মোহন। আর ডানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ, শ্রদ্ধেয় রিটন দেব। চক্ষু বিশেষজ্ঞ, ইসলামিয়া আই হসপিটাল, ঢাকা।



গল্পময় হয়ে উঠুক নাগরিক অবসর।
শুভেচ্ছা সবাইকে।



পুনশ্চ : আমি এবং মাহমুদ ভাই দুজনেই আবারো বইমেলায় থাকছি ১৩ তারিখ শুক্রবার। অনেক প্রিয়মুখের সাক্ষাৎ লাভ হবে আশাকরি।

মন্তব্য ৬৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা মুন ভাই :)

ভাল লাগা রইল

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২১

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি
ভালো থাকুন :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৩

এম এম করিম বলেছেন: অভিনন্দন গল্পকার। মেলায় গিয়ে কেনার ইচ্ছে আছে।

শুভকামনা দুজনকেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

ডি মুন বলেছেন: ধন্যবাদ এম এম করিম ভাই
আপনার আগ্রহে অনুপ্রাণিত হলাম।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার প্রতিও
ভালো থাকুন :)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: দুই গল্পকারের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দারুণ গুছানো একটা লেখায় যাদের কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের প্রত্যেকে অভিনন্দন। যাদের ভালোবাসা পেয়েছেন, যাদের সহযোগিতা পেয়েছে, যাদের পাশে পেয়েছেন তাদেরও অভিনন্দন জানাচ্ছি।
প্রবাসী পাঠককে আলাদাভাবে মূল্যায়ন করছেন দেখে ভালো লাগলো। তাকেও অভিনন্দন।
নাট্যব্যক্তিত্ব মিঠু ভাইকেও অভিনন্দন।
একজন লেখক শুধু লেখার গুণেই গুণী হন। তার ব্যবহার, আচার আচরণও পাঠক অনেক সময় মূল্যায়ন করেন। এই পোষ্টে আপনার কৃতজ্ঞ আর বিনয়ী মনোভাবের একটা প্রকাশ দেখলাম। খুব ভালো লাগলো। মাহমুদ এবং আপনার লেখা অনেক পড়া হয় নাই। তবে যতটুকু পড়েছি, তাতেই আমার বিশ্বাস হয়েছে যে আপনাদের বইটি 'ফাঁদ ও সমতলের গল্প' নিঃসন্দেহে বাংলা সাহিত্যে একটা ভালো সংযোজন হয়েছে। আপনাদের উত্তরোত্তর সৃজনশীল সৃষ্টিশীলতা প্রত্যাশা করছি। 'ফাঁদ ও সমতলের গল্প' পাঠক আগ্রহ ভরে খুঁজে নিবেন এটাই কামনা করছি। আমি নিজেও চেষ্টা করবো বইটি কোন ভাবে সংগ্রহ করে নিতে। আপনাদের দু'জনের জন্যই নিরন্তর শুভ কামনা রইলো ডি মুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

ডি মুন বলেছেন: এই সামহোয়্যারইন ব্লগের প্লাটফর্মে না এলে হয়তো এত অল্প সময়ে এত এত গুণী মানুষের সাথে আমাদের এমন নিবিড় আন্তরিকতা তৈরি হওয়ার কোনো সুযোগ থাকত না। আমরা এই প্লাটফর্মটির কাছে কৃতজ্ঞ।

তাই এখানকার প্রিয়মানুষগুলো যারা প্রতিনিয়ত আমাদের সাথে থেকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, পাশে থাকছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য বলেই মনে করি।

আমাদের বইয়ের একটি গল্পও যদি কারো ভালো লাগে তবে তার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উল্লিখিত সকল মানুষের অবদান বিদ্যমান।

আমরা আশাবাদী, 'ফাঁদ ও সমতলের গল্প' চিন্তাশীল পাঠকের মনজগতে স্থান পাবে।

সুন্দর মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা প্রিয় বিদ্রোহী বাঙালি ভাই
ভালো থাকুন সবসময়।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: সংশোধনঃ একজন লেখক শুধু লেখার গুণেই গুণী হন। >একজন লেখক শুধু লেখার গুণেই গুণী হন না। :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

ডি মুন বলেছেন: :) :)

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪১

প্রবাসী পাঠক বলেছেন: ফাঁদ ও সমতলের গল্পের পিছনের গল্পটা জেনে ভালো লাগল। তোমাদের স্বপ্নের পথচলায় সাথী হতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দূর থেকে বসে উৎসাহ দেয়া ছাড়া খুব একটা বেশি কিছু করতে পারি নি। তোমাদের স্বপ্ন সার্থক হোক। পাঠক প্রিয়তা পাক ফাঁদ ও সমতলের গল্প।


বইটি আমার হাতে আসলে আমিও ছবি পাঠাব। পোস্টে কিন্তু আপডেট করে দিতে হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

ডি মুন বলেছেন: কে রে এইটা !!!! :)

ও আচ্ছা আপনি, কেমন আছেন ভাই?
দূর থেকে বসে উৎসাহ না দিলে আমরাও বই প্রকাশের চিন্তাটাও দূরে সরিয়ে রাখতাম। আরো কয়েকবস্তা উৎসাহ চাই।

আপনাকে ভালো পাই প্রবাসী ভাই
আর আপনার ছবি লটকাইয়া দিব
কথা দিলাম তো :-B
নু টেনশন ম্যান।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫১

জাফরুল মবীন বলেছেন: বসে আছি পথ চেয়ে/সৌজন্য কপি কখন অাসবে ধেয়ে =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

ডি মুন বলেছেন: মবীন ভাইকে সৌজন্য কপি দেয়া হবে।

তারপর তিনি আমাদেরকে ২০০ দিরহাম উপহার স্বরূপ দিবেন।

সবাই বলে আলহামদুলিল্লাহ :) :)

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: জাফরুল মবীন বলেছেন: বসে আছি পথ চেয়ে/সৌজন্য কপি কখন অাসবে ধেয়ে =p~ =p~ =p~
@জাফরুল মবীন
যদি সৌজন্য কপি পান, পড়া শেষ করে আমাকে দিতে হবে কিন্তু। অগ্রিম বুকিং দিয়ে রাখলাম। :P :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

ডি মুন বলেছেন: জাফরুল মবীন ভাই ২০০ দিরহাম দিয়ে একটি সৌজন্য কপি নেবেন। তারপর অবশ্যই আপনাকে পাঠিয়ে দেবেন। :) :)

আমরা জাফরুল মবীন ভাইয়ের পথ চেয়ে বসে আছি।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৫

আরণ্যক রাখাল বলেছেন: অনেক শুভেচ্ছা| আপনাদের বই আরো অনেক পাঠকের হৃদয়ে পৌঁছে যাবে এই কামনায়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

ডি মুন বলেছেন: ধন্যবাদ আরণ্যক
অনেক ভালো থাকুন।
শুভেচ্ছা :)

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৮

নিলু বলেছেন: ভালো লাগলো , লিখে যান

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর অনেক শুভকামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

ডি মুন বলেছেন: শুভকামনা আপনার জন্যেও প্রিয় ঢাকাবাসী ভাই
সুন্দর কাটুক আপনার সময়।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন মুন ভাই।

আপনার লেখার আন্তরিকতা আর প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসার জন্ম নিল।

আপনার পথচলার বন্ধুরতা আপনার গতিকে যেন থমকে না দেয়। সেই শুভ কামনা রইল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

ডি মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ
আপনারা পাশে আছেন বলেই আমরা এগিয়ে যেতে সাহস পাই।
আপনাদের ভালোবাসার ঋণ অপরিশোধযোগ্য।

আনন্দে থাকুন সবসময়।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

তুষার কাব্য বলেছেন: একটা গল্পের পেছনে আরো অনেক অজানা গল্প থাকে ।ভালো লাগলো জেনে সেই পেছনের গল্প টুকো ।যাদের অনুপ্রেরনায়,প্রচেষ্ঠায় সৃষ্টি হলো "ফাঁদ ও সমতলের গল্প" তাদের সবাই কে শুভেচ্ছা ।

সৌভাগ্য যে লেখকদ্বয়ের অটোগ্রাফ সহ বইটি আমার হাতে চলে এসেছে ইতিমধ্যে কিন্তু ছবি ছাড়া ।আমি কি দোষ করলাম... ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

ডি মুন বলেছেন: শুধু ছবি কেন !!! দরকার হইলে আমি নোকিয়া ১১০০ দিয়ে আপনার আপাদমস্তক ভিডিও করে জনগণকে দেখাইব। আপনি দুই মিনিট দাড়ান আমি কয়েকদিনের মধ্যে আসিতেছি :) :)

পাহাড়ী ভাই দ্য ছবি তুলতে ভয় পাওইন্যা দুষ্টু লোক।
:) :)

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল লাগলো --- অনেক অনেক শুভকামনা রইল

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থাকুন নিরন্তর।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

মৃদুল শ্রাবন বলেছেন:



বইয়ের নাম "ফাঁদ ও সমতলের গল্প" ।। লেখক যথাত্রমে মাহমুদ রহমান ও এস এম মামুনুর রহমান। তার মানে মাহমুদ ভাই ফাঁদ পেতেছে আর আপনি সেই ফাঁদ বাঁচিয়ে সমতলে চলার পথ দেখিয়েছেন। ওহ্‌ ধন্যবাদ মুন ভাই আপনার কল্যাণে ফাঁদে পড়ার হাত থেকে বড় বাঁচা বেঁচে গেলাম। :D




ঢাকায় এসে আপনার কাছ থেকে সরাসরি বইটা নিব তাই কুরিয়ারে অর্ডার করছি না। (নিব কইছি, কিনব কইনি কিন্তু :!> :!> :!> )।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

ডি মুন বলেছেন: মাহমুদ ভাই ফাঁদ পেতেছে আর আপনি সেই ফাঁদ বাঁচিয়ে সমতলে চলার পথ দেখিয়েছেন ।

-------- হা হা হা, ঠিকই বলেছেন। মাহমুদ ভাই লোকটা খুব একটা সুবিধার না। সবাইকে শুধু ফাঁদে ফেলতে চান। দুষ্টু লোক।

আর ইয়ে মানে, আমার সম্পর্কে সকল ভালো ভালো কথাই সত্য। নিন্দুকদের গুজবে কখনোই কান দেবেন না কিন্ত !!!

আর আপনার জন্য বইটির সৌজন্য মূল্য - ৫০০ ডলার।
এইবার খুশি হয়েছেন তো :) :)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: এর আগে কোন পোস্ট এবং মন্তব্য ও এর প্রতিউত্তর এত্তো মনযোগ দিয়ে পড়েছি বলে মনে পরে না। অনেক, অনেক শুভ কামনা "ফাঁদ ও সমতলের গল্প " এর জন্য।


ব্যাংকে চাকরী করি, বেতন পাই ২৫ তারিখ, কিন্তু বই এর জন্য বাজেট দিনকে দিন বাড়াতে হচ্ছে। যদি একটা মাগনা পাইতাম =p~



ভাল থাকুন নিরন্তন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

ডি মুন বলেছেন: মনোযোগ দিয়ে এই পোস্টটি পড়ার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি :)

আর হ্যাঁ, দশ কপি কিনলে এক কপি মাগনা দিব, কথা দিলাম :)

ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা :)

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
:)

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন । আর শুভকামনা থাকলো ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

ডি মুন বলেছেন: শুভকামনা আপনার জন্যেও সেলিম ভাই
ভালো থাকুন :)

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

আলোরিকা বলেছেন: গল্পের পিছনের গল্পটিও চমৎকার,গল্পগুলো পড়তে ইচ্ছে করছে??!!...দেশের যে অবস্হা মেলায় যাওয়াটা অনিশ্চিত...কি করা যায়....আচ্ছা ভাইয়া বইটা অনলাইনে বা সহব্লগারদের সৌজন্যে ব্লগে দেয়া যায় না!!!???...হায় হায় আমিতো এতদিন জানতাম কবি- সাহিত্যিক বায়ুভুক,চন্দ্রভুক,জোৎস্নাভুক..... :) :) :)

'অর্থ নয় কীর্তি নয় .....'

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

ডি মুন বলেছেন: 'অর্থ নয় কীর্তি নয়, স্বচ্ছলতা নয়
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে ...'

আট বছর আগের একদিন - খুব প্রিয় কবিতা।


বইয়ের কিছু গল্প ব্লগে পোস্ট করা আছে। আমার এবং ব্লগার মাহমুদ007 এর ব্লগ পড়তে পারেন অবসরে। তবে সবগুলো গল্প ব্লগে দেয়া হবেনা সম্ভবত।

দেশের অবস্থা আসলেই অস্বাভাবিক। তবু শুক্রবার, শনিবার মেলায় আসতে পারেন। বা যোগাযোগ করলে কুরিয়ার করে দিতে পারি আমরা।

ধন্যবাদ মন্তব্যের জন্যে
ভালো থাকুন। :)

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: গল্পময় জীবন চলুক অবিরাম>>>>

শুভ কামনা অশেষ>>> B-) B-) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ কালি শেষ ভাই :)

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

জেন রসি বলেছেন: শুভ কামনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন :)

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২

পার্থ তালুকদার বলেছেন: আবারো প্রিয় দুই গল্পকারের জন্য শুভেচ্ছা আর ভালবাসা।

আপনারা এগিয়ে যাবেন আপনাদের সাজানো-গোছানো পথে --------
আমি আসলে আপনাদের জন্য কিছুই করতে পারিনি। তবুও নিজের নামটা দেখে অবিবেকের মতো ভাল লাগলো।

প্রবাসী ভাই আমারে ফোন দেয়না ক্যারে ???? :) আমি কিন্তু মাইন্ড খাইলাম।

ভাল থাকুক নবরত্ন সভা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

ডি মুন বলেছেন: একগুচ্ছ ধইন্যা পাতা আপনার জন্যে পার্থ ভাই :)

কিছু করেন নাই কে বলছে!!!
আমাদের যে এতটা সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন - এটার চেয়ে বড় কিছু হয় নাকি!

এমনি আনন্দে কাটুক আমাদের সময় :)
শুভেচ্ছা।

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পরিশ্রমের ফসল সফলতা পাবেই। আশা করছি বইমেলায় আবার দেখা হচ্ছে....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

ডি মুন বলেছেন: আশাকরি দেখা হবে, কথা হবে :)

আপনাদের সকলের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমরা মুগ্ধ।

অনেক ভালো থাকেন, এটাই সবসময়ের কামনা। :)

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

মহামহোপাধ্যায় বলেছেন: অভিনন্দন মাহমুদ ভাই, অভিনন্দন মুন। আপনারা একটা দারুণ কাজ করেছেন।

আপনাদের এই বইটা নিয়ে আমি নিজে ভেতরে ভেতরে কতোটা উত্তেজিত হয়ে পড়েছিলাম তার ঠেলা মাহমুদ ভাই সামলিয়েছে। প্রতিদিন অনলাইনে এসে সবার আগে ইনবক্স করতাম, "আপনি ঢাকা আসছেন কবে?? বই হাতে পাবেন কবে??" আর যেদিন দেখতাম ফেবুতে তেমন সাড়া নেই, তো সোজা ফোনে হামলা চালাতাম। বইটার প্রতি একটা অপত্য স্নেহ চলে এসেছে। এখনও সবগুলো গল্প পড়ে শেষ করি নি। মানে মুড ভালো না হলে বইটা হাতে নেই না আর কি ;)


আর বইয়ে দেয়া স্বয়ংক্রিয় লেখচিত্রে (!!) আপনারা আমাকে যে সম্মান এবং ভালোবাসা জানিয়েছেন তাতে আমি যার পর নাই আপ্লুত। সব থেকে বেশি ভালো লেগেছে উৎসর্গ অংশটি।


এই পোস্টের একটা বিশেষ জায়গায় চমৎকার সব মানুষদের পাশে আমার নাম দেখে আমি আসলেই অভিভূত। জানি না আপনাদের পাশে কতটুকু থাকতে পেরেছি!! শুধু এটুকু জানি "ফাঁদ ও সমতলের গল্প" এর জন্য সর্বদাই শুভকামনা রয়েছে এবং থাকবে আজীবন।


সুন্দর হোক আগামী। সুন্দর হোক পথচলা। শুভ হোক সকল সৎ ঐকান্তিক প্রচেষ্টা।


ভালো থাকুন :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

ডি মুন বলেছেন: আপনাদের সকলের ভালোবাসা আর আন্তরিকতা আমাদের সবসময়ই অনুপ্রাণিত করে। আর মাহমুদ ভাইয়ের মুখে আপনার এত কথা (পড়ুন প্রশংসা) শুনেছি যে আপনাকে অনায়াসেই ঈর্ষা করা যায়। :)

ফাঁদ ও সমতলের গল্প - বইটির পেছনে আপনি ও আপনাদের সকলের ভালবাসা জড়িয়ে আছে। এটা আমাদের সকলের বই।

পুনশ্চ: আপনার মত গুণী বড়ভাইকে ভাই এবং বন্ধু হিসেবে পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের।

আমি সৌভাগ্যবান :)


জনাব ইনভিজিবল ম্যান ,
এক বস্তা রজনীগন্ধার শুভেচ্ছা রইলো আপনার লাগিয়া।
প্লিজ হারাইয়েন না জ্ঞান!
:)

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: @ পার্থ দা, ভুল হয়ে গেছে ভাই। বয়স হইয়া গেছে তো আগের মত ঠাহর পাই না। আপনার নাম্বারটা দিয়ে ইনবক্সে গুতা দেন ভাই। আইজকাই কল দিমু।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

ডি মুন বলেছেন: পার্থ দা আপনার মত ভন্ড লোকের ফালতু কল ধরবে না। উনি শুধু মহান ব্লগার ডি মুনের আশীর্বাদ লাভে ধইন্য হইতে চান ;)

:)

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক অভিনন্দন দুই গল্পকার মুন ভাই এবং মাহমুদ ভাইকে :)

পথচলার শুরুটা ভাল হোক, দৃপ্ত হোক বাকীটা :) :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও
ভালো থাকুন, আনন্দে থাকুন :)

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: পিছনের কাহিনী জেনে ভাল লাগল। হৃদয়স্পর্শী লেখা।

অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভেচ্ছা :)

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

আমার আমিত্ব বলেছেন: লোভ হচ্ছে বইটি হাতে পাবার জন্য। :)


ভালো থাকুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ

যোগাযোগ করলে বইটি পৌঁছে দেয়া হবে। দেশের ভেতরে যেকোনো স্থানে, (দেশের বাইরে আপাতত পাঠানো সম্ভব হচ্ছে না)



২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কলমের ইতিহাস ও ম-দ্বয়ের অনুভূতি কিষ্ণিৎ জানা হলো ৷

পাঠকপ্রিয় হয়ে উঠুক ৷

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় জাহাঙ্গীর.আলম ভাই,

শুভকামনা আপনার জন্যেও।

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭

আবু শাকিল বলেছেন: বইটির সাফল্য কামনা করছি।

অভিনন্দন মাহমুদ ভাই এবং ডি মুন ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই

:)

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

মোঃ ইসহাক খান বলেছেন: শুভকামনা রেখে গেলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ইসহাক ভাই
ভালো থাকুন :)

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

ডি মুন বলেছেন: শুভ বসন্ত :)

বসন্ত বাতাসে সইগো .... বসন্ত বাতাসে ...

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভীষণ খুশি লাগছে দুজন প্রিয় মানুষের বই বেড়িয়েছে শুনে :) অনেক অনেক খুশি হলাম!

বই নিতে আসব বইমেলায়। অটোগ্রাফ সহ চাই কিন্তু!

শুভ বসন্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

ডি মুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার।

সময় করে চলে আসুন বইমেলায়। আপনার সাথে দেখা হলে আমরা সম্মানিত হব।

শুভেচ্ছা রইলো।
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.