নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল (কবিতা)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:১৭

যারা গতকাল আমার অপরিচিত ছিলো,

এমনকি এখনো যাদের চোখের বৃত্তে বন্দী হয়নি আমার অস্তিত্ব,

যাদেরকে আমি একদম জানি না

কিংবা দেখিনি কোনোদিনও।



তারাই আমাকে ভালোবাসা, প্রেম

আর বন্ধুত্বে চুরমার করে দেবে আগামীকাল।



আর হে আমার পরিচিত প্রিয়মুখ,

নিশ্চয়ই তুমি আমাকে ঈর্ষা করবে তখন।

ভ্রুকুটিতে জ্বালিয়ে দেবে হাসিমুখ;

জানিয়ে দেবে - তুমি নগন্য কেউ,

যে ভালোবাসতে শেখেনি কখনো, তবু কেবলই

ভালোবাসা পেতে চায়।



আমি সেদিন শত্রু-তালিকায় তোমার নাম লিখে;

অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।





---

মন্তব্য ৭৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:২০

এম এম করিম বলেছেন: ভালো লাগলো। কবি পরিচয় তো আপনার গল্পকার পরিচিতিকে ছাপিয়ে যাচ্ছে!

শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৪৫

ডি মুন বলেছেন: হা হা :)

এলেবেলে কবিতা পাঠে আনন্দ পেয়েছেন জেনে খুশি হলাম। পিসি থেকে অনেকদিন দূরে আছি তাই গল্প পোস্ট দেয়া বা ব্লগে সময় দেয়া কোনোটাই হচ্ছে না।

তাবু মোবাইল থেকে একটা কবিতা পোস্ট দিয়ে দিলাম।

ভালো থাকা হোক।

২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আগামীকাল গুলো এমনই হয় ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৫০

ডি মুন বলেছেন: এমনই হোক সকল আগামীকাল :)

শুভেচ্ছা সেলিম ভাইকে।

৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৫৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতার জন্য শুভেচ্ছা।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা প্রিয় ঢাকাবাসী ভাই
ভালো থাকুন সবসময়।

৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ২:১০

আপেক্ষিক বলেছেন: শুভকামনা। ভাল লেগেছে অনেক।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন, আনন্দে থাকুন।

৫| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:২৭

জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতা!

ধন্যবাদ ভাই ডি মুন।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:১৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ মবীন ভাই
:)

৬| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:৩০

বিদ্রোহী বাঙালি বলেছেন: ক্ষমা একটি মহৎ গুণ। অথচ আমাদের মধ্যে ক্ষমার চাইতে হিংসার প্রশ্রয়ই বেশী। সহজেই তাই আমাদের হীনমন্যতায় গ্রাস করে, কখনো আবার আমাদের করে দেয় হিংস্র। হিংসায় বন্ধু যেমন শত্রু হয়ে যেতে পারে, আবার ভালোবাসায় শত্রুও বন্ধু হয়ে উঠতে পারে। তাই ভালোবাসায় হোক আমাদের বসবাস, আমাদের আগামীকাল, আমাদের অনাগত ভবিষ্যৎ।

কবিতার বক্তব্য এবং মেসেজ খুব পছন্দ হয়েছে ডি মুন। বেশ পরিপাটি এবং সুখপাঠ্য।

যারা গতকাল আমার অপরিচিত ছিলো,
এমনকি এখনো যাদের চোখের বৃত্তে বন্দী হয়নি আমার অস্তিত্ব।
যাদেরকে আমি একদম জানি না
কিংবা দেখিনি কোনোদিনও।


উপরের দ্বিতীয় এবং চতুর্থ পঙক্তির শেষে মনে হয় দাড়ি হবে না, কারণ দুটোর একটাতেও কিন্তু বাক্য শেষ হয় নাই। বরং বাক্য শেষ হয়েছে ষষ্ঠ পঙক্তিতে। নিরন্তর শুভ কামনা রইলো।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:২৩

ডি মুন বলেছেন:
ভালোবাসায় হোক আমাদের বসবাস, আমাদের আগামীকাল, আমাদের অনাগত ভবিষ্যৎ।

----- আপনার মত আমারও এটাই প্রার্থনা। আপনার মন্তব্যে আনন্দিত হই।

আর হ্যাঁ, যতিচিহ্নের ব্যাপারে আপনার বক্তব্য সঠিক। মোবাইল থেকে এডিট করা যাচ্ছে না। পিসিতে বসলেই শুধরে নেব।

আন্তরিক কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকা হোক।

৭| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৫

তুষার কাব্য বলেছেন: ভালবাসতে শেখেনি বলে কি পেতে চাইবেনা ! ভালবাসা পাওয়া তার গণতান্ত্রিক অধিকার! এটা হরণ করার কোন চক্রান্ত বরদাস্ত করা হবেনা কিন্তু ;)

আমি সেদিন শত্রু-তালিকায় তোমার নাম লিখে;
অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।


আহা ! শখ কত ! শত্রু'ও বানাবে ,ভালোও বাসবে আবার ক্ষমা ও করে দিবে
...একসাথে এতকাজ যদি আপনিই করেন তবে আমরা আছি কি করতে :-B

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:২৬

ডি মুন বলেছেন: না না না .... বাংলা বিহার উড়িষ্যা এবং দক্ষিণ কোরিয়ার সকল হৃদয়ঘটিত কাজ আমি একাই করতাম চাই :) :)

কোনো পাহাড়ী লোকের ছলনায় ভুলব না। না আ আ আ. ... ;)

আমি সকল ইয়েদেরকে ভালোবাসতাম ছাই :)

৮| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৮

সুমন কর বলেছেন: আমি সেদিন শত্রু-তালিকায় তোমার নাম লিখে;
অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।

সুন্দর হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
ভালো থাকা হোক।

৯| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৩

সুফিয়া বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:২৮

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা কবিতা পাঠের জন্যে।

১০| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৪

পার্থ তালুকদার বলেছেন: তুষার ভাইয়ের সাথে একমত । তবে আমরা আছি কি করতে!!

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

ডি মুন বলেছেন: আপনারা আছেন হাততালি দেয়ার জন্যে। :)


আর হ্যাঁ, পাহাড়ী ভাইয়ের মত নিজের বইলা চালাইয়া দিতে লজ্জা করে না????

ছি, ছি, সবই পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। জাতির আজ কোনো মতামত নেই। আমরা কি এমন মতামতহীন জাতি (পড়ুন পার্থ দা) চাহিয়াছিলাম :)

;)

১১| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

নতুন বার্তাময় সুন্দর কবিতা।

দারুণ লাগল ডি মুন ভা্‌ই। :)

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমি ভাই

:)

১২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অতীতের রেখে যাওয়া স্মৃতি পেছনে ফেলেই আগামীকাল। নতুন একটি দিন। নতুন শুরু। আর অতীতকে ভুলবার ক্রমাগত ব্যর্থ চেষ্টা।

কিন্তু আগামীকালের ভালোবাসা কি অতীতের প্রেমে ঈর্ষা জাগাতে পারে? আগামীকাল তো একটি ধূসর ছবি। কাছে গেলে বর্তমান আর কয়েক মুহূর্ত তারপর প্রতিটি আগামীকাল ই হয়ে ওঠে সেই স্মৃতির ঝুলিতে জমা নতুন পালক। সেক্ষেত্রে ভালোবাসা তো রাজনীতির মতো অস্থিতিশীল হয়ে যাবে। কিন্তু ভালোবাসা তো স্থিতিস্থাপক। (নিতান্তই আমার চিন্তা)

ভালো থাকবেন মুন ভাই। শুভ কামনা।

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

ডি মুন বলেছেন:
অতীতের রেখে যাওয়া স্মৃতি পেছনে ফেলেই আগামীকাল। নতুন একটি দিন। নতুন শুরু। আর অতীতকে ভুলবার ক্রমাগত ব্যর্থ চেষ্টা।


বাহ, চমৎকার বলেছেন। আপনার ভাবনায় সমৃদ্ধ হলাম। এটা ঠিক প্রেমের কবিতা নয় (যদিও এখন তা বিচারের ভার নিতান্তই পাঠকের)। আর ভালোবাসা স্থিতিস্থাপক কিনা তাও জানি না। :)

আপনার মন্তব্য ভালো লেগেছে। নিজের কবিতা সম্পর্কে নিজে কিছু না বলাই ভালো। পাঠকের বিভিন্নতায়, চিন্তায়, মননে কবিতা বহুমাত্রিকতা পাক।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।
শুভকামনা রইলো।

১৩| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তারাই আমাকে ভালোবাসা, প্রেম
আর বন্ধুত্বে চুরমার করে দেবে আগামীকাল। ’’--------- দারুন

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্যে
ভালো থাকা হোক।

১৪| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮

ডি মুন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হই প্রিয় গল্পকার :)
শুভেচ্ছা অনিঃশেষ

১৫| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো

শুভেচ্ছা

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

বেলায়েত মাছুম বলেছেন:
আমি সেদিন শত্রু-তালিকায় তোমার নাম লিখে;
অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।

ভালবাসার জয় হোক।

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

ডি মুন বলেছেন: ভালবাসার জয় হোক
শুভেচ্ছা :)

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৩৪

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা । ভাল লাগলো ডি মুন ।

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৩:১৮

নীল লোহীত বলেছেন: ডি মুন ভাই, আমার কাছে আপনি একজন গল্পকার হিসাবেই পরিচিত কিন্তু আপনার কবি স্বত্বাকেও অবহেলা করা যায় না। আর এই দুইয়ের মাঝে আমার কাছে আপনি পরিচিত একজন ভালো মনের অহংকারহীন মানুষ হিসাবে।

দোয়া করি ভালো থাকুন সারা জীবন।

আর হ্যাঁ, কবিতা ভালো লেগেছে।

শুভকামনা .।.।

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭

ডি মুন বলেছেন: আপনার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি ভাই।
ভালো থাকুন সবসময় এটাই কামনা।

:)

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।

এই না হলে কি চুরমার করা ভালোবাসা হয় ?????????

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৬

ডি মুন বলেছেন:
:)

ধন্যবাদ কবিতা পাঠের জন্যে।

২০| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: আগামীকাল শুভ হোক ভালোবেসে ক্ষমা করার স্বর্গীয় প্রক্রিয়ায়।

অনেক ভালো লাগা রইলো ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৭

ডি মুন বলেছেন:
শুভকামনা আপনার জন্যেও
ভালো থাকুন অনিঃশেষ ।

২১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার প্রতিটি পংক্তি যেন আমার নিজের কথা, একান্ত মনের কথা... +++++

শুভকামনা জানবেন।

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৭

ডি মুন বলেছেন: অনেকদিন পর বোকা মানুষ ভাইকে দেখে ভালো লাগল। :)

শুভকামনা সবসময়।

২২| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ ভাল লিখেছেন সাথে ম্যাসেজও আছে।
শুভ কামনা জানবেন

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

২৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৬

তাশমিন নূর বলেছেন: নীল লোহিত বলেছে, ডি মুন তার কাছে একজন গল্পকার। আমার কাছে ডি মুন একজন কবি। গল্পের চাইতেও কবিতার জগতে সে বেশি মানানসই। সেটা তার গল্প পড়লেও বোঝা যায়। :) ;)

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৯

ডি মুন বলেছেন: হা হা হা তাই !!!

আমার গল্পের মধ্যেও যে কবিতা ঢুকে যায় - এটা একদম সত্যি কথা। আমি নিজেও বুঝতে পারি। তবে ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। :)

শুভেচ্ছা।

২৪| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৮

আরজু পনি বলেছেন:

ভালোবাসার ঈর্ষারা জেগে উঠুক ।

কবিতায় ভালো লাগা রইল, মুন।

৫+

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৯

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু
ভালো থাকা হোক

২৫| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । কবিকে ধন্যবাদ ।

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১

ডি মুন বলেছেন: শুভেচ্ছা রইলো কালি শেষ ভাই
:)

২৬| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।

ক্ষমার মহিমায় আলোকিত হোক আমাদের জীবন।
অনেক ভালোলাগা রইল প্রিয় ভ্রাতা। ++ :)

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২

ডি মুন বলেছেন: ক্ষমার মহিমায় আলোকিত হোক আমাদের জীবন।
শুভকামনা রইলো।

২৭| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা। ভবিষ্যতে কবিতায় আপনি নিয়মিত হবেন আশা করি। শুভেচ্ছা।

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৪

ডি মুন বলেছেন:
এ পর্যন্ত কবিতায় বেশি লেখা হয়েছে। যদিও পোস্ট করা হয় কম। আর কবিতা লেখার চেয়ে পড়তে আনন্দ পাই অধিক। আবৃত্তি শুনি প্রায়শই। কবিতার জগত নিদারুণ দুঃখমাখা আনন্দের। :)

আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম আপু
ভালো কাটুক আপনার দিবারাত্রি।

২৮| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩১

মহামহোপাধ্যায় বলেছেন: আর হে আমার পরিচিত প্রিয়মুখ,
নিশ্চয়ই তুমি আমাকে ঈর্ষা করবে তখন।
ভ্রুকুটিতে জ্বালিয়ে দেবে হাসিমুখ;
জানিয়ে দেবে - তুমি নগন্য কেউ,
যে ভালোবাসতে শেখেনি কখনো, তবু কেবলই
ভালোবাসা পেতে চায়।



ওহ!! অসামান্য!! চমৎকার :)

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৬

ডি মুন বলেছেন: মি ইনভিজিবল এর কাছ থেকে প্রশংসা পেয়েছি। ইয়া হু :)

হাসিমুখ হলো আমার।

ভালো থাকেন প্রিয় মহা ভাই

২৯| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভালোলাগা মুন :)

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্যে।
আমার এলেবেলে কবিতা যে আপনারা সহ্য করেন, এটাই আমার জন্যে অনেক।

আন্তরিক কৃতজ্ঞতা।

৩০| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো কবিতে!

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৩১| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

প্রেতরাজ বলেছেন: ভাল লেগেছে।হুম,তাশমিন নুরের সাথে আমি ও সহমত।
তবে লিখা যেমন ই হোক গদ্য কি পদ্য পড়তে ভাল লাগে।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ মন্তব্যে অনুপ্রাণিত করার জন্যে।
ভালো থাকুন

৩২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: তারাই আমাকে ভালোবাসা, প্রেম
আর বন্ধুত্বে চুরমার করে দেবে আগামীকাল।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৫

ডি মুন বলেছেন: :)

চুরমার হয়ে যাক আগামীকাল - ভালবাসায় - বন্ধুত্বে - আন্তরিকতায়।

৩৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪১

নেক্সাস বলেছেন: আমি সেদিন শত্রু-তালিকায় তোমার নাম লিখে;
অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।


অসাধারন ভাই

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫২

ডি মুন বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই

৩৪| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৭

এহসান সাবির বলেছেন: আগামীকাল কেউ কেউ আমার সাথে বেঈমানীও করবে..... :( :(

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০

ডি মুন বলেছেন: সেইগুলারে মার্ক করে রাখবেন, যাতে আগামীকালের পরেরদিন আচ্ছা মতো মাইর দেয়া যায় :)

৩৫| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৮

দীপান্বিতা বলেছেন: ভালো লাগলো ...

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৩৬| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৩৭| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
কত সরল কিন্তু সুন্দর কবিতা। :)

০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ একজন আরমান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.