নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

শব্দগুলো অন্যরকম [কবিতা]

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:২৮

শব্দগুলো কাঁদে;

এদিক ওদিক
ঘুরে ফিরে,
আকাশ বাতাস
আলো চিরে;
মিথ্যে শহর মুখর করে
অট্টহাসি হাসে।

শব্দগুলো হাসে;

হাতের নখে
বুকের ভাঁজে,
খাতার পাতায়
অলস কাজে;
জীবনব্যাপি ভ্রান্তি নিয়ে
শব্দগুলো কাঁদে ।

শব্দগুলো অন্যরকম
শব্দগুলো হতচ্ছাড়া;

কান্না-হাসির দমকা
হাওয়ায়
তবুও ওরা বাঁচে।
শুধু
স্বপ্নপোড়া শব্দশ্রমিক
আঁটকে গেছে ফাঁদে।

শব্দগুলো অন্যরকম
শব্দগুলো কাঁদে।

মন্তব্য ৫৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ রাত ১:০৯

কলমের কালি শেষ বলেছেন: শুধু
স্বপ্নপোড়া শব্দশ্রমিক
আঁটকে গেছে ফাঁদে।


লাইনগুলো অন্যরকম লাগলো ।

শুভেচ্ছা ডি মুন ভাই । হার্ডিং জগতে পাঁ রেখে সফটিং জগতের কতা ভুলে গেলে কী চলবে ! আপনাকে অনেকদিন পর লেখায় দেখলাম । ভাল লাগছে ।

২৫ শে জুন, ২০১৫ রাত ১:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ কালি শেষ ভাই,
সফটিং জগতকে ভুলে যাবার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এটা সত্যি যে, লেখালিখিতে একটা বেশ অনেকদিনের বিরতি হয়ে গেল।
যাহোক, আশাকরি আবার আপনাদের সাথে নিয়মিত বার্তা বিনিময় হবে।

ভালো থাকুন সবসময়।
শুভকামনা। :)

২| ২৫ শে জুন, ২০১৫ সকাল ৮:২৯

আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল লেগেছে| অনেকদিন পর লিখলেন

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৪

ডি মুন বলেছেন: হ্যাঁ। অনেকদিন পর পোস্ট দিলাম।
নিয়মিত হবার ইচ্ছে আছে আবার।

দেখা যাক পারি কিনা :)

ভালো থাকা হোক সারাবেলা।

৩| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:১৬

রিকি বলেছেন: +++++++++

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:১৬

আমিনুর রহমান বলেছেন:



ভীষণ ছন্দময় আর অন্যরকম পদ্য।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই
আপনার পদধূলিতে (পড়ুন ব্লগধূলিতে) ধন্য হলাম।

:)

৫| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩১

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: সুন্দর

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ নির্বাসিত শব্দযোদ্ধা

৬| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক অনেক যুগ পরে একটা ছন্দময় পদ্য উপহার দেয়ার জন্য D মুন ভাইকে অসংখ্যা ধন্যপ্রদান

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭

ডি মুন বলেছেন: কবিতাপাঠের জন্যে ধন্যবাদ
আবার আশাকরি নিয়মিত হব। আর আপনাদের সুন্দর সুন্দর পোস্ট পড়ব।

ভালো থাকা হোক সারাবেলা।

৭| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:১০

লিসানুল হাঁসান বলেছেন: ভালো লিখেছেন

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৮| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:১১

কাবিল বলেছেন: কান্না-হাসির দমকা
হাওয়ায়
তবুও ওরা বাঁচে।
শুধু
স্বপ্নপোড়া শব্দশ্রমিক
আঁটকে গেছে ফাঁদে



অনেক ভাল লাগলো ভাই।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতাপাঠের জন্যে।
অনেক অনেক ভালো থাকুন।
:)

৯| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:২৬

হাসান মাহবুব বলেছেন: বাহ! বেশ লিরিক্যাল।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার হাসান ভাই
:)

১০| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩২

সুমন কর বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৯

ডি মুন বলেছেন: ছন্দ ভালোবাসি, তাই লিখতে গেলেই ছন্দ খেলা করে।
কবিতাপাঠের জন্যে ধন্যবাদ সুমন ভাই

১১| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৫৬

পলাশের লাল রঙ বলেছেন: +++

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫০

ডি মুন বলেছেন: ধন্যবাদ পলাশের লাল রঙ

১২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,



আমাবশ্যার চাঁদ ( মুন ) ফিরে এসে অন্যরকম শব্দগুলোর কান্না - হাসির কথা বলে গেল ।
ভালো লাগলো তাই --------

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫১

ডি মুন বলেছেন: শব্দশ্রমিক হয়ে আবার শব্দ ধরতে চাই অন্তর্জালে।

কবিতাপাঠের জন্যে ধন্যবাদ।
ভালো থাকা হোক।

১৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসাম... সুপারব... জটিল। অনেক অনেক ভালো লেগেছে। আমি এম্নিতেই ছন্দের প্রেমিক, ছন্দময় যে কোন কবিতা ভালো লাগে। আর এটাতো যেন তেন কোন কবিতা নয়, অন্য ভুবনের অন্য কোন কবিতা। ভালোলাগাটা লিখে বুঝাতে পারবো না। ++++++++

ভালো থাকুন প্রিয় ব্লগার, অনেক অনেক শুভকামনা।

অটঃ স্বপ্নপোড়া শব্দশ্রমিকদের মুক্তি নেই, তারা যে সাধ করে অভেদ্য এই ফাঁদে বসত গড়েছে...

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩

ডি মুন বলেছেন: স্বপ্নপোড়া শব্দশ্রমিকদের মুক্তি নেই, - ঠিকই বলেছেন।

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ছন্দোবদ্ধ কবিতা আমাকেও খুব আনন্দ দেয়।
ভালো থাকুন প্রিয় বোকা মানুষ ভাই
শুভকামনা আপনার ও রন্তু দু'জনের জন্যেই :)

১৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: বেশ বিরতি হয়ে গেল লেখাতে! ভাল লেগেছে।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫৪

ডি মুন বলেছেন: আপনার উপস্থিতি আমার জন্যে আনন্দদায়ক।
প্রিয় ঢাকাবাসী ভাই, অনেক অনেক ভালো থাকুন।
সুস্থ থাকুন।

কবিতাপাঠের জন্যে ধন্যবাদ।

১৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শব্দগুলো হতচ্ছাড়া;
বেশ উপভোগ করলাম ... শুভেচ্ছা মুন ভাই :)

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ অভি ভাই
:)

১৬| ২৬ শে জুন, ২০১৫ রাত ১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: অল্পতে গভীর । চমৎকার ।
অনেক ভালো লাগা রইল ।

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:১৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ পাজী মহসীন ওরফে মাহমুদ কাফকা ভাই
:) :)

১৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ১:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: ধুর এইডা কোন কবিতা হইল!!!

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:২১

ডি মুন বলেছেন: ওরে এইটা কে !!!! আল দিরহাম ভাই নাকি !!!

আসছেন ভালো কথা, তাই বইলা আমার উচ্চমার্গীয় কবিতা সম্পর্কে আজেবাজে কথা বলতেছেন কেন?
ডাকব নাকি তুষার ভাইরে ?

একদম মাইরা পাহাড়ে পাঠাইয়া দেবে :)

১৮| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৪৩

দীপংকর চন্দ বলেছেন: শব্দগুলো অন্যরকম

ভালো লাগলো। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:২১

ডি মুন বলেছেন: আপনার জন্যেও অনিঃশেষ শুভকামনা রইল।

১৯| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৫১

বিনয়ন বলেছেন: বাহ!!
কবিতাটাই অন্যরকম :)

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:২২

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতাপাঠের জন্যে

২০| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৫

পার্থ তালুকদার বলেছেন: ভালো, ভালো তো :)

আপনি ব্লগে আছেন তাহলে !!

প্রবাসী পাঠক ভাই কি জানি কইলো :D

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:২৩

ডি মুন বলেছেন: আরে এইটা দেখি পার্থ ভাই !!!!!
ভাই আমি অনেকদিন পর ব্লগে আসছি। আমাকে মিষ্টি খাওয়ান।

আর দুষ্ট লোক আল দিরহাম ওরফে প্রবাসী পাঠক ভাইয়ের বাজে কথায় কান দিয়েন না।
আপনি তো জানেন, আমি কতো লক্ষী একটা ছেলে :)

২১| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৭:০০

প্রবাসী পাঠক বলেছেন: মুখের কথা ঃ হু!! আমি কি তুষার ভাইকে ডরাই নাকি?
মনের কথা ঃ তুষার ভাইকে আসলেই ভুই পাই। পাহাড়ে নিয়া ছাইরা দিয়া আসলে আর বাড়িত ফিরতে পারমু না।

তুষার ভাইকে ডরাইলেও তোমারে থোরাই কেয়ার করি। সাবধান আমার নামে আজেবাজে কথা কইবা না কইয়া দিলাম। না হইলে মাহমুদ ভাইকে ডাকুম কিন্তু।

২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৯

ডি মুন বলেছেন: মাহমুদ ভাইরে ডাকবেন কি ! তিনি তো একজন পাগলামানব। তিনি এখন পাবনা মানসিক হাসপাতালের ৫ নাম্বার ওয়ার্ডের ১২ নং বেডে শেকল দিয়ে বাঁধা আছেন। :)
তিনি আমার কিছুই করতে পারবে না। মু হা হা হা :)

২২| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:২৫

মো: সানোয়ার হোসেন বলেছেন: কটা অসাধারণ ছন্দময় পদ্য বলা চলে। স্বরস ভাষায় এতো সুন্দরভাবে যে কবিতা বা পদ্য লেখা যায় জান্তামই না! তাই তো বলতে ইচ্ছে করছে, "কবি তাঁর নিপুণ হাতের চন্দের দক্ষতায় আমায় মুগ্ধ করল।"

২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৪০

ডি মুন বলেছেন: ধন্যবাদ
কবিতা পাঠে আনন্দ পেয়েছেন জেনে আমিও আনন্দিত হলাম।
ভালো থাকুন সবসময়।

২৩| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৩০

নস্টালজিক বলেছেন: দারুন লিখেছো মুন। চমৎকার দৃশ্যকল্প। ছোট ছোট শব্দে অনেক বড় ক্যানভাস ধরা। আর নাগরিক। নাগরিক শব্দ এইসব।


শুভেচ্ছা নিও।


ভালো থেকো নিরন্তর।

২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৩

ডি মুন বলেছেন: কবিতাপাঠের জন্যে ধন্যবাদ রানা ভাই
নাগরিক শব্দগুলো জোনাকপোকার মত জ্বলে জ্বলে উঠুক হৃদয়ে।
ঘিরে থাকুক চারপাশ।

ভালো কাটুক আপনার সময়।
শুভেচ্ছা।

২৪| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৬

তাশমিন নূর বলেছেন: চমৎকার!

৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

২৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: কম শব্দে অনেক বললেন। মুগ্ধ হলাম মুন।

শুভেচ্ছা।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:২৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রোফেসর
ভালো থাকুন।

২৬| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: অফ লাইনে পড়ার সবচে বড় সমস্যা হল পরে কমেন্ট দিতে মনে থাকে না.......!!

আমি কিন্তু মূলত কবিতার পাঠক.... প্রিয়দের কবিতা খুব একটা মিস হয় না.....

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:১৯

ডি মুন বলেছেন: কবিতা পড়ার জন্যে ধন্যবাদ সাবির ভাই।
আপনি যে কবিতাপ্রেমী - সে কথা জানি। :)

কবিতাপ্রেম অক্ষয় হোক।
ভালো থাকুন সবসময়।

২৭| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: ছোট্ট লাইনে কবিতায় লেগেছে খুব ভাল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

ডি মুন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.