নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

চোখটা যেন অন্য কারো [কবিতা]

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

চোখের মধ্যে দূরত্ব খুব
চোখটা যেন অন্য কারো।
অথৈ নীলের গভীর দোলা
নেই সেখানে;
নেই সেখানে শান্ত দীঘি
অঝোর শ্রাবণ।


মিষ্টি হাওয়া
আকাশ জুড়ে রঙের ভুবন,
সুখের ছলে আনলো শুধুই
বিষাদ রোদন।


দর্পনে আজ দৃষ্টি রেখে
বলতে পারো -
উদাস দিনের মুগ্ধ বিকেল
তোমার চোখেই
হঠাৎ কেন রঙ হারাল ?
চোখের মধ্যে যে দুটি চোখ
আজ কেন তা অনেক দূরের_
অন্য কারো ?

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২১

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৬

হামিদ আহসান বলেছেন: গভীর বোধসম্পন্ন কবিতা৷ ভাল লাগল মুন ভাই ..।




১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০২

ডি মুন বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৪

সুমন কর বলেছেন: বেশ লাগল।

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০২

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫

রিকি বলেছেন: দর্পনে আজ দৃষ্টি রেখে
বলতে পারো -
উদাস দিনের মুগ্ধ বিকেল
তোমার চোখেই
হঠাৎ কেন রঙ হারাল ?


ভালো লাগা রইল মুন ভাই :) :)

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৬

ডি মুন বলেছেন: কবিতা পাঠের জন্যে ধন্যবাদ
ভালো থাকুন সবসময়।

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২

ঢাকাবাসী বলেছেন: VERY niCE

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৭

ডি মুন বলেছেন: থ্যাংক ইউ :)

ভালো থাকুন

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চোখের মধ্যে যে দুটি চোখ
আজ কেন তা অনেক দূরের_
অন্য কারো ?

?????????
ভালোলাগা ++

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী ভাই
:)

৭| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মিষ্টি হাওয়া
আকাশ জুড়ে রঙের ভুবন,
সুখের ছলে আনলো শুধুই
বিষাদ রোদন।
ইহাই সত্য অবুঝ বালক হে... আর তাই তো,

চোখের মধ্যে যে দুটি চোখ
আজ কেন তা অনেক দূরের_
অন্য কারো ?


দ্বিতীয় ভালোলাগার সাথে ++++
ভালো থাকুন সুপ্রিয় ডি মুন, কবে যে নিয়মিত হবেন? মিস করি খুব। :(

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

ডি মুন বলেছেন:
এখন খুব একটা সময় পাই না।
একাডেমিক ব্যস্ততা বেড়েছে।
আর তাছাড়া নিজের আলসেমি ভাব তো আছেই।

আপনি নিশ্চয়ই ভালো আছেন। সময় করে আপনার রন্তু সিরিজে হানা দেব একদিন।
বেশ কয়েক পর্ব মিস করে গেছি বোধ হয়।


অনেক ভালো থাকুন প্রিয় বোকা মানুষ ভাই
শুভেচ্ছা :)

৮| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৫

নুরএমডিচৌধূরী বলেছেন: দর্পনে আজ দৃষ্টি রেখে
বলতে পারো -
উদাস দিনের মুগ্ধ বিকেল
তোমার চোখেই
হঠাৎ কেন রঙ হারাল ?
চোখের মধ্যে যে দুটি চোখ
আজ কেন তা অনেক দূরের_
অন্য কারো ?
অশাম.

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৯| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: "চোখের মধ্যে দূরত্ব খুব"

লাইনটা বেশি রকমের ভাল :)

কবিতায় +++ । অনেক অনেক শুভ কামনা!

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্যে
ভালো থাকুন।

১০| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৬

লেখোয়াড়. বলেছেন:
দর্পণে শরৎশশী!!
হেথা নয়, হেথা নয়, অন্য কোন খানে, অন্য কোন চোখে।

কবিতায় এভাবেই ভাললাগা জানিয়ে গেলাম, প্রিয় ডি মুন।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

ডি মুন বলেছেন: ভালোলাগায় ধন্য হলাম
বলাকার পিঠে উড়ে চলুক কবিতা, দৃষ্টি সীমানায় থাকুক মেঘেদের রাজ্য।

ভালো থাকুন নিরন্তর :)

১১| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা খুব ভাল লাগলো ডিমুন । ক্যারি অন । :)

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

কলমের কালি শেষ বলেছেন: গভীর প্রশ্ন । কবিতায় ভাললাগা ।++

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ কালি শেষ ভাই
ভালো আছেন নিশ্চয়ই।

আপনার ব্লগে শীঘ্রই হানা দেব।
অনেকদিন আপনার লেখা পড়া হয় না।
:)

১৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

মহান অতন্দ্র বলেছেন: ফেবুতে পড়েছি। সুন্দর।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র
আপনার লেখালিখি কেমন চলছে ?

১৪| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০১

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,


চোখের মধ্যে দূরত্ব খুব
এই লাইনটি দেখে খুব গভীরতর কিছু মনে পড়লো ।
তারা একসাথে পাশাপাশি থাকে , একসাথে হাসে , একসাথে কাঁদে অথচ কেউ কাকে দেখবেনা কোনওদিন ।

এ দূরত্ব ঘোচার নয় কোন কালে ।

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

ডি মুন বলেছেন: হ্যা, ঠিকই বলেছেন।

কবিতা পাঠের জন্যে অনেক ধন্যবাদ আহমেদ ভাই
ভালো থাকুন, আনন্দে থাকুন।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর। শুভকামনা।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

১৬| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

হাসান মাহবুব বলেছেন: বিষাদী জিজ্ঞাসা যার জবাব কখনও আসবে না। ভালো লাগলো।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

১৭| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: কবিতা পড়ে যতটুকু বুঝলাম, অতি সত্বর কোন চোখের ডাক্তারের কাছে পাঠাইতে হবে।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯

ডি মুন বলেছেন: ডাক্তারের কাছে যাব। অতিসত্ত্বর ১০০০০০০০০০০০০০০ দিরহাম পাঠান। :)

১৮| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৯

এহসান সাবির বলেছেন: দিনের সেরা কবিতা পড়লাম।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০০

ডি মুন বলেছেন: আপনার মন্তব্যে খুব আনন্দ পেলাম সাবির ভাই।
ভালো আছেন নিশ্চয়ই :)

১৯| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

সানোফি মহিন বলেছেন: শেষের আট চরন আমার ভালো লেগেছ, কবিকে আন্তরিক শুভেচ্ছা

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০০

ডি মুন বলেছেন: ধন্যবাদ মহিন ভাই।
ভালো থাকুন সবসময়।

২০| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার সব কবিতা বেশ শব্দ করেই পড়ে ফেলি , আবৃতির মত । ভাল থাকুন সব সময় ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ।

লেখার পর আমিও মনে মনে আবৃত্তি করি। তারপর আবৃত্তি অনুসারে কবিতা ঠিকঠাক করি।

:)

আপনিও ভালো থাকুন সবসময়

২১| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
অনিন্দ্য নির্লপ্ততা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.