নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

ব্যাখ্যাতীত কিছু নেই [কবিতা]

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬



সবকিছু ব্যাখ্যা করা যাবে-
ক্রোধ, ঘৃণা, প্রেম।

পিতার মৃত্যুর পর
সন্তানের চোখে পানি;
আবেগ নাকি অর্থনৈতিক নিরাপত্তাহীনতা;
জানা যাবে সবকিছু
নিখুঁত শুদ্ধতায়।

ব্যাখ্যা করা যাবে-
যুবতীর শরীরে আঁটকে থাকা
যুবকের চোখ;
কিছু অবাধ্য হরমোন।

জানা যাবে -
ভালোবাসা ভালোবাসা ন্যাকামিতে
আসলে কোথায় পৌছুতে চায়
পুরুষের
ক্ষুদ্রতম কোষগুলি।

ভাইয়ের স্নেহ
সন্তানের জন্যে জনকের
প্রত্যাশা।
হতাশা।
হাহাকার।

ব্যাখার অতীত থাকবে না কিছুই।

তোমার ঘুম অথবা স্বপ্ন।
হাসি কিংবা কান্না।
ফেলে আসা মিথ্যে প্রেমের অভিনয়।
ভোগ করা শরীরের ঘ্রাণ;
শিরায় শিরায় উত্তেজনা
লোমকূপের ভেতরে ঘাম।

টাকা।
বন্ধুত্ব।
অভিমান।

ব্যাখার অতীত থাকবে না কিছুই।

আরো কিছু হাঁটলেই
খসে যাবে
ধর্ম, দর্শন, আর সাহিত্যের মুখোশ;
আরো কিছু হাঁটলেই।


ঈশ্বর সেদিন কোথায় যাবেন?
বুদ্ধিদীপ্ত স্বার্থপর মানুষইবা সেদিন কোথায় যাবে?
যেদিন নিশ্চিত জানবে,
প্রত্যেকে কেবলই কিছু বৈশিষ্ট্য
উত্তরপুরুষে বিলিয়ে দিয়ে,
চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়।

---

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১

নস্টালজিক বলেছেন: চমৎকার থীম, মুন। সবকিছু ব্যাখ্যা করা যাবে।

শুভেচ্ছা নিও। ভালো থেকো নিরন্তর।

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ রানা ভাই।
ভালো থাকুন আপনিও।

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
:)

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯

কাবিল বলেছেন: অনেক অনেক ভাল লাগা রইল।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: সব কথাই ঠিক ঠিক তবে মনটা যে ভীষণ বিষণ্ণতায় ভরে গেল । ভাল থাকুন ।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

ডি মুন বলেছেন: আপনিও ভালো থাকুন।

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫

রিকি বলেছেন: বুদ্ধিদীপ্ত স্বার্থপর মানুষইবা সেদিন কোথায় যাবে?
যেদিন নিশ্চিত জানবে,
প্রত্যেকে কেবলই কিছু বৈশিষ্ট্য
উত্তরপুরুষে বিলিয়ে দিয়ে,
চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়।


অনেক অনেক ভালো লাগা রইল ভাইয়া :) :) ++++++

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ
অনেক ভালো থাকুন।

৭| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,


সবকিছুই ব্যাখ্যা করা যাবে । কেন এমন একটি কবিতা লিখলেন , তাও ব্যাখ্যা করা যাবে । ;)


ফেলা আসা আর ব্যাখা বানান দুটো ঠিক হয়নি মনে হয় ।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই।

হ্যাঁ, বানান দুটো ভুল হয়েছিল। ঠিক করে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ ভুলটা খেয়াল করার জন্যে।
কবিতার বানান ভুল আমার কাছে দাঁতের নিচে বালি পড়ার মতোই বিরক্তিকর।

ভালো থাকা হোক
শুভেচ্ছা। :)

৮| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: ভিন্ন রকম।

চমৎকার লাগল।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৯| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০২

সকাল রয় বলেছেন: অন্যরকম কবিতা। ভালো লাগলো।।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি।
আপনার কবিতা এবং কবিতার মতো গদ্যও আমি খুব পছন্দ করি।

১০| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

কলমের কালি শেষ বলেছেন: প্রত্যেকে কেবলই কিছু বৈশিষ্ট্য
উত্তরপুরুষে বিলিয়ে দিয়ে,
চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়।


লাইনগুলো চমৎকার । ++

শুভ কামনা রইলো ।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ কালি শেষ ভাই :)

১১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: সব কিছুর ব্যাখ্যা হয়? হয়ে গেলে অস্থির হতো!
শুদ্ধ ভালোলাগা জানবেন :)

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৯

ডি মুন বলেছেন: সবকিছু যেদিন ব্যাখ্যা করা যাবে, সেদিন কিন্তু খুব খারাপ হবে :)
আনন্দে নিয়ে বাঁচতে হলে চারিদিকে রহস্যময় উপকরণ থাকা জরুরী - একবার ইমন ভাইয়ের একটা লেখায় এমনটা পড়েছিলাম। পরে ভেবে দেখেছি, কথাটা খুব সত্যি। সব ব্যাখ্যা করা গেলে আনন্দ হারিয়ে যেত বেঁচে থাকার।

শুভকামনা অভি ভাই

১২| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:



আরো কিছু হাঁটলেই
খসে যাবে
ধর্ম, দর্শন, আর সাহিত্যের মুখোশ;
আরো কিছু হাঁটলেই।


দারুণ কথাগুলো ! ++
মুখোশ পরা মানুষগুলো B:-) |-) সবাই !


৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩০

ডি মুন বলেছেন: এদিক মুখোশ, ওদিক মুখোশ
মুখোশেই যায় চেনা :)

ভালো আছেন নিশ্চয়ই।
:)

১৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৩

আবু শাকিল বলেছেন: দারুন ।পড়তে ভাল লাগল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই

১৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

এহসান সাবির বলেছেন: জানা যাবে -
ভালোবাসা ভালোবাসা ন্যাকামিতে
আসলে কোথায় পৌছুতে চায়
পুরুষের
ক্ষুদ্রতম কোষগুলি।

জটিল.........................!!

+++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই
:)

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

খোরশেদ খোকন বলেছেন: ভাই, অনেকদিন পর একটা অসাধারণ লেখা পড়লাম, এরকম লেখা জীবনে একটা লিখতে পারলেই যথেষ্ট। শুভেচ্ছা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন :)

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০

সুফিয়া বলেছেন: আরো কিছু হাঁটলেই
খসে যাবে
ধর্ম, দর্শন, আর সাহিত্যের মুখোশ;
আরো কিছু হাঁটলেই।

খুব ভাল লেগেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা+

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩০

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.