নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

পলায়ন [ কবিতা ]

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩



বেখবর রাত,
কত কিছু ঘটে... !

নগরীর গায়ে চুমু খায়
নাগরিক।

কতজন আসে, কতজন যায়
কতজন ভাসে সুখের দোলায়;


তবু বেখবর রাতে
আঁধারের গায়ে উজ্জ্বল আলো জ্বেলে,
এক নাগরিক একমনে শুধু ভাবে -
' কেন একা একা_ হয়ে আছি বোকা
প্রাণহীন প্রতিদিন;
কী হবে_ যদি শোধ করে দিই
নাগরিক যত ঋণ ! '

ধাতব শব্দ আঁধারে-আলোতে
হামাগুড়ি খায় একা;
কেউ অস্ফুটে যেন বলে ওঠে -
' সত্যিই , লোকটা বোকা '।



ছবি - payload390.cargocollective.com/1/2/68555/10108643/Doria_010-copy_670.jp

মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ লাগলো পড়তে...

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

টোকাই রাজা বলেছেন: বাহ চমৎকার।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

আরণ্যক রাখাল বলেছেন: আমি সত্যিই বোকার মত প্রথমে পড়েছিলাম রেখ বর রাত! হা হা!
চমৎকার কবিতা| অসাধারণ

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

ডি মুন বলেছেন: হা হা হা ধন্যবাদ

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

কাবিল বলেছেন: ভাল লাগলো কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

অশ্রুত প্রহর বলেছেন: কেউ অস্ফুটে যেন বলে ওঠে -
' সত্যিই , লোকটা বোকা '। হা হা হা :P ভাল লাগল কবিতাটি। :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

গন্ধ গণতন্ত্র বলেছেন: চমৎকার কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



কবি ডি মুন দারুণ কবিতা লিখেছিস।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

ডি মুন বলেছেন: থেঙ্কু :)

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: বেখবর রাতের কবিতা ভাল লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ধাতব শব্দ আঁধারে-আলোতে
হামাগুড়ি খায় একা;
কেউ অস্ফুটে যেন বলে ওঠে -
' সত্যিই , লোকটা বোকা '।


বেশ!
শব্দের বুনণে আপনি নিপুন কারিগর।

০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৬

ডি মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভালো থাকা হোক।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

পার্থ তালুকদার বলেছেন: কান্ধের উপ্রে দিয়া গেছে :)

অনকে দিন পর !!

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

ডি মুন বলেছেন: সেও ভালো। একদিক দিয়ে তো গেছে :) B-))

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

আবু শাকিল বলেছেন: বাহ! মুগ্ধ হয়ে পড়লাম।কথাগুলো সহজ। পড়ে আরাম পেয়েছি।
ব্লগে নিয়মিত দেখে ভাল্লাগছে।
ধন্যবাদ ডি মুন ভাই :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

ডি মুন বলেছেন: নিয়মিত হবার চেষ্টা আর কি ! :)

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী ভাই

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: কতজন আসে, কতজন যায়
কতজন ভাসে সুখের দোলায়;- দুঃখটা বাদ দিলেন কেন ! বেখবর রাতে তো মনে হয় দুঃখের পাল্লাই বেশি ভারী হয় !!!

কবিতা ভাল লেগেছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

ডি মুন বলেছেন: পুরো কবিতাটাই তো দুঃখের, পলায়নের; আবার পলায়নের বিপক্ষে জীবনেরও।

পড়ার ও সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার, কিছু কিছু কবিতা পড়ে খুব মানসিক তৃপ্তি পাওয়া যায়, এটায় তা পেলাম, অনেক অনেক বেশী। ++++ সাথে এত্ত এত্ত ভালোলাগা।

ভালো থাকুন প্রিয় ব্লগার, নতুন বছর ভালো কাটুক, শুভ হোক প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।

আচ্ছা, আমার কথাগুলো আপনি বললেন কেন? ;)

' কেন একা একা_ হয়ে আছি বোকা
প্রাণহীন প্রতিদিন;
কী হবে_ যদি শোধ করে দিই
নাগরিক যত ঋণ ! '

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

ডি মুন বলেছেন: আপনি একা কোথায় ?
সারা জগত ঘুরে বেড়াচ্ছেন। তার মানে, সারা জগতকে চোখে পুরে নিচ্ছেন। আপনার একা হওয়ার সুযোগ কোথায় !!! :)
নতুন বছরের দিনগুলো ভালো কাটুক প্রিয় বোকা মানুষ ভাই।

:)

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেখবর রাত উপমাটি দারুণ পছন্দ হয়েছে। এটার জন্য বিশেষ ভালোলাগা।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

ডি মুন বলেছেন: থেংকু :)

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: তবে অন্যের সুখ নিয়ে হিংসে করতে নেই !!! হা হা

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

ডি মুন বলেছেন: হা হা হা :)

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,



খুব অভিমানী এই লাইন দু'টি -----
....কী হবে_ যদি শোধ করে দিই
নাগরিক যত ঋণ ! '

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

ডি মুন বলেছেন: অভিমানী হয়েই তো লোকটা জীবন থেকে পালাল।
এত অভিমান মোটেও ভালো নয়। লোকটা আস্ত বোকা

:)

২০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: নাগরিক ঋণ শুধতে চাওয়া লোকটার জন্যে লেবুর বাগান থেকে কয়েকটা টাটকা কাগজী লেবু এনে শরবত বানিয়ে খাওয়ানো হোক! চারিদিকে বড্ড বেশি চর্বি! ভিটামিন সি চর্বি কাটে। কিন্তু বোকা লোকটা শরবৎ বানানোর জন্যে পানি পাবে কোথায়? যেতে হবে সে...ই মাধবকুণ্ডের ঝর্ণাধারায়...

ভালো লাগলো কবিতা।

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

ডি মুন বলেছেন: হা হা হা :) আপনার সাথে আমিও একমত হাসান ভাই। নাগরিক ঋণ শুধতে চাওয়া বোকা লোকদের কাগজী লেবুর শরবৎ খাওয়ানো উচিত।

B-))

২১| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

জুন বলেছেন: দারুন লাগলো ডি মুন
এক নাগরিক একমনে শুধু ভাবে -
' কেন একা একা_ হয়ে আছি বোকা

+

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + আপনার নাগরিক ভাবনা ভাল লেগেছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: লেখায় একটা অন্যরকম মুগ্ধতা আছে....ভালো লাগলো।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুর ঘোষণাটা আকর্ষণীয়- বেখবর রাত, কত কিছু ঘটে... !
তবে, জীবন থেকে পলায়নে মুক্তি নেই।

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

ডি মুন বলেছেন: হ্যাঁ , পলায়নে কখনই মুক্তি মেলে না। আমারো তাই ধারণা।

ধন্যবাদ :) ভালো থাকুন।

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লাগল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার, কিছু কিছু কবিতা পড়ে খুব মানসিক তৃপ্তি পাওয়া যায়, এটায় তা পেলাম, অনেক অনেক বেশী। ++++ সাথে এত্ত এত্ত ভালোলাগা।

ওয়াও...অসাধারন

নাগরিক পদ্যে দারুন ভাল লাগা :)

++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

ডি মুন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকুন নিরন্তর :)

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

বিজন রয় বলেছেন: মন ছুঁয়ে গেল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.