![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা একদিন বসবাসযোগ্য কোনো
বৃক্ষ খুঁজে নেব।
তারপর
আমাদের ভেতরে যেদিন
সবুজের শেকড় হবে;
আমাদের সন্তানেরা হবে সুগন্ধি ফুল।
সেদিন
আমাদের দেখাদেখি হয়তো
আরো অনেকেই
অরণ্যচারী হয়ে নিজেকে বাঁচাবে।
-----
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
ডি মুন বলেছেন: আসুন সকলে জীবনের জয়গান গাই
ধন্যবাদ
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১
ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন, ভাল লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
তানজির খান বলেছেন: খুব ভাল লাগলো কবিতা, লাইক না দিয়ে পারলাম না
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবুজের স্বপ্নে সুগন্ধি ফুলের আশে অনর্যচারী হওয়া ছাড়া তো গত্যন্তর নেই।
দারুন কবিতায় ভাললাগা
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কিছুটা ভিন্নতা ছিলো! ভালো লাগলো!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: সুন্দর ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: ছোট্ট কবিতাটায় জাদু আছে । অদৃশ্য কিছুর টান অনুভব হয় । বৃক্ষের সদ্য জন্ম নেয়া কোমল পাতাটির হয়তো !
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭
উল্টা দূরবীন বলেছেন: ছোট হলেও গভীর। খুব ভালো লাগলো। প্লাস।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
ডি মুন বলেছেন: ধন্যবাদ
৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০১
তাসলিমা আক্তার বলেছেন: পুরোটা কবিতা জুরেই ভালোলাগা ঘিরে রইল।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭
মাহমুদ০০৭ বলেছেন: পুরো কবিতা জুড়ি মন্দ লাগা রইল । ভাল থাকুন হযরত
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯
ডি মুন বলেছেন: হজরত আপনি একটা প্যারাসিটামল স্যালাইনে গুলে খেয়ে ফেলুন, আশাকরি ভালো লাগবে
১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। পৃথিবী হোক সবুজে সুশোভিত। সেই সবুজ স্পর্শ করুক কবির বিষাদী পঙক্তিমালাকে।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০
ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২
পুলহ বলেছেন: কবিতার বক্তব্য হৃদয়ছোয়া। ভালো লাগা জানবেন কবি !
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১
ডি মুন বলেছেন: ধন্যবাদ জানবেন।
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯
মহেড়া বলেছেন: সুন্দরের চর্চা হয়েছে। খুব সুন্দর।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯
রাজসোহান বলেছেন: আমাদের ভেতরে যেদিন
সবুজের শেকড় হবে;
আমাদের সন্তানেরা হবে সুগন্ধি ফুল।
বাহ, প্লাস!
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১
নেক্সাস বলেছেন: আমাদের পৃথিববি হোক সবুজ বৃক্ষের মত সজীব ও জীবনঘনিষ্ট।
কবিতায় ভাল লাগা
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ কবি নেক্সাস ভাই
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫
ইমরান নিলয় বলেছেন: ততদিন বৃক্ষ থাকলে হয়।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯
ডি মুন বলেছেন: চিন্তার বিষয়
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুগ্ধ! মুগ্ধ!! মুগ্ধ!!!
তারপর
আমাদের ভেতরে যেদিন
সবুজের শেকড় হবে;
আমাদের সন্তানেরা হবে সুগন্ধি ফুল।
বস ইজ অলওয়েজ বস...
নিয়মিত হন, দ্রুত নিয়মিত হন, অপেক্ষায় রইবে বোকা মানুষেরা
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১
ডি মুন বলেছেন: নিয়মিত হবার আপ্রাণ চেষ্টায় আছি। নিয়মিত হলে আমারই তো লাভ। আপনাদের সবার লেখা পড়তে পারব। আর লেখালেখির একটা তাগিদও পাওয়া যায় ব্লগ থেকে।
আপনি নিশ্চয়ই ভবঘুরে মন নিয়ে ভালো আছেন
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: ছাত্র ভাইয়ের অন্তরে শিকড় গজাক।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২
ডি মুন বলেছেন: আইচে আমার মক্কেল।
ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব সুন্দর হইছে।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩
ডি মুন বলেছেন: থেংকু
২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শহুরে দালানকোঠাগুলো এক একটা গাছ হলে ভালো হতো।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫
ডি মুন বলেছেন: খুব সুন্দর বলেছেন দিশেহারা রাজপুত্র তবে সেটা না হলেও - শহরের সব দালানের ছাদে অনেক অনেক গাছ থাকা কিন্তু সম্ভব। তবুও তো মানুষ সবুজের আশ্রয় পেত খানিকটা ।
২১| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
পার্থ তালুকদার বলেছেন: খুব ভাল হইছে বৃক্ষবাবা
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬
ডি মুন বলেছেন: পার্থ দা, ভালো হয়া যান
ভালো হইতে দিরহাম লাগে না
২২| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
প্রামানিক বলেছেন: খুব সুন্দর কাব্য কথামালা। ধন্যবাদ
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭
ডি মুন বলেছেন: ধন্যবাদ
২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ভাবনা । এ ভাবনা সবার জন্য বাস্তবায়িত হোক , স্বপ্নে নয় বাস্তবে । শুভ রাত্রি ।
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭
ডি মুন বলেছেন: ধন্যবাদ
২৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
উদাসী স্বপ্ন বলেছেন: কবিতাটা কি এতটুকুই?
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
ডি মুন বলেছেন: হ্যাঁ
২৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: অতি চমৎকার একটি ভাবনা খুব সুন্দর একটি কবিতা হয়ে ফুটে উঠলো... মুগ্ধ হ'লাম।
কবিতার হৃদয়ের স্পন্দন ভাষা পেয়েছে দ্বিতীয় স্তবকটাতে।
ছবি ও শিরোনামটাও সুন্দর হয়েছে। +
১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
ডি মুন বলেছেন: ধন্যবাদ
২৬| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:২০
নাসির ভাই বলেছেন: শেকড় জন্মাক খুব তাড়াতাড়ি
২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২
ডি মুন বলেছেন: ধন্যবাদ
২৭| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:০৮
সানোফি মহিন বলেছেন: অরন্যচারী হবার স্বপ্ন আমারো ছিলো, সব স্বপ্ন কি পূরন হয়, হয় না
২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৫
ডি মুন বলেছেন: স্বপ্ন পূরণের জন্যে ছুটে চলাই তো জীবন।
পূরণ না হলেও ক্ষতি কী !!
জার্নিটাই তো আনন্দ।
২৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতায় ভালো লাগা।
আপনার নতুন কোন লেখা পাচ্ছি না কিন্তু ।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৪
ডি মুন বলেছেন: নতুন লেখা দেব আশাকরি ।
ব্লগে অনিয়মিত হয়ে গেছি আসলে।
আপনি ভালো আছেন নিশ্চয়ই?
২৯| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২
ডি মুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার লেখা।
আমাদের জীবনযাপনটাই একটি বৃক্ষ।
আসুন জীবনের জয়গান গাই।