নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Why me..

মৃত্যুই মুক্তি হলে জীবন কেন

মৃত হাসানের প্রেতাত্মা

অস্তিত্বকে না.....

মৃত হাসানের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত)

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৪



আজ অনেকেই দেখলাম বাংলা লেখতে পারছেনা বলে অভিযোগ করছেন। তাই ভাবলাম Unicode Base বাংলা লেখার একটি Software অভ্র নিয়ে কিছুটা আলোচনা করি। অভ্রতে বাংলা লেখা তেমন কোন সমস্যাই নয়। যদিও আনেকেই অভ্র সম্পর্কে আবগত্ আছেন তবুও যারা জানেনা তাদের জন্য এটা।



ছবি দিয়ে বিস্তারিত আলোচনা করেছি বলে পোষ্টটি বেশ বড় হয়ে যাওয়ায় দুঃখিত। /:)



Avro



Size: 10.7 MB

Publisher: Omicron Lab







অভ্র একটি বহুল পরিচিত বাংলা Typing Software। Unicode বাংলা লেখার অনাবিল আনন্দ অভ্রতেই পাওয়া যায়। Freeware হওয়ায় আপনি সহজেই Download এবং Distribute করতে পারবেন।



অভ্র ২০০৩ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে Released হয়। যদিও অভ্রের সাখে আমার পরিচয় হয় ২০০৬ সালে। তবে অভ্র ব্যবহার করার পর আমি বাংলা লেখার জন্য সর্বদা অভ্রকেই Priority দেই। সা. ইনের Blogger দের বাংলা লেখতে সমস্যা হওয়ার কথা শুনে তাদের কে অভ্র এর মত একটা Software এর সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি।



যেখান থেকে Download করবেন:




সরাসরি এই Link এ চলে যান.... দেখবেন অনেক গুলো Download Link আছে। আপনার পছনন্দ মত যে কোন একটা হতে অভ্র download করুন।









যেভাবে Install করবেন:




যেহেতু আপনি EXE ফাইলই Download করেছেন তাই Double Click করলেই Installation শুরু হবে। Installation এর ক্ষেত্রে নিচের ছবি গুলো Follow করুন....



০১. Next Button এ Click করুন...







০২. License Agreement ওকে করে Next Button এ Click করুন...







০৩. Next দিন...







০৪. আবার ও Next দিন.. :|







০৫. Input language এর ক্ষেত্রে বাংলাদেশের ভাষাটাই Select করুন...







০৬. তারপর Install করুন......







০৭. Installation হচ্ছে....:D







০৮. Start Avro Keyboard সিলেক্ট করে Finish Button এ Click করুন......









Installation পরবর্তী গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ......



অভ্র Setup করার পর আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করতে হবে। নিচের ছবি গুলো দেখে এগিয়ে যান...



০১. Install করার পরই দেখতে পাবেন Desktop এর উপরে কালো রং এর একটি Bar. অভ্র কি-বোর্ড Configure করার জন্য Next Button এ Click করুন..







০২. সর্টকাট কি Select করুন। আপনি ইচ্ছা করলেই আদি কালের বিজয় Style নির্বাচন করতে পারেন। অর্থাৎ "CTRL + ALT +B" । কিন্তু আমার বক্তব্য হচ্ছে Single Key নির্বাচন করুন। এতে সময় বাঁচবে। আপনাকে Function Key গুলো হতে যে কোন একটা বেছে নিতে হবে। আমি বলব F8 Key। কারণ এটা Access করা সহজ। যদিও বিষয়টা আপনার উপর নির্ভর করে।







০৩. English সিলেক্ট করে Next দিন...







০৪. এখন আপনাকে Keyboard Layout পছন্দ করতে হবে। আপনি ইচ্ছা করলে Phonetic নির্বচন করতে পারেন। Phonetic এ লিখতে যারা অভ্যস্থ তারা এই Layout সিলেক্ট করুন। Phonetic সিলেক্ট করলে Installation ধাপ এখানেই শেষ।









** Phonetic সিলেক্ট করলে আপনি "Ami" লিখলে "আমি" হবে। পাশে একটি Preview Window আছে যেটাতে আপনি আপানার English Input গুলো দেখতে পাবেন। নিচের ছবিটি দেখুন...







০৫. আর যদি Fixed Keyboard Layout সিলেক্ট করেন তবে আপনাকে আরো কয়েকটা ধাপ পেরুতে হবে। নিচের ছবিটি দেখুন।







Keyboard Layout হিসেবে Unibijoy সিলেক্ট করে Next দিন।



০৬. পছন্দ মত Typing Method নির্বাচন করে Next দিন।







০৭. Finish Button এ Click করুন।









অভ্র Bar এর যত কথা:







আপনি ইচ্ছা করলেই অভ্র Bar কে System Tray তে রাখতে পারেন।







System Tray তে অভ্র এর Icon দেখে বুঝবেন বাংলা নাকি English লেখা হবে।







আপনি ইচ্ছা করলেই System tray এর অভ্র Icon এ Double Click করে Desktop এর উপরে সহজেই অভ্র Bar কে নিযে আসতে পারেন।

আপনি ইচ্ছা করলেই এই Bar কে Desktop এর যেখানে খুশি সেখানে রাখতে পারেন। এটা অনেকটা Transparent হয়ে থাকবে।



** 'অ' লেখা Icon এ Click করলে এই Menu টি আসবে।..







** ছবিতে দেখানো ছোট্ট Button এ Click করলে আপনি Keyboard পরিবর্তনের Option পাবেন।







** Keyboard এর Icon এ Click করলে Keyboard Layout দেখাবে। ছবিতে UniBijoy এর Layout দেখুন....







** মাউস নির্দেশিত Icon এ Click করলে একটি Virtual Keyboard পাবেন। যা দিয়ে মাউসের মাধ্যমে খুব সহজেই লিখতে পারবেন।







আর বাকি Button গুলো অতটা Important না বিধায় আলোচনা করলাম না। খুব সহজে আপনি নিজেই ব্যাপার গুলো বুঝে নিতে পারবেন।



বাংলা Unicode Fonts:



ইউনিকোডে বাংলা লেখতে হলে আপনার কিছু ইউনিকোড ফন্ট লাগবে। এগুলো সরাসরি Free Download করতে এই Link এ চলে যান... এবং একটা একটা করে Download করুন। অথবা আমি আগেই সব গুলো Download করে রেখেছি এই Link থেকে সবগুলো একসাথে Download করুন।



Overall Rating: জোস্ B-):D:) !:#P =p~





পরিশিষ্ট:



আমি মূলত সা. ইন Blogger সাইফুর এর এই পোষ্টটি দেখে Inspired হয়ে লিখেছি। B-) কোন বিষয় ভূল ভাবে উস্থাপনা করা হলে বলবেন ঠিক করে নিব।



=============================================

Update: (বিজয় দিবস ২০০৮)



অভ্র ফোনেটিক এবং Fixed Layout এ যুক্তক্ষর লেখার নিয়ম সম্পর্কে Blogger দের মন্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আপনি যদি "অভ্র" এর নতুন User হন তবে অনুগ্রহ পূর্বক পুড়োটা পড়ুন আশাকরি আপনার উপকারে আসবে।



=============================================

মন্তব্য ৫৮ টি রেটিং +২৫/-১

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১০

শিবলী বলেছেন: সামুতে যেই স্টাইলে লেখি । তেমন ভাবে লেখা যাবে এইটা দিয়ে?
আমার এইটা দরকার

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আবার জিগায় :) ভাই অভ্র বস্। এটা দিয়ে যে কোন ওয়েবেই বাংলা লেখতে পারবেন। এমন কি যেখানে বিজয় সাপোর্ট করে না সেখানেও। তবে আপনি একটু Keyboard Layout টা দেখে নিবেন। কয়েকটা Key বাজারে যে বিজয় কি বোর্ড পাওয়া যায় তা থেকে ভিন্ন।

২| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৬

বিডি আইডল বলেছেন: eta to kono somadan na...in build system e ki hoice..& this is not first time

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৬

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: নাই মামার চেয়ে কাঁনা মামা ভাল। :) ;) তবে আমার তো অভ্র কেই ভাল লাগে।

৩| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৬

জটিল বলেছেন: বেশ ভাল লিখেছেন , কিন্তু অভ্র কনভার্টার ইন্সটল করতে গিয়ে আমার আগের স্মুথ দেখা টা শেষ হয়ে গিয়েছে , বাংলা এখন সংস্কৃত এর মত দেখায় , অনলাইন নিউজ পেপার যেমন দেখায় সেরকম স্মুথ আবার কিভাবে ফেরত পাওয়া যাবে ?

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: লেখক বলেছেন: আপনার সমস্যাটা ঠিক বুঝলাম না। অভ্র কনভার্টার যতদুর জানি শুধু Non- Unicode এ লেখা Font গুলোকে Unicode এ Convert করে। সমস্যা হওয়ার কথা নয়। আর আপনি কি বাংলা Unicode Font গুলো Install করেছেন? আমি একটা zip file দিয়েছি। ওটাতে মোটামুটি সবগুলো আছে।

আর Smooth না দেখানো কারণ Maybe আপনার Browser এর Settings। কোন Browser Use করছেন বলবেন কি?

৪| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৯

আরিফুর রহমান বলেছেন: চমৎকার!

ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৬

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আপনাকেও ধন্যবাদ...:)

৫| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২২

শিবলী বলেছেন: না, আমি বলছি, ফোনেটিক এই সামু ব্লগে যেভাবে লিখি, সেম স্টাইলে সেভাবে লিখতে পার ব কি????
আমি অভ্র কিছুদিন ইউজ করে বাদ দিছি :( । কারন সামু বা আলু-র ফোনেটিকের মত করে লিখতে পারি না।
সেভাবে লেখার কোনো নিয়ম আছে?
যেমন-- শ +ি+ব+ল+ী = শিবলী
:(

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আসলে আমি ফোনেটিকে আতটা Expert নই। :( তবে অভ্র এর ফোনেটিক Layout টা দিয়ে দিলাম। দেখেন এক কিনা।





আর Phonetic এভাবে Select করবেন...


৬| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৪

জটিল বলেছেন: ব্রাউজার ফায়ারফক্স সব কিছুই আপডেটেড সেটিংস এও কোন চেঞ্জ নেই , কনভার্টার ইন্সটল এর সাথে সাথে বাংলা ঝাপসা হয়ে গিয়েছিল , ফন্টস ও ঠিক আছে আগের মতই , আন ইন্সটল করে সিস্টেম রিস্টোর করেছিলাম কাজ হয় নি , সব ব্রাউজার এই এক অবস্থা ই এক্সপ্লোরার এ একটু ভাল যা আমি কোনদিন ব্যাবহার করিনা ।

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৬

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আচ্ছা এই Link এ যেয়ে দেখেন তো কোন কাজ হয় কিনা।

http://www.somewhereinblog.net/banglasettings

আর অভ্র কনভার্টার Install করার কি কোন দরকার আছে? আপনি আভ্র কি-বোর্ড Install করুন।

IComplex কোথাও না পেলে এখান থেকে Download করুন...

৭| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪১

শিবলী বলেছেন: দেখুমনে আবার, এখন ঘুমাইতে যাই

:)

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ওকে....:)

৮| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৫

জটিল বলেছেন: দুটোই আগে ট্রাই করেছিলাম , কাজ হয়নি , ব্যাপার টা আর কি অনেকটা সোলাইমান লিপি ইন্সটল করার আগে যেরকম এবড়োথেবড়ো থাকে সেরকম অবস্থা । ফন্ট ফিক্সার দিয়ে আবার সব কিছু করেও কিছু হয়নি । সেই স্মুথ ফিল আর নাই বলে কষ্ট হয় :| icomplex দিয়েও কিছু হয়নি আগে ।

৯| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: দেখুন তো আমার আর আপনার Font Settings এক কিনা?



বড় করে দেখতে এখানে Click করুন..

আর সা. ইনে আমার বাংলা Font গুলো দেখুন। আমার তো সবই ঠিক আছে। আমি Windows XP SP3 Use করছি। আর Windows Setup এর সময় আমি সব Language Install করি।


১০| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩২

রাইডার বলেছেন: ভালো :)

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: কি অভ্র Use করেন নাকি? না করলে করে দেখেন.. :)

১১| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৮

জটিল বলেছেন: Proportional: Serif
Serif: ( solaimanlipi ) [ pore bangla dilam ]
Sans-Serif: ( solaimanlipi ) [ pore bangla dilam ]
Monospace: Mitra space টাইপ কিছু ছিল ,

ঘটনা হল আপনার বাংলা দেখা টা যেমন কোমল , আমার টা তেমন রুক্ষ দেখায় আর কি :| restart dei wait

১২| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৭

জটিল বলেছেন: হা হা , এবার একটা কাজ হইসে শুধু ব্রাউজার এর অংশের লাইন টুকু কোমল স্বভাবের আসে , আর ভেতরের পোস্টের লেখায় যে লাউ সেই কদু :)

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: একটা Print Screen দিয়ে ছবিটা দেন তো দেখি ব্যাপারটা কি। সমস্যা তো হওয়ার কথা না।..:(

১৩| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৬

জটিল বলেছেন: Click This Link

Click This Link

এই হচ্ছে অবস্থা :|

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: প্রথমে Browser এর Font Size বড় করেন। দেখেন ঠিক হয় কিনা। না হলে Control Panel এ গিয়ে "Regional And Language Option" যেয়ে "Languages" Tab এ দেখেন "Supplemental Language Support" এ এশিয়ান ভাষা গুলো Install করা আছে কিনা। না থাকলে Windows XP CD দিয়ে Install করুন। আর তাতেও যদি কাজ না হয় তবে Windows পুনোরায় Install করার সময় এই Option গুলো Check করে Install করবেন। ছবিটা দেখেন...




আর যদি কোন কিছুতেই কোন কাজ না হয় তবে এইটা Download করে দেখতে পারেন। এটা Microsoft কতৃক Windows XP এর জন্য বাংলা ভাষা। যদিও এটা Indian বাংলা Edition। তবে কাজ হলে সমস্যা কোথায়?

আর এত কিছুতেও কাজ না হলে সোজা File Backup রেখে Windows Reinstall করেন। পারলে Untouched Windows Xp SP3 টা ব্যবহার করেন। SP3 যদি না পান তবে বলেন Link দিন কিনা?


Microsoft Windows XP বাংলা (ইন্ডিয়া) Download করতে হলে..

১৪| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৩

নুশেরা বলেছেন: জটিলভায়া, অপনাপাঠক ফন্টকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন :)

১৫| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৩

নুশেরা বলেছেন: প্রেতাত্মা-কে অভিবাদন। দারুণ কাজ।

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪১

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: জেনে খুশি হলাম...

১৬| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

জটিল বলেছেন: @ নুশেরা , ঐ ফন্ট নাই তো সুতন্বী বাংলা দিয়েও ট্রাই মারসিলাম :| হয়নাই

১৭| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

নুশেরা বলেছেন: @জটিল- অপনালোহিত ফন্টের কথা বলতে চেয়েছিলাম। (অপনাপাঠক ওসিআর)।

১৮| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২১

জটিল বলেছেন: গত ১০ মাস সমস্যা করেনি এবার যে কি হল , ফন্ট টা নেই , তাই নামাচ্ছি দেখা যাক কি হয় ।

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: Font টার Link এটা..

Click This Link

আমি যে Zip ফাইল Link দিয়েছি ওটাতে এটা সহ সব গুলোই আছে। আবার দিলাম..

http://www.megashare.com/523281

১৯| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪১

টুশকি বলেছেন: আমি অভ্র ফোনেটিক দিয়ে লেখতে গেলে কেন জানি সব অক্ষর একটা আরেকটার সাথে অটোমেটিক লেগে জোড়া শব্দ হয়ে যায়....এটা কেন হয়?

১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০১

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: যদিও আমি Phonetic এ Expert না। তবু যত দুর দেখেছি কোন সমস্যা হয়নি। আপনি অভ্রের ফোনেটিক Layout কি মিলিয়ে দেখেছেন?
অভ্রের Layout টা এ রকম...



তবে আপনি একটা কাজ করতে পারেন। প্রথমে Tools And Option থেকে Options.. এ যান..



তারপর Avro Phonetic আপশনে যেয়ে দেখুন Auto Correction Enable করা আছে কিনা। না থাকলে Enable করুন।




Auto Correction যদি Enable না থাকে তবে আপনি যদি English এ "amra" লেখেন তবে বাংলায় "আম্রা" হবে। কেননা অভ্র ফোনেটিকে "আমারা" এর সঠিক ইংরেজী শব্দ হচ্ছে "am`ra"। ব্যাপারটা বুঝতে পেরেছেন?


তবে এইভাবে বিষয়টা পরিবর্তন করতে পারেন...

যেমন অভ্র Phonetic এ English এ "doe" লেখলে বাংলায় "দএ" হওয়ার কথা। আর "দই" লেখতে গেলে English এ "d`i" দিতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করলেই অভ্রতে "Auto Correct Entries.." এ নিজের মত করে দিতে পারেন। প্রথমে "Replace" এ স্থলে "doe" লিখুন। পরে "With" এর স্থানে "‌d`i" লিখুন। "Add/Uptade" দিয়ে Save করুন। পরে দেখতে পাবেন English এ "doe" লিখলে বাংলায় "দএ" এর পরিবর্তে "দই" হচ্ছে।

ছবি....





বড় করে দেখতে হলে..


পরিবর্তনের পরে....




দেখুন কাজ হয় কিনা।...:)

২০| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৯

মনজুরুল হক বলেছেন: দরকারি।প্রিয়তে রাখলাম।ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫১

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আপনাকে ধন্যবাদ। :) :D

২১| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:১৪

জটিল বলেছেন: Thanks man , শেষ পর্যন্ত যদিও কোন লাভ হয়নি তারপরেও অনেক কষ্ট করলেন , @ < সাইন টা কে দেখি O এর মাঝে বাংলা ২ =p~
যাইহোক , ধন্যবাদ আপনাকে :)

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৪৯

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: যাই হোক কি আর করা। Maybe আপনার Luck খারাপ। :( তবে Microsoft এর বাংলা Version টা করেছেন? ওটা তে তো সমস্যা হবার কথা না।

২২| ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২১

টুশকি বলেছেন: হচ্ছে হচ্ছে হচ্ছে !!!
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আহ এখন বাংলা লেখা যাবে আবার অভ্র দিয়ে

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: যাক একজনের উপকার করতে পারলাম তাহলে। :) :D আপনাকেও ধন্যবাদ। লিখুন অভ্র দিয়েই বাংলা লিখুন। B-)

২৩| ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪

জেরী বলেছেন: আমি ফোনেটিকে ভালো করে লিখতে পারি। এখন চেষ্ঠা করছি......ঠিক মতন হয় কিনা।

১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: OK Try করুন। :)

২৪| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৭

অতিথি_পথিক_মানুষ বলেছেন: চড়ি ৷উপড়ের লিনকগুলা ভুল,আশল লিনক নিচেরডা...

"ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে...


"ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন...


"ম্যাজিক সফটওয়্যার"-৩#CD/DVD ROM এর Plate কথা শুনবে এক ক্লিকে...

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আমি Already পোষ্ট গুলো দেখেছি। আর Software গুলো Download ও করেছি। যাই হোক ধন্যবাদ। আর উপরের পোষ্টটাতে Link ভূল থাকায় মুছে দিলাম।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৬

অরণ্য আনাম বলেছেন: আমি ব্যবহার করা শুরু করেছি। কিন্তু সমস্যা হচ্ছে, বিজয় নাই ওটাতে। ইউনিজয় দিয়ে লিখতে গেলে সমস্যা হচ্ছে। কোন উপায় থাকলে জানাবেন।



প্রিয়তে রাখলাম

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ভাই আপনি কি হুবহু আমার দেওয়া পদ্ধতিতে Install করেছেন? দেখুন একটা দুইটা অক্ষর ছাড়া বিজয় আর UniBijoy মধ্যে কোন পার্থক্য নেই। আপনি আমার এই পোষ্টটি একটু কষ্ট করে পড়ুন। এই পোষ্টে একটি Layout দেওয়া আছে (শেষের দিকে) যেটা হুবহু বাজারে মোস্তফা জব্বারের যে KeyBoard পাওয়া যায় তার অনুরূপ।

Layout টা Download করতে... Link Broken হলে বলবেন নতুন একটা দিয়ে দিব... :)

পোষ্টটা পড়লে Layout টা কিভাবে Use করবেন তা বুঝতে পারবেন। আর পোষ্টটিতে Omicron Lab এর কিছু Help File আছে ( যেটা আপনার অভ্র Installed Folder এও আছে, সাধারন Location: C:Program FilesAvro Keyboard ) সময় নিয়ে পড়ে দেখুন তাহলে অভ্র সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


ধন্যবাদ। আর বিজয় দিবসের শুভেচ্ছা..... :) !:#P

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আর হ্যাঁ আ-কার, এ-কার নিয়ে যে সমস্যাটা হচ্ছে, মনে করে দেখুন তো আপনি Install করার সময় Typing Method এ Old Style নাকি Modern Style বেছে নিয়ে ছিলেন?



যদি Old Style বেছে নেন তবে "কেমন" লিখতেঃ ে + ক + ম+ ন

আর Modern Style হলেঃ ক + ে + ম + ন

সমস্যা নেই। আপনি ইচ্ছা করলেই Option টা পরিবর্তন করতে পারেন। Tools And Options এ যান।



এখন Options... সিলেক্ট করে Advance Options এ যান...



এবার আপনার পছন্দের Style এর জন্য Radio Button সিলেক্ট করে OK দিন। ব্যাস হয়ে গেল। :)

আর আরও সহজ ভাবে করতে গেলে এই ছবিটি লক্ষ করুন...

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩

চেরাগ আলী বলেছেন: বিজয় আর ইনিবিজয়ের কীবোর্ড ফাংশান একরকম, শুধু ই-কার, এ-কার, ও-কার ... এবং এই জাতীয় কিছু ক্ষেত্রে গতানুগতিক বিজয় ফর্ম্যাটে যেভাবে টাইপ করেন সেভাবে না করে একটু ভিন্ন ভাবে যেমনঃ
আমি শোকাহত

আ ম (এখন ই-কার দেবেন) শ (এখন ও-কার) কা হত ...

বিজয়ে ই-কার, এ-কার, ও-কার অক্ষরের আগে, এখানে পরে। আরেকটা ছোট্ট সমস্যা, কিছু যুক্তাক্ষর আছে, (যেমন বিষ্ণু, ব্রহ্মান্ড) এসবের ষ্ণ হ্ম আপনাকে অভ্র বার এর মাউস আইকনে ক্লিক করে লিস্ট থেকে বসাতে হবে।

আরেকটা টিপ্ - (হসন্তের ব্যাবহার) আপনি যদি লেখতে চান লিফ্‌ট, ওটা হয়ে যা লিফ্ট তাই না? খুব সোজা, হসন্ত প্রয়েগ করতে চাইলে একবারের জায়গায় দু-বার হসন্ত টাইপ করবেন।

অভ্র আমি সেই প্রথম থেকে ব্যাবহার করছি এবং দারু এনজয় করছি। আশা করছি সাবলীল হয়ে গেলে আপনিও এনজয় করবেন।

১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২৮

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:

ষ্ণ লিখতেঃ ষ + ্ + ণ

হ্ম লিখতেঃ হ + ্ + ম


অভ্র দিয়ে যুক্তাক্ষর কিভাবে লেখতে হয় দিয়ে দিলাম... :) যদিও Help File এ সব আছে...



বড় করে দেখতে...



বড় করে দেখতে .....




বড় করে দেখতে .....



বড় করে দেখতে .....



বড় করে দেখতে .....




বড় করে দেখতে .....



বড় করে দেখতে .....

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১৭

প্রতারিত পুরুষ বলেছেন: দরকারি পোস্ট।শোকেজে রাখলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: Thanks :)

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৬

সিউল রায়হান বলেছেন: "সফল" লিখতে চাইলে আমাকে লিখতে হবে: স + ` + ফ + ` + ল

অনেক ভেজাল :(

যুক্তবর্ণ কম লিখি আমরা.......একক বর্ণই বেশি লিখি........ ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল...........

কোনভাবে টগল করে নেয়া যায়না ??? মানে যুক্তবর্ণ পরে হবে, আগে একক বর্ণ আসবে.......

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: লেখক বলেছেন: সফল লিখতে তো এত ঝামেল হবার কথা না। :) আমি তো ইউনিজয় Layout এ অভ্র দিয়ে এভাবে লিখি...

স+ফ+ল ( n + R + V) = সফল

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫২

মোতাব্বির কাগু বলেছেন: ৎ কৈ

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ইউনিজয় Layout এ "ৎ" Shift + 7 দিলে আসবে। নিচে ইউনিজয়ের Layout আবার দিলাম। :)



বড় করে দেখতে


বিজয়কে হালকা Edit করে ইউনিজয় করা হয়েছে। :D বিজয় আবার মোস্তফা জব্বারের Copy Righted কিনা।;) আপনি ইচ্ছা করলে অভ্র Layout Editor ( C:Program FilesAvro Keyboard ; ফোল্ডারে) দিয়ে সহজেই Key গুলো Change করে বাজারে পাওয়া বিজয় কি-বোর্ডের মত করে নিতে পারবেন। খুবই সহজ। :) আর সমস্যা হলে আমাকে বলবেন আমি আমার Edit করা Layout টা আপনাকে দিয়ে দিব। :)

৩০| ২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৭

প্রবালাহমেদ বলেছেন: সামুর ফোনেটিক কী বোর্ডটা অভ্র কী বোর্ডের চেয়ে অনেক ভাল। কিন্তু সফটওয়্যার হিসেবে অভ্র চমৎকার। কোন ভাবে সামুর কীবোর্ডটা অভ্রতে ব্যবহার করা যায় না ?

৩১| ১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:২৯

রণদীপম বসু বলেছেন: ওয়েবে সরাসরি বাংলা ইউনিকোডে লিখতে অভ্র ছাড়া আর কোনো সফ্টঅয়ার আছে কিনা আমার জানা নেই। আমি এটাই ব্যবহার করি তখন।
আপনার পোস্ট উপস্থাপনটা চমৎকার হয়েছে। প্রিয়তে রাখলাম। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১২:৩০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ। :D

৩২| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৫

সাইফ ইমাম বলেছেন: অভ্র জোস!! আমি অভ্রই ব্যবহার করি।

৩৩| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫

তিসান বলেছেন: চমৎকার একটি পোস্ট পড়ে ভাল লাগল। লেখককে অসংখ্য ধন্যবাদ। আমি ল্যাপটপ থেকে ঁ টা লিখতে পারছিনা যদি একটু ধারনা দিতেন..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.