নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Why me..

মৃত্যুই মুক্তি হলে জীবন কেন

মৃত হাসানের প্রেতাত্মা

অস্তিত্বকে না.....

মৃত হাসানের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

Yahoo! Messenger এ বাংলায় Chat করুন...

১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩১



Yahoo! Messenger এ বাংলা লেখা যায় এটা অনেকেই জানেন। তবু্ও যারা জানেন না তাদের জন্য এই পোষ্টটি। Yahoo! Messenger 9 সিরিজের শুরু থেকেই আমি এই Option টা পেয়েছি। নতুন Yahoo! Messenger গুলোতে Unicode Supported হওয়ায় এগুলোতে খুব সহজেই বাংলা লেখা যায়। আসলে Chatting এ আমার অত বেশি Interest না থাকায় পূর্বের Version গুলোতে এই Option আছে কিনা আমার ঠিক জানা নেই। তবে কেউ Try করে দেখতে পারেন। কাজ হলেও হতে পারে। :D



আমি বাংলা লেখার এই পদ্ধতি মূলত Yahoo Messenger 9 এর Beta Version 9.0.0.1389 থেকে 9.0.0.2018 তে ব্যবহার করেছি। খুবই সুন্দর ভাবে বাংলা লেখা যায়। নতুন Released হওয়া 9.0.0.2034 Version সময়ের অভাবে এখনও Download করা হয়নি। তবে আশাকরি কাজ হবে।



*************************************************

Update: নতুন Released হওয়া Beta Version 9.0.0.2034 তেও কাজ করবে। Blogger বিবর্তনবাদী কে ধন্যবাদ। আমি নিজেও Download করে দেখেছি। কাজ হয়। :) তবে Bug এর ব্যাপারে এখনই কিছু বলতে পারব না। :|



অনেকেই কিছু সমস্যার কথা বলেছেন। যেমন Yahoo! Hang (হ্যাং) হয়ে যাওয়া। এটা হতে পারে। Beta Version গুলোতে সাধারণত কিছু সমস্যা থাকে। Full Version বের না হ্ওয়া পর্যন্ত মনে হয় এই সমস্যার সমাধান হবে না। তাই বলে Full Version এর আশায় নিশ্চয়ই বাংলায় Chat করা বন্ধ করা যায় না। মাতৃভাষায় Chat করার আনন্দে একটু কষ্ট স্বীকার নিশ্চয়ই করা যায়। B-)আমি সবাই কে 9.0.0.1389 Version টা ব্যবহার করতে বলব। কারণ আমি এটাতে সবচেয়ে কম Bug এর মুখমুখি হয়েছি।

**************************************************



প্রথমে আপনাকে Yahoo Messenger 9 Download করতে হবে।

Download করার জন্য এই Link এ যান । কেননা এখানে Full Version পাবেন।







উল্লেখ্য লাল দাগ দেওয়া Version গুলো Try করা Better। কেননা এগুলোতে কাজ করার নিশ্চয়তা আমি দিচ্ছি। তবে অতি সাহসী হয়ে নতুন Beta Version টা Download করে দেখতে পারেন। ;) যদি কাজ করে তবে আমি, আপনি সবাই জানতে পাবে।



তবে আপনার কাছে যদি Yahoo! Messenger তবে নতুন Version Download করার আগে পুরনোটাতে একবার Try করে দেখতে পারেন।



যেভাবে শুরু করবেন....:



Yahoo Messenger থাকলেই বা নতুন করে Download করলে যে সাথে সাথেই বাংলা লেখতে পারবেন এ রকম ধারনা করলে একটু ভুল হবে। আপনাকে আর একটু কষ্ট করতে হবে। তবে মাতৃভাষায় Chat করার আনন্দে আশাকরি আপনি সহজেই এতটুকু কষ্ট করতে পারবেন।



প্রথমে আপনাকে অভ্র নামের একটি বাংলা Unicode লেখার Software Download করতে হবে। আর সাথে লাগবে কিছু বাংলা Unicode Fonts। অভ্র সম্পর্কে আরো জানতে হলে আমার এই পোষ্টটি পড়ুন..



অভ্র Download করতে... : Size - 10.7 MB



বাংলা Font সবগুলো এখানে... : Size - 3.70 MB



বাংলা Font পছন্দ আনুযায়ী...



অভ্র আর বাংলা Font গুলো Download করা হলে আপনি Yahoo Messenger এ বাংলা লেখতে মোটামুটি তৈরী। তবে একটা বিষয় যার সাথে Chat করবেন তার অবশ্যই বাংলা Unicode Font থাকতে হবে। আপনি এই পদ্ধতিতে তাকে একটি Font পাঠিয়ে দিতে পারেন।







অথবা তাকে আমার এই পোষ্টটি পড়তে বলতে পারেন। কিংবা Download Link টা দিতে পারেন। :P যদিও বাংলা Blogging এর যুগে কারোর কাছে বাংলা Unicode Font নেই এই ব্যাপারটা একটু হাস্যকর।





Yahoo তে কিছু কাজ...:



আপনি এখন প্রায় প্রস্তুত। এখন যার সাথে কথা বলবেন তার Messenger Window টা Open করুন। নিচের ছবিগুলোর ধাপ অনুযায়ী এগিয়ে যান বাংলায় Chat করার এক অনাবিন আনন্দের পথে। !:#P



০১. প্রথমে ইংরেজীতে Capital অক্ষরে লেখা "T" আইকনে Click করুন। কিছু Option পাবেন।







০২. "T" আইকনে Click করলে যে Option গুলো পাবেন তার মধ্যে "Fonts" ও "Fonts এর Size পরিবর্তন" করার বিষয় দুইটিই আপনার জন্য গুরুত্বপূর্ণ।







০৩. পাশের Button টিতে ( লাল দাগ দেওয়া ) Click করে Scroll করে "Bangla" নামক Font টি Select করুন। অন্য যে কোন Unicode Font হলে হবে তবে এইটাই Better। আপনি যদি আমার দেওয়া Font গুলো Download করে Install করে থাকেন ( যাকে বলা যায় Copy করে Control Panel এ গিয়ে Fonts Folder এ Paste করা) তবে আশাকরি পেয়ে যাবেন।







০৫. Font এর Size পরিবর্তন করুন। কেননা বাংলা অক্ষরগুলো ছোট হলে ভাল বোঝা যায় না। আমি বলব ১৪ থেকে ১৬ এর মধ্যে যে কোন একটি পছন্দ করতে। এগুলো মোটামুটি Stander Size।







০৬. এবার আপনার অভ্র Open করে "বাংলা" লেখার Option Select করে Yahoo Messenger এ বাংলা লিখুন। আপনি ইচ্ছা করলে Shortcut Key Select করে রাখতে পারেন। যেমন আমার ক্ষেত্রে, আমি "F8" Key চাপ দিলে বাংলা আর English এ সহজেই Switch করতে পারি। অভ্র এর ব্যাপারে দিক নির্দেশন এই পোষ্টে পাবেন...







০৭. মনের আনন্দে বাংলা লিখতে থাকুন....







এভাবে বাংলা আর English মিশিয়ে সহজেই Chat করতে পারেন...







০৮. এভাবে Room এ গিয়েও বাংলা লিখতে পারেন। তবে কিছু Bug এর মুখোমুখি হতে পারেন। :((/:)







০৯. আর বারবার Font বদলালো যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় হবে Default Font হিসেবে যে কোন বাংলা Unicode Font Select করে রাখতে পারেন। এইজন্য Yahoo! Messenger এর "Message" বার এ Click করে "Preference" Select করুন অথবা Ctrl + Shift + P চাপ দিন।







তারপর "Category" থেকে "Appearance" Select করে "Chance Fonts & Colors" Button এ Click করুন।









এরপর আপনার পছন্দ অনুযায়ী যে কোন বাংলা Unicode Font এবং তার Size Select করে OK দিন। তাহলে আপনাকে বারবার আর Font পরিবর্তন করতে হবে না। আর এভবে ভাল না লাগলে "Use Default" দিলেই সব আগের মত হয়ে যাবে।







( Blogger নাজিরুল হক কে ধন্যবাদ বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য..)





যাই হোক এখন থেকে বাংলায় Chat করুন। Ami লেখা বাদ দিয়ে আমি লেখার চেষ্টা করুন। আপনি ইচ্ছা করলে Phonetic এও বাংলা লিখতে পারবেন।



আর মোটামুটি একই ভাবে Windows Live Messenger এ বাংলায় Chat করতে পারবেন।....B-)







পরে এ বিষয়ে আলোচনা করব...:D



মন্তব্য ৮০ টি রেটিং +৪৩/-১

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪০

আরিফুর রহমান বলেছেন: আবারো থ্যাঙ্কস!

উপকারে আসলো।

১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ। বাংলায় Chat করা শুরু করে দেন তাহলে.....:)

২| ১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৪

মুকুট বলেছেন: ধইন্যা!

১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৫

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আপনাকেও....:D

৩| ১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৫

আরিফুর রহমান বলেছেন: আমি জিটকে অনেক আগে থেকেই করছি।
ইয়াহু ইউনিকোড ভার্সন বের করেছে জান্তাম না।

তবে সবাই শুরু করলে ব্যাপারটা প্রসার ঘটবে।

বাংলায় ইমেইল চালাচালিও বেশ চমকপ্রদ একটা ব্যাপার।

১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: হ্যাঁ ঠিক তাই। সবাই যদি শুরু করে বেশ ভাল হবে। আমিতো জানার পর থেকে সব সময়ই বাংলায় Chat করি। B-) Ami লিখলে কেমন জানি লাগে। :(

৪| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০১

রহস্য বলেছেন: প্লাসাইলাম।

১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ...:)

৫| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৪

আরিফুর রহমান বলেছেন: হম! বাংলিশ একটা অসহ্য ব্যাপার।

১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৫

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ঠিক বলেছেন...:D

৬| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১২

রাশেদ বলেছেন:
ইয়াহুর মেইন সাইট থেকেও তো ৯ ডিএল করা যায়।

৯+ অভ্র ডিএল+সোলায়মান লিপি বা সিয়াম রূপালি ফন্ট

http://www.vistaarc.com থেকে ফন্ট ফিক্সার ডিএল করে সোলায়মান লিপি বা সিয়ামরুপালি ফন্ট সিলেক্ট করলে আর কিছু করা লাগে না।
http://www.vistaarc.com/downloads/font-fixer/



অভ্র রান করে F12 আর বাংলা লেখা শুরু।

১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:২৫

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: Main Server থেকে Download করা যায় জানি। কিন্তু ওখান থকে করলে তো কয়েক KB এর একটা ছোট্ট ফাইল Download হবে। পরে যেটা Main Server থেকে Install করবে। File Hippo তে Full Version থাকে।


আমার কাছে F8 ভাল লাগে। :D

৭| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৬

পথিক মানিক বলেছেন: মেলা কিছু জানে সবাই ...... আর আমি ফাউ ........কিছু জানিনা .....ঊঁ.উঁ..উঁ...( আমি কান্দি )


তয় পোস্ট টা জব্বর অইচে।

১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ...:)

৮| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৫

নাঈম বলেছেন: প্রেতাত্মারাও আজকাল চ্যাট করে জান্তাম না :| :| :|

১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: হা: হা: পৃথিবী বদলাচ্ছে প্রেতাত্মারা কেন পিছিয়ে থাকবে? ;)

৯| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪

খোলা_আকাশ বলেছেন: আমি ৮-৯ মাস ধরে অভ্র ব্যাবহার করে ইয়াহুতে বাংলায় চ্যাট করছি।

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: খুবই ভাল কথা..:)

১০| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালা পুস্ট...........

ধইন্যাবাটা দিয়া পিলাচ..........;)

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ....:D

১১| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

নামহীনা বলেছেন: ফেভোরিট এ রাখলাম.. পরে টেষ্ট করবো।

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ওকে...B-)

১২| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪১

মামু বলেছেন: গত বচর তেকে বাংলায় চাট করতাচি...

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: খুবই ভাল কথা....

১৩| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: প্রেতাত্মা অনেক কামেল লুক :)
তয় বেটা মেলাদিনধৈরা বেবহার কর্তাছি (বাংলা সহ) :)

ইদানিং এক্টা প্রব হৈতাছে... সাইনআউট (Ctrl + D) চাপলে পিসি সুইদ্দা হাং হৈয়া যায়... :( ..

সমাধান আছে?

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: হ্যাঁ এই সমস্যাটা আমি 9.0.0.1912 Version এ Face করেছি। তবে Beta Version এর মধ্যে 9.0.0.1389 টাই আমার কাছে ভাল লেগেছে। তবে যেহেতু এগুলো এখনও Beta Version এ আছে কিছু সমস্যা তো হবেই। Final Released পর্যন্ত আপেক্ষা করতে পারেন। আশা করি তখন এ সমস্যা থাকবে না।

১৪| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১

বিবর্তনবাদী বলেছেন: আমি সেই মান্ধাতার আমল থেকে অভ্র ব্যবহার করি (অভ্র ৩)। তখন এটা দিয়ে সহজে বাংলায় চ্যাট করা যেত। কিন্তু আপডেট ভার্সন আসার পর থেকে আর করা যায় না, মিবো দিয়ে করতে হয়।

ইয়াহু বিটা ৯ দিয়ে কিছুদিন চ্যাট করেছিলাম। যদিও বাংলায় চ্যাটানো যায়, কিন্তু এতে অন্যান্য সমস্যা বোধ করি। প্রায়ই সাইন ইন করতে সমস্যা হত। বারবার করার পরে হঠাৎ একবারে সাইন ইন হত। তারপর আবার মাঝে মাঝে কেটে যাওয়া। এখন ইয়াহু ৮ ব্যবহার করি। লেটেস্টটা ডাউনলোড করছি। ব্যবহারের পরে মনে থাকলে জানিয়ে যাব।


পোস্টের জন্য ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: এটাতো Beta Version। আর বেটাতে সব সময়ই কোন না কোন সমস্যা থাকেই। Full Version আশাকরি এ এই সমস্যা থাকবে না।


আপনাকে ধন্যবাদ...:)

১৫| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

নাজিরুল হক বলেছেন: ডিফল্ট ফন্ট সেটিং এ গিয়ে সুলাইমানলিপি সিলেক্ট করলেই বার বার ফন্ট সিলেক্ট করার প্রয়োজন নেই।

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ভূলে গিয়েছিলাম। :#> ধন্যবাদ বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য। :) পোষ্ট Update করে দিয়েছি।

১৬| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫

বিবর্তনবাদী বলেছেন: সব চেয়ে নয়াটা নামাইলাম। ভালই চ্যাট করছি।

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০১

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আমিও নতুনটা Download করলাম। Install ও করেছি। না কোন সমস্যা এখনও পাইনি। যাই হোক পোষ্ট Update করে দিচ্ছি। :)

১৭| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮

ভাইরাস! বলেছেন: এই পোস্ট পড়ার পর ইয়াহু ৯ টা ইন্সটল করলাম কিন্তু হ্যাং করে গেলো দুইবার। ইয়াহু ৯ এর থিম গুলা খুবই কুতসিত।

১৮| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮

ভাইরাস! বলেছেন: পোস্টে +

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ..:)

১৯| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮

রাশেদ বলেছেন: ফন্ট চেঞ্জ করা ল্গবে কেনো? আমি তো চেঞ্জ না করেই করছি! কোনো সমস্যা হয় নাই। :|

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: হ্যা হয় Change না করলেও হয়। কিন্তু Font Change করলে বাংলা যতটা সুন্দর লাগে না করলে অতটা সুন্দর লাগে না। কেমন জানি বক্স বক্স মনে হয়। আর দুইটা শব্দের মাঝে ফাঁকা স্থান বেশি থাকে....

২০| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২০

ভাইরাস! বলেছেন: এফ১২ চাপলেইতো হয়, ফন্ট চেন্জ করাতো লাগেনা

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: F8 থাকলে কনিষ্ঠা আঙ্গুল এর Range এ মধ্যে, আর F12 থাকলে তর্জনী আঙ্গুল। আমি যতদুর জানি Forefinger সর্বদা Little Figure এর চেয়ে Strong। B-) আর Key Board এ F8 সবসময় F12 এর চেয়ে কাছে হয়। ;)

২১| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫

অক্ষর বলেছেন: আমি এফ৪ কৈরা নিছি, ফন্ট চেন্জ করা লাগে না

কিন্তু মাঝে মাঝে বাংলা ইউজ কর্তে গেলে হ্যাং করে

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: এই সমস্যাটা আমিও Face করেছি। এগুলো Beta Version তাই সমস্যা একটু থাকবেই। Full Version হলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। :) এই 9.0.0.1389 Version টা ব্যবহার করতে পারেন। আমি এটাতে মোটামুটি কম Bug পেয়েছি।

২২| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪২

রাশেদ বলেছেন: তাই নাকি! :|

২৩| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৪

ভাইরাস! বলেছেন: লেখক বলেছেন: F8 থাকলে কনিষ্ঠা আঙ্গুল এর Range এ মধ্যে, আর F12 থাকলে তর্জনী আঙ্গুল। আমি যতদুর জানি Forefinger সর্বদা Little Figure এর চেয়ে Strong। আর Key Board এ F8 সবসময় F12 এর চেয়ে কাছে হয়।


টাইপিং দুই ধরনের, touch typing যেটা কিবোর্ডের দিকে না তাকিয়ে আঙ্গুলের স্পর্শ এবং পজিশন দিয়ে অক্ষর বুঝে টাইপ কার আর আরেক টা হল hunt and pick typing যাতে অক্ষর খুজে টাইপ করা হয়।
একমাত্র প্রফেশনাল টাইপিস্ট ছাড়া টাচ টাইপিং জানা লোকের সংখ্যা হাতে গোনা। অধিকাংশ ইউজা হান্ট এন্ড পিক পদ্ধতিতেই টাইপ করে।
আর হান্ট এন্ড পিক টাইপিং এ F12 , F এর চেয়ে খুজে পাওয়া সহজ কারন এটা সবার শেষে অবস্হিত।

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: হা: হা: আপনি দেখি বিষয়টা Seriously নিয়েছেন। :) ভাই এটাতো Personal Preference। আমার Key Board এ J থেকে F12 এর দূরত্ব 15 cm। আর J থেকে F8 এর দূরত্ব 8 cm। যদি Forefinger না পারে তবে Middle Figure কিন্তু ঠিকই পারবে। :) :D

২৪| ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৫

ভাইরাস! বলেছেন: F = F8 হবে

২৫| ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৫

সাইফুর বলেছেন: যারা জানে না..তাদের জন্য গ্রেট পোষ্ট.. উপকারী পোষ্ট
পোষ্টে: +

১২ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ...:)

২৬| ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৮

সাইফুর বলেছেন: ইয়াহু মেইল নতুনটা....(আগেরটা না) তে কিন্তু বাংলায় চ্যাট করা যায়...
তবে আপনি এরকম পোষ্ট দিতে থাকুন..অনেকের উপকারে আসবে

১২ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: দেখি চেষ্টা করব..:D

২৭| ১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৯

ঝুমী বলেছেন: হুমম্...ভালো লিখেছেন। তাই + দিলাম।:)

যদিও আপনি আমার ব্লগে গিয়ে ২বার ঘুরে এসেছেন কোনো কমেন্ট না দিয়েই। আবার -ও দিয়ে আসেন বোধহয়!!! /:)

১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ..:D


হ্যাঁ। এই দুইটা পোষ্ট পড়তে...

০১. রম্যঃ ভোকাল টোন
০২. রম্য: জাদু

মন্তব্য কি করতেই হবে? :#>

" রম্যঃ ভোকাল টোন" এ মাইনাস দিয়েছি। কি করব হাসি আসেনি যে.....:(


২৮| ১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৫

মোসতফা মনির সৌরভ বলেছেন: টেকি পোস্টগুলো ভাল হয়। চলুক

১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ....:)

২৯| ১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

রিজভী বলেছেন: +

১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: :)

৩০| ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১২

বাপ্পাদিত্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ +

১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আপনাকেও...:)

৩১| ২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২১

খোন্দকার আজাদ বলেছেন: +

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ...

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯

নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: বিরাট এক গোছা ধইন্যাপাতা...

০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: Thank You...:)

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১

রূপক  বলেছেন: হুমম......ভালো পোষ্ট...........যারা জানে না তাদের খুব কাজে আসবে..... +

০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: সেটাই আমার বক্তব্য যারা জানে না তাদের কাজে আসবে। ধন্যবাদ। :)

৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৪

অরণ্য আনাম বলেছেন: আমার কাছে ইউনিকোডে লেখার উপায় আছে, সেখানে লিখে কপি করে প্যাস্ট করে বাংলা চ্যাট করতাম। আপনারে দেয়া পদ্ধতিটি আমার কাজকে অরো বেশি সহজ করে দিল।

ধন্যবাদ আপনাকে।

১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং সাথে বিজয় দিবসের শুভেচ্ছা। :)

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯

সুমন আজাদ বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। তবে, বর্ণনাটা বেশী বড় হয়ে গেলো।

৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ছবি দিয়েছি তো তাই এত বড়। ধন্যবাদ। :)

৩৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮

ইমির বলেছেন: ভালো লাগলো

৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ। :)

৩৭| ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪

ডিমওয়ালা বলেছেন: আমি একটা চ্যাট এর প্রোগ্রাম খাড়া করছি।
অভ্র লাগেনা, ফোনেটিক কায়দায় চ্যাট করা যায়।
আপনারা চেষ্টা করে দেখতে পারেন
চাপাবাজি ডট কম
http://www.chapabazi.com/
ধন্যবাদ

৩৮| ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭

ডিমওয়ালা বলেছেন: ও আরো একটা হলো বাংলা ইমেইল
http://www.emailbangla.com/
এখানেও একই ঘটনা, কোনো কিছু ইনস্টল করা লাগবেনা।
তবে এটা ঠিক যে ইউনিকোড উপযোগি ব্রাউজার লাগবে।
সেটা না থাকলে ফন্ট ডাউনলোড করে নিলেই হবে।

খুব খুশি হবো যদি আপনে দুইটাই ব্যাবহার করে আপনের মতামত লিখতেন।

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১

জেমিনি বলেছেন: দারুন হয়েছে। :) ঠানকু ঠানকু আজকেই ট্রাই করব

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৫

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ :)

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৭

জেমিনি বলেছেন: অভ্র না থাকলে লেখা যাবেনা?? :( আমি বিজয় ব্যবহার করি

৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮

রাহাত বশীর বলেছেন: আমি অভ্র ব্যবহার করি, কিন্তু হয়াহুতে ব্যবহারের জন্য আরাফাত ভাইয়ের দেয়া একটা লিংক (ত্রীভূজ প্যাড) ব্যবহার করতাম এতোদিন। যাই হোক সরাসরি লেখাগেলেতো খুব-ই ভাল। ধন্যবাদ

৪২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৮

সপ্নচারী_ বলেছেন: প্লাস

৪৩| ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩২

বুলবুল আহমেদ পান্না বলেছেন: গুগলটক এ বাংলা লেখমু ক্যামনে?

৪৪| ২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০১

মিটুল বলেছেন: ইয়াহু ৯ এর আগেই ইয়াহু ইমেইলের মধ্যে যে চ্যাট রয়েছে তা দিয়ে বাংলায় অভ্র বা ইউনিজয় দিয়ে অনেক আগেই শুরু করেছি।

৪৫| ১৫ ই জুন, ২০০৯ সকাল ১১:১৭

সিটিজি৪বিডি বলেছেন: উপকারে আসবে।

৪৬| ১০ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৩

সজল বস বলেছেন: +++++++ ও প্রিয়তে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.