নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঝোর ধারা

মৃত্যুঞ্জয়

মৃত্যুঞ্জয় › বিস্তারিত পোস্টঃ

এক্সেস করুন যে কোন ব্লকড সাইটে ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

বর্তমানে আমাদের দেশে বেশ কিছু সাইট ব্লক করা আছে, কিন্তু টেকি ভাইরা কি বসে আছে বা বসে আছেন কি কোন নিউজ চ্যানেল, তারা ঠিকই এক্সেস করছেন ইউ টিউবের মত আরও অনেক সাইটে। তো আমরা কেন পিছিয়ে থাকবো??



আমি প্রায়ই টরেন্ট সাইটে ঢুকি মুভি ডাউনলোড করতে, তো Kat.ph সাইটে ঢুকতে আমার ঝামেলা হচ্ছিল, তাই খুঁজতে খুঁজতে একটা সাইট খুঁজে পেলাম যা আপনার সাইটটিতে আপনাকে রি-ডাইরেক্ট করবে ।



সাইটটি হচ্ছে



http://anonymouse.org/anonwww.html



হ্যাপি ব্লগিং ;)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

রেজোওয়ানা বলেছেন: খালি মাথায় কুবুদ্ধি না? /:)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মৃত্যুঞ্জয় বলেছেন: আপি ভালো আছেন?

আপি কুবুদ্ধিনা :( আপনি তো জানেন আরা মুভি পাগল পুলাপান এখন যেখান থেকে মুভি ডাউনলোড দিবো সেই জায়গাটাতেও যদি সমস্যা হয় তাইলে তো আমরা মাঠে নামবই। আর আমরা যদি হাত লাগাই তাইলে তো জানেন কাজ না উদ্ধার হওয়া পর্যন্ত ক্ষান্ত হইনা। তার মানে হইয়ে ছাড়ি।

বাজে অভ্যাসের মধ্যে হচ্ছে দেশের জন্য দরদ উথলে উঠে তখন কিছু পাগলা পোষ্ট দেই।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

ইথান মাহমুদ বলেছেন: ভালো না।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মৃত্যুঞ্জয় বলেছেন: কেন খারাপ কিসে?? :( :(

অবশ্য আপনার হাতে ভালো অপশন থাকতে পারে।

আমার কাজ চলে যাচ্ছে, আমি খুশী :)

ধন্যবাদ

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

লিন্‌কিন পার্ক বলেছেন:

kat.ph এর সমস্যা কি ?? আমিও ঢুকতে পারি না

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মৃত্যুঞ্জয় বলেছেন: এর সমস্যা যে কি তা আমি এই কদিনে খুঁজে বের করতে পারিনি। তবে যা বুঝেছি তা হচ্ছে আমাদের DNS Server এর IP।

যদিও আমি পরিবর্তন করে দেখিনি। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের কয়েকজন আছে যারা ল্যান্ড লাইন ব্যবহার করে তাদের kat এ ঢুকতে সমস্যা হয়না।

আবার কিছু কিছু জায়গায় বলা আছে .ph কে country code ধরে browser search করছে তাই খুঁজে পাচ্ছে না। আমি কোনটাতেই না গিয়ে রিডাইরেক্ট করার চিন্তা করলাম, যার যার প্রবলেম নিয়ে তারা থাক আমি আমারটা সমাধান করে ফেল্লুম।
ঠিক করেছিনা কি বলেন ;)

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

ইথান মাহমুদ বলেছেন: ভালো না ই কারণে যে বার বার এটা ক্যাপচা কোড চাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মৃত্যুঞ্জয় বলেছেন: :( :( :(

খুবই দুঃখিত। আর একটি অপশন আছে। Google এ Search দিন

"surf web anonymously" এরপর ইচ্ছে মত সাইট থেকে বেছে নিন আপনার Proxy Server কে

আমি আর একটি দেখলাম
http://www.sitesurf.net/

হ্যাপি ব্লগিং :)

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

ইথান মাহমুদ বলেছেন: Try করে দেখি। ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মৃত্যুঞ্জয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.