![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশু জবাই আর কুরবানী (Sacrifice) কি একই ব্যাপার?
যদি তাই হয় তাহলে মাংস বিক্রেতারা সারা বছরই কুরবানী দিয়ে থাকেন।
যদি তা না হয় তাহলে কেন আমরা কুরবানীর আগে ডীপ ফ্রীজ কেনার জন্য স্টেডিয়াম মার্কেটে, ওয়ালটন, সিংগার আর স্যামসাংয়ের শোরুম গুলোতে পদধুলি দেই?
পাশের বাড়ীর কুদ্দুস সাহেবের সাথে কেন পাল্লা দিয়ে এবার আরেকটু বড় দেখে গরু কিনি?
কেন ৭ লাখ টাকা দিয়ে গরু কিনে সেই গরুর সামনে দাড়িয়ে বিভিন্ন এ্যাংগেলে তোলা সেলফিগুলো ফেসবুক ওয়ালে নয়তো সংবাদপত্রের হাতে তুলে দেই?
কুরবানীর হুকুম আহকামের তোয়াক্কা না করেই কসাইকে দিয়ে গরু জবাই করার জন্য মরিয়া হই?
গরুর পেটটা কোনোমতে কেটে কলিজা আর গুর্দাটুকু কেন সর্বাগ্রে রন্ধনশালায় প্রেরণ করি?
কুরবানী দিয়েই মাংসটুকু কোনোমতে গেইটের ভিতরে নিয়ে গেইট বন্ধ করে দেই?
মসজিদের ইমামের সাথে দেখা হলেই কেন তাকে প্রশ্ন করি যে কুরবানীর মাংস একা একা খাওয়া জায়েজ কিনা?
আমরা কি আসলেই কুরবানী দেই নাকি কসাইদের মতো শুধু জবাই ই করি?
©somewhere in net ltd.