![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি শিশু বড় একটা পৃথিবী নিয়ে জন্মায়। তার পৃথিবীতে বাবা-মা, ভাই-বোন ছাড়াও মামা-খালা, চাচা-ফুফু, কাজিন সবাই অন্তর্ভুক্ত। ইচ্ছে হলেই মামা বাড়ী, দাদা বাড়ী, ফুফুর বাড়ী, খালার বাড়ী বেড়াতে যাওয়া। মানুষ বড় হওয়ার সাথে সাথে তার সেই পৃথিবীটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। দুরত্ব বাড়তে থাকে মামা বাড়ী, দাদা বাড়ী, ফুফুর বাড়ী, খালার বাড়ীর পথের। হারিয়ে যেতে থাকে কাছের মানুষগুলো। এক সময় নিজের পরিবারটাই হয় তার পৃথিবী। সময়ের পরিক্রমায় সেটাও সংকুচিত হয়; সন্তানরা গড়ে তাদের নিজ নিজ সংসার। অবশেষে দুই বুড়ো-বুড়ির ক্ষুদ্র পৃথিবী। ভাগ্যের নির্মম পরিহাসে এই ক্ষুদ্র পৃথিবীটা একদিন আরো ক্ষুদ্রতর হয়ে অবশিষ্ট থাকে শুধু নি:শেষ হওয়ার জন্য দিন গোনা। এভাবেই প্রতিদিন পরিসমাপ্তি ঘটে বড় বড় পৃথিবী গুলোর।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
আদর্শ সৈনিক বলেছেন: ওহ আচ্ছা জানলাম। এসব কথা আগেও জানতাম অবশ্য। থাঙ্কিউ।
কোটি কোটি ধন্যবাদ পোস্টটি লেখার জন্য। খুবই কৃতজ্ঞ বোধ করছি। অশেষ ধন্যবাদ। মাশ আল্লাহ সুন্দর হইছে, কিপিটাপ । আমরা আছি আপনার সাথে। আবারো ধন্যবাদ ।