![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীব খেরা'র একটা বইতে পড়েছিলাম যে, দক্ষিন ভারতে বানর শিকারের জন্য ছোট মুখ ওয়ালা একটা স্বচ্ছ কাঁচের বইয়াম টাইপের কিছুুতে সামান্য কিছু বাদাম রেখে বনের মাঝে রেখে দেয়; বানরেরা ঐ বাদামের লোভে ছোট মুখ দিয়ে হাত ঢুকিয়ে দেয়। পরে বাদাম সহ মুঠোবদ্ধ হাত আর বের করতে পারেনা। লোভের কারনে তারা বাদামও ছাড়েনা আর হাত ও বের করতে পারেনা। অবশেষে তারা শিকারীর হাতে ধরা পরে।
আমাদের জীবনেও এরকম কিছু বাদাম টাইপের ব্যাপার আছে। আমরা না পারি ছাড়তে না পারি নিজেকে মুক্ত করতে। এই কারনে আমাদের জীবনে অনেক চমৎকার কিছু সুযোগ হারিয়ে ফেলি...........
©somewhere in net ltd.