নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
ওরা নতুন করে প্রেরণা দিল কলমচালাবার
পরাজয়টা যদি মিথ্যাই হবে-
তবে রক্তপাত কেনো ?
ঢেউতোলা লাল সবুজের পতাকা
এতটা নড়বড়ে নয় , ওরা জানে ।
হাজারজিহ্বা গর্জাচ্ছে ,ওরা জানে ।
বাংলাদেশ , বলবীর্যের বাংলা ,ওরা জানে ।
পদ্মার তীরে সিঁদুরে জবা ফোটে , ওরা জানে ।
টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গাঢ় সবুজ চোখ মেলে , ওরা জানে ।
তাই এতো-
রক্তকলমের প্রতিবাদ একই রাস্তায় এগুচ্ছে ।
ভয় নেই ওদের
কূর্ণিশ যারা শহীদ ভূমিকায় ;
ভাষাআন্দোলন ,একাত্তর মিথ্যা নয় ,ওরা জানে ।
চলবে নিষ্কম্প রাজপথ বাংলায়-
মুখ ও চোখের শপথ ;
অগ্নি ও ঝাপটাবাতাসের পদধ্বনি
গোলামী ,গোলাম হয়ে থাকবে না , ওরা জানে…
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
গেম চেঞ্জার বলেছেন: কলম সৈনিকদের প্রাণে এ কবিতা দোলা দিয়ে যাবে, কোন সন্দেহ নেই। ভাললাগা রেখে গেলুম, দাদা!
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: স্বাধীন সাহিত্যকে যারা ভয় পায় তারা জানেনা নজরুলের বিদ্রোহী কবিতা ইংরেজদের গদী কেঁপে ওঠেছিল মনে রাখবা পৃথিবীতে যত ক্রাইসেস আসবে সাহিত্য তত বলিষ্ঠ হবে ,প্রতিবাদি হবে
কলম, জ্ঞানীর জন্য , অস্ত্র শোসকের জন্য
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
অগ্নি সারথি বলেছেন: কলম সৈনিকদের জন্য সংগ্রামী শুভ কামনা।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: স্বাধীন সাহিত্যকে যারা ভয় পায় তারা জানেনা নজরুলের বিদ্রোহী কবিতা ইংরেজদের গদী কেঁপে ওঠেছিল । মনে রাখবা পৃথিবীতে যত ক্রাইসেস আসবে স্বাধীত তত বলিষ্ঠ হবে ,প্রতিবাদি হবে
কলম জ্ঞানীর জন্য , অস্ত্র শোসকের জন্য
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আসুক ঝড় তবু নেই ডর
ভেঙ্গে যাবো না বলেই
সেজেছি কলমের যাদুকর ......
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন: এটাই তো কলম যোদ্ধার ধর্ম । নজরুল বারবার ইংরেজের দ্বারা অত্যাচারিত হত , তবু কিন্তু ইংরেজের বিরুদ্ধে কলম চালিয়ে গিয়েছেন কলম সেই অস্ত্র, তাকে ধ্বংস করতে কোন অস্ত্রই আজও তৈরি হয়নি ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
টেকনাব -টেকনাফ হবে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: বাড়ি পশ্চিমবঙ্গ , যা উচ্চারণ করেছি ,তাই লিখেছি।।।।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
গোধুলী রঙ বলেছেন: কবিতা সুন্দর হইছে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ তোমাকে মতামত জানাবার জন্য
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সাগর দাশ ৭১ বলেছেন: হ্যা
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: সুন্দর বিজয়ের কবিতা ভাইয়া। কিন্তু অনেক বানান ভুল আছে। সেসব ঠিক করে দিলে আরও সুন্দর হবে।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০
বাংলার ফেসবুক বলেছেন: পদ্মার তীরে সিঁদুরে জবা ফোটে , ওরা জানে ।
টেকনাব থেকে তেঁতুলিয়ায় গাঢ় সবুজ চোখ মেলে , ওরা জানে ।