নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
বাতাসে কবর খুড়ি
মেঘ থেকে খসে পড়ে শরৎ
হাঁটতে শেখায় পায়ে পায়ে একটি পথ
ভোরের স্বপ্ন ঝরঝরে তরতরে
বৃষ্টি হয়ে খুলে যায় তোমার পাশাপাশি ।
আমার সঙ্গে তুমি
মেঘের ফাঁকে জলের নদী টুপটাপ
ঝলসানো মন তবুও প্রতীক্ষা
ঘড়ির কাঁটা হেঁটে চলে
সময় আসার পিছুপিছু……
শেষ পর্যন্ত তুমি এলে
সমস্ত উৎসবকে বুকের মধ্যে স্বপ্ন করে
তোমার স্বপ্নর একটা শোবার জায়গা
সময় আসার খেলা
দরজা ধরে আটকায় মুখোমুখি দুজনকে ।
আমরা দুজনই দুজনার যৌনতা খুঁজি
জড়িয়ে ধরি, ঠোঁটের মধ্যে ঠোঁট নেই
তোমার থুতু চরম সুধায় সুস্বাদে
মিশে যায় আমার মুখের ভিতর
তোমার জিহ্বার উত্তাপ; নিবিড়
আত্মসমর্পন শেখায় অনুবিক্ষন দূরত্বে
এরপর… আমার টোটাল চোখের মধ্যে
শুধু তুমি কাঁচের জলে নূপুর হয়ে বেজে ওঠো
অন্ধকার ভ্রূণে বীজ রোপন করি
সূর্যের ছায়া আল্পনা পাশাপাশি
রক্ত আলোর সমুদ্রে ঘুম ভাঙ্গে নীলনক্ষত্রের
নীলপুরুষের হাতের মুঠোয় ধরে থাকা স্তন
মুখে পোরে , নিস্তল সোনালী জিব খেলে
তোমার শরীরর ভেঙ্গে চুরে
পাখি জন্মায়
শিশু কবিতার পাপড়ি ওড়ায়
'ভালবাসার…অন্ধদুপুরে লুকিয়ে থাকো 'তুমি''
আমার অবুঝ শরীরের ঘাম থলিতে
আমার নাস্তিকতা অস্বীকার্য কফিন
হাতের মুঠোয় লজ্জা পায়→
অমান্য ধর্মসংস্কার
তবুও তোমাকে সিঁদুর পড়ায়
অবৈধ কে বৈধ করতে ৷
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
দেবজ্যোতিকাজল বলেছেন: মতামত জানানোর জন্য "তোমাকে ধন্যবাদ রইল " ভালো থেকো
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার কবিতার জন্য
দেবজ্যোতিকাজলকে
অসংখ্য ধন্যবাদ
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও ধন্যবাদ সকালবেলার শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
প্রামানিক বলেছেন: আমার অবুঝ শরীরের ঘাম থলিতে
আমার নাস্তিকতা অস্বীকার্য কফিন
হাতের মুঠোয় লজ্জা পায়→
অমান্য ধর্মসংস্কার
তবুও তোমাকে সিঁদুর পড়ায়
অবৈধ কে বৈধ করতে ৷
চমৎকার কাব্য কথা। খুব ভাল লাগল।