নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
মৌলবাদ যে শুধু বহু প্রাণের হত্যার মধ্য দিয়েই প্রতিফলিত হয় এমন ধারণা করলে তা মস্তবড় ভুল হবে । মৌলবাদ আসলে একটা দর্শন । নেতির দর্শন । আরও একবার রবিবার সেটি বুঝিয়ে ছাড়লেন কেরলের সুন্নি নেতা । 'মহিলাদের কাজ শুধু সন্তানের জন্ম দেওয়া 'এই কথার মধ্যেই গোঁড়া দর্শনের গোড়ার কথাটা লুকিয়ে রয়েছে । অবশ্য বেশ কয়েক মাস আগে ,ভারতের জনতা পাটির গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্য যোগী আদিত্য নাথ বলেন , হিন্দুদের অন্তত চারজন সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানান ।সঙ্গে সুর মেলান হিন্দু পরিষদ নেতা চম্পত রাই ।
যাই হোক । বিভাজনই শুধু নয় , সভ্যতার থেকে বহুযোজন পিছিয়ে নিয়ে যাওয়াই যেখানে লক্ষ্য ।
মৌলবাদীদের মূল ভয় শিক্ষা এবং সভ্যতাকে নিয়েই । তাদের পরাজয়ের বীজ যে শিক্ষার মধ্যেই লুকিয়ে রয়েছে । একথা মৌলবাদীদের চেয়ে বেশিভাল কেউ বোঝে না ।
অতএব আলো না অন্ধকার , শিক্ষা না কুসংস্কার , সভ্যতা না আদিমমুখিনতা -এই তিন মন্ত্র নিয়েই বিশ্বব্যাপী গোঁড়া মৌলবাদীদের ভাবনা চিন্তার জগৎ । এই ভাবনার মূল আঘাতটাই জরুরি ।
মৌলবাদের মোকাবিলার গোড়ার পথ এটাই ।
তথ্য সূত্র-আনন্দবাজার
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
দেবজ্যোতিকাজল বলেছেন: তা হলে তুমি লেখাটা ঠিকঠাক মন দিয়ে পড়নি
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
মঞ্জু রানী সরকার বলেছেন: আলো না অন্ধকার , শিক্ষা না কুসংস্কার , সভ্যতা না আদিমমুখিনতা -এই তিন মন্ত্র নিয়েই বিশ্বব্যাপী গোঁড়া মৌলবাদীদের ভাবনা চিন্তার জগৎ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
দেবজ্যোতিকাজল বলেছেন: মহিলাদের কথা বলার সময় এসেছে । নিজের মতামত জানান । পুরুষরা ধর্মের আইন তখনই ভাঙ্গেন , যখন পুরুষরা কেচিকলে পরেন ।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
গেম চেঞ্জার বলেছেন: হেডলাইনের সাথে লেখার অভিষ্ট ভাবের সামঞ্জস্য পাইনি। আর মৌলবাদের প্রতিরোধ অত্যাবশ্যক।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: হেডলাইন এমন হওয়া উচিৎ যাতে মূললেখা পড়ার আগ্রহ বাড়ায় ।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
জনাব জব্বর বলেছেন: যন্ত্র বিকল হয়ে গেলে মেরামত করবে কি উপায়ে সেইটা খুতবায় বলেছে?
মাবুদ রে!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইলভালো থাকবে
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩
জনাব জব্বর বলেছেন: কপাল আর কি!
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
নামহীন বিপ্লবী বলেছেন: মৌলবাদ বলতে কি বুঝিয়েছেন আমি বুঝিনি। নিকের সাথে তাল মিলিয়ে বলছিঃ আমি সত্যি একজন বিপ্লবী চেতনায় উজ্জীবিত একজন মানুষ হতে চাইছি। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তার উপর পড়াশুনা করছি। গত কয়েকদিন ধরে চে আর তার বিপ্লবের সাধনা নিয়ে প্রচুর অধ্যয়ন করেছি। একজন মুসলিম হিসেবে ইসলামী বিপ্লব আমার স্বপ্ন। তবে ব্যাপারটা সব বিপ্লবের চেয়ে জটিল হবে সন্দেহ। নেই। যদি আপনার পোস্টের কথার সাথে তাল মিলিয়ে মৌলবাদ মানে ইসলাম বুঝিয়ে থাকেন তবে আমার আপত্তি আছে। এখন যাদের দেখছেন তারা বেশীর ভাগই নামে মুসলিম কামে না। ডা জাকির নায়েক এর মতেঃ ইসলাম নামক সুন্দর গাড়িটি ভাল এটা বুঝতে হলে ইসলামকেই জানতে হবে। বর্তমানের মুসলিম নামক অযোগ্য ড্রাইভার দেখে বিচার করএল ইসলামকে চেনা যাবে না ---------------
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রথমে বলব লেখাটা ভাল করে পড় ।।
মৌলবাদ কথাটা ধর্মের সাথে জড়িত ,তবে নিদৃষ্ট কোন ধর্মের সাথে নয় ।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *যে কোন ধর্মাশ্রয়ী মৌলবাদী বা কুসংস্কারবাদীদের বিপক্ষে অমৌল বা সুসংস্কারবাদীদের করনীয় হলো নিজ নিজ বংশের বা আয়ত্বের আগামী প্রজন্মদের মানবিক তথা নিরপেক্ষ শিক্ষায় শিক্ষিত করা ।*
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: শিক্ষাই পারে মৌলবাদের পাকে থামিয়ে দিতে
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
রাবেয়া রাহীম বলেছেন: আমার মতে মৌল বাদ কোন ধর্মেরই সৃষ্টি নয়, ধর্ম কে পুঁজি করে কিছু স্বার্থবাদী মহল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মৌল বাদ কে প্রতিষ্ঠিত করতে চায় । নারীর মর্যাদা সব ধর্মেই আছে । হিন্দুদের বেশীর ভাগ দেবী নারী। ইসলাম ধর্মে মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত বলা হয়েছে । তাই মৌল বাদ ধর্মের সৃষ্টি এ কথা আমি মান তে পারছিনা ।
লেখা টা আরও বেশী ডিটেইল হলে ভাল লাগত । বিষয়ের উপর খুব ছোট মনে হোল ।
শুভেচ্ছা লেখক কে ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ধর্মে কিন্তু বৌকে পিটাবার কথাও লেখা আছে ।
ধর্মে কিন্তু নারীর সন্তান না হলে ছেড়ে দেওয়ার কথাও আছে
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭
প্রামানিক বলেছেন: অতএব আলো না অন্ধকার , শিক্ষা না কুসংস্কার , সভ্যতা না আদিমমুখিনতা -এই তিন মন্ত্র নিয়েই বিশ্বব্যাপী গোঁড়া মৌলবাদীদের ভাবনা চিন্তার জগৎ । এই ভাবনার মূল আঘাতটাই জরুরি ।
কথাগুলো খুব ভাল লাগল। ধন্যবাদ
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ তোমার মননশীল চিন্তাভাবনাকে
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: আপনি কিসের পক্ষে,,,,,,,???