নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
গো-শূকোরের মাংস
ক্ষুধার্ত ফেলামেন্ট বিদ্যুৎ খোঁজে
খোঁজে যেমন ভাত
শূকোর-গোরু বড়কথা নয়
বেইমানরা রাজনীতি খোঁজে
ধর্ম চিবিয়ে ছোবলা হলো
রসহীন একপশলা পুরোটাই
সে যে দেহমিলন
যাকে তোরা অবৈধ বলিস
বৈধজীবনের খাদ্যাঅভ্যাস ২০১৫
ভাত দেরে বেইমানেরজাত ,ভাত দে
নর-জাতপাত
•••••••••••
এই ছিল-কি কথা !
সবাই যখন ছুঁটছে আর ছুঁটছে
আমাকে দাঁড়িয়ে রেখেছিস মধ্যরাত্রিতে
কাল হয়ে ছুঁড়ে দিলি কুর্ত্তারবাচ্চারা
সরি , তুই তো আবার বেইমানের বাচ্চা ।
জাতটা একবার খেয়ে দেখ
কি চরমসুস্বাদু গো-শূকোরের মত
ধর্ম গিললে বদহজম হবে
তারচে , ভাত দেরে বেইমানের বাচ্চারা ,ভাত দে
প্রতিমা-ভাংচুর
••••••••••••
এবার গুরুপাক ঘটাব ।
সময় যত গড়াচ্ছে , কালহয়েছে কান্না
কী ঘটচ্ছে ! শুরু হয়েছে স্বতন্ত্র অধ্যায়
রাস্তা তো রাস্তাই
অস্ফুট রাস্তায় ফিরে আসুক যুগ ।
নদীটা পেরিয়েছে যে পথে
চাল চূলোহীন, হীন জাতির গন্তব্যে
স্লিপিং ব্যাগ থাকলে
দেবতাদের ঘুমিয়ে রাখতাম ;
তবে বেশ হতো বর্বরতা ,তাই না ?
যাকে আঁকড়ে ধরে কাঁদি-হাসি-সাহস পায়
ইঁদুর-বেড়ালে ধরে খাস
ভেংগে যায় একটা সভ্যতা , সমাজ
দুহাজার পনরোতেযদি এসব ঘটে
তবে ক্ষিধে মিটবে কবে ?
ভাত দেরে ,বেইমানের জাত ,ভাত দে ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬
শুভ্র বিকেল বলেছেন: যারা প্রতিমা ভাংচুর করে আর যারা গরু খাওয়ার দোষে মানুষ হত্যা করে এরা কেউই ধার্মিক নন। ধর্মকে পুজি করে ব্যবসা করে, রাজনীতি করে। সমস্বরে আমাদের সবার এদের প্রতিবাদ করা উচিত। যদিও আমাদের অনেক সাধারণ মানুষ খুশি হয় স্বগোত্রীয় মানুষের এইসব বীরত্ব দেখে।
অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি ঠিক জায়গাটা ধরেছ । কিন্তু কি করবে বল ,এই নিয়েই থাকতে হবে । আমরা ত সংখ্যায় নগন্য । লেখার মধ্য ও বুদ্ধিজীবির মধ্যে তবুও প্রতিবাদ আছে কিন্তু বাংলাদেশে সেটুকু নেই
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি ঠিক জায়গাটা ধরেছ । কিন্তু কি করবে বল ,এই নিয়েই থাকতে হবে । আমরা ত সংখ্যায় নগন্য । লেখার মধ্য ও বুদ্ধিজীবির মধ্যে তবুও প্রতিবাদ আছে ভারতে কিন্তু বাংলাদেশে সেটুকু নেই
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
কল্লোল পথিক বলেছেন: খাসা কবিতা লিখেছেন মশাই।