নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
নার্সিসাস চোখে
আজও কেন বেঁচে আছি
তা তুমিই সবচেয়ে ভালো বলতে পারবে
লিপস্টিক আইলাইনার
ফেসওয়াশ
ফেসপাউডার
নেলফাইল
সানস্ক্রিম
টিভি-র বিজ্ঞাপনে ছিল
পুজো স্পেশাল জন্মদিন
ভ্যালেনটাইন ডে
আমাদের অঘোষিত-
ম্যারেজ ডে-তে রক্তাক্ত হোমাগ্নি
আমার দেওয়া উপহার ছিল
সোনাতন দুপুরে কাঁকড়ময় মেঘের
উল্টো দিকে তোমার
কলঙ্কিত বিজ্ঞাপন
আমার বাঁ-হাতের আঙুল
জুড়ে রয়ে গেল
আজও এ সত্য বহমান স্থবিরতা
তোমার ড্রেসিং টেবিলের আয়নায়
দৃশ্যমান হয়ে থাকা-
এলোমেলো টিপের পাতায়
তুমি তোমার
আঁচে ঝলসে দিলে ধূপ গন্ধে
আমার ঠোঁট, চিবুক,
লোমশ বুক
তারপর…..শিশ্নচুম্বন….
তোমার নিথর
ঠোঁটে নীল নক্ষত্রের পারফিউম
সমুদ্র ফেনায় ফেনায় মুগ্ধ সময়
ভিক্ষা দাও বিষ ছোবলে
জীবন থেকে জীবনের
দৌরাত্ম্যে যেতে যেতে
যার বিভায় প্লাবিত হয়ে
সমস্ত পৃথিবীকে যে ,
তুচ্ছ ভাবতে পারে
মৃত্যু আমন্ত্রণে তাকে….
কোন ভালোবাসা মুগ্ধ
করেছে
উপচে পড়া থৈ থৈ বুকে
তা তুমিই
সবচে ভালো বলতে পারবে….
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল তোমাকে
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
নেক্সাস বলেছেন: অসাধারণ। চমৎকার দাদা।
সমস্ত পৃথিবীকে যে
তুচ্ছ ভাবতে পারে
মৃত্যু আমন্ত্রণে তাকে….
কোন ভালোবাসা মুগ্ধ
করেছে
উপচে পড়া থৈ থৈ বুকে
তা তুমিই
সবচে ভালো বলতে পারবে…
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
সুমন কর বলেছেন: কিছু কিছু লাইন ভালো লেগেছে। বাকিটা মোটামুটি।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: এটা কবিতার বৈশিষ্ট
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
সুলতানা রহমান বলেছেন: শেষ অংশ বেশি ভাল।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: কতটা ভাল???আমার বয়স যখন 25 তখন লিখেছি কবিতা ।এখন 40+
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২৫ এর কবিতা !
ভালোই তো !!!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! একবারে খাসা হয়েছে মশাই
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... একদম কবিতার মতো!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা কঠিন হচ্ছে, আধুনিকতম হচ্ছে; আমি এখনো পড়ে যাচ্ছি মধুসুদন দত্তকে; আমি কি অনেক পেছনে পড়ে যাচ্ছি!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: : পিছনটা ইতিহাস আর বর্তমানটা জীবনভুলে গেলে তো পিছিয়েই পড়বে মাইকেল যেমন সত্য জয় গোস্বামীও সত্য আধুনিককে মেনে নিয়ে সামনে এগিয়ে যাও…………
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: পিছনটা ইতিহাস আর বর্তমানটা জীবন ভুলে গেলে তো পিছিয়েই পড়বে । মাইকেল যেমন সত্য জয় গোস্বামীও সত্য ।আধুনিককে মেনে নিয়ে সামনে এগিয়ে যাও…………
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এত ক্ষোভ এত ঝাঁজ এত দীর্ঘশ্বাস স্মৃতির ঘুর্ণিঝড়-শেষে একটিই প্রশ্ন,,,.উত্তর কি মিলবে এ জীবনে ? অত্যাধুনিক...চমৎকার,কবিরা যতদুর এগিয়েছে-পাঠকরা ততদুর এগোয় নি,তবু এগিয়ে যেতেই হবে । পাঠকরা একদিন পিছনে ছুটবেই ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: এগিয়ে যাওয়া মানুষের পিছনে ছুটতে হবে
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
জনম দাসী বলেছেন: মানুষের পেছনে ছোটা নয় বাবা... মানুষ যেন তোমার পেছনে ছুটে সেই মানুষ হওয়া চাই। ভাল লাগার সাথে দোয়া রেখে গেলাম অনেক অনেক অনেক...
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি কে মা
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর বিজ্ঞাপন।
ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।