নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
বিভিন্ন ধর্মে পর্বতের ভূমিকা ও হাস্যকর ইতিহাস
গল্পের গরু গাছে ওঠে । এই হাস্যকর উদাহরণ সবধর্মের জন্যই উপযোগী । আসুন তবে যেনে নেই কি সেই রহস্যের পর্বত উপসনা ।
পুরাকালে পর্বত এক সাংঘাতিক জয়গা । পার্বত্য উপত্যকাতে তথাকথিত দেবগণ তাঁদের বিশেষ বিমানে উঠা নামা করতেন । হিন্দুদের ভূমি ছিল হিমালয় , চৈনিকদের কুঙলুঙ , রেড ইণ্ডীয়দের সান্তা পর্বত , হিব্রুদের সদাপ্রভু থাকেন সিয়ন পর্বতে , অলিম্পাস পর্বতে ছিলো গ্রি্রিসিয় দেবতাদের দূর্গ ।আর হযরত মহম্মদ হিরা পর্বতের গুহায় বসে ধ্যান করেন ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪
দেবজ্যোতিকাজল বলেছেন: এত জায়গা থাকতে ধর্মগুরুরা পাহাড় বেছে নিল কেনো?
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮
সালাউদ্দীন কবির বলেছেন: গুহা থেকেই ধর্মের আগাছা জন্মে
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২
দেবজ্যোতিকাজল বলেছেন: জন্মটা যেখানেই হোক ,কৌতুহলটা শেষ পর্যন্ত পাহারে এসে ঠেকেছে ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
সজিব্90 বলেছেন: পবর্তের দেশে জন্ম নিলে পবর্তেই তো উঠবে ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বুঝলাম না
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৭
নতুন বলেছেন: গৌতম বুদ্ধা, মুহাম্মদ সা: ধ্যান করতে গাছের নিচে, হেরা গুহায় যাওয়াটা কি ভাবে হাস্যকর হইলো??
গৌতম বুদ্ধা, মুহাম্মদ সা: এর ফিলোসফি কি এতো ই হাস্যকর?
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: গৌতম বুদ্ধ নাস্তিক ছিলেন । মহম্মদ সা সম্পর্কে আমি কিছু জানিনা ।
গৌতমবুদ্ধ ঈশ্বর প্রাপ্তির জন্য জন্য ধ্যান করেন নি ।
আমার কোতুহল ধর্মগুরুরা পর্বত বেছে নিলেন কেনো ?
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: এত জায়গা থাকতে ধর্মগুরুরা পাহাড় বেছে নিল কেনো?
ভেবে বুঝে তারপরে হাসুন,,,আগেই হাস্যকর বলছেন কেনো???
আপনার হাসাটাই হাস্যকর।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১১
অভ্রনীল হৃদয় বলেছেন: সেখানে তাদের ধ্যানমগ্ন হতে বোধহয় বিশেষ সুবিধা হতো। তাই এমন জায়গার স্মরণাপন্ন হতো।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: হিন্দুরা বিশ্বাস করতেন হিমালয়ে দেবদেবিদের আড্ডা । হিমালয় বিজয়ের পর সেই সত্যটা জানাগেছে মিথ্যা
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
shiponblog বলেছেন: গৌতম বুদ্ধ নাস্তিক ছিলেন । মহম্মদ সা সম্পর্কে আমি কিছু জানিনা ।
গৌতমবুদ্ধ ঈশ্বর প্রাপ্তির জন্য জন্য ধ্যান করেন নি ।
আমার কোতুহল ধর্মগুরুরা পর্বত বেছে নিলেন কেনো।
এতে হাসাহাসির কি হইলো?
জানতাম পাগলেরা কারন ছাড়াই হাসে।
আজ আবার প্রমান পেলাম।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার কারণটা বোঝাও ,তারপর তোমাকে চালাক ভাবা যাবে ।কেননা আমার লেখাটার ব্যাখ্যা দেই দিয়নি ।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
আদরসারািদন বলেছেন: যে কোন কিছু গভীরভাবে চিন্তা করতে হলে আপনাকে নির্জন কোন জায়গা বেছে নিতে হবে। আর স্বভাবতই উনারা তাই করেছেন।
অ:ট: আপনার উর্বর মস্তিক্স কি দ্বারা গঠিত..! তাহা চিন্তা করিয়া তো আমারই হাসি পাইতেছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: তখন সারা পৃথিবীটাই নির্জন ছিল ।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
খোলা মনের কথা বলেছেন: নদী বা সাগরে ডুব মেরে ধ্যান করা উচিত ছিল তাই না??? নিন্দুকের কাজ নিন্দা করা সেটা হোক ভাল হোক খারাপ, নিন্দা তাদের করতেই হবে। কার কোথায় কতটুকু ফুটো আছে সেটা দায়িত্ব নিয়ে অবশ্যই বের করতে হবে কিন্তু!!!!
পুরান পাগলে ভাত পাই না নতুন পাগলের আমদানি।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: কারণটা ধর্ম পুস্তকে পড়ার পর আমাকে পাগল বললে খুশি হতাম ।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
চৌধুরী ইপ্তি বলেছেন: ধর্মের ব্যাপারটা অ্যাকচুয়েলি ধার্মিকদের মনের ও প্রাণের ব্যাপার। আমরা যারা ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারি আমাদের উচিত না তাদের নিয়ে ট্রল করা। তা যতই বোগাসস হোক।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: তা হলে সতীদাহ প্রথা , বাল্যবিবাহ প্রথা কি কখনও ওঠতো ? নাকি এমনি এমনি ওঠে গেল । মৌলবাদীদের প্রশ্রয় দিবেন না , খাওয়া হাগা ছাড়া আর কোন কাজ থাকবে না ।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ন টানের কি মহিমারে বাবা!!!
বেশ বেশ! এভাবেই নিজের অপূর্ণ জ্ঞান নিয়ে সবাই যদি বড়াই করে হাসাহাসি শুরু করে জ্ঞানীরাতো পর্বতেই লূকাবে নয়!
কারণ জ্ঞানই বলে- মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম। কারণ তার বোধ, বুদ্ধি চেতনা উন্নত। আর মূর্খ বন্ধু এরাকম হাসাহাসি করেই নিজের মূর্খতার প্রমাণ দেয়!
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
তাল পাখা বলেছেন: 'ধর্মের গোরু গাছে ওঠ।'
এ রকম কিছু শব্দ, বাক্য, কথাই চাপাতির জন্ম দেয়।
অন্যের মন্দ খোজার আগে নিজের নিজের অবস্থানটা যাচাই করে নিন।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রকৃত ধার্মিকরা হিংসার পথে যায় না ।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: গৌতম বুদ্ধ নাস্তিক ছিলেন । মহম্মদ সা সম্পর্কে আমি কিছু জানিনা ।
গৌতমবুদ্ধ ঈশ্বর প্রাপ্তির জন্য জন্য ধ্যান করেন নি ।
আমার কোতুহল ধর্মগুরুরা পর্বত বেছে নিলেন কেনো ?
দাদা নিজ`নে বসে ধ্যান করার মাঝে খারাপ কি আছে?
গৌতম বুদ্ধা নাস্তিক ছিলেন তিনি সৃস্টিকতার বিষয়ে কোন প্রশ্নের উত্তর দেয়নাই। কারন তার মনে হয়েছে এই বিষয়ে চিন্তাকার চেয়ে মানুষের জীবন নিয়ে চিন্তা করা উচিত। উনার ফিলোসফি কি খারাপ?
মোহাম্মাদ সা: এর সম্পকে না জেনেই তাকে নিয়ে মন্তব্য করা কতটুকু জ্ঞানী মানুষের কাজ?
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
দেবজ্যোতিকাজল বলেছেন: মহম্মদ সা সম্পর্কে আমি তো কিছু লিখিনি ।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
নতুন বলেছেন: আর হযরত মহম্মদ হিরা পর্বতের গুহায় বসে ধ্যান করেন ।
এটাও তোমার কাছে হাস্যকর এবং ধর্মের গোরু গাছে ওঠে টাইপের মধে পরে।
দুনিয়াতে যত ধম`গুরু এসেছে তারা সবাই মানুষের উপকারের চিন্তাই করেছে। তারা মানবজাতীর ভাল চেয়েছে। তাদের ধ্যান করা কখনোই হাস্যকর না।
তাদের অনুসারীরা সেই ধম`কে বিভিন্ন ভাবে নিজেদের সাথে` ব্যবহার করে সেটাকে বত`মানে হাস্যকর করেছে। তার জন্য এই সবাইকে একই ভাবে ধর্মের গোরু গাছে ওঠে টাইপের কথায় চিন্তা করা মনে হয় ঠিক না।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রথমেই বলি কোরান হাদীস দুটই পড়া আছে ।
পৃথিবীতে ঈশ্বর যদি একটা হয় ধর্মও একটা হবে ।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
নতুন বলেছেন: মহম্মদ সা সম্পর্কে আমি কিছু জানিনা ।
তাহলে কোরান/হাদীসে কি পড়লে?
আর যদি ১ ধম` বাদে সব ধম`ই ভুল হয় তবে বুদ্ধাকে কেন নাস্তিক বলছো?
হয়তো আসলেই কোন সৃস্টিকতা নেই! এবং গৌতম বুদ্ধাই ঠিক..
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: "সা" কথা লেখার জন্য আমি বুঝতে পারিনি ।
বুদ্ধ কোন ধর্ম প্রচার করেনি ।বুদ্ধ দর্শণ ছিল বুদ্ধের প্রচার । তবে বুদ্ধ মারার যাবার পর বুদ্ধ দর্শন বিকৃত হয় গেছে ।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
নতুন বলেছেন: সরি... এটা টাইপো হয়েছে...
আসলে মুহম্মদ সা: হবে.. ( সাল্লালাহ ু আলাইহি ওয়া সাল্লাম) রাসুলের নামের সাথে তার সম্মানে দুরুদ পড়া হয়...
তবে বুদ্ধ মারার যাবার পর বুদ্ধ দর্শন বিকৃত হয় গেছে ।
হুম এইটা একটা ঠিক কথা বলেছেন... সব ধমে`র প্রচারকের মৃত্যুর পরে মানুষ নিজের ব্যাক্ষাগুলি চালু করেছে তাতেই ধম`গুলির সমস্যা প্রকাশ পাচ্ছে...
তাই ধমের`র সমালোচনা করতে সমস্যা নাই কিন্তু সেটা অবশ্যই সম্মানের সাথেই করতে হবে... যৌক্তিক ভাবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
দেবজ্যোতিকাজল বলেছেন: পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে এটার সমলোচনা আছে । তাই সমলোচনার জবাব সমলোচনা দিয়েই দিতে হবে ,এটা জ্ঞানীর লক্ষণ ,যারা অন্যভাবে দেয় তারা ভুল করে । এই পৃথিবী কারু জন্য স্থায়ী ঠিকানা না । এই প্রকৃতি তোমাকে যতটুকু দিচ্ছে একজন খারাপ লোককেও ততটুকুই দিচ্ছে ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: ব্যাক্তি আর ধর্ম এক না ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫
গেম চেঞ্জার বলেছেন: হাস্যকর কিভাবে হলো ঠিক খুলে বলবেন না?