নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
****************************************************
রোদে আমার পিঠ পোড়ে ।
পিঠ পোড়ে , চোখ পোড়ে
রক্ত পোড়ে শ্বাসনালী পোড়ে ।
তখন আমি ছাদ খুঁজি ।ছায়া খুঁজি ।
বাবার তৈরি ছাদ বিক্রি হয়ে গেছে ।
মায়ের পাওয়া মাটিটা
ওরা পায়ের নীচ থেকে সরিয়ে নিয়েছে
শূন্যে ছিলাম । অক্সিজেনের অভাবে
জল থেকে জালে । তারপর ডাঙ্গায় ।
যারা মাঠে মাঠে চড়ে বেড়ায় । তাদের সঙ্গ খুঁজি ।
খুঁজে পাই । হারিয়েও যায় । জীবনটা জীবনই ।
দুদিকে গেলে , ফাঁকা থাকে গোল পোস্ট ।
এত ভ্যাজালে হাঁটতে ইচ্ছা করে না ।
জাপটে ধরতে রাগ হয় ।মেয়েদের নাম মনে রাখতে বিরক্তি আসে ।
ছেলেরা সমকামিতা পছন্দ করে না ।তাই……………, ছেলেদের নাম মনে রাখতে দরকার নেই অত ।
দায়বদ্ধতা নেই বলেই সমস্যা নেই ।
আমি একা । কা কা করে উড়ে বেড়ায় এ গাছ…ও গাছ
…তাই ক্লান্ত । উফ্ ! বাবা…এত পাখি থাকতে কাক ?
নোংরা ঘাটা পাখি !
মাথার মধ্যে মরণগুলি ।
তবুও তীরের ঘাঁয়ের মৃত্যু ভয় নেই । ব্যধ তো ওঠে গেছে ।
রামায়ণ মহাভারতের যুগ আর নেই , যুধিষ্ঠির টাইম খতম ।পেরিয়ে গেছে সময় ।
কিন্তু , তবু আমি মরব । কেউ আমাকে মারুক আমি চায় না ।কে শুনে কার কথা । কথা বলো ক্ষতি নেই । ভাল কথা আর সত্যি কথা বলতে সাহস লাগে । যেমন, গুলি খেতে সাহস লাগে ।
ঢাল তরওয়াল ওঠে গেছে । তাতে কি হয়েছে । চাপাতি এখন রাসায়নিক অস্ত্র ।
অস্ত্রের বিশ্বায়নে , চাপাতি মানায় না । ওরা মূর্খ , অস্ত্র চালাতে জানেনা । তাই ওরা নিরাস্ত্রমূর্খ ।
তবুও ওরা নিশ্চিত মৃত্যু চায় । যা শিক্ষিতরা চায়না ।
তাই ,আমি বুঝেগেছি । মৃত্যুর জন্য আর বুক পেতে থেকে লাভ নেই ।
তবুও আমি মরব ।
কেউ আমাকে মারুক ,আমি তা চায় না ।
ভেতর থেকে লিওনার্ড কোহেনের গান ভেসে আসে , ভেসে আসে জন লেনন ।আমি নিশ্চিত ওরা আমায় খুঁজচ্ছে । যেমন আমি খুজচ্ছি-মায়ের পাওয়া মাটির স্বাদ, বিক্রি হয়ে যাওয়া বাবার বাড়ি ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮
গেম চেঞ্জার বলেছেন: কবিতাটি পড়লুম দাদা।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
সুমন কর বলেছেন: শিরোনামে প্লীজ দেয়াটা ভালো লাগল না....[যদি এটা সাহায্য করার মতো পোস্ট হতো, তাহলে ভিন্ন কথা]
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: আমি হেডলাইন পড়ার আকর্ষণের জন্য ব্যবহার করি । পশ্চিমবঙ্গে এমন অনেক কবি আছেন তাঁরা কবিতার নামই দেয় না । এটা নাকি আধুনিক কবিতার ধারা । ফিরে এসো চাকা কবিতার বইটা পড় দেখবে এক দুই নম্বর দিয়ে কবিতা লিখে গেছে ।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
প্রামানিক বলেছেন: খুব সুন্দর কবিতা। ধন্যবাদ
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: হু । ভাল থাকবে
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৫
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা দারুণ ভালো লেগেছে...