নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবসের শুভেচ্ছা জানালাম পশ্চিমবঙ্গ বাসির পক্ষ থেকে-

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭



লাল সেলাম বিজয় দিবস
লাল সেলাম বিজয় দিবস
বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে শুভেচ্ছা ও সংগ্রামী জয়তু রইল ৷৷

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকেও!

বিজয়ের চেতনায় জেগে উঠুন- স্বাধীনতার স্বপ্নে! আত্মায়, স্বত্বায়, মনে মননে! :)

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:

ধন্যবাদ

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৩

কল্লোল পথিক বলেছেন: দাদা আপনারা কবে স্বাধীন হবেন?

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি কি মনে কর ভারত পরাধীন দেশ:D:D:D

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ কল্লোল পথিক ভাই-
তাদের সত্ত্বায় বাঙালীত্ব ২য় স্থানে! তারা আগে ভারতীয় পরে বাঙালী।।

স্বাধীনতার স্পৃহা, সাহস আর স্বপ্ন সবার জন্য নয়! ;)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারত বহুভাষীর দেশ ।একক অধিকার অগণতান্ত্রিক ।
তুমি আগে বাংলাদেশি না বাঙালী?
শুধু নিজের চিন্তা করলে ,ভারত পাকিস্থানের মত হয়ে যেতো ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেবজ্যোতি.. তুমি আমার কোনকালের বন্ধূ যে তুমি তুমি করছো!
আগে মিনিমাম কার্টিসি শেখো! মাইন্ড ইট!

আর বাংলাদেশী আর বাঙালিতে কোন তফাত নাই এই দেশে কারণ আমরা স্বাধীন।

কিন্তু আপনাদের মাঝে মাঝে নাকি কান্নায়ই প্রশ্নটা ওঠে।

ওপার ভারতের কতিপয় বাঙালী এপারে এসে ণ্যাকা কাঁদে ওপার বাংলা ওপার বাংলা বলে! সীমানা তুলে দেয়ার অর্থহীন বিলাপ করে অথচ মুরোদ নেই দিল্লির জিঞ্জির ছেড়ার
আসলৈ সেসব নাটকও তাদের অর্থ সার্থেই করে- কারণ এ দেশৈ আচৈ বিপুল পাঠক গোষ্ঠি! যারা বই কিনে পড়ে! তাই তাদের বানিজ্যের লোভেই যে কাঁদে তা বাঙালী বুজেও ইগনোর করে।

জানেন নিশ্চয়ই আদিতেও বাংলার আরেক নাম চির বুঘলকপুর। মানে বিদ্রোহের দেশ!
বাঙালী কোনকালেই মিনমিনে ছিল না। কিন্তু আপনারা ভারতের বাংলা অংম কেমন ক্লিব হয়ে গেছেন ৪৭এর পর থেকেই। তাই এতকথা।

ভারতে কি খূব ভাল গণতন্ত্রের চর্চা আছে?
কাশ্মীর সমস্যা আজ ৫০ বছরের উর্ধে সমাধান হয়না। নির্বাচারে মানবাধীকার লংঘিত হয় স্রেফ মুসলিমদের উপর!
আসামে কি অবস্থা?
পাঞ্জাবের ক্ষত তো দুজন রাষ্ট্র প্রধানের জীবন নিয়ে নিল!
নেপালের সাথে চলছে জটির অবস্থা!!

তো ভঅরত মহান বলার আগে নিজের পশ্চাত দেশে কাপড় ঠিকাছৈ কিনা দেখে নিন!

শুধূ মিডিয়া ক্যামোফ্লেজ দিয়ে! তো আর দারিদ্র, খৌলাস্থানে মলত্যাগ আর সাম্প্রদায়িকতার মতো বিশাল ক্ষত ঢাকা যায় না।!!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারত মহান । আবারও বললাম । জয় হিন্দ ।
দেশ থাকলে সমস্যা থাকবে । মানবিক ভারত নিশ্চয় তার সমাধান করবে ।
ভারত স্বাধিনতা পেয়েছিল 200 বছর পর ।
বিডি পেয়েছে 9 মাসে ।
আমার বাংলাদেশের প্রতি শ্রদ্ধাদেখানোটা যদি তোমার নাকি কান্না মনে হয় , তবে বলতে হবে গলদটা তোমার মধ্যে আমার মধ্যে না । তুমি অবুঝ তাই তোমার সাথে তর্ক করে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাইনা ।

জয় হিন্দ

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই গাড়ল!

কখন কোথায় বল্লাম শ্রদ্ধা দেখানো নাকি কান্না! ??????
মিথ্যা বলাতেও দেখী সেরাম পারদর্শী! আজিব!

আমি সেই সব ওপার বাংলার লেখক শিল্পীদের কথা বলেছি যারা নানা ছুতোয় এদেশে এলেই এপার ওপার বলে ন্যাকা কান্না করে। অথচ মুরোদ নেই স্বাধীন বাংলার স্বপ্ন দেখার! অবশ্য ১৯০৫ পাঁচেই তাদের পাঁচ পা চেনা হয়ে গেছে। তারপরও তারা সীমানা মুছে দাবার কথা বলে বলেই এত কথা।

আপনা ভব্যতা বোধ যে নিম্ম স্তরের আবারও তুমি তুমি বলে সেটা প্রমাণ দিলেন। আমারও ফালতু নষ্ট করার সময় নেই। তাই বাই!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন:
কিন্তু আপনাদের মাঝে মাঝে নাকি কান্নায়ই প্রশ্নটা ওঠে
ওপার ভারতের কতিপয় বাঙালী এপারে এসে ণ্যাকা কাঁদে ওপার বাংলা ওপার বাংলা বলে! সীমানা তুলে দেয়ার অর্থহীন বিলাপ করে-এই কথাগুলো কে বলেছে?
পশ্চিমবঙ্গ কে তোমার পরাধীন মনে হয় কেন?

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

paglakanai বলেছেন: আমি এই লেখক কে চিনি উনি বাংলাদেশ থেকে ভারত গেছেন প্রায় ২৫-৩০ বছর আগে। উনার বাড়ি শেরপুর বগুড়ায় ছিল.................

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

বিদগ্ধ বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে!
বাঙালিকে যারা চিনেছে, তারা কখনও প্রতারিত হয় নি।

শুভেচ্ছা.... দেবজ্যোতিকাজল :)

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

বিদগ্ধ বলেছেন:

@বিদ্রোহী ভৃগু ভায়া!!!!

আপনার
এই ভদ্রলোক বাংলাদেশকে ভালোবাসেন। এখানেই তার শেখড়! নিজের লোকের সাথে তর্ক করার কী দরকার :)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: শেখড় মানেটা বুঝলাম না

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

বিদগ্ধ বলেছেন: শব্দটি শেকড় হবে। দুঃখিত।

দেবজ্যোতিকাজল, আপনি কোন মন্তব্যে নিজের আদি নিবাসের কথা বলেছিলেন।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

দেবজ্যোতিকাজল বলেছেন: শব্দটা কি হতো?

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: 8-|

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: কেমন আছ?

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: আমি ভাল আছি । আপনি কেমন আছেন ? ইষ্টিশনে আর লিখছেন না ?

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: লিখি । কালই একটা লেখা পোস্ট করেছি ।
তোমাকে একটা কথা বলি ,পশ্চিমবঙ্গে এরকম ব্লগ নেই । তুমি খোলার জন্য চিন্তাভাবনা করতো ।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

জুন বলেছেন: দেরীতে হলেও বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকেও!

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল সঙ্গে থাকার জন্য:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.