নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

নারী অপমান= দুই

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০





পার্ক স্ট্রিট কাণ্ডের জট আরও যেন জড়িয়ে যাচ্ছে সরকারের গায়ে। অভিযুক্তদের জন্য ন্যূনতম সাজার সওয়াল করায় যে নতুন বিতর্ক তৈরি হচ্ছিল, তা চাপা দিতে খুব দ্রুত সরকারি আইনজীবীকে সরিয়ে দিয়েও স্বস্তির অবকাশ কোথায় পাওয়া গেল? কারণ অপসারণের কথা জানা মাত্রই ওই আইনজীবী, সর্বাণী রায়, যে ভাবে একের পর এক তোপ দাগলেন সদর দফতরের দিকে, তাতে অলিন্দ কম্পমান যদি না-ও হয়ে থাকে, হতচকিত যে হয়েছেই, তার প্রমাণ দিয়ে স্বভাববিরুদ্ধভাবেই অনেকক্ষণ অন্তত নীরব থেকেছেন সরকারি নেতারা। সর্বাণীর অনেক কথার মধ্যে যে বাণটি নিপুণভাবে তাক করা, সেটা তীক্ষ্ণ— যে ধর্ষণ করেছে, সে ফেরার, ইচ্ছা করলে সরকার তাকে তুলে আনতে পারত। আঘাত হানার সময় শক্তি বাড়িয়ে নিচ্ছে বাণ— ‘‘অনেক খবর আমরাও পেয়েছি।’’
অপসারিত সরকারি আইনজীবী যা বলছেন, তা-ই বেদবাক্য, এমনটা মনে করার কোনও কারণই থাকতে পারে না। কিন্তু, এই সরকারেরর অনেক নেতার পাঞ্জাবি-হাফ পাঞ্জাবির পকেটে ‘অনেক কিছু’ গোপন থাকার সম্ভাবনা নিয়ে জল্পনারও কমতি নেই এ রাজ্যে। তাই এমনিতেই ভ্রূ-কুঞ্চিত সাধারণ মানুষের ভ্রূ-র আরও কুঞ্চনে সরকারি আইনজীবী সাহায্যই করলেন। কী অনেক খবর জানেন তিনি?
ফলে, দিনের শেষে পুনর্মূষিক ভব। নানা বিতর্ক-জল্পনায় অস্বস্তিতে থাকা সরকার, পুষ্পনন্দিত স্বপ্নের হাত ধরে নির্মল ভোরের দিকে যাত্রার পথটাকে তেমনভাবে খুঁজে পেল না। সারদা নয়, চিটফান্ড নয়, পার্ক স্ট্রিট কাণ্ডেও ধর্ষকের প্রসঙ্গেও গোপন কিছু আছে? এই প্রশ্নটার থেকেই আজ মুক্ত হতে চাইছিল সরকার।
হওয়ার দরকারও ছিল আজ।

সূত্র--আনন্দবাজার পত্রিকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

জনম দাসী বলেছেন: কে রুখিবে সে নারী অপমান। বড় কৃপণ এ সমাজ। ভাল থাকার সাথে রইলো বিনম্র শ্রদ্ধা লেখক যোদ্ধা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.