নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

প্রথম ঘটল যা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২





অনেক কিছু প্রথম ঘটল ।

সৌদিতে মহিলারা প্রথম বার ভোটাধিকার প্রয়োগ করলেন। প্রথম কোনও মহিলা সে দেশে ভোটে লড়লেন। প্রথম কোনও মহিলা জিতলেন। পশ্চিমের জানলায় সূর্যের উদয় হল যেন।
নবোদিত সূর্যে কলঙ্ক ছিল না। কিন্তু ওই পশ্চিমের জানলা দিয়েই হানা দিল কলঙ্ক আর তার অভিঘাত বিষণ্ণ করে দিয়ে গেল। প্রথম শীতের মধ্যরাতে দিল্লির বুকে উন্নয়নকামী উচ্ছেদ প্রাণ নিল এক শিশুর। হিম রাতে মাথার উপরের পাতলা আচ্ছাদানটুকুও কেড়ে নিল রাষ্ট্র। স্পন্দন থেমে গেল শিশুকন্যার।
এই রাষ্ট্রকেই তো অন্য ভূমিকায় দেখেছিলাম বন্যাদুর্গত চেন্নাইতে। জলবন্দি শহরে অসহায় আসন্নপ্রসবাকে অপরিসীম দক্ষতায় কপ্টারে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দিল ভারতীয় বিমানবাহিনী। যমজ সন্তানের জন্ম দিলেন সেই মহিলা। সেই দুর্দান্ত উদ্ধারের ছবি দেখে রাষ্ট্রকে স্যালুট করেছি, কুডোস বলেছি। চেন্নাইতে দেখা সেই রাষ্ট্রই দিল্লিতে পৌঁছে প্রাণ কাড়ল শিশুর!
অথচ, সৌদি হোক বা দিল্লি, দিল্লি হোক বা চেন্নাই— সর্বত্রই পৃথিবীকে সদ্য উন্মেষপ্রাপ্ত শিশুর বাসযোগ্য করার অঙ্গীকার নিয়ে জন্মেছিলাম আমরা।


এডিটর, আনন্দবাজার পত্রিকা

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

নতুন বলেছেন: অথচ, সৌদি হোক বা দিল্লি, দিল্লি হোক বা চেন্নাই— সর্বত্রই পৃথিবীকে সদ্য উন্মেষপ্রাপ্ত শিশুর বাসযোগ্য করার অঙ্গীকার নিয়ে জন্মেছিলাম আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.