নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

শাহরুখ কেন উল্ট পথে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২




শাহরুখের ইউটার্ন

হঠাত্ করেই আজ মনে পড়ছে গ্যালিলিওকে। আজ থেকে পাঁচশো বছর আগে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই নিতান্ত সত্য বলার পরিণতি কী হতে পারে তাঁর থেকে বেশি আর কেউই বোধহয় বোঝেননি। কোনও দিন। নিজের বিজ্ঞান চেতনা এবং বিশ্বাসের টুঁটি চেপে ধরে সেই একই লোককে যখন বলতে হয়, ‘না, সূর্যই ঘুরছে পৃথিবীর চারদিকে’, তার পিছনে নিদারুণ নিপীড়নের কাহিনিটা নেপথ্যেই রয়ে যেত, যদি না, স্বয়ং গ্যালিলিও এই নিয়ে মুখ খুলতেন। রাষ্ট্র ও যাজকতন্ত্র কী নির্মম ভাবে সত্য এবং সত্য প্রচারককে অবরুদ্ধ করতে পারে,আদিম না হোক তার প্রাচীন নিদর্শনে গ্যালিলিওর নাম অজানাই থেকে যেত, যদি না শেষ জীবনে তিনি নিজেই তাঁর ‘ভোলবদলের’ ইতিহাস লিপিবদ্ধ করে রাখতেন।
শাহরুখ যখন ক্ষমা প্রার্থনা করে বলছেন তাঁর আগের বিবৃতি ভুল, এ দেশে সহিষ্ণুতার অভাব নেই, তখন সেই বিষণ্ণ সন্ধ্যায় গ্যালিলিওর কথাই মনে পড়ে গেল।
আজ থেকে বহু দিন পর, শাহরুখও কী লিখবেন এমনই কোন ডিসকোর্স? বোধহয়, শুরু হয়ে গেল আর এক দফা অপেক্ষা আর প্রতীক্ষার।


সূত্র-আনন্দবাজার

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

হাসান নাঈম বলেছেন: শাহরুখ গ্যালিলিও হয়ে উঠতে না পারলেও ভারতের বর্তমান অবস্থা সহজেই বোধগম্য।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল:D

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: আপনি কি আনন্দবাজারে লিখেন? না আনন্দ থেকে কপি?

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: নিচে দেওয়া আছে সূত্র ।।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪০

গন্ধ গণতন্ত্র বলেছেন: শারুখ কি জন্য ভুল স্বীকার করল? বই চলবে না ভেবে

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮

সচেতনহ্যাপী বলেছেন: বৃহৎ গনতন্ত্রের দেশেই একি অবস্থা!! শাহরুখের বেলাতেই এমন সেখানে আমাদের অবস্থা!!!!
আনন্দবাজারেই পড়েছিলাম ঘটনাটা।।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: মৌলবাদীরা এমনই হয় । তবে মৌলবাদীরা যতকিছুই করার চেষ্টা করুণ । ভারতে বোধহয় তারা মাথাচারা দিতে পারবে না । এর জন্যই সর্ববৃহৎ গণতন্ত্র দেশ ভারত ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: তবে মৌলবাদীরা যতকিছুই করার চেষ্টা করুণ । ভারতে বোধহয় তারা মাথাচারা দিতে পারবে না । এর জন্যই সর্ববৃহৎ গণতন্ত্র দেশ ভারত । কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ আপনার কথাকে পুরো সমর্থন করে কি?? গুলাম আলির প্রোগাম বাদ, এক জাতিয় নেতার মুখে কালি লেপন,শাহরুখের পশ্চাদাপসারনই কি প্রমান করে না,সেই ভারতের আর নেই??
তবে নির্বাচন কমিশন,সিবিআই,বিচার বিভাগ নিয়ে এখনো গর্ব করতে পারেন।। ধন্যবাদ।।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: ১২৬ কোটি জনগণ আছে ৷ আমাকে বলতে হবে না ৷ ভারত আপন পথেই তার পথ তৈরী করে নিবে ৷ প্রতিবাদ আছে ভারতে ৷ এটা নিশ্চয় জানো ৷ একটা দারদীর জন্য অল ভারত প্রতিবাদ জানিয়েছে ৷

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ১২৬ কোটি জনগণ আছে ৷ আমাকে বলতে হবে না ৷ ভারত আপন পথেই তার পথ তৈরী করে নিবে ৷ প্রতিবাদ আছে ভারতে ৷ এটা নিশ্চয় জানো ৷ একটা দারদীর জন্য অল ভারত প্রতিবাদ জানিয়েছে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.