নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

শুভ বড়দিন

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০




শুভ বড়দিন!


সবার খুব ভাল কাটুক আজকের দিন। এই বর্ষশেষ। নতুন বছর। খুব ভাল কাটুক। এই কামনা করি।
কাল রাতে বাড়িতে বাড়িতে মোজা ঝুলেছিল নিশ্চয়ই। মধ্য রাতে সান্তা ক্লজ মোজা ছাপিয়ে উপহার দিয়ে গিয়েছে, এ-ও তো মোটের উপর নিশ্চিত।
আমিও একটা মোজা ঝুলিয়েছিলাম আমার ঘরের জানলার পাশে। চেয়েছিলাম একটাই জিনিস। সকালে উঠে দেখি, মোজার মধ্যে একটা প্যাকেট। চমকে গিয়েছি, কিন্তু খুলে উঠতে পারিনি এখনও। যদি এমনটা হয়, সান্তা ক্লজও বলল, সরি, পারলাম না!
খুব কঠিন একটা জিনিসই চেয়ে বসেছি এ বার। দেশ জুড়ে সহিষ্ণুতা।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

লেখোয়াড়. বলেছেন:
এই পোস্টের জন্য ধন্যবাদ।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও শুভকামনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি তাই ভাবছিলাম এত লেখা প্রথম পৃষ্টা কিন্তু বড় দিনের লেখা কই । আমি নাস্তিক হওয়া স্বত্তেও লেখাটা দিলাম ।
তাই তো চাইলাম সবদেশে যেন সহিষ্ণু ফিরে আসে ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

নেক্সাস বলেছেন: অল্প কথার আবেদন অনেক।

শুভ বড়দিন

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

দেবজ্যোতিকাজল বলেছেন: গড যদি আমার আবেদন শূনত তবে এ নাস্তিক জীবন ধন্য হত

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

কল্লোল পথিক বলেছেন: শুভ বড়দিন

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমিও শুভেচ্ছা নিয়

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

লেখোয়াড়. বলেছেন:
আপনি নিজেকে নাস্তিক বলছেন কেন? পৃথিবীতে নাস্তিক বলে কেউ নেই।
মায়ের গর্ভে জন্ম না নিয়ে যদি কেউ জন্মে থাকে তো সেই-ই শুধু নাস্তিক, কিন্তু সেটা সম্ভব নয়।

যেহেতু আপনি পিতা-মাতার ওরসজাত হয়ে জন্মেছেন, তাই পিতা-মাতাই আপনার প্রথম ও জীবন্ত ঈশ্বর। সব মানুষের বেলায় তাই।
এটাই শেস কথা, অন্য কিছু নয়।

তাই যারা বলে আমি নাস্তিক, তুমি নাস্তিক তারা মিথ্যা বলে, অজ্ঞতায় বলে। তারা ভুল বলে।

ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন: দেখ ভাই ,আমি পোষাকি ধর্মের নাস্তিক । আমার স্রষ্টা আমার পিতামাতা তাই তেনারা আমার ঈশ্বর তাতে কোন বিরোধ নাই ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

প্রামানিক বলেছেন: শুভ বড় দিনের শুভেচ্ছা, সাথে মোজার ভিতর কি আছে জানতে চাই?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও শুভেচ্ছা রইল ।
মোজার মধ্যে প্যাকেট ছিল কিন্তু আমি তো প্যাকেট চাইনি তাই খোলা হয়নি , মানে খোলা হবেনা ।
যা চাইনি তা গ্রহণ করার মত ইচ্ছা নেই । তবে যে ওরা বলে গডের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় ।আমি তো সহিষ্ণু চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.