নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

পাঠানকোটের শোকাহত কিছু ছবি

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪


শহীদ নীরাঞ্জন কুমাৱ

তার পরিবার


আরও তিন শহীদ



শহীদের শেয বিদায় জানাচ্ছে সরকারি ভাবে ৷
জয় হিন্দ ৷৷ দেশের জন্য যারা জীবন দিয়ে গেছে তাদের কেউ ভুলবে না কখনও ৷




ভারতমাতার এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাজ্ঞাপন করছে ভারতবাসিরা
সংগ্রহ- abp আনন্দ ও আনন্দবাজার

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

নতুন বলেছেন: কারা এই হামলা করেছে? পাকি না আইএস বা অন্যকেউ?

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

সাহরাব বলেছেন: ভারতপ্রীতি বাদ দিয়ে দেশপ্রীতি থাকাটাই ভালো। ........... দেশের জন্য প্রাণ দেয়ার মতো সন্মানের কাজ আর কিছুই হতে পারেনা। ........ আবার সেই সৈনিক নামের জানোয়ার যখন বাংলাদেশী সীমান্তের ভেতর এসে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে.......তার জন্যও নিশ্চই আপনার গর্ভ হয়......তাই না ?....... যদি আপনি ভারতীয় হোন তাহলে এই কমেন্টসটা আপনার জন্য নয়। ...........

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: তা হলে তুমি তো আনন্দই পেয়েছ তাই না ?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

সাহরাব বলেছেন: বিদেশীদের বিবেকহীন অহংকার দেখলে আফসোস-ই হয়.........আনন্দ নয় !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: দেখ , এই জানোয়ার সৈনিকেরাই 71 বাংলাদেশের স্বাধিনতার জন্য জীবন দিয়েছিল পাকিকে হটানোর জন্য ।আর বাংলার মানুষের হাতে স্বাধিনতা তুলে দিয়েছিল ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

নতুন বলেছেন: @সাহরাব<< দেবজ্যোতিকাজল ভারতীয়..বাঙ্গালী তাই বাংলা ব্লগে লিখছে...

তার দেশের সৌনিকের জন্য তার কস্ট হবেই...

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

প্রণব দেবনাথ বলেছেন: এসব চলবেই যতদিন না পাকিস্তানের মতিভ্রম ঠিক না হচ্ছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিক বলেছ

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

সাহরাব বলেছেন: I salute to your patriotism !!

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

কৌশিক ইন্ডিয়া বলেছেন: সেলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
জঙ্গিবাদিরা সুধু ভারতের নয় আমাদেরও শত্রু
এই পোষ্টে পাকিপ্রেমিদের লাফানোর কিছু নেই। এরা পাকিস্তানের আরো বড় শত্রু।
জঙ্গিরা সবচেয়ে বেশী মোসলমান হত্যা করেছে এই পাকিস্তানেই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

নিমগ্ন বলেছেন: ৩. ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯ ০
সাহরাব বলেছেন: বিদেশীদের বিবেকহীন অহংকার দেখলে আফসোস-ই হয়.........আনন্দ নয় !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫ ০
লেখক বলেছেন: দেখ , এই জানোয়ার সৈনিকেরাই 71 বাংলাদেশের স্বাধিনতার জন্য জীবন দিয়েছিল পাকিকে হটানোর জন্য ।আর বাংলার মানুষের হাতে স্বাধিনতা তুলে দিয়েছিল ।


তোর স্পর্ধা তো কম না!! তুই তাইলে কইতে চাস আমরা যুদ্ধ করে স্বাধীনতা পাই নাই। স্বাধীনতা দান করা হয়েছে। তাই নে?

শোন হাদারাম। ব্রিটিশদের বিরুদ্ধে সারা ভারতের কোন ছাগল মাথা তুলে দাঁড়ায় নাই। সেই ব্রিটিশদের বিরুদ্ধ প্রতিরোধ এসেছিল বাংলাদেশ থেকেই। আর ঐ ব্রিটিশরাই কিন্তু ভারত পাকিদের স্বাধীনতা হাতে তুলে দিয়েছিল।
অথচ গর্বের বিষয় আমাদের বীরসেনানীরা পাকিদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ভারত স্রেফ সহযোগী মিত্রবাহিনী ছিল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: এই যুদ্ধে ভারতীয় কতজন সৈন মারা গিয়েছিল । সাত মাসে 30 লক্ষ মরেছিল । এই যুদ্ধ আরও দীর্ঘায়ু হলে স্বাধীনতার পক্ষের লোক বাংলাদেশে বোধহয় থাকত না ।পাকিরা মেরে ফেলত ।। তোমার বয়স কত জানিনা । 71 বাস্তবটা এখনকার জেনারেশন বোঝবে না । তখনকার বাস্তবটা কঠিণ ছিল । মুক্তিযোদ্ধাদের হাতে কিছুই ছিল না । না ছিল অস্ত্র ,না ছিল খাদ্য ,না ছিল চিকিৎসা । না ছিল প্রশিক্ষণ । তীতুমীরের বাঁশের কেল্লার মত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাল ছিল ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

দেবজ্যোতিকাজল বলেছেন: এই যুদ্ধে ভারতীয় কতজন সৈন মারা গিয়েছিল । সাত মাসে 30 লক্ষ মরেছিল । এই যুদ্ধ আরও দীর্ঘায়ু হলে স্বাধীনতার পক্ষের লোক বাংলাদেশে বোধহয় থাকত না ।পাকিরা মেরে ফেলত ।। তোমার বয়স কত জানিনা । 71 বাস্তবটা এখনকার জেনারেশন বোঝবে না । তখনকার বাস্তবটা কঠিণ ছিল । মুক্তিযোদ্ধাদের হাতে কিছুই ছিল না । না ছিল অস্ত্র ,না ছিল খাদ্য ,না ছিল চিকিৎসা । না ছিল প্রশিক্ষণ । তীতুমীরের বাঁশের কেল্লার মত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাল ছিল ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: পাকিস্তানের সাথে সমঝোতা করে লাভ নেই, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারত প্রথমে তা করবে না । পাকিস্থান করলে তখন ভারত করবে । আর পাকিস্থান জানে ভারতের সাথে ডাইরেক্ট যুদ্ধে টিকবে না । সেই জন্যই ত চোরাহামলা করছে । পাকিস্থান বাংলাদেশ কে কি ভাল রেখেছে ? যারা খারাপ তারা সহজে ভাল হয় না ,যতই তুমি ভাল ব্যবহার কর ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

নিমগ্ন বলেছেন: না যুদ্ধের মালামাল দিলেই খালাস। এতেই বলা যায় আমাদের স্বাধীনতা ভারতের দান, তাই না?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি ওভাবে দেখছ কেন ? আমি বোঝাতে চেয়েছি ভারতের একটা ভূমিকা ছিল । হয়তো এটুকু বলতাম না যদিনা সাহারাব ভারতীয় সৈনদের জানোয়ার না বলত ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

নিমগ্ন বলেছেন: বেশি কথা না কইয়া, যে কথা বলেছিস সেটা উইড্রো কর বেটা। এইটা জাতিগত অবমাননা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি কোন অন্যায় কথা বলিনি যে উইড্র করতে । বরং সাহারাব বাজে কথা বলেছে ।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

মাতাল রাজ্জাক বলেছেন: @দেবজ্যোতিকাজল ..আপনার দেশ বা যে কোন দেশেরই মানুষের মৃত্যু আমাদের কারোই কাম্য না ।সন্ত্রাসবাদকে কোন ভুমিরেখা দিয়ে চিহ্নিত কারা যায় না এবং সন্ত্রাসবাদের অভিশাপ আমাদের সকলের জন্যই সমান । আপনার দেশের সৈনিকদের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি আপনাকে আরো বলতে চাই যে, ৭১ এর যুদ্ধকালীন সময়ে আপনার আমাদের আপনাদের দেশে থাকতে দিয়েছিলেন; খুব খারাপ সময়ে আমাদের প্লেটে কিছু খাবার দিয়েছিলেন, রোগের সময় আমাদের চিকিৎসা দিয়েছিলেন এবং ক্ষেত্রবিশেষে আমাদের যুদ্ধ করার জন্য অস্ত্র ( এক্ষেত্রে পররাষ্ট্রনীতি উহ্য করলাম) ও দিয়েছিলেন । আমরা জাতি হিসেবে আমরা এতোটা দেঊলিয়া না যে আমরা আমাদের ৭১এর বন্ধুদের ভুলে যাব বা ২০১৬তে আপনাদের সাহায্য ভুলে যাব। কিন্তু দেবজ্যোতিকাজল , একটা দেশের স্বাধীনতা এতটা ঠুনকো জিনিষ না যে তা অন্য একটি দেশ গিফট করতে পারে। স্বাধীনতা শুধুমাত্র সে দেশের অধিবাসীরাই অর্জন করতে পারে অন্য কোন দেশ আরেকটি দেশের স্বাধীনতা হাতে "তুলে" দিতে পারে না । আমেরিকা হয়তবা আপনার ভাষ্যমতে আফগানিস্তান বা ইরাকে স্বাধীনতা তুলে দিয়েছিলো - আন্য দেশের স্বাধীনতা তুলে দিলে কই ফল হয় -তা আমরা দেখতে পারছি। আমার ধারনা আপনি অবশ্যই স্বীকার করবেন - বাংলাদেশ এতোটা খারাপ অবস্থাতে কোনদিনই যায় নাই । ৭ মাসে ৩০ লক্ষ্য মানুষ মারা গিয়েছে দেবজ্যোতিকাজল- ৩০ লক্ষ্য মানুষ। হয়তবা আমাদের ১০০ লক্ষ্য মানুশ তাদের জীবন দান করবে - এইট্যা চিন্তা করেই আমরা স্বাধীনতা জন্য যুদ্ধ করেছি না হলে ৩০ লক্ষ্য মানুষ না বরং ৩ জন্য মানুষ মারা গেলেই আমরা স্বাধীনতার কথা ভুলে যেতাম। আপনারা হয়ত যুদ্ধে অংশগ্রহণ করে সময়টা কমিয়ে এনেছিলেন- কিন্তু স্বাধীনতা আমরাই অর্জন করতে পারতাম আর সেটা ৯ মাসেই হোক অথবা ৯০০ বৎসরেই হোক । আপনাদের "স্বাধীনতা" আমাদের হাতে তুলে দেয়ার প্রয়োজন ছিলো না । তাই আশা করছি আপনি বুঝতে পারছেন - আমার দেশের স্বাধীনতা- আমরাই অর্জন করেছি কেউই আমাকে "তুলে" দেয়নি । আর যারা সাহায্য করেছে আমাদের এই অর্জনের জন্য তারা তাদের সীমান্ত আক্রান্ত হওয়ার আগেও সাহায্য করেছে এবং সীমান্ত আক্রান্ত হওয়ার পরেও সাহায্য করেছে। কিন্তু সাহায্যের ধরনটা শুধু পরিবর্তিত হয়েছে । কিন্তু তারমানে এইনা যে , আমার দেশের "স্বাধীনতা" আমাদের হাতে তুলে দেয়া হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: সাহরাব ভারতীয় সৈনদের জানোয়ার না বললে এত কথা হত না । সহরাব যাকে জানোয়ার বলছে ,সেই জানোয়ারগুলো 71 বাঙালীর মুক্তির জন্য জীবন দিয়েছিল । এটুকু ভেবে সহরাবের জানোয়ার বলাটা উচিৎছিল ।আমি কাউকে ছোটকরার জন্য কথাগুলো বলিনি । আমি আমার দেশকে যেমন শ্রদ্ধা করি তেমনি বাংলাদেশকেও শ্রদ্ধা করি । কিন্তু ভারতকে নিয়ে বাজে কথা শুনার অভিজ্ঞতাটা আজ নতুন না । আমি বিশ্বাস করি যে অন্যকে শ্রদ্ধা দিতে পারেনা সে নিজেও শ্রদ্ধা পাবার যোগ্য না ।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

মাতাল রাজ্জাক বলেছেন: ভাই @দেবজ্যোতিকাজল - আমি খুব নতুন মানুষ লিখার ক্ষেত্রে কিন্তু পড়ি অনেকদিন থেকে (খুব মজাদার কিছু না হলে আসলে পড়ি না )। আমি হ্য়তবা আপনার কাছে আপনার মন্তব্যও উওড্র করার আশা করছি না। "সৈনিক" হলও এমন একটা দাবার ঘুটি যা আসলে রাজা বা মন্ত্রীর জীবন বাচাতে অকাতরে ব্যবহার করা হয়। আপনি আপনার জাতীয়তাবাদী ইমোশান থেকেই হয়তো স্বাধীনতার "তুলে" দেয়ার মন্তব্য করেছে এবং ব্যক্তিগতভাবে আমি আপনার এই আবেগকে সম্মান করি এবং আমার ধারনা ব্লগের অধিকাংশ মানুষই সম্মান করে এবং করাও মনে হয় উচিত। কিছু কষ্ট মনে হয় "অপারগতা" থেকেই আসে - যেমনটা নিরীহ সৈনিকদের মৃত্যুর কষ্ট। কেন জানি মনে হচ্ছে সহরাবের কষ্টও "অপারগতা" থেকেই আসে - যেমনটা নিরীহ "ফেলানী"র মৃত্যু।
ভারত নিয়ে বাজে কথার কই থাকতে পারে আমি জানি না। আপনার দেশ ভারত আপনার কাছে সেরা আর আমার দেশ বাংলাদেশ আমার কাছে সেরা। পাশাপাশি ২ জন মানুষের মত ২ রকম হতেই পারে- যেকোন একটা স্মাধানে আসতে হবে; এমনটা কি খুব জরুরী ??
যাই হোক, আমি আপনার দেশের এই মুল্যবান প্রানহানির জন্য সত্যিই দুঃখিত এবং সমব্যাথী। আমি খুব বেশি আশা করছি না- বরং অনেক বেশী অনুরোধ করছি আপনার এই বক্তব্যটি উওড্র করার জন্য। এতটুকু অনুরোধ মনে হয় আপনাকে করা যেতেই পারে এবং আপনি নিশ্চিতভাবেই জানি অনুরোধটির কারন আপনিই বুঝতে পারবেন ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.