নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

প্রেম আর ঘৃণা

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১



ভারত ও পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক এতটাই স্পর্শকাতর যে, সামান্যতম ঘটনাতেও তাতে জোর টান পড়ে। সেই টান এতটাই তীব্র হয় যে, ছিঁড়ে পড়ারও উপক্রম হয় মাঝেমধ্যে। দু’দেশেই যুদ্ধ-যুদ্ধ উত্তাপের পরিবেশ তৈরি হয়, সোশ্যাল মিডিয়া জুড়ে উগ্র দেশপ্রেম এবং প্রতিবেশীর উদ্দেশে উগ্রতর ঘৃণার গর্জিত প্রকাশ শুরু হয় এবং এই সব অনুযায়ীই রাজনৈতিক প্রশাসন-বিরোধীরা ঘন ঘন হুঙ্কারে সার্বিক পরিস্থিতিকে যথেষ্ট উত্তেজক করে তোলেন।
পাঠানকোটের জঙ্গি হামলা অত্যন্ত উদ্বেগজনক, বড় একটা ঘটনা। এহেন ঘটনার পরেও বরং সংযত আবরণের প্রকাশের ইঙ্গিত উপমহাদেশের জন্য নতুন একটা মোড়ই নয়, অত্যন্ত ইতিবাচক এক মোড়। রণং দেহি মনোভাবের বদলে সুচিন্তিত, সংযত মনোভাবের প্রকাশ নিঃসন্দেহে স্বাগতযোগ্য।
এই পরিস্থিতিতেই নরেন্দ্র মোদীকে নওয়াজ শরিফের ফোন এল পাঠানকোটের পটভূমিকায়। যুদ্ধের দামামার শব্দে এতগুলো বছর কেটে যাওয়ার পর দুই দেশই কি বুঝতে পারছে, বারুদের ধোঁয়ায় উন্নতির পথ শুধু আচ্ছন্নই হয়ে যায়?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

প্রণব দেবনাথ বলেছেন: পাকিস্তানের বর্তমান কথাবার্তা শুনে মনে হচ্ছে ওদের মতি ঠিক হচ্ছে,কিন্তু ইতিহাসের যে পুনরাবৃত্তি হবেনা সেটা হলফ করে বলা যায়না।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিক বলেছ ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০১

সমীর হালদার বলেছেন: দাদা কাশ্মীর নিয়ে প্রথম থেকে আপনার লেখা চাই

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: কিছু লেখা আগেও দিয়েছি ।

:( চেষ্টা করি ।।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২২

সমীর হালদার বলেছেন: এইবার আবার প্রথম থেকেই লিখেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.